W পৃষ্ঠা ১
- English Word W, w Bengali definition [ডাব্লিঊ] (past participle W’s, w’s) ইংরেজি বর্ণমালার তেইশতম বর্ণ।
- English Word wacky Bengali definition [ওঅ্যাকি] (adjective) খেপাটে; পাগলাটে: No conspiracy theories, no wacky illogical prejudices, nothing. wackiness (noun) The whole reason for the killings is just wacky.
- English Word wad Bengali definition [ওয়ড্] (noun) (১) জিনিসপত্র পরস্পর পৃথক বা স্বস্থানে রাখতে বা ছিদ্র বন্ধ করতে নরম কোনো বস্তুর দলা। (২) (কাগজ, নোট ইত্যাদির) তাড়া; কেতা। □ (verb transitive) (wadded, wadding, wads) পুঁটলি বা পিণ্ড ভরে দেওয়া; পুঁটলি দিয়ে যথাস্থানে রাখা; (পোশাক) তুলা, পশম প্রভৃতির পাট দেওয়া: a waded jacket/quilt. wading [ওয়ডিঙ্] (noun) [uncountable noun] মোড়ক বাঁধা, আস্তর দেওয়া ইত্যাদির জন্য নরম উপাদান, বিশেষত কাঁচা তুলা, পশম ইত্যাদি।
- English Word waddle Bengali definition [ওয়ড্ল্] (verb transitive) (পাতিহাঁসের মতো) হেলেদুলে চলা। □ (noun) (শুধু singular) হংসগমন।
- English Word wade Bengali definition [ওয়েইড্] (verb intransitive), (verb transitive) (১) (পানি, কাদা ইত্যাদির মধ্য দিয়ে) অতিকষ্টে চলা; অতিকষ্টে পার হওয়া: We waded through the rice fields miles and miles. to wad through a dull book. wading bird লম্বা পাওয়ালা জলচর পাখি যারা পানির মধ্য দিয়ে হেঁটে চলে (সাঁতার কাটে না)। (২) wad in প্রচণ্ড শক্তিতে হামলা করা। wad into something কোনো কিছুর উপর প্রবলভাবে ঝাঁপিয়ে পড়া। wader (noun) (১) = wading bird. (২) (plural) জল ঠেলে চলাকালে জেলেদের ব্যবহৃত ঊরুসন্ধি পর্যন্ত বিস্তৃত জলঅভেদ্য জুতাবিশেষ।
- English Word wadi Bengali definition [ওয়াডি] (noun) (plural wadis) (মধ্যপ্রাচ্য, আরবদেশ, উত্তর আফ্রিকায়) প্রবল বৃষ্টি ছাড়া জলশূন্য থাকে এমন পাথুরে নদীখাত; ওয়াদি।
- English Word wafer Bengali definition [ওয়েইফা(র্)] (noun) (১) পাতলা চ্যাপটা বিস্কুটবিশেষ (যেরকম বিস্কুট আইসক্রিমের সঙ্গে খাওয়া হয়)। (২) হলি কমিউনিয়ন অনুষ্ঠানে ব্যবহৃত ছোট গোলাকার রুটির টুকরা; রোটিকা।
- English Word waffle 1 Bengali definition [ওয়ফ্ল্] (noun) বিশেষ ধরনের চাটুতে (a waffle-iron) সেকা ছোট কেকবিশেষ।
- English Word waffle 2 Bengali definition [ওয়ফ্ল্] (verb transitive) (British/Britain কথ্য) অযথা অকারণে অস্পষ্টভাবে কথা বলা; বক বক করা: What’s the old woman waffling about? □ (noun) [Uncountable noun] বাগাড়ম্বর; আগড়ম-বাগড়ম।
- English Word waft Bengali definition [ওয়ফট্ America(n) ওয়্যাফট্] (verb transitive) আলতোভাবে ভাসিয়ে নিয়ে যাওয়া: The fragrance of the full-blown roses was wafted by the breeze. □ (noun) [countable noun] (১) (হাওয়া, গন্ধ ইত্যাদির) ঝলক। (২) আন্দোলন।
- English Word wag 1 Bengali definition [ওয়্যাগ্] (verb transitive), (verb intransitive) (wagged, wagging, wags) (লেজ ইত্যাদি) নড়া; নাড়া: a wagging tail. wagtail (noun) খঞ্জন। □ (noun) নড়ন; আন্দোলন; সঞ্চালন।
- English Word wag 2 Bengali definition [ওয়্যাগ্] (noun) রসিক/আমুদে/ফুর্তিবাজ/রগুড়ে লোক। wagish [ওয়্যাগিশ্] (adjective) রগুড়ে/আমুদে; সকৌতুক: wagish remarks/tricks. wagishly (adverb) পরিহাসচ্ছলে; রগড়চ্ছলে ইত্যাদি।
- English Word wage 1 Bengali definition [ওয়েইজ্] (noun) (১) (এখন কিছু কিছু বাক্যাংশে এবং বিশেষণীয় প্রয়োগ ছাড়া সাধারণত' plural) (সাধারণত সাপ্তাহিক) বেতন, মজুরি। দ্রষ্টব্য fee (১), দ্রষ্টব্য pay 1, দ্রষ্টব্য salary. living wage জীবন নির্বাহোপযোগী বেতন। minimum wage ন্যূনতম বেতন (কোনো শিল্প প্রতিষ্ঠান বা দেশে)। wage-claim (noun) শ্রমিকদের জন্য তাদের সমিতি কর্তৃক মালিকপক্ষের কাছে দাবি করা মজুরি; বেতনের দাবি। wage-earner (noun) (বার্ষিক ভিত্তিতে নিয়োজিত এবং মাসে মাসে নিয়মিত বেতনভুক্তদের সঙ্গে বৈপরীত্যক্রমে) কর্মণ্যোপজীবী; অভিবাসী শ্রমিক। wage-freeze, দ্রষ্টব্য freeze (noun)। (২) (প্রাচীন প্রয়োগ; plural রূপ, কিন্তু singular-সহ) পুরস্কার।
- English Word wage 2 Bengali definition [ওয়েইজ্] (verb transitive) (যুদ্ধ ইত্যাদি) চালিয়ে যাওয়া: wage a campaign against dowry system.
