Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word roller Bengali definition [রোলা(র্‌)] (noun) (১) কাঠ ধাতু রবার ইত্যাদির তৈরি বেলনাকার কোনো বস্তু বা যন্ত্রাংশ (চাপ দেওয়া, মসৃণ করা, চূর্ণ করা, মুদ্রণ করা ইত্যাদি কাজে ব্যবহৃত) রোলার: a garden-roller; a road-roller. (২) গতি সাবলীল করার উদ্দেশ্যে কোনো কিছুর নিচে স্থাপিত বেলনাকার বস্তু, কোনো কিছু সহজে পাকিয়ে বা গুটিয়ে রাখার জন্য ব্যবহৃত বেলনাকার বস্তুroller-skate (প্রায়ই pair of roller-skates) (noun), (verb intransitive) মৃসণ পৃষ্ঠদেশে ব্যবহারের জন্য চাকাওয়ালা স্কেট, উক্ত স্কেট পায়ে দিয়ে চলা। (৩) roller bandage বেলনার আকারে পাকিয়ে রাখা ক্ষতবন্ধন-পটি(৪) উঁচু হয়ে ওঠা লম্বা ঢেউ
  • English Word rollicking Bengali definition [রলিকিঙ্] (adjective) হৈচৈপূর্ণ ও আনন্দোচ্ছল: have a rollicking time.
  • English Word rolypoly Bengali definition [রোলিপোলি] (noun) (১) (British/Britain) (অপিচrolypoly pudding) বেলনাকার পুডিংবিশেষ(২) (কথ্য) বেঁটে ও হৃষ্টপুষ্ট ব্যক্তি
  • English Word Roman Bengali definition [রোমান্‌] (adjective) (১) রোমসম্পর্কিত (বিশেষত প্রাচীন রোম); রোমক; রোমান: the Roman Empire; a Roman temple/villa/road. the Roman alphabet রোমান বর্ণমালা অর্থাৎ ABCD এই বর্ণমালা। Roman letters/type খাড়া আকারবিশিষ্ট ছাপার অক্ষর (তুলনীয় italic type বাঁকা ছাঁদের অক্ষর) Roman numerals রোমান সংখ্যা (I, V, X, L; C, D, M)। (২) রোমান ক্যাথলিক ধর্মসংক্রান্ত: The Roman rite. দ্রষ্টব্য Catholic 2 (২). □ (noun) (ক) প্রাচীন রোমের অধিবাসী; রোমান; (plural) প্রাচীন রোমের খ্রিষ্টানগণ: the Epistle to the Romans. (খ) রোমান ক্যাথলিক।
  • English Word romance Bengali definition [রোম্যান্‌স্‌] (noun) (১) [countable noun] দুঃসাহসিক অভিযানের কাহিনি; উগ্র বা অস্বাভাবিক প্রেমের কাহিনি; [uncountable noun] অনুরূপ কাহিনি বা কাহিনিসংবলিত উপন্যাস; রম্যোপন্যাস(২) [countable noun] Romance মধ্যযুগে (সাধারণত ছন্দে) রচিত বীরত্বকাহিনি(৩) [countable noun] সাধারণ প্রেমের ঘটনা। (কথ্য) যেকোনো প্রণয়ঘটিত ব্যাপার। (৪) [uncountable noun] (মনের) রোমাঞ্চকর অবস্থা; শিহরণ(৫) [countable noun, uncountable noun] অতিরঞ্জিত বর্ণনা; অলীক কল্পনার রং মাখানো বর্ণনা। □ (verb transitive), (verb intransitive) (সাধারণত romanticize) কল্পনার রং মিশিয়ে অতিরঞ্জিত করা বা ঐভাবে অতিরঞ্জিত হওয়া।
  • English Word Romance Bengali definition [রোম্যান্‌স্] (adjective) Romance languages লাতিন থেকে উদ্ভূত ফরাসি, ইতালীয়, স্পেনীয়, পর্তুগিজ, রুমানীয় প্রভৃতি ভাষা
  • English Word Romanesque Bengali definition [রোমানেস্‌ক্‌] (noun) [uncountable noun] (ইউরোপে রোমান ও গথিক যুগের মধ্যবর্তী) স্থাপত্যরীতিবিশেষ; রোমানেস্ক স্থাপত্যরীতি (ধনুকাকৃতি খিলান এবং পুরু দেওয়াল এই রীতির বৈশিষ্ট্য)।
