U পৃষ্ঠা ১
- English Word U, u Bengali definition [ইঊ] ইংরেজি বর্ণমালার একবিংশতি বর্ণ। U-boat (noun) জার্মান ডুবোজাহাজ। U-turn (গাড়ি ইত্যাদির)- ১৮০° মোড় নেওয়া; উল্টামোড়।
- English Word ubiquitous Bengali definition [ইঊবিকুয়িটাস্] (adjective) (আনুষ্ঠানিক) একই সময়ে সর্বত্র বা বিভিন্ন স্থানে উপস্থিত; সর্বব্যাপী। ubiquity [ইঊবিকোয়াটি] (noun) [uncountable noun] সর্বব্যাপিতা।
- English Word udder Bengali definition [আডা(র্)] (noun) গরু ছাগল ইত্যাদির স্তন; ওলান; পালান।
- English Word udometer Bengali definition [ইউডোমিটর] (noun) বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র; ইউডোমিটার: The other name of udometer is rain gauge.
- English Word ugh Bengali definition (সাধারণত ওষ্ঠদ্বয় অত্যধিক প্রসৃত বা সূচালো করে উচ্চারিত আ- এর মতো একটি ধ্বনি; সঙ্গে সঙ্গে বক্তার মুখমণ্ডলে ঘৃণার অভিব্যক্তি ফুটে ওঠে) (interjection) ঘৃণাসূচক অব্যয়; অ্যাহ্!
- English Word ugly Bengali definition [আগ্লি] (adjective) (uglyier, uglyiest) (১) কুৎসিত; কুদর্শন; বিশ্রী; কুরূপ; অসুন্দর; কদর্য। (২) অপ্রীতিকর; অশুভ ইঙ্গিতবহ: an ugly news. ugly customer (কথ্য) বিপজ্জনক লোক; শক্ত মক্কেল। uglify [আগ্লিফাই] (verb transitive) (past tense, past participle uglyfied) কুৎসিত/কদর্য করা। ugliness (noun) কদর্যতা; অসুন্দরতা; কুরূপতা।
- English Word ukulele Bengali definition [ইঊকালেইলি] (noun) চার তারবিশিষ্ট হাওয়াইয়ান গিটার; ইউকালেলি।
- English Word ulcer Bengali definition [আলসা(র্)] (noun) (দেহের ভিতরে বা বাইরে) পুঁজস্রাবী ক্ষত; (লাক্ষণিক) দূষক প্রভাব বা পরিবেশ; দুষ্টক্ষত। ulcerous [আলসারাস্] (adjective) ক্ষতময়; ক্ষতযুক্ত। ulcerate [আলসারেইট্] (verb transitive), (verb intransitive) ক্ষত সৃষ্টি করা; ক্ষতে পরিণত হওয়া। ulceration [আল্সারেইশ্ন্] (noun) ক্ষতসৃষ্টি।
- English Word ulna Bengali definition [আল্না] (noun) (plural ulnae [আল্নী]) (ব্যবচ্ছেদবিদ্যা) কনুই থেকে কবজি পর্যন্ত হাতের দুটি অস্থির যেটি ভিতরের দিকে থাকে; অন্তঃপ্রকোষ্ঠাস্থি।
- English Word ulster Bengali definition [আল্স্টা(র্)] (noun) দীর্ঘ ঢিলা কোমরবন্ধযুক্ত ওভারকোট।
- English Word ulterior Bengali definition [আল্টিআরিআ(র্)] (adjective) দূরবর্তী; যা প্রথমে দৃষ্ট বা কথিত হয়েছে তার বহির্ভূত; দূরস্থ; অপর; উত্তর। ulterior motive প্রকাশিত বা স্বীকৃত প্রণোদনার বাইরে অন্য কোনো প্রণোদনা; অলক্ষিত প্রণোদনা; অভিসন্ধি।
- English Word ultima Bengali definition [আলটিমা] (adjective) শেষ; চরম: Civilization is nothing else than the attempt to reduce force to being the ultima ratio. Ultima thule অজ্ঞাতস্থান বা অঞ্চল: The Islands seemed to be ultima Thule to the England.
