O পৃষ্ঠা ১
- English Word O'clock Bengali definition [আক্লক] particle ‘of the clock’- এর সংক্ষিপ্ত রূপ-ঘণ্টা নির্দেশ করে সময় উল্লেখ করার জন্য ব্যবহৃত হয়: I arrived at seven O’clock. দ্রষ্টব্য পরি ৪।
- English Word o'er Bengali definition [ও(র্)] (adverb), (preposition(al))-এর কাব্যরূপ।
- English Word o'er Bengali definition [ও(র্)] (adverb), (preposition(al)–এর কাব্যরূপ।
- English Word O, o Bengali definition [ওউ] ইংরেজি বর্ণমালার পঞ্চদশ বর্ণ; 0- আকৃতি চিহ্ন (টেলিফোন নম্বর বলতে গিয়ে) 50 30 2 1. ‘five o three o two one’. দ্রষ্টব্য পরি, ৪।
- English Word O, oh Bengali definition [ওউ] (interjection) ভয়; বিস্ময়; ব্যথা; আনন্দ সূচক ধ্বনি।
- English Word Oaf Bengali definition [ওউফ্] (noun) আনাড়ি লোক; গেঁয়ো ভূত। oafish [ওউফ্ইশ্] (adjective) স্থূলাচারী; আনাড়ি; গেঁয়ো।
- English Word oak Bengali definition [ওউক্] (noun) [countable noun] ওক গাছ; এই গাছের কাঠ: oak panels. the Oaks লন্ডনের কাছে এপসাম নামক স্থানে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। oaken [ওউকান্] (adjective) ওকনির্মিত।
- English Word oakum Bengali definition [ওউকাম্] (noun) [uncountable noun] জাহাজ বা নৌকার পাটাতনের মধ্যকার ফাঁক বন্ধ করতে ব্যবহৃত দড়ির ফেঁসো।
- English Word oar Bengali definition [ও(র্)] (noun) দাঁড়; বৈঠা। put/shove one’s oar in (কথ্য) হস্তক্ষেপ করা; নাক গলানো। rest on one’s oars কিছু সময়ের জন্য কাজ বন্ধ রাখা। oarsman [ওরজ্মান্], oarswoman (noun) দাঁড়ি; মাঝি। এর থেকে oarsmanship.
- English Word oasis Bengali definition [ওউএইসিস্] (noun) মরূদ্যান; (লাক্ষণিক) ঊষরপ্রান্তরে মনোরম স্থান; নিরানন্দ জীবনে আনন্দের স্মৃতি বা অভিজ্ঞতা।
- English Word oast Bengali definition [ওউসট্] (noun) হপ নামক লতাগাছ শুকানোর চুল্লি। oasthouse (noun) উক্ত চুল্লিবিশিষ্ট অট্টালিকা।
- English Word oat Bengali definition [ওউট্] (noun) (সাধারণত plural) (১) যব; জই। feel one’s oats (কথ্য) প্রফুল্ল বোধ করা; কর্মচঞ্চল হওয়া। sow one’s wild oats জীবনে গুছিয়ে বসার আগে পর্যন্ত যৌবনমদে মত্ত থাকা। oat-cake (noun) (বিশেষত স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডে) যব থেকে তৈরি পাতলা কেক। oatmeal (noun) যবের গুঁড়া। (২) (singular verb সহযোগে plural) যবের গুঁড়া দিয়ে তৈরি পরিজ।
- English Word oath Bengali definition [ওউথ্] (noun) (১) ঈশ্বরের নামে উচ্চারিত শপথ; কোনোকিছু সত্য বলে শপথ; শপথবাক্য; হলফনামা। be on/under oath (আইন সম্বন্ধীয়) সত্যকথনের শপথবদ্ধ থাকা: The witness was reminded that he was under oath. put somebody under oath (আইন সম্বন্ধীয়) কাউকে শপথবাক্য পাঠ করতে বলা বা পাঠ করানো। swear/take an oath শপথগ্রহণ করা। on ones oath ঈশ্বরের দিব্যি কেটে বলা: I never told him anything about it, on my oath, খোদার কসম, আমি তাকে এ ব্যাপারে কিছুই বলিনি। (২) অভিশাপ; নোংরা কথা; গালমন্দ।
