R পৃষ্ঠা ৩৪
- English Word rubber 1 Bengali definition [রাবা(র্)] (noun) (১) [uncountable noun] রাবার নামক পদার্থ: rubber bands; a rubber stamp. rubber-stamp (verb transitive) (কথ্য) যথোচিতভাবে বিচার-বিবেচনা না-করে (প্রস্তাব ইত্যাদি) অনুমোদন করা। rubber-neck (noun) (America(n) কথ্য) যে ধরনের পর্যটক বা দর্শনার্থী সবকিছু যথাসম্ভব বেশি করে দেখার জন্য অবিরাম ঘাড় ফিরিয়ে এদিক-সেদিক তাকাতে থাকে। □ (verb intransitive) উপর্যুক্ত প্রণালিতে দর্শনীয় কোনো স্থান ইত্যাদি দেখা। (২) [countable noun] পেনসিলের দাগ ঘষে তোলার বাবার; a pencil with a rubber at the end. (৩) (plural) রাবারের তৈরি উঁচু জুতাবিশেষ, যা কাদা বা জলের হাত থেকে পা বাঁচানোর জন্য পরা হয়। (৪) [countable noun] যে ব্যক্তি বা বস্তু ঘষা দেয়, যেমন যন্ত্রের অংশবিশেষ। rubberize, rubberise [রাবারাইজ্] (verb transitive) রাবার দিয়ে আস্তৃত বা জারিত করা। rubbery (adjective) রাবারের তৈরি।
- English Word rubber 2 Bengali definition [রাবা(র্)] (noun) [countable noun] (ব্রিজ, হুইস্ট প্রভৃতি তাস খেলায়) (১) একই ব্যক্তিদ্বয় বা পক্ষদ্বয়ের মধ্যে পর পর তিনটি খেলা: We played two rubbers. (২) তিনটি খেলার মধ্যে দুটিতে জয়লাভ; প্রত্যেক পক্ষ একটি করে খেলা জেতার পর তৃতীয় খেলা: game and rubber, তৃতীয় খেলা এবং (সে কারণে) রবার (জিতেছি)।
- English Word rubbing Bengali definition [রাবিঙ্] (noun) কোনো কিছুর উপর কাগজ রেখে মোম, খড়িমাটি বা কয়লা দিয়ে ঘষে তোলা ঐ বস্তুর ছাপ; ঘষা ছাপ।
- English Word rubbish Bengali definition [রাবিশ্] (noun) [uncountable noun] (১) জঞ্জাল; আবর্জনা। (২) বাজে জিনিস; আবর্জনা: That article is all rubbish. (৩) (উৎক্রোশ রূপে) বাজে! জঘন্য! rubbishy □ (adjective) rubbish (কথ্য British/Britain) আবর্জনা; খুবই বাজে; মূল্যহীন: It sounds like a rubbish chain of hotels. rubbishy (adjective) বাজে; তুচ্ছ।
- English Word rubble Bengali definition [রাব্ল্] (noun) [uncountable noun] ইট বা পাথরের টুকরা; পাথরকুচি; খোয়া।
- English Word rubella Bengali definition [রূবেল্লা] (noun) [লাক্ষণিক]= German measles; ছোঁয়াচে রোগবিশেষ যা গর্ভাবস্থায় হলে ভ্রূণের গুরুতর ক্ষতিসাধন করতে পারে; হাম।
- English Word Rubicon Bengali definition [রূবিকান্ America(n) রূবিকন্] (noun) cross the Rubicon এমন কোনো উদ্যোগে অঙ্গীকারবদ্ধ হওয়া, যা থেকে পশ্চাদপসরণ করা সম্ভবপর নয়।
- English Word rubicund Bengali definition [রূবিকান্ড্] (adjective) (চেহারা বা মুখের রং) লালাভ; আরক্তিম; লোহিতাভ; স্বাস্থ্যোজ্জ্বল।
- English Word rubidium Bengali definition [রূবিডিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) (ইলেকট্রনিক বাল্বে ব্যবহৃত; কিঞ্চিৎ তেজস্ক্রিয় মৌলবিশেষ (প্রতীক Rb); রুবিডিয়াম।
- English Word rubric Bengali definition [রূব্রিক্] (noun) [countable noun] (১) লাল রঙে বা বিশেষ মুদ্রাক্ষরে মুদ্রিত শিরোনামা। (২) বিধান; নির্দেশ; ব্যাখ্যা।
- English Word ruby Bengali definition [রূবি] (noun) [countable noun] (plural rubies) লালরঙের রত্ন; মানিক; লালমণি; পদ্মরাগমণি; চুনি। □ (adjective), (noun) ঘন লাল (বর্ণ)।
- English Word ruck 1 Bengali definition [রাক্] (noun) the ruck, the common ruck মামুলি, গতানুগতিক বস্তু বা ব্যক্তিসমূহ: to get out of the ruck.