- English Word ultimate Bengali definition [আল্টিমাট্] (adjective) শেষ; চূড়ান্ত; পরম; চরম; মৌল: ultimate principles/truths; the ultimate cause. ultimately (adverb) অবশেষে; শেষ পর্যন্ত।
- English Word ultimatum Bengali definition [আলটিমেইটাম্] (noun) (plural ultimatums, ultimata [টা]) [countable noun] আর কোনো আলোচনা ছাড়াই যেসব শর্ত মেনে নিতে হবে, তার চূড়ান্ত বিবৃতি, যেমন শর্ত মেনে না-নিলে যুদ্ধ অনিবার্য এই, মর্মে বিদেশি সরকারের কাছে প্রেরিত বিবৃতি; চরমপত্র।
- English Word ultra- Bengali definition [আলট্রা-] (prefix) ছাড়িয়ে; অতি-; একান্ত-। পরি. ৩।
- English Word ultramarine Bengali definition [আলট্রামারীন্] (adjective), (noun) উজ্জ্বল বিশুদ্ধ নীল (বর্ণ); অতিনীল।
- English Word ultramontane Bengali definition [আলট্রামন্টেইন্] (adjective) (Roman Catholic গির্জা) ধর্মবিশ্বাস ও শৃঙ্খলায় পোপের নিরঙ্কুশ কর্তৃত্বের সমর্থক।
- English Word ultrasonic Bengali definition [আলট্রাসনিক্] (adjective) মানুষের স্বাভাবিক শ্রবণশক্তির অতিশায়ী শব্দতরঙ্গবিষয়ক; অতিশাব্দিক; শব্দাতিশায়ী।
- English Word ultraviolet Bengali definition [আলট্রাভাইআলাট্] (adjective) বর্ণালির বেগুনি-পরবর্তী অদৃশ্য অংশ সম্বন্ধীয়; অতিবেগুনি। ultraviolet rays, অতিবেগুনি রশ্মি।
- English Word umami Bengali definition [ইউমামি] (noun) [uncountable noun] ক্ষুধা উদ্রেককর স্বাদ বা গন্ধযুক্ত খাবার যা সাধারণত মাংস, পনির, মাশরুম অথবা টমেটোতে পাওয়া যায়। কিন্তু মিষ্টি, লবণ, তিতা আর টক খাবারে পাওয়া যায় না (ইউমামি জাপানি শব্দ, যার অর্থ মুখরোচক স্বাদ): Umami accepted as our fifth taste.
- English Word umber Bengali definition [আম্বা(র্)] (adjective), (noun) হলদেটে সবুজ রঞ্জনদ্রব্যবিশেষ; হলদেটে সবুজ; আম্বার।
- English Word umbilical Bengali definition [আম্বিলিক্ল্] (adjective) umbilical cord মাতৃজঠরে ভ্রূণের নাভির সঙ্গে মায়ের ফুলের সংযোজক নালি; নাড়ি।
- English Word umbra Bengali definition [আমব্রা] (noun) গ্রহণকালে পৃথিবী বা চাঁদের ছায়া; প্রচ্ছায়া।
- English Word umbrage Bengali definition [আম্ব্রিজ্] (noun) [uncountable noun] give/take umbrage (at something) অন্যায় আচরণ করে বা যথোচিত সম্মান না দেখিয়ে ক্ষোভের সঞ্চার করা; অন্যায় আচরণে বা যথোচিত সম্মান প্রদর্শনের অভাবে ক্ষুব্ধ হওয়া; অসন্তুষ্ট; মনঃক্ষুণ্ণ করা বা হওয়া।
- English Word umbrella Bengali definition [আম্ব্রেলা] (noun) ছাতা; ছত্র; আতপত্র। দ্রষ্টব্য parasol; দ্রষ্টব্য Sun(৪)- এ sun-shade. (২) (লাক্ষণিক) শত্রুপক্ষের বিমান হামলা থেকে রক্ষায় বোমারু বিমানের উপর জঙ্গিবিমানের পাহারা; ছত্রচ্ছায়া। (৩) সুরক্ষা; পৃষ্ঠপোষকতা; ছত্রচ্ছায়া: under the umbrella of the UNO.
- English Word umlaut Bengali definition [উমলাউট্] (noun) (জার্মান ভাষাগোষ্ঠীতে) স্বরধ্বনির পরিবর্তন, যা স্বরবর্ণের উপর দুটি বিন্দুর সাহায্যে প্রদর্শিত হয় (যেমন জার্মান 'Mann' ‘মানুষ’- এর বহুবচন 'Manner', 'Fuss' ‘পা’- এর বহুবচন 'Fȕsse'); অভিশ্রুতি।
- English Word umpire Bengali definition [আম্পাইআ(র্)] (noun) ক্রিকেট, বেইসবল, টেনিস, নেটবল প্রভৃতি খেলায় বিতর্কিত প্রশ্নে বিচারকের ভূমিকা পালনে ও খেলার নিয়মকানুন যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তা দেখার নির্বাচিত ব্যক্তি; আম্পায়ার। তুলনীয় ফুটবল ও মুষ্টিযুদ্ধের ক্ষেত্রে রেফারি। □(verb transitive), (verb intransitive) আম্পায়ারের কাজ করা: umpire a cricket match.
- English Word umpteen Bengali definition [আম্প্টীন্] (adjective) (অপশব্দ) বহু; অসংখ্য। umpteenth [আমপ্টীন্থ্] (adjective) অগণিত: for the umpteenth time, জানি না কত বার।
- English Word un Bengali definition [আন্] (pronoun) (কথ্য) একজন; একটি ইত্যাদি: He’s a good ’un, ভালো লোক; That’s a good ’un ভালো নমুনা, কৌতুক ইত্যাদি।
- English Word un- Bengali definition (prefix) (দ্রষ্টব্য পরি. ৩, এখানে কয়েকটি নমুনা দেওয়া হলো)। (১) (adjective(s) ও (adverb(s)-এর পূর্বে) অ-: uncertain(ly); unwilling(ly). (২) (verb(s)-এর পূর্বে) ক্রিয়া যা নির্দেশ করে তার উল্টাটা করা: undress; unlock; unroll; unscrew. (noun(s)-এর পূর্বে) অভাবসূচক: uncertainly; unbelief.