R পৃষ্ঠা ৩০
- English Word roar Bengali definition [রো(র্)] (noun) [countable noun] গর্জন; বজ্রপাতের শব্দ; ব্যক্তির আর্তচিৎকার। □ (verb transitive), (verb intransitive) (১) গর্জন করা; প্রচণ্ড শব্দ করা; আর্ত চিৎকার করা। (২) roar something out জোরে কথা বলা/গান করা; জোরে ঘোষণা করা। (৩) roar oneself hoarse, etc চিৎকার করে নিজেকে স্থূল স্বভাবের প্রমাণিত করা। roar somebody down বক্তাকে থামিয়ে দেওয়ার উদ্দেশ্যে জোরে চিৎকার করা। roaring (adjective) (১) গোলযোগপূর্ণ। (২) ঝড়ো: a roaring evening. (৩) হাস্যোজ্জ্বল; প্রফুল্ল; স্বাস্থ্যবান। □ (adverb) অত্যন্ত বেশি।
- English Word roast Bengali definition [রোস্ট্] (verb transitive), (verb intransitive) (১) (মাংস, আলু ইত্যাদি) রোস্ট করা। (২) তাপ দেওয়া; সেকা। □ (attributive(ly)) (adjective) রোস্টকৃত: roast chicken. □ (noun) (১) [countable noun] রোস্ট করার পদ্ধতি। roaster (noun) রোস্টার; রোস্ট করার চুল্লি; তাওয়া। roasting (noun) কঠোর সমালোচনা I give somebody a good roasting (লাক্ষণিক) কঠোর তিরস্কার করা।
- English Word rob Bengali definition [রব্] (verb transitive) (robbed, robbing, robs) rob somebody/something (of something) (১) কাউকে সম্পত্তি থেকে বঞ্চিত করা; জোর করে বেআইনিভাবে সম্পদ হরণ করা। (২) (প্রাপ্য থেকে) বঞ্চিত করা। robber (noun) সম্পদ হরণকারী; ডাকাত। robbery [রবারি] (noun) [countable noun, uncountable noun] (plural robberies) ডাকাতি। daylight robbery (কথ্য) অতিরিক্ত দাম হাঁকা।
- English Word robe Bengali definition [রোব্] (noun) [countable noun] (১) ঢিলে জামা; গাউনবিশেষ। bathrobe, = (America(n)) dressing-gown. (২) (প্রায়ই plural) পদমর্যাদাসূচক পোশাক: coronation robes. □ (verb transitive), (verb intransitive) robe (in) ঢিলে জামাকাপড় অথবা গাউন পরা।
- English Word robin Bengali definition [রবিন্] (noun) (১) রবিন পাখি। robin redbreast হিসেবে পরিচিত। (২) নষ্টামি ভরা কদাকার ক্ষুদ্রাকায় ভূতবিশেষ। Robin goodfellow ইংরেজি লোকসাহিত্যের পাখিবিশেষ।
- English Word robot Bengali definition [রোউবট্] (noun) [countable noun] রোবট।
- English Word robust Bengali definition [রোউবাস্ট্] (adjective) মোটাসোটা; স্বাস্থ্যবান; প্রবল। □ (adverb) robustness (noun) তেজিভাব; শক্তিসামর্থ্য।
- English Word roc Bengali definition [রক্] (noun) রূপকথার পাখিবিশেষ; রকপাথি।
- English Word rock 1 Bengali definition [রক্] (noun) (১) [uncountable noun] টিলা। (২) [countable noun, uncountable noun] শিলাখণ্ড। as firm/solid as a rock শিলাদৃঢ়; অচল; (লাক্ষণিক) (ব্যক্তি) জ্ঞানী; নির্ভরযোগ্য। on the rocks (জাহাজ) বিধ্বস্ত (লাক্ষণিক) (ব্যক্তি) অভাবঅনটনে; (বিয়ে) তালাক অথবা বিচ্ছেদের পর্যায়ে। see rocks ahead জাহাজডুবি অথবা যেকোনো বিপদের আশঙ্কা। the Rock of Ages যিশুখ্রিষ্ট। (৩) [countable noun] প্রস্তরখণ্ড। (৪) [uncountable noun] (British/Britain) শক্ত মিষ্টান্নবিশেষ । (৫) On the rocks [America(n)] (হুইস্কির ক্ষেত্রে) পানি ছাড়া ‘আইসকিউব’- এ পরিবেশিত। (৬) (যৌগশব্দ) rock-bottom (noun) [uncountable noun] সর্বনিম্ন পর্যায়ে: (attributive(ly)) rock-bottom prices, সর্বনিম্ন দরে। rock-cake (noun) [countable noun] শক্ত উপরিভাগবিশিষ্ট পিঠাবিশেষ। rock-climbing (noun) পর্বতারোহরণ। rock-crystal (noun) প্রাকৃতিক স্ফটিক। rock-garden (noun) পাহাড়ি উদ্যান; কৃত্রিম পাহাড়ে নির্মিত উদ্যান। rock-plant (noun) পাহাড়ি গাছপালা। rock-salmon ছোট হাঙরের বাণিজ্যিক নাম। rock-salt (noun) খনিজ লবণ। rockery [রকারি] (noun) [countable noun] (plural rockeries)= rock-garden.