- English Word ruck 2 Bengali definition [রাক্] (noun) [countable noun] (বিশেষত কাপড়ে) এলোমেলো ভাঁজ; কুঁচি। □ (verb transitive), (verb intransitive) ruck (up) কোঁচকানো; কোঁচানো; কুঁচিয়ে যাওয়া।
- English Word rucksack Bengali definition [র্যাক্স্যাক্] (noun) [countable noun] পিঠে বেঁধে বহনযোগ্য ক্যানভাসের থলেবিশেষ; হ্যাভারস্যাক।
- English Word ructions Bengali definition [রাক্শ্ন্জ্] (noun), (plural) ক্রুদ্ধ বাগ্বিতণ্ডা বা কথা কাটাকাটি; হৈচৈ; ঝগড়াঝাঁটি।
- English Word rudder Bengali definition [রাডা(র্)] (noun) [countable noun] (১) (নৌকার) হাল; কর্ণ। (২) উড়োজাহাজে অনুরূপ বস্তু; হাল।
- English Word ruddle Bengali definition [রাড্ল্] (noun) [uncountable noun] লাল গিরিমাটি, বিশেষত যে ধরনের লাল রং জাহাজের মালিকানা নির্দেশের জন্য ব্যবহৃত হয়, বর্ণক। □ (verb transitive) জাহাজে গিরিমাটির রং লাগানো।
- English Word ruddy Bengali definition [রাডি] (adjective) (ruddier, ruddiest) (১) (মুখমণ্ডল) আরক্তিম; স্বাস্থ্যোজ্জ্বল; লালিমামণ্ডিত: ruddy cheeks; in ruddy health, টসটসে স্বাস্থ্যবান। (২) লাল বা লালাভ: a ruddy glow in the sky. (৩) (অপশব্দ)= bloody (৩)-এর সুভাষণ।
- English Word rude Bengali definition [রূড্] (adjective) (ruder, rudest) (১) (কোনো ব্যক্তি এবং তার বাক্য ও আচরণ) অভদ্র; অমার্জিত; রূঢ়। (২) প্রচণ্ড; আকস্মিক; রূঢ়: get a rude shock. a rude awakening অপ্রীতিকর কোনো কিছু সম্বন্ধে আকস্মিক উপলব্ধি। (৩) আদিম; অমার্জিত; অপরিশীলিত: our rude forefathers. (৪) সাদামাটা; সাদাসিধা: a rude wooden table. (৫) বলিষ্ঠ: in rude health. (৬) নৈসর্গিক অবস্থা; কাঁচা; অশোধিত: rude ’ore/produce. rudely (adjective) রূঢ়ভাবে; সাদামাটাভাবে। rudeness (noun) [uncountable noun] রূঢ়তা; অভদ্রতা।
- English Word rudiment Bengali definition [রূডিমন্ট্] (noun) (১) (plural) (কোনো শিল্প বা বিজ্ঞানের) প্রথম পদক্ষেপ বা স্তর; ভ্রূণমাত্র; সূত্রপাত; উপক্রম; প্রারম্ভিক জ্ঞান: Learn the rudiments of chemistry/grammar; rudiments of physics. (২) যে আদিরূপের উপর ভিত্তি করে পরবর্তী বিকাশ সম্ভবপর; অবিকশিত বা অনুন্নত অংশ: the rudiment of a tail. rudimentary [রূডিমেন্ট্রি] (adjective) (১) প্রাথমিক; প্রারম্ভিক: a rudimentary knowledge of grammar. (২) অবিকশিত; আদিম; অনুন্নত; অবর্ধিত।
- English Word rue 1 Bengali definition [রূ] (noun) [uncountable noun] তিক্তস্বাদ পত্রবিশিষ্ট চিরহরিৎ ক্ষুদ্র উদ্ভিদবিশেষ, যা পূর্বকালে রোগনিরাময়ে ব্যবহৃত হতো; ব্রাহ্মী; ব্রাহ্মিকা।
