Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word X, x Bengali definition [এক্‌স্‌] (noun) (plural X’s x’s) [এক্‌সিজ্‌] (১) ইংরেজি বর্ণমালার চতুর্বিংশতি অক্ষর(২) রোমান ১০ সংখ্যার প্রতীক, দ্রষ্টব্য পরি.(৩) (বীজগণিতে) প্রাথমিকভাবে অজ্ঞাত কোনো কিছুর পরিমাণ; (লাক্ষণিক) উপাদান বা প্রভাব যা মূলত অনিশ্চিত(৪) সাধারণত অনির্দিষ্ট ব্যক্তি বা বিষয় (Y ও Z- এর সহযোগে): I do not care what the XYZ’s are saying.
  • English Word X-ray Bengali definition [এক্‌স্‌রেই] (noun) রঞ্জনরশ্মি, রঞ্জনরশ্মির সাহায্যে গৃহীত আলোকচিত্র; (attributive(ly)): make an X-ray (examination); a X-ray diagnosis; X-ray photography. □ (verb transitive) রঞ্জনরশ্মির সাহায্যে পরীক্ষা করা; চিকিৎসা করা বা আলোকচিত্র গ্রহণ করা।
  • English Word xanthic Bengali definition [জ্যানথিক্] (adjective) হালকা হলুদ বর্ণ, হলদেটে: Xanthic colours are the golden hues that surround the halo of an angel. xanthic acid (noun) বর্ণহীন অস্থির অম্লবিশেষ।
  • English Word xenon Bengali definition [জেনন্] (noun) [uncountable noun] (রসায়ন) বর্ণহীন, গন্ধহীন স্থির গ্যাস; (প্রতীক Xe), দ্রষ্টব্য পরি. ৭।
  • English Word xenophobia Bengali definition [জেনাফোবিআ] (noun) [uncountable noun] বিদেশিদের সম্বন্ধে অহেতুক ভয় বা ঘৃণা
  • English Word Xerox Bengali definition [জিআরক্‌স্] (noun) আলোকচিত্রের সাহায্যে মুদ্রণ পদ্ধতিবিশেষ। □ (verb transitive) অনুরূপ পদ্ধতিতে মুদ্রণ করা। photo ভুক্তিতে photocopy দ্রষ্টব্য
  • English Word Xhosa Bengali definition [কোজা:] (noun) দক্ষিণ আফ্রিকার ট্র্যানসকেই অঞ্চলের মানুষ বা তাদের ভাষা। □ (adjective) উক্ত অঞ্চলের মানুষ বা ভাষা সংক্রান্ত।
  • English Word Xmas Bengali definition [ক্রিস্‌মাস্] (noun) Christmas শব্দের বহুলব্যবহৃত সংক্ষেপিত রূপ
  • English Word xylo Bengali definition [জাইলো] (noun) যৌগশব্দে উপসর্গ হিসেবে ব্যবহৃত-কাঠxylograph (noun) [জাইলোগ্রাফ্‌] কাঠের ছাঁচ বা ব্লক থেকে গৃহীত ছাপ। xylographer [জাইলোগ্রাফা(র্‌)] (noun) কাঠের ছাঁচ বা ব্লক থেকে ছাপগ্রহণের বা মুদ্রণের বিদ্যা; কাঠের উপর খোদাইকর্ম।
  • English Word xylophone Bengali definition [জাইলাফোন্‌] (noun) দুটি সমান্তরাল কাঠের পাত বা কাঠের হাতুড়ি সংযুক্ত বিবিধ ধ্বনি সৃজনক্ষম বাদ্যযন্ত্রবিশেষ
  • English Word xyster Bengali definition [জিসট্যা(র্)] (noun) হাড় চাঁছার জন্য ব্যবহৃত শল্য চিকিৎসকের যন্ত্রবিশেষ: Xyster are used in both human and veterinary surgery.