Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word D, d Bengali definition [ডী] (plural D’s, d’s [ডীজ্‌]) ইংরেজি বর্ণমালার চতুর্থ বর্ণ; রোমক সংখ্যা: ৫০০’d (বিশেষত I, we, you, he, she, they, who এর পরে) had ও would এর পরিবর্তে ব্যবহৃত হয়।
  • English Word D-day Bengali definition [ডী ডেই] (noun) দ্বিতীয় মহাযুদ্ধকালে যেদিন (৬ জুন ১৯৪৪) ব্রিটিশ ও মার্কিন বাহিনী উত্তর ফ্রান্সে অবতরণ করে (তার সাংকেতিক নাম); ডি-ডে; গুরুত্বপূর্ণ কাজ শুরু করার নামহীন দিন
  • English Word DA Bengali definition [ডিএই] (abbreviation of daily/dearness allowance) (১) কোনো ব্যক্তির অতিরিক্ত খরচের জন্য প্রদেয় দৈনিক ভাতা; সাধারণত এটি কোনো কর্মচারীর ভ্রমণভাতার সঙ্গে দেওয়া হয়(২) খাদ্য, বস্ত্র, বাসস্থান প্রভৃতির নিশ্চয়তাবিধানে কর্মচারীদের প্রদেয় অতিরিক্ত বেতন; মহার্ঘভাতা
  • English Word dab 1 Bengali definition [ড্যাব্‌] (verb transitive), (verb intransitive) (dabbed, dabbing, dabs) dab (at) আলতোভাবে ছোঁয়া; পরা; (তুলির) ছোঁয়া লাগানো। dab one’s cheek with a powder puff; dab paint on a canvas. □ (noun) [countable noun] (অল্প পরিমাণ রং ইত্যাদির) ছোঁয়া। (২) মৃদু চাপড়; টোকা; (না ঘষে) কোনো পৃষ্ঠভাগে কোনোকিছুর স্বল্পকালীন প্রয়োগ; ছোঁয়া: a dab with a moist piece of cloth.
  • English Word dab 2 Bengali definition [ড্যাব্] (noun) বড় আকারের চাঁদামাছ
  • English Word dab 3 Bengali definition [ড্যাব্‌] (noun) dab (hand) (কথ্য) (খেলা ইত্যাদিতে, কার্যসম্পাদনে) পটু; কুশলী; পারদর্শী ব্যক্তি
  • English Word dabble Bengali definition [ড্যাব্‌ল্] (verb transitive), (verb intransitive) (১) (হাত, পা ইত্যাদি দিয়ে) জল ছিটনো; (বারবার) চুবানো(২) dabble at/in (শিল্প, রাজনীতি ইত্যাদি) পেশা হিসেবে না নিয়ে শখ হিসেবে চর্চা করা; নাড়াচাড়া করাdabbler [ড্যাব্‌লা(র)] (noun) পল্লবগ্রাহী; কোনো বিষয়ে ভাসা ভাসা জ্ঞান।
  • English Word dace Bengali definition [ডেইস্] (noun) (plural অপরিবর্তিত) মিঠা পানির ছোট মাছ
  • English Word dacha Bengali definition [ড্যাচা] (noun) রুশদেশীয় গ্রামস্থ বাসভবন; দাচা
  • English Word dachshund Bengali definition [ড্যাকস্‌হুন্‌ড্] (noun) খাটো পাওয়ালা ছোটো জাতের কুকুরবিশেষ; ডাখসহুন্‌ড্‌।
  • English Word dacoit Bengali definition [ডাকয়ট] (noun) ডাকাতdacoity (noun) (plural dacoities) ডাকাতি।
  • English Word dacron Bengali definition [ড্যাক্রন্‌] (noun) কৃত্রিম তন্তুবিশেষ; ডেক্রন
  • English Word dactyl Bengali definition [ড্যাক্‌টিল্] (noun) (ছন্দ) যথাক্রমে একটি স্বরিত (accented) এবং দুটি অস্বরিত অক্ষরযোগে গঠিতপর্ব; কবিতার তিন সিলেবল বা ত্রিস্বরা পর্ববিশেষ
  • English Word dad Bengali definition [ড্যাড্‌] (noun) (কথ্য) বাবা
  • English Word dadaism Bengali definition [ডা:ডাইজাম্‌] (noun) '১৯১৬ সালে আরব্ধ ঐতিহ্যবিরোধী শিল্প ও সাহিত্য আন্দোলনবিশেষ; দাদাইজম
  • English Word daddy Bengali definition [ড্যাডি] (noun) (plural daddies) (শিশুবুলি) বাপ্পি; বাবাdaddy long-legs (noun) এক ধরনের অতি দীর্ঘপদ মক্ষিকা, (লোকপ্রচলিত নাম) বগামাছি।
  • English Word dado Bengali definition [ডেইডোউ] (noun) ([ডেইডো্‌উজ]) ঘরের ভিতরের দিকের দেওয়ালের নিম্নভাগ, যদি তা রং বা উপাদানের দিক দিক থেকে ঊর্ধ্বভাগ থেকে ভিন্ন হয়; ভিত্তিকা
  • English Word daemon Bengali definition [ডীমান] (noun)= demon.