- English Word rock 2 Bengali definition [রক্] (verb transitive), (verb intransitive) দোলানো; দোল খাওয়ানো: He was rocking the baby. Our boat was rocked by/was rocked on the waves. rock the boat (লাক্ষণিক) কোনো চুক্তির মসৃণ অগ্রগতিকে বিনষ্ট করার জন্য কিছু করা। rocking-chair (noun) দোলনা চেয়ার। rocking-horse খেলনা ঘোড়া। rocker (noun) (১) দোলনা চেয়ার অথবা খেলনা চেয়ার স্থাপনের জন্য নির্মিত বাঁকা কাঠের খণ্ড। (২) [America(n)] দোলনা চেয়ার। (৩) Rocker (British/Britain, 1 9 60’s) চামড়ার জ্যাকেট পরিহিত মোটরসাইকেল চালকের দল। (৪) off one’s rocker (অপশব্দ) পাগলাটে; ভুলো মন।
- English Word rock 3 Bengali definition [রক্] (noun) (অপিচ rock-’n-roll [রক্ আন্রোল্]) [uncountable noun] রক এন রোল; নাচের জন্য রচিত চড়া তালের জনপ্রিয় গান। □ (verb intransitive) রক এন রোলের সঙ্গে নাচা।
- English Word rocket Bengali definition [রকিট্] (noun) (১) দ্রুত দহনশীল পদার্থে পূর্ণ স্তম্ভক বা বেলনাকৃতি আধার যা আতশবাজি, বিপদসংকেত বা ক্ষেপণবস্তু হিসেবে আকাশে উৎক্ষিপ্ত হয়; রকেট; হাউই। rocket-base (noun) রকেট ঘাঁটি; রকেট- ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সামরিক ঘাঁটি। rocket-range (noun) রকেটচালিত ক্ষেপণাস্ত্র নিয়ে পরীক্ষানিরীক্ষা করার স্থান; রকেট- ক্ষেপণাস্ত্র এলাকা। (২) (কথ্য) প্রচণ্ড তিরস্কার বা ভর্ৎসনা: get/give somebody a rocket. □ (verb intransitive) রকেটের ন্যায় দ্রুতগতিতে উপরে ওঠা: The prices of essential commodities have rocketed in recent years. rocketry (noun) [uncountable noun] রকেট ক্ষেপণাস্ত্রবিদ্যা।
- English Word rocky Bengali definition [রকি] (adjective) (rockier, rockiest) (১) শিলাময়; শিলাপূর্ণ; শিলাবৎ (কঠিন): a rocky mountain; rocky soil. (২) (কথ্য) অস্থিতিশীল; নড়বড়ে; অনিশ্চিত।
- English Word rococo Bengali definition [রাকোকো] (adjective) (আসবাবপত্র, স্থাপত্য ইত্যাদি) প্রসঙ্গে অলংকারবহুল (ইউরোপে খ্রিষ্টীয় অষ্টাদশ শতকের শেষভাগে দৃষ্ট)।
- English Word rod Bengali definition [রড্] (noun) (১) দণ্ড; লাঠি; ছড়ি; রড। (২) শাস্তি প্রদানে ব্যবহৃত দণ্ড। make a rod for one’s own back নিজের অসুবিধা বা ঝামেলা নিজে সৃষ্টি করা। have a rod in pickle for somebody কাউকে সুযোগমতো শাস্তিদানের অপেক্ষায় থাকা। (প্রবচন) Spare the rod and spoil the child অপরাধের জন্য শাস্তি দেওয়া না-হলে শিশু উচ্ছৃঙ্খল হয়ে যায়। (৩) (America(n)) (অপশব্দ) রিভলবার। (৪) দৈর্ঘ্যের পরিমাপবিশেষ। (৫.৫ গজ বা ৫.০৩ মিটার) pole বা perch নামেও অভিহিত। (৫) যন্ত্রাদিতে ব্যবহৃত ধাতব দণ্ড: piston-rods.