  • English Word romantic Bengali definition [রোম্যান্‌টিক্] (adjective) (১) (ব্যক্তি) ভাববিলাসী; অলীক কল্পনাপ্রবণ(২) কল্পনাসমৃদ্ধ, আতিশয্যপূর্ণ; বীরত্বকাহিনিসংক্রান্ত; রোমাঞ্চকর; শিহরণমূলক: romantic scenes/tales/situations. (৩) (শিল্প, সাহিত্য ও সংগীতে) অলীক ও অবাধ মৌলিক কল্পনাসমৃদ্ধ; আবেগধর্মী; রোম্যান্টিক (ক্লাসিকের বিপরীত-রোম্যান্টিক কবি: শেলী, কীটস প্রমুখ)। □ (noun) (ক) কল্পনাবিলাসী ব্যক্তি; (খ) (plural) কল্পনাবিলাসী ভাবধারা। romantically (adverb) romanticism [রোম্যান্‌টিকজাম্‌] (noun) [uncountable noun] (সাহিত্য, শিল্প ও সংগীত) রোম্যান্টিকতা (ক্লাসিকধর্মী ও বাস্তবধর্মিতার বিপরীতে) রোম্যান্টিক মানসিকতা। romanticst (noun) শিল্প ও সাহিত্যে রোম্যান্টিকতার অনুসারী ব্যক্তি; কল্পনাবিলাসী ব্যক্তি। romanticize, romanticise (verb transitive), (verb intransitive) অলীক কল্পনার রং মাখানো; রোমাঞ্চিত করা বা হওয়া; রোমান্টিক রীতি ব্যবহার করা: Don’t romanticize stick to the facts.
  • English Word Romany Bengali definition [রমানি] (noun) (plural Romanies) (১) [countable noun] জিপসি; বেদে(২) [uncountable noun] জিপসিদের ভাষা। □ (adjective) জিপসি।
  • English Word romp Bengali definition [রম্‌প্‌] (verb transitive) (১) (বিশেষত শিশু) হৈচৈ করে বা ছোটাছুটি করে খেলাধুলা করা(২) স্বচ্ছন্দে বা অনায়াসে জেতা বা সফল হওয়া: He just romps through his examinations. □ (noun) [countable noun] ছোটাছুটি করে খেলাধুলা করতে ভালোবাসে এমন শিশু; ছোটাছুটি করে খেলাধুলা করার সময়। romper (noun) (singular বা plural) শিশুদের ঢিলেঢালা পোশাক: a pair of rompers.
  • English Word rondo Bengali definition [রন্‌ডো] (noun) (plural rondos) যে গানে মূল পদটি বারবার ফিরে আসে
  • English Word Roneo Bengali definition [রোনিউ] (noun) চিঠিপত্রাদির একসঙ্গে বহুসংখ্যক প্রতিলিপি তৈরি করার যন্ত্র; রোনিও
  • English Word Röntgen Bengali definition [রন্‌ট্যিআন্ America(n) রেন্‌ট্‌গান্] Röntgen rays (noun), (plural= x-rays (এক্স-রশ্মি বা রঞ্জন রশ্মি)।
  • English Word rood Bengali definition [রূড্] (noun) (১) (প্রাচীন প্রয়োগ) rood (-tree) যে ক্রুশে যিশুকে বিদ্ধ করে হত্যা করা হয়(২) ক্রুশচিহ্ন বা ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি (প্রধানত গির্জার রেলিং ঘেরা পূর্বদিকের অংশে স্থাপিত)। (৩) (British/Britain) ভূমির পরিমাপবিশেষ, রুড (এক একরের এক-চতুর্থাংশ)।
  • English Word roof Bengali definition [রূফ্‌] (noun) (১) ছাদ; চাল; (বাড়ি, গাড়ি ইত্যাদির)। raise the roof (কথ্য) (ঘরের মধ্যে) হৈচৈ করা। roof-garden কোনো ভবনের ছাদের উপর রচিত বাগান; ছাদবাগান। roof-tree (noun) ছাদের চূড়ায় স্থাপিত মজবুত অনুভূমিক কড়িকাঠ। under one roof একই ঘরে বা বাড়িতে। (২) সর্বোচ্চ অংশ: the roof of heaven, আকাশ; the roof of the mouth, তালু। □ (verb transitive) (past tense, past participle, roofed [রুফ্‌ট্‌]) ছাদ দিয়ে ঢাকা; ছাদ সরবরাহ করা; ছাদস্বরূপ হওয়া। roofless (adjective) ছাদহীন (লাক্ষণিক) (ব্যক্তি) গৃহহীন; আশ্রয়হীন। roofing (noun) (অপিচ roofing material) ছাদ নির্মাণের উপকরণ।
  • English Word rook 1 Bengali definition [রূক্] (noun) কাকজাতীয় বৃহদাকার কালো পাখিবিশেষrookery (noun) (plural rookeries) (ক) যে স্থানে (বৃক্ষসমূহ) উক্ত পাখি বহু সংখ্যায় বাসা বাঁধে; (খ) পেঙ্গুইন পাখি, সিল প্রভৃতির প্রজননের স্থান।
  • English Word rook 2 Bengali definition [রূক্] (noun) জুয়াচোর। □ (verb transitive) জুয়াচুরি করে কাউকে ঠকানো; (গ্রাহককে ঠকানোর উদ্দেশ্যে) অসম্ভব উচ্চমূল্য হাঁকা।
  • English Word rook 3 Bengali definition [রূক্] (noun) দাবার নৌকা (অপিচ castle).