  • English Word daffodil Bengali definition [ড্যাফাডিল্‌] (noun) কন্দ থেকে জাত; সরু দীর্ঘ পত্রবিশিষ্ট পীত পুষ্পবিশেষ; ড্যাফোডিল
  • English Word daft Bengali definition [ডা:ফ্‌ট্ America(n) ড্যাফট্] (adjective) (dafter, daftist) (কথ্য) হাবা; জড়বুদ্ধি; বোকা; খেপাdaftly (adverb) হাবার মতো।
  • English Word dagger Bengali definition [ড্যাগা(র্‌)] (noun) (১) অস্ত্ররূপে ব্যবহৃত খাটো, তীক্ষ্ণ, দুধারি ছুরিবিশেষ; ছোরা; খঞ্জরat daggers drawn (with somebody) উদ্যতখঞ্জর; আক্রমণোদ্যত। look daggers at somebody ঘৃণা ও বিদ্বেষভরে কটমট করে তাকানো। (২) (মুদ্রণ) অভিসম্বন্ধ বা রেফারেন্সের চিহ্ন (ᵼ)।
  • English Word dago Bengali definition [ডেইগোউ] (noun) (plural dagos [ডেইগোউজ্‌]) (নিষেধ.) (অপশব্দ অবজ্ঞাসূচক) ইতালীয়, স্পেনীয় বা পর্তুগিজ
  • English Word daguerreotype Bengali definition [ডাগেরাটাইপ্‌] (noun) ফরাসি উদ্ভাবক জাক দামের (১৭৮৭- ১৮৫১) কর্তৃক ১৮৩৮ সালে উদ্ভাবিত আলোকচিত্র গ্রহণপদ্ধতি এবং ঐ পদ্ধতিতে গৃহীত আলোকচিত্র; দাগোরোচিত্র
  • English Word dah Bengali definition [দা] (noun) রামদা; দা
  • English Word dahlia Bengali definition [ডেইলিআ America(n) ড্যালিআ] (noun) কন্দজাত উজ্জ্বল বর্ণের উদ্যানপুষ্পবিশেষ; ঐ ফুলের গাছ; ডালিয়া
  • English Word dai Bengali definition [দাই] (noun) ধাত্রী; দাই
  • English Word Dail Eireann Bengali definition [ডয়ল্‌ এআরান্‌] (noun) আইরিশ প্রজাতন্ত্রের ব্যবস্থাপক সভা; ডয়ল এয়ারান
  • English Word daily Bengali definition [ডেইলি] (adjective), (adverb) প্রাত্যহিক; দৈনিক; প্রত্যহ; প্রতিদিনdailydozen প্রাত্যহিক (নিয়মিত) ব্যায়াম। one’s daily bread কারো প্রাত্যহিক খাদ্যাদি; নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। □ (noun) (১) (সংবাদপত্র) দৈনিক ২ (কথ্য) ছুটা কাজের লোকdaily passenger [ডেইলি প্যাসেনজা(র)] (noun) বাসস্থান থেকে যিনি প্রতিদিন ট্রেনযোগে তার কর্মক্ষেত্রে আসা-যাওয়া করেন।
  • English Word dainty 1 Bengali definition [ডেইন্‌টি] (adjective) (daintier, daintiest) (১) (ব্যক্তি) সুশ্রী; পরিচ্ছন্ন এবং নাজুক স্বাস্থ্য ও সূক্ষ্ম রুচিবোধসম্পন্ন; সুকুমার: a dainty little lady. (২) (ব্যক্তি ও প্রাণী) খুঁতখুঁতে: My daughter is dainty about her dress. (৩) (বস্তু) সুকুমার; নাজুক; সূক্ষ্ম; ভঙ্গুর: dainty Chinaware. (৪) (খাদ্য) হালকা ও মুখরোচক; সুস্বাদুdaintily (adverb) সুকুমাররূপে। daintiness (noun) সৌকুমার্য; সূক্ষ্মতা।
  • English Word dainty 2 Bengali definition [ডেইন্‌টি] (noun) (plural dainties) (সাধারণত plural) সুস্বাদু; রসনারোচক খাদ্য; সুখাদ্য: The table was laid with dainties of every kind.