- English Word waged Bengali definition [ওয়েইজ্ড্] (noun), (adjective) আনুষ্ঠানিক নিয়োগের জন্য নিয়মিত বেতনপ্রাপ্ত (ব্যক্তি); বেতনভুক।
- English Word wager Bengali definition [ওয়েইজা(র্)] (verb transitive), (verb intransitive) বাজি ধরা/রাখা: wager tk. 500 on a horse. □ (noun) বাজি; পণ: lay/make a wager.
- English Word waggle Bengali definition [ওয়্যাগল্](verb transitive), (verb intransitive)= wag 1.
- English Word waggon Bengali definition (America(n) সাধারণত 'wagon') [ওয়্যাগান্] (noun) (১) পণ্য পরিবহনে চার চাকার ঘোড়া বা গরুর গাড়ি। দ্রষ্টব্য cart. on the (water) waggon (কথ্য) মদছাড়া; জলমাত্র ভরসা। (২) (America(n)= freight car) (কয়লা ইত্যাদি বহনে) খোলা মালগাড়ি। station-waggon (noun) (America(n)= estate-car। waggoner (noun) গাড়োয়ান।
- English Word wagonlit Bengali definition [ভ্যাগন্ লী] (noun) (plural wagonlits উচ্চারণ অপরিবর্তিত) শোয়ার ব্যবস্থাসহ রেলের কামরা (ইউরোপীয় রেলগাড়িতে দেখা যায়), শোয়ার গাড়ি।
- English Word wagtail Bengali definition [ওয়্যাগ্টেইল্] দ্রষ্টব্য wag 1.
- English Word waif Bengali definition [ওয়েইফ্] (noun) গৃহহীন ব্যক্তি; বিশেষত শিশু: waifs and strays, গৃহহীন ও পরিত্যক্ত শিশু।
- English Word wail Bengali definition [ওয়েইল্] (verb transitive) (১) বিলাপ/পরিবেদন করা: women wailing for their fallen men. (বাতাস) বিলাপের মতো শব্দ করা/হু হু/হাহাকার করা। □ (noun) বিলাপ; বিলাপধ্বনি; কান্না: the wails of bereaved mother.
- English Word wainscot Bengali definition [ওয়েইন্সকাট্] (noun) (সাধারণত কক্ষের দেওয়ালের নিম্নার্ধে) কাঠের আচ্ছাদন। wainscoted (adjective) কাঠ দিয়ে ঢাকা; কাষ্ঠাস্তীর্ণ: a wainscoted room.