  • English Word rookie Bengali definition [রূকি] (noun) (সেনাবাহিনীতে প্রচলিত অপশব্দ) নতুন ভর্তি করা অনভিজ্ঞ সেনা; রংরুট
  • English Word room Bengali definition [রুম্] (noun) (১) [countable noun] ঘর; কক্ষ; কামরা-roomed [রূম্‌ড্‌] (adjective): a 3-roomed flat. (২) (plural) কোনো ব্যক্তি বা পরিবার যে কক্ষসমূহে থাকে; বাসা: Please come to see me in my rooms, room-mate (noun) একই ঘরের বাসিন্দা; কক্ষসঙ্গী। (৩) [uncountable noun] জায়গা; স্থান: Is there any room for another person in the car? There’s no room for doubt সন্দেহের কোনো অবকাশ নেই। (৪) সুযোগ: room for improvement. □ (verb intransitive) (America(n)) (অস্থায়ীভাবে) বাস করা; ঘর নিয়ে থাকা: Mr Chowdhury is rooming with us for the time being. rooming house (America(n)) যে ভবনে কিছুসংখ্যক কক্ষ ভাড়া দেওয়া হয়। roomer (noun(s)) (America(n)) যে ব্যক্তি অন্যের বাড়ির কোনো ঘর ভাড়া করে থাকে। roomful (noun) ঘরভরতি (লোক, জিনিসপত্র ইত্যাদি)। roomy (adjective) (roomier, roomiest) যথেষ্ট জায়গা আছে এমন; প্রশন্ত: a roomy cabin; a roomy raincoat, ঢিলেঢালা বর্ষাতি। roomily (adverb)
  • English Word roost Bengali definition [রূস্‌ট্] (noun) [countable noun] পাখির দাঁড় তথা বিশ্রামের বা ঘুমানোর জায়গা; মুরগির বাসাcome home to roost (শব্দ বা কথা প্রসঙ্গে) যে উচ্চারণ করে তার উপরেই কার্যকর হওয়া। rule the roost নেৃতত্ব করা। □ (verb intransitive) (পাখিদের প্রসঙ্গে) রাতে ঘুমাতে যাওয়া; দাঁড়ে বসে ঘুমানো; দাঁড়ে বসে থাকা।
  • English Word rooster Bengali definition [রূস্‌টা(র্‌)] (noun) পোষা মোরগ
  • English Word root 1 Bengali definition [রূট্] (noun) [countable noun] (১) বৃক্ষাদির মূল; শিকড়: pull up a plant by the roots. pull up one’s roots (লাক্ষণিক) স্থায়ী বাড়ি, কাজ ইত্যাদি ছেড়ে অন্যত্র নতুন জীবন শুরু করা। put down new roots শিকড় গাড়া; (লাক্ষণিক) স্থায়ী আবাস ছেড়ে অন্যত্র প্রতিষ্ঠিত হওয়া। take/strike root (ক) শিকড় গাড়া; (খ) প্রতিষ্ঠিত হওয়া। (২) root and branch সম্পূর্ণভাবে: destroy an organization root and branch. roots, root-crop (noun(s)) ভক্ষণযোগ্য সমূল উদ্ভিদ; কন্দ (মুলা, আদা ইত্যাদি)। root beer (America(n)) বিভিন্ন উদ্ভিদমূল থেকে প্রস্তুত অ্যালকোহলযুক্ত বিয়ার। (৩) চুল, নখ, দাঁত ইত্যাদির মূল (যার ক্রিয়া বা ভূমিকা শিকড়ের ন্যায়)। (৪) (লাক্ষণিক) উৎস; ভিত্তি; কারণ(৫) (ব্যাকরণ) শব্দমূল বা ধাতু(৬) (গণিত) বর্গমূল, ঘনমূল ইত্যাদি
