• Bengali Word honourable English definition America(n) : honorable) [অনারাব্‌ল্] (adjective) ১ সম্মান্য; মান্য; মানী; শ্রদ্ধার্হ; মর্যাদাবান; মর্যাদান্বিত; মহনীয়; সম্মানাস্পদ; সম্মানজনক; মর্যাদাকর: honourable conduct; conclude an honourable peace; honourable burial, সসম্মান/মর্যাদাপূর্ণ শেষকৃত্য।
    (২) Honourable (সংক্ষেপে Hon) বিচারক; মার্ক্যুইস অপেক্ষা নিম্নতর খেতাবধারী ব্যক্তিদের পুত্রকন্যা; (বিতর্কের সময়) লোকসভার সদস্য প্রভৃতির আখ্যা; সম্মান্য; যশম্বী: the Honourable member for Chester. Right Honourable (সংক্ষেপ Rt Hon) মন্ত্রিসভার সদস্য; প্রিভি কাউন্সিলর; মার্ক্যুইস অপেক্ষা নিম্নতর খেতাবধারী ব্যক্তি প্রভৃতির আখ্যা; মাননীয়; সম্মানাস্পদ। honourably [অনারাব্‌লি] (adverb) সসম্মানে; সসম্ভ্রমে।