- English Word rue 2 Bengali definition [রূ] (verb transitive) (প্রাচীন প্রয়োগ বা সাহিত্যিক) (কিছুর সম্বন্ধে) অনুতাপ করা, সন্তপ্ত হওয়া; অনুতাপ বা বিষণ্ণতার সঙ্গে ভাব; মনস্তাপে বিজড়িত হওয়া: You will have to rue it. rueful [রূফ্ল্] (adjective) অনুতাপপূর্ণ; সানুতাপ: a rueful smile. ruefully [রূফালি] (adverb) অনুতপ্তভাবে।
- English Word ruff Bengali definition [রাফ্] (noun) (১) পশু বা পাখির গলায় ভিন্ন রঙের বা ভিন্নভাবে চিহ্নিত লোম বা পালকের বেষ্টনী; গলকণ্ঠী। (২) ষোড়শ শতকে কলার হিসেবে পরিধেয় প্রশস্ত বস্ত্র; শক্ত চুনাট।
- English Word ruffian Bengali definition [রাফিআন্] (noun) (১) নিষ্ঠুর; হিংস্র ব্যক্তি; গুণ্ডা; ষণ্ডা; খুনে। ruffianly (adjective) গুণ্ডার মতো; উচ্ছৃঙ্খল। ruffianism [রাফিআনিজাম্] (noun) [uncountable noun] গুণ্ডামি; ষণ্ডামি।
- English Word ruffle Bengali definition [রাফ্ল্] (verb transitive), (verb intransitive) (১) ruffle (up) শান্তি, প্রশান্তি বা মসৃণতা বিনষ্ট করা; উষ্কখুষ্ক/এলোমেলো করা; আলোড়িত করা: The swan ruffled up its feathers. She is not easily ruffled. (২) আলোড়িত/অস্থির হওয়া। □ (noun) [countable noun] (১) কাপড় ইত্যাদির কুঁচি; চুনাট। (২) আলোড়ন।
- English Word rug Bengali definition [রাগ্] (noun) (১) ছোট গালিচা: a hearth-rug. (২) পশমের মোটা চাদর; কম্বল।
- English Word Rugby Bengali definition [রাগ্বি] (noun) Rugby (football) (British/Britain) ডিম্বাকার বলসহযোগে ফুটবল খেলাবিশেষ; এই বলে হাত লাগানো নিষিদ্ধ নয়; রাগবি: Rugby League, তেরো জন খেলোয়াড়ের দল নিয়ে পেশাদার রাগবি খেলা। Rugby Union পনেরো জন খেলোয়াড়ের কেবল শৌখিন দলের রাগবি খেলা।
- English Word rugged Bengali definition [রাগিড্] (adjective) (১) বন্ধুর; অমসৃণ; উঁচুনিচু; উচ্চাবচ: a rugged coast; a rugged country. (২) এবড়োখেবড়ো; বলিচিহ্নিত; ভাঁজপড়া; কুঞ্চিত: a rugged face. (৩) অমার্জিত; কর্কশ; রূঢ়: a rugged character. ruggedly (adverb) অমার্জিতভাবে ইত্যাদি। ruggedness (noun) বন্ধুরতা; উচ্চাবচতা; বলিময়তা; রূঢ়তা।
- English Word rugger Bengali definition [রাগা(র্)] (noun) [uncountable noun] (কথ্য) রাগবি ফুটবল।
- English Word ruin Bengali definition [রূইন্] (noun) (১) [uncountable noun] ধ্বংস; বিনাশ; সর্বনাশ; উচ্ছেদ; ক্ষয়; বিনষ্টি; গুরুতর ক্ষয়/হানি। (২) [uncountable noun, countable noun] ধ্বংসস্তূপ: fall into ruin. go to rack and ruin, দ্রষ্টব্য rack 4 ৩ [uncountable noun] ধ্বংস বা সর্বনাশের কারণ: Drinking will be his ruin. □ (verb transitive) ধ্বংস/সর্বনাশ করা। ruination [রূইনেইশ্ন্] (noun) [uncountable noun] বিনষ্টি; ধ্বংসসাধন। ruinous [রূইন্নাস্] (adjective) (১) ধ্বংসকর; সর্বনেশে: ruinous expenditure. (২) বিধ্বস্ত; ধ্বংসপ্রাপ্ত: a ruinous old castle. ruinously (adverb) ধ্বংসাত্মকভাবে।