Bengali Word book 1English definition [বুক্] (noun)১ বই; পুস্তক; খাতা: an exercise book.
(২) the Book বাইবেল।
(৩) অধ্যায়; সর্গ: the Book of Genesis.
(৪) একত্র বাঁধাই করা কিছু: a book of stamps.
(৫) বাজি বা জুয়ার হিসাবের খাতা।
দ্রষ্টব্য bookmaker.
(৬) (plural) জমাখরচের হিসাব; বিবরণী ইত্যাদি।
(৭) ব্যালে বা অপেরার কথাসংবলিত পুস্তক।
(৮) (British/Britain) যে বইয়ে টেলিফোন গ্রাহকদের নাম ও টেলিফোন নম্বর থাকে: We’re on the phone, but not in the book yet.
(৯) a closed book অজানা বা বোধগম্য নয় এমন কোনো বিষয়।
be in someone’s good/bad books (অনানুষ্ঠানিক) কারো সুনজরে পড়া বা বিরাগের পাত্র হওয়া।
bring (someone) to book (for something) কৈফিয়ত চাওয়া; নেওয়া বা দিতে বাধ্য করা; শাস্তি দেওয়া বা দণ্ডিত করা।
get one’s book চাকরিচ্যুত হওয়া।
read somebody like a book স্বচ্ছ বা পরিষ্কার হওয়া (বিশেষত কোনো ব্যক্তির উদ্দেশ্য বা চরিত্র সম্বন্ধে)।
suit one’s book কারো জন্য উপযোগী বা সুবিধাজনক হওয়া।
take a leaf out of someone’s book অন্য কারো কার্যাবলি থেকে শিক্ষা নেওয়া বা তেমন কাজ করা: take a leaf out of my book, do not waste your money.
throw the book at somebody (অনানুষ্ঠানিক) (বিশেষত পুলিশ বা বিচারক সম্বন্ধে) কারো বিরুদ্ধে সম্ভাব্য সব অভিযোগ আনা বা অভিযুক্ত করা।
(১০) (যৌগশব্দ) bookbinder যে ব্যক্তি বই, খাতা, ইত্যাদি বাঁধাই করে।
bookbinding (noun) বই-খাতা বাঁধাইয়ের কাজ।
bookcase (noun) বইপুস্তক রাখার তাকওয়ালা শেলফ বা আলমারি।
bookclub (noun) একটি সর্বনিম্ন সংখ্যক বই কিনতে সম্মত সদস্যদের মধ্যে কম মূল্যে বই বিক্রয় করে থাকে এমন সংস্থা।
bookends (noun) (plural) এক সারি বই সোজা করে রাখতে একজোড়া অবলম্বনবিশেষ।
bookkeeping (noun) (বাণিজ্য.) হিসাবরক্ষণ প্রণালি।
bookkeeper (noun) হিসাবরক্ষক (ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো দফতরে)।
book-learning (noun) পুঁথিগতবিদ্যা।
bookmaker (noun) (বিশেষত ঘোড়দৌড়) যে ব্যক্তি বাজির টাকা নেয়।
bookmark(er) ঠিকা, বইয়ের পঠিত প্রয়োজনীয় অংশ নির্দেশক কাগজের টুকরা বা অন্য কোনো কিছু।
bookmobile (noun) (America(n)) ভ্রাম্যমাণ পাঠাগার; পাঠকদের পড়তে দিতে বই বহনকারী যান।
bookpost (noun) স্বল্পমাসুলে পুস্তক বা কোনো মুদ্রিত কাগজ ডাকযোগে পাঠানোর ব্যবস্থা।
bookrest (noun) শেলফে বই ঠিকভাবে রাখতে অবলম্বন।
bookseller (noun) পুস্তকবিক্রেতা।
bookshelf (noun) বই রাখার তাক বা শেলফ।
bookshop (noun) বইয়ের দোকান।
bookstall (noun) রেলস্টেশন বা অনুরূপ জায়গায় বইপুস্তক, ম্যাগাজিন বা সংবাদপত্র বিক্রির জন্য প্রদর্শিত হয় এমন সামনের দিকে খোলা ছোট দোকান (America(n)= news stnad).
bookstand উন্মুক্ত স্থানে স্থাপিত বইয়ের দোকান; খোলা রেখে বই পড়া যায় এমন ভিত্তি বা স্ট্যান্ড।
booktoken (noun) উপহার হিসেবে কাউকে প্রদত্ত একটি কুপন যার বদলে তিনি একটি নির্দিষ্ট মূল্যের বই পেতে পারেন।
bookworm ১ উইপোকা; বই ছিদ্রকারী পোকা।
(২) (লাক্ষণিক) বইপাগল; অত্যন্ত পঠনশীল ব্যক্তি; গ্রন্থকীট।