- English Word obdurate Bengali definition [অব্ডিউআরাট্ America(n) অব্ডারাট্] (adjective) (আনুষ্ঠানিক) একগুঁয়ে; অনমনীয়; অনুশোচনাহীন। obdurately (adverb) obduracy [অবডিউআরাসি America(n) অবডার্সি] (noun) [uncountable noun]
- English Word obedient Bengali definition [আবীডিআন্ট্] (adjective) আজ্ঞানুবর্তী; বাধ্য। your obedient servant (সরকারি চিঠির শেষে ব্যবহৃত বাঁধা কথা) আপনার আজ্ঞানুবর্তী সেবক। obediently (adverb) obedience [আবীডিআন্স্] (noun) [uncountable noun] আজ্ঞানুবর্তিতা; বাধ্যতা।
- English Word obeisance Bengali definition [ওউবেইস্ন্স্] (noun) [countable noun] (আনুষ্ঠানিক) অভিবাদন: pay obeisance to the king.
- English Word obelisk Bengali definition [অবালিস্ক্] (noun) স্মৃতিস্তম্ভ বা সীমানানির্দেশক স্তম্ভ হিসেবে নির্মিত চতুষ্কোণ পিলার।
- English Word obese Bengali definition [ওউবীস্] (adjective) (ব্যক্তি) ভীষণ মোটা। obesity [ওউবীসাটি] (noun) অতিশয় স্থূলতা।
- English Word obey Bengali definition [আবেই] (Verb transitive), (verb intransitive) আজ্ঞানুবর্তী হওয়া; মেনে চলা; বাধ্য হওয়া; আজ্ঞাপালন করা: obey orders.
- English Word obfuscate Bengali definition [অব্ফাস্কেইট্] (verb transitive) (মনকে) আচ্ছন্ন করা; বিভ্রান্ত বা হতবুদ্ধি করা।
- English Word obi Bengali definition [ওউবি] (noun) যে (প্রায়ই কারুকার্যখচিত) চওড়া (জাপানি) বস্ত্রখণ্ড কোমরে বাঁধা হয়।
- English Word obiter dictum Bengali definition [অবিটাডিক্টাম্] (noun) আপতিক বা আনুষঙ্গিক মন্তব্য বা বিবৃতি।
- English Word obituary Bengali definition [আবিচুআরি America(n) আবিচুএরি] (noun) মুদ্রিত মৃত্যুসংবাদ; শোকসংবাদ। অনেক ক্ষেত্রে এতে মৃত ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী সংযোজিত থাকে। (attributive(ly)) obituary notices, মৃত্যুসংবাদ বা শোকসংবাদসংক্রান্ত বিজ্ঞপ্তি।
- English Word object 1 Bengali definition [অব্জিক্ট্] (noun) (১) ইন্দ্রিয়গোচর বস্তু বা পদার্থ বা সামগ্রী: objects in a room. object lesson কোনো নীতি বা তত্ত্বের সচিত্র ব্যাখ্যা বা উদাহরণ- অনেক ক্ষেত্রে এগুলো সতর্কবাণী হিসেবে প্রদত্ত বা ব্যবহৃত হয়। object glass/lens= objective (noun) (২). (২) অভীষ্ট ব্যক্তি বা বস্তু; উদ্দিষ্ট বস্তু; লক্ষ্য; উদ্দেশ্য: an object of love, work with the sole object of making money. no object কোনো বাধা নেই; গুরুত্বপূর্ণ নয়: money, etc no object, (চাকরির বিজ্ঞাপনে) প্রার্থী নিজেই বেতন ইত্যাদি নির্ধারণ করতে পারবে। (৩) বিশেষত করুণা; অবজ্ঞা বা হাসির উদ্রেক করে এমন অদ্ভুত চেহারার ব্যক্তি বা বস্তু: What an object he looked in that tattered shirt! (৪) (ব্যাকরণ) কর্ম: He bought a car.
