Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word riffle Bengali definition [রিফ্‌ল্] (verb transitive), (verb intransitive) (১) তাস শাফল করার পদ্ধতিবিশেষ(২) (বইপত্রের পৃষ্ঠা) দ্রুত উলটানোriffle through something (তাস) শাফল করা; দ্রুত অথবা মাঝে মাঝে উলটানো।
  • English Word rifle 1 Bengali definition [রাইফ্‌ল্] (verb transitive) (বন্দুক, ব্যারেল বা বাঁটে) খাঁজ কাটা। □ (noun) রাইফেল; (plural) রাইফেলসজ্জিত সেনাবাহিনী: the Bangladesh Rifles (সাবেক বিডিআর)। rifle-range (noun) (ক) রাইফেল-রেঞ্জ; রাইফেল-শুটিং অভ্যাস করার স্থান। (খ) রাইফেল-বুলেটের দূরত্ব অতিক্রমি ক্ষমতা: Within rifle-range. rifle-shot (noun) (ক)= rifle-range (খ). (খ) লক্ষ্যভেদী রাইফেলচালক। rifleman (noun) [রাইফ্‌মান্‌] (noun) (plural riflemen) রাইফেলবাহিনীর অন্যতম সেনা।
  • English Word rifle 2 Bengali definition [রাইফ্‌ল্] (verb transitive) চুরি করার উদ্দেশ্যে তন্ন তন্ন করে খোঁজা
  • English Word rift Bengali definition [রিফ্‌ট্] (noun) [countable noun] (১) ফাটলrift-valley (noun) ভূপৃষ্ঠে ফাটলের ফলে সৃষ্ট উপত্যকা। (২) (লাক্ষণিক) ছাড়াছাড়ি; (বন্ধুত্বে) ফাটল।
  • English Word rig 1 Bengali definition [রিগ্‌] (verb transitive), (verb intransitive) (rigged, rigging, rigs) (১) rig (with) কোনো জাহাজকে পাল, মাস্তুল ইত্যাদি সরবরাহ করা; (জাহাজের ক্ষেত্রে) পাল, মাস্তুল ইত্যাদি দ্বারা সজ্জিত করা; পাল, মাস্তুল ইত্যাদি জোগাড় করে সমুদ্রযাত্রার প্রস্তুতি গ্রহণ করা: rig a ship with new sails. (২) rig somebody (out) (in/with something) (ক) প্রয়োজনীয় পোশাক-পরিচ্ছদ জিনিসপত্র জোগাড় করা। (খ) (কথ্য) পোশাক পরা। rig-out (noun) (কথ্য) ব্যক্তির পোশাক-পরিচ্ছদ। rig something up (ক) বিভিন্ন অংশ জোড়া লাগানো। (খ) জোড়াতালি দিয়ে ব্যবস্থা করা। (গ)= rig something out. (noun) [countable noun] (১) জাহাজের পাল-মাস্তুল ইত্যাদি লাগানোর পদ্ধতি(২) বিশেষ উদ্দেশ্যে একত্র যন্ত্রপাতি। দ্রষ্টব্য oil. (৩) (কথ্য) পোশাকের স্টাইলrigging (noun) [uncountable noun] জাহাজের পাল, মাস্তুল ইত্যাদি লাগানোর জন্য প্রয়োজনীয় দড়িদড়া। rigger (noun) যে ব্যক্তি জাহাজের দড়িদড়া বাঁধে; (বিশেষ করে) বিমানের বিভিন্ন অংশ যে জোড়া দেয়।
  • English Word rig 2 Bengali definition [রিগ্‌] (verb transitive) (rigged, rigging, rigs) প্রতারণার আশ্রয় গ্রহণ করে নিয়ন্ত্রণ করা। (যেমন লাভের জন্য ছলচাতুরী করে শেয়ার-বাজারের দাম বাড়ানো)। a rigged election জাল ভোট ইত্যাদির মাধ্যমে পরিচালিত নির্বাচন।
  • English Word Rig Veda Bengali definition [রিগ্‌বেদ্] (noun) the Rig Veda (singular) হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদের সবচেয়ে প্রাচীন অংশ; ঋগ্বেদ
