• Bengali Word prize 1 English definition [প্রাইজ্‌] (noun) পুরস্কার: be awarded a prize for good conduct; consolation prizes, সান্ত্বনা পুরস্কার; prize cattle, পুরস্কারপ্রাপ্ত গবাদিপশু; a prize scholarship, পুরস্কারমূলক বৃত্তি।
      (২) (লাক্ষণিক) সংগ্রামের লক্ষ্যবস্তু কিংবা সংগ্রামের যোগ্যবস্তু; পুরস্কার; সিদ্ধিফল: the prizes of life. (৩) prize-fight (noun) (অর্থের জন্য) মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা। prize-fighter (noun) পেশাদার মুষ্টিযোদ্ধা। prize-fighting (noun) (অর্থের জন্য) মুষ্টিযুদ্ধ। prize-ring (noun) মল্লভূমি। (৪) prizeman [প্রাইজ্‌মান্] (noun) (plural prizemen) পুরস্কারবিজয়ী (পুরস্কার বা বৃত্তির নাম পূর্বে লিখিত হয়)। □ (verb transitive) বহুমূল্য জ্ঞান করা: his most prized possessions.
    • Bengali Word prize 2 English definition [প্রাইজ্‌] (noun) [Countable noun] বিশেষত যুদ্ধকালে সমুদ্রপথে বলপূর্বক অধিকৃত জাহাজ বা জাহাজের পণ্যসামগ্রী; যুদ্ধধন।
      prize-money (noun) উক্তরূপে জাহাজ বিক্রয়লব্ধ অর্থ (যা পাকড়াওকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হতো); যুদ্ধধন; (লাক্ষণিক) হঠাৎপ্রাপ্তি; আগন্তুকলাভ; গুপ্তধন।
    • Bengali Word prize 3, prise English definition (অপিচ prise) [প্রাইজ্‌] (verb transitive) বাক্স; ঢাকনা ইত্যাদি চাপ দিয়ে খোলা: Prize a box open/up/off.
      The referee needed all his strength to prize the boxers apart.
    • Bengali Word Nobel Prize English definition [নোবেল প্রাইজ্‌] (noun) নোবেল পুরস্কার।