- English Word rode Bengali definition [রোড্] ride 2 -এর past tense
- English Word rodent Bengali definition [রোড্ন্ট্] (noun) ইঁদুর, কাঠবিড়ালি ইত্যাদির ন্যায় তীক্ষ্ণদন্ত প্রাণী।
- English Word rodeo Bengali definition [রোডেইও America(n) রোডিও] (noun) (plural rodeos) (১) [countable noun] (যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রান্তীয় সমভূমিতে) গবাদি পশুকে তাড়িয়ে এনে একত্রকরণ। (২) গবাদিপশু ধরার কৌশল প্রদর্শনের বা দুরন্ত অশ্বাদি বশ মানানোর প্রতিযোগিতা।
- English Word rodomontade Bengali definition [রডামন্টেইড্] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) দম্ভোক্তি; বড়াই।
- English Word roe 1 Bengali definition [রো] (noun) [countable noun, uncountable noun] মাছের ডিমের দলা।
- English Word roe 2 Bengali definition [রো] (noun) (plural 'roes' বা 'collectively roe') ইউরোপ ও এশিয়ার ক্ষুদ্র হরিণ। roebuck (noun) পুরুষজাতীয় ক্ষুদ্র হরিণ।
- English Word Roentgen Bengali definition = Röntgen.
- English Word rogation Bengali definition [রোগেইশ্ন্] (noun) (সাধারণত plural) খ্রিস্টের স্বর্গারোহণ দিবসের আগের তিনদিন সাধুদের গাওয়া প্রার্থনাসংগীত। Rogation week এই তিন দিনসহ উক্ত দিবসের আগের সপ্তাহ। Rogation Sunday খ্রিস্টের স্বর্গারোহণ দিবসের আগের রবিবার।
- English Word roger Bengali definition [রজা(র্)] (interjection) (বেতার যোগাযোগে) বার্তা শুনে বোঝার ইঙ্গিতজ্ঞাপক অভিব্যক্তি।
- English Word rogue Bengali definition [রোগ্] (noun) (১) [countable noun] বদমায়েশ লোক; দুর্বৃত্ত । rogue’s gallery পরিচিত অপরাধীদের আলোকচিত্রের সংগ্রহ। (২) (আদর করে বা হাসিঠাট্টার ছলে) দুষ্টু ছেলে; মজা করার উদ্দেশ্যে অন্যকে উত্ত্যক্ত করে এমন লোক। (৩) (বিশেষত rogue-elephant) পাল থেকে বেরিয়ে আসা উন্মত্ত স্বভাবের বন্যা প্রাণী। roguery [রোগারি] (noun) (plural rogueries) (ক) [countable noun, uncountable noun] বদমায়েশি; দুষ্টামি। (খ) [uncountable noun] শঠতা; অমঙ্গল; (plural) দুষ্টামিপূর্ণ জ্বালাতন; বদমায়েশিভরা কার্যকলাপ।
- English Word roguish Bengali definition [রোউগিশ্] (adjective) (১) দুষ্টামিপূর্ণ; অসৎ। (২) অমঙ্গলকর; শঠ। roguishly (adverb) roguishness (noun)
- English Word roisterer Bengali definition [রয়স্টারা(র্)] (noun) যে ব্যক্তি হৈচৈ করে; আনন্দোৎসব করে।
- English Word role, rôle Bengali definition [রোল্] (noun) [countable noun] নাটকে অভিনেতার ভূমিকা; নির্দিষ্ট ক্রিয়া; কোনো কাজে ব্যক্তিবিশেষের ভূমিকা।