  • English Word right 1 Bengali definition [রাইট্] (adjective) (wrong-এর বিপরীত) (১) (স্বভাব-চরিত্র ইত্যাদি ক্ষেত্রে) সৎ; আইনানুগ: This is right and that is wrong. He was right in his decision. (২) সত্য; নির্ভুল; সন্তোষজনক; He took the right step. His statement was not right. get something right ভুল বোঝাবুঝির অবকাশ না-দিয়ে ভালোভাবে বুঝে নেওয়া। put/set something right পুনরায় চালু করা; স্বাস্থ্য পুনরুদ্ধার করা: He put the machine right. The medicine has put right. Right you are!/ Right O!/ Right! (interjection) (কথ্য) কারো সিদ্ধান্ত, অনুরোধ অথবা প্রস্তাবে সমর্থনসূচক প্রকাশ। All right /Alright! [অল্‌রাইট্] (interjection) যথার্থ; সঠিক। right minded (adjective) সুনীতিমনস্ক; নীতিনিষ্ঠ: He is a right-minded man. (৩) যোগ্যতম; পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সবচেয়ে সেরা: Try to find out the right man for the post. He is on the right road. get on the right side of somebody ডান হাতের লোকে পরিণত হওয়া। (৪) (all) right ভালো অথবা স্বাভাবিক অবস্থায়; সুস্থ: He is all right. not (quite) right in the/one’s head (কথ্য) মাথা খারাপ; বোকা। not in one’s right mind অস্বাভাবিক মানসিক অবস্থায়। right as rain/as a trivet (কথ্য) সম্পূর্ণ সুস্থ। (৫) (কোণ) (৯০) ডিগ্রিat right angles/at a right angle (to) সমকোণে, ৯০ ডিগ্রি কোণেright-angled (adjective) সমকোণের। rightly (adverb) সঠিকভাবে; ন্যায়সঙ্গভাবে; নির্ভুলভাবে। rightness (noun) যথার্থতা।
  • English Word right 2 Bengali definition [রাইট্] (adverb) (১) বরাবর; সোজাright away/off এক্ষুনি; অবিলম্বে। right now এ মুহূর্তে। right on! (interjection) (কথ্য) সমর্থনসূচক অথবা উৎসাহব্যঞ্জক প্রকাশ। (২) সারা পথ; পুরাপুরি(৩) ন্যায়সঙ্গতভাবে; নির্ভুলভাবে; সন্তোষজনক উপায়ে; যথাযথভাবেIt serves somebody right উচিত সাজা হয়েছে; এটাই তার প্রাপ্য ছিল। (৪) (প্রাচীন প্রয়োগ) খুব; অত্যন্তrightdown (adjective), (adverb) আগাগোড়া। (৫) Right honourable, দ্রষ্টব্য honourable. Right Reverend, দ্রষ্টব্য reverend.
  • English Word right 3 Bengali definition [রাইট্] (noun) (১) [uncountable noun] ঠিক; সঠিক, ভালো, ন্যায়, সত্য ইত্যাদি: May God defend the right. be in the right ন্যায়ের পথে থাকা। (২) [uncountable noun] অধিকার; দাবিby right (s) ন্যায়বিচার হলে; সত্যিকার অর্থে। by right of কারণবশত: The Normans ruled England by right of conquest. in one’s own right ব্যক্তিগত দাবিতে; নিজগুণে: He did it in his own right.right of way (ক) সর্বসাধারণের অধিকার (খ) (রাস্তায় চলাচলে) অন্যদের আগে কারো যাওয়ার অধিকার। human rights মানবাধিকার। women’s rights (বিশেষ করে) নারী-অধিকার; (রাজনীতি, অর্থনীতি এবং সমাজের সকল ক্ষেত্রে) পুরুষের সঙ্গে সমান অধিকার। দ্রষ্টব্য lib. stand on/assert one’s rights অধিকারসচেতন হওয়া এবং এ ধরনের ঘোষণা প্রদান করা যে, অধিকার আদায় না-করে ছাড়ব না। (৩) (plural) আসল অবস্থাput/set things to rights সাজিয়ে রাখো। rights and wrongs আসল ঘটনা: He tried to find out the rights and wrongs of the murder. দ্রষ্টব্য right (২).
