Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word G, g Bengali definition [জী] (plural G’s, g’s [জীজ]) ইংরেজি বর্ণমালার সপ্তম বর্ণ; (America(n) অপশব্দ) এক হাজার ডলার।
  • English Word G-man Bengali definition [জীম্যান্] (noun) (America(n) কথ্য) আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা অফিসার
  • English Word G-string Bengali definition [জী স্ট্রিঙ্] (noun) কৌপীন বা নেংটিবিশেষ
  • English Word gab Bengali definition [গ্যাব্‌] (noun) [uncountable noun] (কথ্য) কথা; বকবকানি: stop your gab, (কথ্য) বকবকানি থামাও। have the gift of the gab বাকপটুতা/বাচালতা করা।
  • English Word gabardine, gaberdine Bengali definition [গ্যাবাডীন্‌] (noun) [uncountable noun] মজবুত; মসৃণ; শিরাল বস্ত্রবিশেষ; গ্যাবার্ডিন
  • English Word gabble Bengali definition [গ্যাব্‌ল্‌] (verb transitive), (verb intransitive) দ্রুত অস্পষ্টভাবে কথা বলা; হড়বড়ানো(noun) [uncountable noun] হড়বড়ানি।
  • English Word gabelle Bengali definition [গাবেল্] (noun) (ইতিহাস) কর; বিশেষত ফরাসি বিপ্লবের পূর্বে লবণ-কর
  • English Word gable Bengali definition [গেঈব্‌ল্] (noun) [countable noun] ঢালু ছাদের নিচে বাইরের দেওয়ালের ত্রিকোণাকার অংশgabled [গইব্‌ল্‌ড্‌] (adjective) ঐরূপ অংশযুক্ত: a gabled house.
  • English Word gad Bengali definition [গ্যাড্] (verb intransitive) (gadded, gadding, gads) gadabout (কথ্য) উত্তেজনা বা সুখের সন্ধানে ছোটাছুটি করাgad about (noun) সুখান্বেষী ব্যক্তি; সুখের ভ্রমর।
  • English Word gadfly Bengali definition [গ্যাডফ্লাই] (noun) (plural gadflies) ডাঁশ; দংশমক্ষিকা
  • English Word gadget Bengali definition [গ্যাজিট্] (noun) (কথ্য) ছোট যন্ত্র; কলgadgetry (noun) [uncountable noun] কলকবজা।
  • English Word gadi Bengali definition [গোদি] (অপিচ gaddi [গোদ্দি]) (noun) (১) কোনো কর্তৃপক্ষ বা কোনো রাজত্বের ক্ষমতা; গদি(২) ভারতবর্ষের ঐতিহ্যিক ব্যবসায়ীদের প্রধান কর্মস্থল; গদি
  • English Word gadolinium Bengali definition [গ্যাডালিনিআম্‌] (noun) [uncountable noun] নরম ধাতব মৌলবিশেষ, যা কেবল অন্য পদার্থের সঙ্গে সম্পৃক্ত অবস্থায় পাওয়া যায়; (প্রতীক Gd) গ্যাডলিনিয়ম।
  • English Word Gael Bengali definition [গেইল্] (noun) স্কটিশ বা আইরিশ কেলটজাতীয় লোক; গেইলGaelic [গেইলিক্] (adjective), (noun) কেলটীয় (ভাষা)।
  • English Word gaff 1 Bengali definition [গ্যাফ্] (noun) ছিপে গাঁথা মাছ তীরে ওঠানোর জন্য বড়শিযুক্ত লাঠি; কেঁচা
  • English Word gaff 2 Bengali definition [গ্যাফ] (noun) blow the gaff গুপ্তরহস্য বা ষড়যন্ত্র ফাঁস করে দেওয়া; থলের বিড়াল বের করে দেওয়া
  • English Word gaffe Bengali definition [গ্যাফ] (noun) [countable noun] প্রমাদ; হঠকারী/অসতর্ক কর্ম বা উক্তি; ভুল পদক্ষেপ; হঠকারিতা
  • English Word gaffer Bengali definition [গ্যাফা(র্)] (noun) (কথ্য) বিশেষত গ্রাম্য বুড়ো; শ্রমিক সর্দার। দ্রষ্টব্য boss 1, guvnor.