- English Word object 2 Bengali definition [আবজেক্ট্] (verb intransitive), (verb transitive) (১) object (to) আপত্তি করা; বিরোধিতা করা; প্রতিবাদ করা: He objected to the presence of non-members at the party meeting. (২) object (against somebody) that (কারো বিরুদ্ধে) যুক্তি দেখানো: the board objected against his co-option. objector [আবজেক্টা(র্)] (noun) আপত্তিকারী; প্রতিবাদকারী। conscientious objector, দ্রষ্টব্য conscientious.
- English Word objection Bengali definition [আবজেক্শ্ন্] (noun) (১) [countable noun, uncountable noun] আপত্তি; প্রতিবাদ; বিরোধিতা: have an objection to something. take objection to আপত্তি; প্রতিবাদ বা বিরোধিতা করা। (২) [countable noun] আপত্তি; প্রতিবাদ বা বিরোধিতার বস্তু; অসুবিধা; অপূর্ণতা; ত্রুটি। objectionable [আবজেক্শ্ন্আব্ল্] (adjective) আপত্তিকর; অপ্রীতিকর: objection remarks; an objection smell.
- English Word objective Bengali definition [আব্জেক্টিভ] (adjective) (১) (দর্শন) যার অস্তিত্ব মনোনির্ভর নয়; বিষয়মুখ; বাস্তব। দ্রষ্টব্য subjective. (২) (ব্যক্তি, রচনা, চিত্র) ভাবনা বা অনুভূতি দ্বারা প্রভাবিত নয় এমন; ব্যক্তিগত অনুভূতি বা মতামত দ্বারা প্রভাবিত নয় এমন; ব্যক্তিগত অনুভূতি বা মতামত দ্বারা প্রভাবিত না-হয়ে বহির্জগতে নিবদ্ধ আছে এমন; বস্তুনিষ্ঠ। (৩) (ব্যাকরণ) কর্ম সম্বন্ধীয়: the objective case, কর্মকারক। (noun) (১) লক্ষ্যবস্তু; উদ্দেশ্য; (বিশেষত সামরিক) দখলের উদ্দেশ্যে যে বিন্দু বা স্থানের অভিমুখে সেনাবাহিনী অগ্রসর হচ্ছে: All their objectives were won. (২) লক্ষ্যবস্তুর নিকটতম অণুবীক্ষণ বা দূরবীক্ষণ যন্ত্রের লেন্স বা কাচ। objectively (adverb) বস্তুনিষ্ঠভাবে। objectivity [অব্জেক্টিভাটি] (noun) বস্তুনিষ্ঠতা; নিরপেক্ষবিচার, সিদ্ধান্ত বা অভিমত; ব্যক্তিগত সংস্কার-অভিরুচির ঊর্ধ্বে ওঠার ক্ষমতা।
- English Word oblate Bengali definition [অব্লেইট্] (adjective) (জ্যামিতি) কমলালেবুর মতো গোলাকার ও দুইপ্রান্তে সামান্য চাপা: The earth is an oblate sphere.
- English Word oblation Bengali definition [আবলেইশ্ন্] (noun) [countable noun] ঈশ্বর বা দেবতার উদ্দেশে নিবেদিত বস্তু; নৈবেদ্য।
- English Word obligate Bengali definition [অব্লিগেইট্] (verb transitive) (সাধারণত passive) obligate somebody to do something (আনুষ্ঠানিক) কাউকে (বিশেষত আইনগতভাবে) কোনোকিছু করতে বাধ্য রাখা: feel obligated to do something.