  • English Word right 4 Bengali definition [রাইট্] (verb transitive) ঠিক জায়গায় রাখা; ঠিক পথে আনা; সঠিক স্থানে ফিরে আসা; পুনরায় নির্ভুল করা: The fault will right itself. right the helm জাহাজের মাঝামাঝি অবস্থানে রাখা।
  • English Word right 5 Bengali definition [রাইট্] (adjective) (left- এর উল্টা) ডানOne’s right hand/arm (লাক্ষণিক) কারো ডান হাত। one’s right hand সর্বশক্তি: He will put his right hand to the work? right-hand (adjective) ডান হাতে ব্যবহারের। right-handed (adjective) (ক) (ব্যক্তি) ডানহাতি। (খ) (ঘুষি ইত্যাদি) ডানহাতি। right-hander (noun) (ক) ডানহাতি ব্যক্তি। (খ) ডানহাতি মুষ্ট্যাঘাত। right-turn (noun) ডানদিকে ফিরে দাঁড়ানো। right about turn/face সম্পূর্ণ বিপরীত দিকে মুখ করা পর্যন্ত উলটা ফিরে তাকাতে থাকা। □ (adverb) ডানদিকে। right and left সর্বত্র; ভানে-বামে দুদিকে; দুদিক থেকে; নির্বিচারে। □ (noun) (১) [uncountable noun] ডানদিকে। (২) (রাজনীতি; সাধারণত Right) রক্ষণশীল অথবা প্রতিক্রিয়াশীল দলrightist (noun) [রাইট্ইস্‌ট্] ডানপন্থি।
  • English Word righteous Bengali definition [রাইচাস্‌] (adjective) (১) নীতিবান; ন্যায়(২) নীতিগতভাবে সমর্থনযোগ্যrighteously (adverb) righteousness (noun) ন্যায়নিষ্ঠা।
  • English Word rightful Bengali definition [রাইট্‌ফল্‌] (adjective) (১) আইনসম্মত(২) (ঘটনা, কার্যক্রম) ন্যায়সঙ্গতrightfully [রাইট্‌ফালি] (adverb) rightfulness (noun)
  • English Word rigid Bengali definition [রিজিড্] (adjective) (১) অনমনীয়; বাঁকানো যাবে না এমন(২) দৃঢ়; অপরিবর্তনীয়: the rigid constitution. rigidly (adverb) দৃঢ়ভাবে; কঠোরভাবে। rigidity [রিজিডাটি] (noun) [uncountable noun] (১) দৃঢ়তা; অনমনীয়তা(২) কঠোরতা
  • English Word rigmarole Bengali definition [রিগ্‌মারোল্] (noun) [countable noun] (১) অর্থহীন দীর্ঘকাহিনি অথবা ভাষণ; অসংলগ্ন বর্ণনা(২) বিভ্রান্তিকর ও একঘেয়ে প্রক্রিয়া
  • English Word rigormortis Bengali definition [রিগামোটিস্‌] (noun) (লাক্ষণিক) মরণোত্তর পেশিকাঠিন্য
  • English Word rigorous Bengali definition [রিগারাস্‌] (adjective) (১) কঠোর; প্রচণ্ড(২) তীব্র: rigorous weather. rigorously (adverb) কঠোরভাবে; প্রচণ্ডভাবে।
  • English Word rigour Bengali definition (America(n)= rigor) [রিগা(র্‌)] (noun) (১) [uncountable noun] দৃঢ়তা; কঠোরতা; (আইন) কঠোর প্রয়োগ(২) (প্রায়ই plural) প্রচণ্ডতা
  • English Word rile Bengali definition [রাইল্] (verb transitive) (কথ্য) বিরক্ত করা; রাগানো
  • English Word rim Bengali definition [রিম্‌] (noun) [countable noun] টায়ারসংযোজনের জন্য নির্মিত চাকার কাঠামো; বৃত্তাকার কোনো কিছুর প্রান্ত: the rim of a pitcher. red- rimmed (adjective) (চোখ) কান্নারাঙা। □ (verb transitive) (rimmed, rimming, rims) প্রান্ত বা কানা সরবরাহ করা।
  • English Word rime Bengali definition [রাইম্] (noun)= rhyme.