  • English Word root 2 Bengali definition [রূট্‌] (verb transitive), (verb intransitive) (১) শিকড় গাড়া; শিকড় গজানো(২) অনড়ভাবে দাঁড় করিয়ে রাখা: Fear rooted him to the ground. (৩) (ধারণা, নীতি ইত্যাদি) দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়াrooted দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত: rooted belief; rooted objection. (৪) (adjective) root something out নির্মূল করা; সমূলে বিনাশ করাroot something up সমূলে উপড়ে ফেলা। rootless (adjective) মূলহীন; (ব্যক্তি) সমাজে স্থায়ী ভিত নেই এমন।
  • English Word root 3 Bengali definition [রূট্] (verb intransitive), (verb transitive) (১) root (about/for) (শূকর) খাদ্যের সন্ধানে নাক দিয়ে মাটি খোঁড়া; (ব্যক্তি সম্বন্ধে) খোঁজাখুঁজি করা; কিছুর সন্ধানে জিনিসপত্র তছনছ করা: She open the drawer and rooted about for the missing knife. root something out খোঁজাখুঁজি করে পেয়ে যাওয়া: She cannot be far away, let’s go and root her out. (২) root (for) (America(n) অপশব্দ) সোল্লাসে সমর্থন করা
  • English Word rootle Bengali definition [রূট্‌ল্‌] (verb intransitive) rootle about for (শূকর) খাদ্যের সন্ধানে নাক দিয়ে মাটি খোঁড়া
  • English Word rootlet Bengali definition [রূট্‌লিট্] (noun) ক্ষুদ্র শিকড়; মূলিকা
  • English Word rope Bengali definition [রোপ্‌] (noun) [countable noun, uncountable noun] (১) রশি; রজ্জু; দড়ি; কাছি: The climbers were on the rope. the rope (ফাঁসির) ফাঁস; ফাঁসির দড়ি। the ropes যে সব দড়ি দিয়ে মল্লভূমি বা ক্রীড়াঙ্গন ঘিরে রাখা হয়। show somebody/know/learn the ropes কোনো বিশেষ কর্মক্ষেত্রের অবস্থা নিয়মকানুন বা পদ্ধতি কাউকে জানানো বা জানা। give somebody (plenty of) rope কাজের স্বাধীনতা দেওয়া: The boy got all the rope he wanted from his mother and went to dogs, অতিরিক্ত স্বাধীনতা পেয়ে গোল্লায় গেল। (২) (যৌগশব্দ) rope-dancer (noun) দড়াবাজিকর (ঘড়ির উপর দিয়ে যারা নৃত্যাদি ক্রীড়া প্রদর্শন করে)। rope-ladder দড়ির মই বা সিঁড়ি। rope-walk/rope-yard যে লম্বা ফালি জমির উপরে দড়ি পাকানো বা তৈরি করা হয়; দড়িনির্মাণ আঙ্গিনা। rope-walker (noun)= rope-dancer. ropeway (noun) রজ্জু দ্বারা কোনো কিছু বয়ে নেওয়ার ব্যবস্থা; রজ্জুপথ। ropeyarn (noun) দড়ি তৈরির উপাদান। (৩) [countable noun] একত্রে পাকানো একগুচ্ছ কোনো কিছু: a rope of onions. □ (verb transitive) দড়ি দিয়ে বাঁধা। rope something off দড়ি দিয়ে ঘিরে সীমানা চিহ্নিত করা। rope somebody in কোনো কাজে অংশগ্রহণ বা সহায়তা করতে কাউকে রাজি করানো। ropey [রোপি] (adjective) (অপশব্দ) অতি নিম্নমানের।
  • English Word rosary Bengali definition [রোজারি] (noun) (plural rosaries) (১) রোমান ক্যাথলিক চার্চের প্রার্থনাবলি; উক্ত প্রার্থনাবলিসংবলিত পুস্তক(২) জপমালা(৩) গোলাপবাগ
  • English Word rose 1 Bengali definition [রোজ্‌] rise 2 –এর past tense