- English Word roll 1 Bengali definition [রোল্] (noun) (১) বেলনাকারে পাকানো কোনো বস্ত্র: a roll of cloth/newsprint/photographic film etc; পাকানোর ফলে বা অন্য কোনোভাবে সৃষ্ট এই আকৃতির কিছু: a bread roll. roll of butter. roll top desk গুটিয়ে রাখা যায় এমন ঢাকনাওয়ালা ডেস্ক। (২) পিছনের দিকে উলটানো প্রান্ত: a roll-collar. (৩) গড়ানো গতি; আবর্তন। (৪) অফিসে রক্ষিত নামের তালিকা: call the roll; roll-call. roll of honour যুদ্ধে দেশের জন্য প্রাণবিসর্জনকারী ব্যক্তিদের তালিকা। strike off the rolls অপরাধের জন্য সলিসিটারের নাম সভ্যতালিকা থেকে কেটে দেওয়া। (৫) গড়গড়ে শব্দ। rock-’n-roll [রকআনরোল] (noun) দ্রষ্টব্য rock 3
- English Word roll 2 Bengali definition [রোল্] (verb transitive), (verb intransitive) (১) গড়িয়ে দেওয়া বা গড়িয়ে চলা; গড়ানো: The child was rolling a hoop. heads will roll (কথ্য) কিছু লোক বরখাস্ত বা অপমানিত হবে। (২) roll (up) বেলনাকারে পাকিয়ে যাওয়া বা পাকানো: to roll a cigarette. (৩) কোনো বিশেষ দিনে আসা বা যাওয়া; গড়িয়ে পড়া: tears rolled down her cheeks. (৪) বিভিন্ন দিকে আবর্তিত হওয়া। (৫) রোলারের সাহায্যে সমতল ও মসৃণ করা বা হওয়া। rolled gold সোনার প্রলেপযুক্ত অন্য ধাতু। (৬) দোলা বা দোলানো: The ship was rolling heavily. (৭) (ভূপৃষ্ঠ) চড়াই-উতরাইপূর্ণ হওয়া: a rolling pain. (৮) আন্দোলিত অবস্থায় বা ওঠানামা করা অবস্থায় গড়িয়ে চলা: The waves rolled into the beach. (৯) গড়গড় শব্দ করা; কম্পনযুক্ত ধ্বনি সৃষ্টি করা। (১০) roll (at) (চোখ) একদিক থেকে অন্যদিকে ঘোরা বা ঘোরানো; (চোখ) পাকানো; He rolled his eyes at me. rolling (noun) (যৌগশব্দে)। rolling-mill (noun) (ধাতু) ঢালাই কারখানা। rolling-pin (noun) বেলনা। rolling-stock (noun) রেললাইনের উপর দিয়ে চলাচলকারী যানবাহনসমূহ। (১১) (অব্যয়াদিসহযোগে বিশেষ প্রয়োগ) roll something back পিছু হটতে বাধ্য করা। roll in প্রচুর পরিমাণে আসতে থাকা। be rolling in luxury and money, etc বিলাসিতায়/টাকা পয়সায় গা ভাসিয়ে দেওয়া/গড়াগড়ি যাওয়া। roll on (ক) (গায়ে) জড়িয়ে থাকতে পারা। (খ) (সময়) স্থিরভাবে বয়ে চলা (সময় গড়িয়ে চলা) (গ) (সময় সম্বন্ধে, প্রধানত অনুজ্ঞায়) জলদি আসুক: Roll on the day when I retire from this dull work. roll something on কিছু (গায়ে বা অঙ্গপ্রত্যঙ্গে) জড়িয়ে নেওয়া। roll-on (noun) (মহিলাদের) নিতম্ব পর্যন্ত জড়িয়ে থাকা অন্তর্বাস। roll something out (ক) (জড়ানো কোনো বস্তু) খুলে বিছিয়ে দেওয়া: to roll a map/carpet; roll out the red carpet; (লাক্ষণিক) গুরুত্বপূর্ণ অতিথিকে বিশেষ অভ্যর্থনা জানানো। (খ) বেলনের সাহায্যে বেলে চ্যাপটা করা। rollup (গাড়ি) এসে থামা; (ব্যক্তি) পৌঁছা: He alwalys rolls up late. Roll up! অন্যদের সঙ্গে যোগদানের (যেমন পথপাশের) কোনো দোকানের সম্ভাব্য গ্রাহকদের উদ্দেশে আমন্ত্রণসূচক আহ্বান।