L পৃষ্ঠা ১
- English Word L, l Bengali definition [এল্] ইংরেজি বর্ণমালার দ্বাদশ বর্ণ; রোমান সংখ্যা ৫০-এর প্রতীক।
- English Word L-plate Bengali definition [এল্-প্লেইট্] (noun) গাড়ি-চালনা শিক্ষার্থীর গাড়িতে লাগানো L আকৃতির প্লেট।
- English Word la Bengali definition [লা:] (noun) সংগীতের স্বরগ্রামের ষষ্ঠ স্বর ‘ধা’।
- English Word la-la land Bengali definition [লা-লা ল্যানড্] (noun) (অনানুষ্ঠানিক) (১) লস অ্যাঞ্জেলেস বিশেষত হলিউড: The magazine’s special Hollywood issue has sent la-la land into a state of apoplexy. (২) স্বপ্নবৎ অথবা মোহাবিষ্ট অবস্থা: He looks like he’s in la-la land the whole time.
- English Word laager Bengali definition [লা:গা(র্)] (noun) শিবির; আত্মরক্ষামূলক সৈন্যছাউনি; (সামরিক) সাঁজোয়া গাড়ির পার্কিং স্থান।
- English Word lab Bengali definition [ল্যাব্] (noun) (কথ্যসংক্ষেপ) ল্যাবরেটরি; গবেষণাগার।
- English Word labborious Bengali definition [লাবোরিআস্](adjective): ১ শ্রমসাধ্য: a labborious task. (২) কষ্টসহ করা; অস্বতঃস্ফুর্ত: a labborious style of prose. labboriously (adverb)
- English Word label Bengali definition [লেইব্ল্] (noun) মোড়ক; জিনিসের গায়ে এর পরিচিতি, মালিকানাসম্পর্কিত তথ্যসংবলিত যে কাগজ আঁটা থাকে। □ (verb transitive) মোড়কে আচ্ছাদিত করা; লেবেল লাগানো।
- English Word labial Bengali definition [লেইবিআল্] (noun), (adjective) ঔষ্ঠ্য; ওষ্ঠ দ্বারা উচ্চারিত (ধ্বনি): ‘p’ is a labial sound.
- English Word labor Bengali definition [লেইবা(র্)] (America(n))= labour.
- English Word laboratory Bengali definition [লাব্রাট্রি America(n)ল্যাবরাটোরি](noun) গবেষণাগার।
- English Word labour Bengali definition (America(n) = labor) [লেইবা(র্)] (noun) (১) শারীরিক বা মানসিক শ্রম: The work needs labour. hardlabour (noun) সশ্রম কারাদণ্ড। labour intensive (উৎপাদন) কায়িক শ্রমনির্ভর; শ্রমিকনির্ভর। labour-saving (adjective) কায়িকশ্রমের সাশ্রয় হয় এমন: Washing machines are a labour-saving device. (২) কর্ম, দায়িত্ব। (৩) শ্রমিক বা শ্রমিকরা। labour relations, শ্রমিকমালিক সম্পর্ক। Labour Exchange চাকরি বিনিময়কেন্দ্র (শ্রমিকের জন্য) the Labour Party ব্রিটেনের শ্রমিকদল নামক রাজনৈতিক দল। labour union শ্রমিকদের দাবি আদায়ের সংগঠন।
- English Word laburnum Bengali definition [লাবানাম্] (noun) হলুদ ফুলের ছোট গাছবিশেষ।
- English Word labyrinth Bengali definition [ল্যাবারিন্থ্] (noun) জটিল ও সর্পিল পথের মিলনস্থল; গোলকধাঁধা। labyrinthine (adjective) গোলকধাঁধাপূর্ণ।
- English Word lace Bengali definition [লেইস্](noun) [uncountable noun] (১) কারুকার্যময় ফিতা। (২) জুতার ফিতা। (verb transitive) (১) lace (up) শক্ত করে বাঁধা। (২) lace into somebody কাউকে প্রহার করা। (৩) lace with কোনো কিছু মিশিয়ে সুরভিত বা কড়া করা: Coffee laced with Irish whiskey.
- English Word lacerate Bengali definition [ল্যাসারেইট্] (verb transitive) ক্ষত সৃষ্টি করা; ছিঁড়ে যাওয়া: lacerated arm. laceration (noun) [uncountable noun] ক্ষত।
- English Word lachrymal Bengali definition [ল্যাক্রিমল্] (adjective) অশ্রুসংক্রান্ত: lachrymal glands, অশ্রু ক্ষরণকারী গ্রন্থিসমূহ। lachrymose (adjective) অশ্রুপূর্ণ; ত্রুন্দনশীল; ছিচকাঁদুনে।
- English Word lack Bengali definition [ল্যাক্] (verb transitive), (verb intransitive) (১) অভাব ঘটা, ঊন ঘটা: He lacks common sense. be lacking in something কোনো কিছুতে ঊন হওয়া; ঘাটতিযুক্ত হওয়া: He didn’t get the job, due to a lack of experience. (২) lack for (আনুষ্ঠানিক) অভাব বোধ করা: The family lacks for nothing. (noun) [uncountable noun] অভাব; ঘাটতি; প্রয়োজন: Poor people suffer for lack of opportunities.
- English Word lackadaisical Bengali definition [ল্যাকাডেইজিক্ল্](adjective) অবসাদগ্রস্ত; উৎসাহহীন; ক্লান্ত মনে হয় এমন।
- English Word lackey Bengali definition [ল্যাকি] (noun) পুরুষ চাকর; (লাক্ষণিক) বিনা বাক্যব্যয়ে হুকুম তামিলকারী; চামচা।
- English Word laconic Bengali definition [লাকনিক্] (adjective) অল্পকথায় প্রকাশিত: a laconic person স্বল্পভাষী ব্যক্তি। laconically (adverb) laconism (noun) স্বল্পভাষিতা; ছোট বাক্য।
- English Word lacrosse Bengali definition [লাক্রস্] (noun) [uncountable noun] ঘরের বাইরে অনুষ্ঠিত হয় এমন খেলা (উত্তর আমেরিকা)।
- English Word lactation Bengali definition [ল্যাক্টেইশ্ন্] (noun) [uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) স্তন্যদান; স্তন্যদানের সময়কাল (মায়েদের)।
- English Word lacteal Bengali definition [ল্যাক্টিঅ্যাল্] (noun) দুগ্ধজাত; অম্লবৎ বা দুগ্ধজাত তরল পদার্থ নিঃসারক: Goat milk is the lacteal secretion, practically free from colostrum.
- English Word lactic Bengali definition [ল্যাক্টিক্] (adjective) দুগ্ধবিষয়ক। lactic acid দুগ্ধজাত অম্ল।
- English Word lacuna Bengali definition [লাকিঊনা] (noun) ফাঁক, শূন্যস্থান; বিশেষত লেখা বা যুক্তির ফাঁক।
- English Word lacy Bengali definition [লেইসি] (adjective) ফিতার মতো।
- English Word lad Bengali definition [ল্যাড্] (noun) বালক; কিশোর; ছোকরা।
- English Word ladder Bengali definition [ল্যাডা(র্)] (noun) মই; (লাক্ষণিক) উন্নতিলাভের সিঁড়ি।
- English Word laden Bengali definition [লেইড্ন্](adjective) laden with ভারাক্রান্ত; বোঝাইকৃত: a tree laden with fruits.