- English Word waist Bengali definition [ওয়েইস্ট্] (noun) (১) কোমর; কটি; কটিদেশ; কাঁকাল; মাজা। waist-band (noun) (স্কার্ট প্রভৃতি বাঁধার জন্য) কটিবন্ধ। waist-deep (adjective), (adverb) কোমর সমান উঁচু; এক কোমর; কোমর ডুবিয়ে: waist-deep in the water; wade waist deep into a stream. waist-high (adjective), (adverb) কোমর সমান উঁচু। waistline (noun) কটিরেখা: a girl with a neat waistline, সুমধ্যমা; ক্ষীণকটি। (২) পোশাকের যে অংশ কোমর আবৃত করে; কোমর; (America(n) shirt waist) কাঁধ থেকে কোমর পর্যন্ত ঢাকা পোশাক বা পোশাকের অংশবিশেষ। (৩) মধ্য ও সংকীর্ণ অংশ; মধ্যদেশ: the waist of a ship/violin. waistcoat [ওয়েইস্কোট্ America(n) ওয়েস্কাট্] (noun) কোট বা জ্যাকেটের নিচে পরিধেয় আস্তিনহীন আঁটসাঁট পোশাকবিশেষ (America(n) এবং দরজিদের ভাষায় vest); বান্ডি।
- English Word wait 1 Bengali definition [ওয়েইট্[ (noun) (১) অপেক্ষা; প্রতীক্ষা: long waits. (২) [uncountable noun] lie in wait for (অল্প প্রচলিত) lay in wait for ওত পেতে/ঘাপটি মেরে থাকা। (৩) (plural) the waits বড়দিনের সময়ে যারা গান গেয়ে ঘরে ঘরে ফেরেন।
- English Word wait 2 Bengali definition [ওয়েইট্] (verb intransitive), (verb transitive) (১) wait (for) অপেক্ষা করা; প্রতীক্ষায় থাকা। keep somebody waiting কাউকে অপেক্ষমাণ রাখা; তার সঙ্গে সাক্ষাৎ করতে কিংবা যথাসময়ে তৈরি থাকতে ব্যর্থ হওয়া। wait up (for somebody) জেগে বসে থাকা। No waiting (চিহ্ন দ্বারা নির্দেশিত সতর্কবাণী) মোটরযান রাস্তার পাশে থামবে না; অপেক্ষা নয়। (২) (= await) অপেক্ষায় থাকা: He is waiting his turn. (৩) wait (for) (আহার) স্থগিত করা: Wait dinner for somebody. (৪) wait on/upon somebody (ক) সেবা/খেদমত করা; ফরমাশ খাটা; পরিচারক/অনুচররূপে কাজ করা। wait on somebody hand and foot কারো প্রতিটি প্রয়োজনের প্রতি দৃষ্টি রাখা: She waits on her husband hand and foot. (খ) (প্রাচীন প্রয়োগ) সাক্ষাৎ করতে যাওয়া: Our representrative will wait upon you next Friday. (৫) wait at/on পরিবেশন করা: Wait at table (America(n)= wait on table). (৬) waiting-list (noun) যাদের চাহিদা বর্তমানে মেটানো যাচ্ছে না, ভবিষ্যতে সম্ভবমতো মেটানো হবে তাদের তালিকা; অপেক্ষা-তালিকা: Put somebody on a waiting-list for enrolment. waiting-room (noun) অপেক্ষা-ঘর। waiter (noun) রেস্তোরাঁ, হোটেলের খাবার-ঘর ইত্যাদি স্থানের পরিচারক; পরিবেশক। waitress [ওয়েইট্রিস্] (noun) পরিচারিকা।
- English Word waive Bengali definition [ওয়েইভ্] (verb transitive) (অধিকার বা দাবি) জোরাজুরি না- করা (কিংবা না-করতে অঙ্গীকারাবদ্ধ হওয়া); ছেড়ে দেওয়া; পরিত্যাগ করা: waive a previlege/the age-limit. waiver [ওয়েইভা(র্)] (noun) (আইন সম্বন্ধীয়) (দাবি ইত্যাদি) পরিত্যাগ এবং পরিত্যাগের লিখিত বিবৃতি, স্বত্বত্যাগ; না-দাবি: sign a waiver of claims against somebody.
- English Word wake 1 Bengali definition [ওয়েইক্] (verb intransitive), (verb transitive) (past tense woke [ওয়োউক্] কিংবা 'waked', past participle woken [ওয়োউকান্] বা 'waked') (১) wake (up) (ঘুম থেকে) জাগা। (২) wake somebody (up) জাগানো; ঘুম ভাঙানো। (৩) wake somebody (up) জাগিয়ে দেওয়া; জাগানো; উদ্দীপ্ত করা। (৪) প্রতিধ্বনিত করা; জাগানো: wake echoes in a mountain valley. waking (adjective) জাগ্রত: waking or sleeping. waken [ওয়েইকান্] (verb transitive), (verb intransitive) জাগা বা জাগানো; নিদ্রাভঙ্গ করা বা হওয়া। wakeful [ওয়েইক্ফল্] বিনিদ্র: pass a wakeful night.
- English Word wake 2 Bengali definition [ওয়েইক্] (noun) (১) (সাধারণত plural প্রায়ই 'wakes Week') উত্তর ইংল্যান্ডে, বিশেষত ল্যাংকাশায়ারের শিল্পনগরসমূহে বার্ষিক ছুটি। (২) (বিশেষত আয়ারল্যান্ডে) সৎকারের পূর্বে মৃতদেহের পাশে আত্মীয়স্বজনের রাত্রিজাগরণ।
- English Word wake 3 Bengali definition [ওয়েইক্] (noun) নিস্তরঙ্গ সাগরে জাহাজের গমনাগমনের পশ্চাতে উত্থিত ফেনিল জলরেখা; ফেনরেখা। in the wake of পিছনে পিছনে।