• Bengali Word oil English definition [অয়ল্‌] (noun) [countable noun, uncountable noun] ১ তেল: coconut oil; paraffin oil.
    (২) (phrase-সমূহ) burn the mid-night oil রাত জেগে লেখাপড়া ইত্যাদি করা। paint in oils চিত্রাঙ্কনে তেলরং ব্যবহার করা; তেলচিত্র অঙ্কন করা। pour oil on the flame(s) আগুনে ঘি ঢালা। pour oil on troubled waters ঝগড়া-বিবাদ মিটানোর মতো আচরণ করা। smell of the midnight oil রাত জাগায় পড়াশোনার ছাপ পড়া। strike oil তেলের (খনি) সন্ধান পাওয়া; (লাক্ষণিক) অত্যন্ত সফল বা সমৃদ্ধিশালী হওয়া। (৩) (যৌগশব্দ) oil-bearing (adjective) খনিজ তেল ধারণকারী (শিলাস্তর)। oil-burner (noun) তেলচালিত ইনজিন, জাহাজ ইত্যাদি। oil-cake (noun) [uncountable noun] খইল। oil-can (noun) মেশিনে তেল দেওয়ার জন্য লম্বা সরু নলের মতো মুখওয়ালা তেলের টিন। oilcloth (noun) [uncountable noun] পানিনিরোধক বস্ত্রবিশেষ; অয়েল ক্লথ। oil-colours, oils (noun) (plural) তেলরং। oil-field (noun) তেলক্ষেত্র। oil-fired (adjective) তেলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে এমন। oil-painting (noun) [uncountable noun] তেলচিত্র। oil-palm (noun) গ্রীষ্মমণ্ডলীয় তেলউৎপাদক পামগাছ। oil-paper (noun) স্বচ্ছ পানিনিরোধক কাগজ; অয়েল-পেপার। oil-rig (noun) (সমুদ্রবক্ষে) তেলকূপ খননের কাঠামো ও যন্ত্রপাতি। oil-silk (noun) রেইনকোট প্রভৃতি তৈরির জন্য ব্যবহৃত বাতাস ও পানিনিরোধক সিল্ক বস্ত্র। oil-skin (noun) [countable noun, uncountable noun] পানিনিরোধক বস্ত্রবিশেষ- এই বস্ত্রে তৈরি কোট ইত্যাদি; (plural) নাবিক ইত্যাদিদের পরিহিত এই বস্ত্রে তৈরি পোশাকের সেট। oil-tanker (noun) তেলবাহী জাহাজ বা গাড়ি। oil-well (noun) তেলকূপ। □ (verb transitive) (যন্ত্র প্রভৃতিতে) তেল দেওয়া: oil a lock; oil the wheels/works, (লাক্ষণিক) কৌশলের সাহায্যে নির্বিঘ্নে সম্পন্ন করা: oil (grease এক্ষেত্রে অধিক প্রযোজ্য শব্দ) somebody's palm, কাউকে ঘুষ দেওয়া। oiled (adjective) (সাধ. well-oiled) (অপশব্দ) মাতাল।