  • English Word gag Bengali definition [গ্যাগ্‌] (noun) [countable noun] (১) মুখ খোলা রাখার জন্য মুখের মধ্যে ঢোকানো কোনোকিছু (যেমন দন্তচিকিৎসকরা ঢুকিয়ে থাকে) কিংবা কথা বলা বা চিৎকার থেকে বিরত রাখতে মুখের ভিতরে বা উপরে স্থাপিত কোনো বস্তু; মুখাবরোধ(২) অভিনয়কালে অভিনেতা কর্তৃক তাঁর অংশের মধ্যে প্রক্ষিপ্ত (স্বরচিত) উক্তি বা ক্রিয়াকলাপ(৩) বিশেষত (মঞ্চে বেতারে বা টিভিতে) কৌতুকাভিনেতার কর্মকাণ্ডের অংশ হিসেবে রসিকতা, কৌতুক ইত্যাদি। □ (verb transitive), (verb intransitive) (gagged, gagging, gags) (১) মুখে গোঁজ ভরা; কণ্ঠরোধ করা; (লাক্ষণিক) বাকস্বাধীনতা হরণ করা; মুখে ঠুলি পরানো(২) (অভিনেতা প্রভৃতি) স্বরচিত অংশ প্রক্ষিপ্ত করা; কৌতুককর গল্প ইত্যাদি যোগ করা; গোঁজ দেওয়া(৩) (কথ্য) ওয়াক-ওয়াক করা
  • English Word gaga Bengali definition [গা:গা:] (adjective) (অপশব্দ) ভীমরতিগ্রস্ত; আড়পাগলা
  • English Word gage 1 Bengali definition [গেইজ] দ্রষ্টব্য gauge.
  • English Word gage 2 Bengali definition [গেইজ] (noun) (১) জামানত হিসেবে প্রদত্ত প্রতিশ্রুতি; বন্ধকি ইত্যাদি(২) দ্বন্দ্বযুদ্ধের আহ্বান; ঐরূপ আহ্বানের প্রতীকস্বরূপ ভূতলে নিক্ষিপ্ত দস্তানা ইত্যাদি
  • English Word gaggle Bengali definition [গ্যাগ্‌ল্‌] (noun) (হাঁসের) ঝাঁক; (হাস্যরসাত্মক) (অতিভাষী মেয়েদের) দল বা ঝাঁক।
  • English Word gaiety Bengali definition [গেইআটি] (noun) (১) [uncountable noun] প্রফুল্লতা; আনন্দমুখরতা; আনন্দউল্লাস; প্রহর্ষ; ঔজ্জ্বল্য(২) (plural gaieties) আমোদউৎসব; আনন্দউল্লাস; আমোদপ্রমোদ; উৎসবআনন্দ: the gaieties of the Christmas season.
  • English Word gaily Bengali definition [গেইলি] (adverb) দ্রষ্টব্য gay
  • English Word gain 1 Bengali definition [গেইন] (noun) (১) [uncountable noun] বিত্তসঞ্চয়; লাভ; মুনাফা; প্রাপ্তি; বিষয়বৃদ্ধি; the love of gain. (২) (plural) capital gains, দ্রষ্টব্য capital. ill-gotten gains অসদুপায়ে অর্জিত সম্পদ। (৩) [countable noun] পরিমাণ বা শক্তির বৃদ্ধি; লাভ; উৎকর্ষ: a gain in weight/health. gainful [গেইনফ্‌ল্‌] (adjective) অর্থপ্রদ; অর্থকর; অর্থজনক; লাভজনক: gainful occupations. gainfully [গেইনফালি] (adverb) অর্থপ্রদভাবে ইত্যাদি: gainfully employed.
  • English Word gain 2 Bengali definition [গেইন্‌] (verb transitive), (verb intransitive) (১) অর্জন করা; যোগ করা; বাড়ানো; উপচয় করা: gain experience/ momentum/weight. gain ground উন্নতি/অত্যুন্নতি করা; অগ্রসর হওয়া। gain time (নিজের সম্ভাবনা বাড়াতে) কালক্ষেপণ/দীর্ঘসূত্রতা করা। gain the upper hand জয়ী হওয়া; প্রাধান্য অর্জন করা। (২) gain (from) লাভবান/উপকৃত হওয়া; উন্নতি/বৃদ্ধি করা: gain from an experience. (৩) (ঘড়ি) দ্রুত চলা; এগিয়ে যাওয়া: My watch gains five minutes a day. (৪) gain on/upon (ক) নাগাল ধরা/পাওয়া: gain on the other runners in a race.(খ) কারো চেয়ে দ্রুততর বেগে ধাবিত হওয়া; আরো পিছনে ফেলে যাওয়া: gain on one’s pursuers. (গ) (সাগর) ক্রমশ এগিয়ে আসা ও ভূমি গ্রাস করা। (৫) (বিশেষত কঠিন প্রয়াসে কাঙ্ক্ষিত স্থানে) উপনীত হওয়া; পৌঁছা: gain the top of a summit.
  • English Word gainsay Bengali definition [গেইনসেই] (verb transitive) (past tense, past participle gainsaid [গেইনসেড্] (সাহিত্যিক) প্রধানত' negative(ly) ও 'inter) অপলাপ/অস্বীকার/অপহ্নব করা; There is no gainsaying his skill as a negotiator.
  • English Word gait Bengali definition [গেইট্] (noun) হাঁটা বা দৌড়ানোর ভঙ্গি; গমন; চলন; চলার ধাঁচ বা ঢং; an awkward gait.
  • English Word gaiter Bengali definition [গেইটই(র্‌)] (noun) হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত অংশে পরিহিত পটিবিশেষ