  • English Word rind Bengali definition [রাইন্‌ড্‌] (noun) [uncountable noun] খোসা; আস্তর; ছাল
  • English Word rinderpest Bengali definition [রিন্‌ডাপেস্‌ট্] (noun) [uncountable noun] গবাদিপশুর সংক্রামক রোগ
  • English Word ring 1 Bengali definition [রিং] (noun) (১) [countable noun] আংটিring-finger হাতের অনামিকা আঙুল। (২) ধাতু, কাঠ অথবা যেকোনো দ্রব্যের তৈরি বৃত্ত: a key ring. ring-mail/ring-armour (noun(s)= chain arour. দ্রষ্টব্য chain(৪). (৩) বৃত্ত। make/run rings round somebody অন্যের চাইতে দ্রুত করে ফেলা। (৪) চক্র: a ring of criminals. (৫) circus ring সার্কাসের খেলা দেখানোর ঘেরring-master (noun) সার্কাসের ক্রীড়া নির্দেশক, রিংমাস্টার। (৬) (কৃষি প্রদর্শনী) গবাদি পশু, কুকুর ইত্যাদি প্রদর্শনের স্থান(৭) ঘোড়দৌড়ে বাজিthe ring ঘোড়দৌড়ে পেশাদার বাজি ধরার দল। দ্রষ্টব্য book 1 (৮). (৮) the prize ring, দ্রষ্টব্য prize (৩). (৯) (যৌগশব্দে) ring-leader (noun) কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি; দুর্বৃত্তদলের সর্দারring-road (noun) রিং রোড (যানজট এড়ানোর উদ্দেশ্যে শহরের চারপাশে নির্মিত সড়ক), তুলনীয় by-pass; বিশেষভাবে নির্মিত নতুন রাস্তা। ringside (noun) সার্কাসের রিংয়ের পাশের স্থান: have a ringside seat ঘটনা প্রত্যক্ষ করার নির্ভরযোগ্য স্থান। ringworm (noun) [uncountable noun] দাদ। □ (verb transitive), (verb intransitive) (past tense, past participle ringed) (১) ঘেরাও করা(২) (ষাঁড়) নাকে আংটা পরানো অথবা (পাখি) পায়ে বেড়ি পরানো(৩) (খেলায়) গণ্ডি আঁকা(৪) (শিকারি শিয়াল) বৃত্তাকার পথরেখা অবলম্বন করা
  • English Word ring 2 Bengali definition [রিং] (verb transitive), (verb intransitive) (past tense) rang [রিং], past participle rung [রাং] (১) ঘণ্টা বাজানো; ফোন বাজা(২) ধ্বনিত হওয়া(৩) ring (for somebody/something) সতর্কীকরণের উদ্দেশ্যে ঘণ্টা বাজানো(৪) আওয়াজ বের করাring a bell (কথ্য) আবছা আবছা মনে পড়ানো। ring the bell (কথ্য) কোনো কিছুতে সফল হওয়া। (৫) ring (with something) প্রতিধ্বনিত করা/হওয়া(৬) স্মৃতিতে দীর্ঘস্থায়ী হওয়া: His last words still ring in my mind. (৭) ring (with) ধ্বনি-প্রতিধ্বনিপূর্ণ(৮) ring somebody (up) ফোন করা(৯) (পরপর বেজে চলা ঘণ্টাধ্বনির ক্ষেত্রে) ঘণ্টা বাজিয়ে (সময়) ঘোষণা করা(১০) ঘণ্টা বাজিয়ে সংকেত ধ্বনি করাring the curtain up/down (মঞ্চে) যবনিকা তোলা অথবা পতন-সংকেত ধ্বনি। (১১) প্রচণ্ড ধ্বনি করাring the changes (on) (গির্জার ঘণ্টার ক্ষেত্রে) বিভিন্ন নিয়মে ঘণ্টা বাজানো; (লাক্ষণিক) যথাসম্ভব স্বতন্ত্রভাবে করা অথবা রাখা। (১২) ঘণ্টা বাজিয়ে শুভ সূচনা অথবা সমাপ্তি ঘোষণা করাring out the old (year) and ring in the New পুরনো বর্ষকে বিদায় জানানো। ⧠(noun) (১) (কেবল singular) ঘণ্টাধ্বনি। (২) (কেবল singular) স্পষ্ট ও জোরালো ধ্বনি(৩) [countable noun] ঘণ্টা বাজার শব্দringer (noun) ঘণ্টা বাজিয়ে; ঘণ্টাওয়ালা।
  • English Word ringlet Bengali definition [রিংলিট্‌] (noun) [countable noun] চুলের ছোট ছোট কুঞ্চন
  • English Word ringtone Bengali definition [রিংটোউন] (noun) (অপিচ ring-tone) (plural 'ringtones' বা 'ring-tones') ল্যান্ডফোন বা মোবাইল ফোন অথবা এসএমএসের ইনকামিং মেসেজ সাউন্ড বা সংকেত; রিংটোন: Download rock music ringtones.
  • English Word rink Bengali definition [রিঙ্ক্‌] (noun) [countable noun] স্কেটিং, হকি অথবা রোলার-স্কেটিংয়ের বিশেষভাবে নির্মিত বরফের পাত অথবা মেঝে
  • English Word rinse Bengali definition [রিন্‌স্‌] (verb transitive) rinse something (out); rinse something out of something ১ ধুয়ে ফেলা; আলতোভাবে ধোয়া(২) rinse something down পানীয়ের সহায়তায় গলাধঃকরণ করা। □ (noun) (১) আলতোভাবে প্রক্ষালন(২) চুলে রং দেওয়ার পদ্ধতিবিশেষ