R পৃষ্ঠা ৩৬
- English Word rupiah Bengali definition [রূপীআ] ইন্দোনেশিয়ার মুদ্রার একক; রুপিয়া।
- English Word rupture Bengali definition [রাপ্চা(র্)] (noun) (১) [uncountable noun, countable noun] বিদারণ; ছেদন; বিদার; বিচ্ছেদ। (২) [countable noun, uncountable noun] বন্ধুত্বের অবসান; সম্পর্ক ছেদ। (৩) [countable noun] উদরগহ্বরের দেওয়াল ভেদ করে কোনো অঙ্গ বা কলার প্রসারণের দরুন উদরের স্ফীতি; অন্ত্রবৃদ্ধি। দ্রষ্টব্য hernia. □ (verb transitive), (verb intransitive) ভাঙা, ফাটা; ছিন্ন হওয়া বা করা (যেমন রক্তনালি বা ঝিল্লির); সম্পর্ক ছেদ করা; বিচ্ছেদ ঘটানো।
- English Word rural Bengali definition [রূআরাল্] (adjective) গ্রামীণ; গ্রামস্থ।
- English Word Ruritanian Bengali definition [রুআরিটেইনিআন্] (adjective) (কোনো রাষ্ট্র বা তার রাজনীতি) ষড়যন্ত্রপূর্ণ; কুচক্রান্তে পরিপূর্ণ (রুরিতানিয়া নামক একটি কাল্পনিক দেশের রোমাঞ্চকর গল্প থেকে)।
- English Word ruse Bengali definition [রূজ্] (noun) [countable noun] চাতুরী; ধোঁকাবাজি; চালাকি; শঠতা; কূটচাল।
- English Word rush 1 Bengali definition [রাশ্] (noun) (১) [uncountable noun, countable noun] বেপরোয়া অগ্রধাবন; সংরম্ভ; অভিধাবন; তোড়; হিড়িক; সংবেগ; The rush of city life; the rush of the current. gold rush, দ্রষ্টব্য gold. (২) [countable noun] আকস্মিক চাহিদা; হিড়িক: a rush for binoculars. the rush-hour বড় শহরে যে সময়ে দলে দলে লোক কাজে যায় বা কাজ থেকে ফেরে। (৩) (চলচ্চিত্র; প্রায়ই plural) কাটছাঁট ও সম্পাদনার আগে ফিল্মের প্রথম মুদ্রণ।
- English Word rush 2 Bengali definition [রাশ্] (noun) [countable noun] জলাভূমির সরু পত্রহীন কাণ্ডবিশিষ্ট উদ্ভিদ, যা শুকিয়ে প্রায়ই চেয়ারের আসন, ঝুড়ি প্রভৃতি বোনার কাজে ব্যবহৃত হয়; পূর্বকালে ঘরের মেঝেতেও বিছানো হতো; শর; দূর্বা। rush light (noun) শরগাছের মজ্জা চর্বিতে চুবিয়ে তৈরি করা এক ধরনের মোমবাতি। rushy (adjective) শরময়।
- English Word rush 3 Bengali definition [রাশ্] (verb intransitive), (verb transitive) (১) rush (away/off/out) তীব্র বেগে ছুটে যাওয়া বা ছোটানো; হুড়মুড় করে/হুমড়ি খেয়ে পড়া; ধেয়ে আসা; Workers rushed out of the factory. rush to conclusions তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া। rush into print যথোচিত যত্ন; বিচারবিবেচনা ব্যতিরেকে কিছু প্রকাশ করা। rush something through অত্যন্ত দ্রুতবেগে কিছু করা। (২) আকস্মিক আক্রমণে দখল করে নেওয়া; হুড়মুড়/ঠেলাঠেলি করে এগিয়ে যাওয়া, ঢুকে পড়া ইত্যাদি: rush the gates of the cinema hall. (৩) তাড়াহুড়া করতে বাধ্য করা। rush somebody off his feet চিন্তাভাবনা করার সুযোগ না-দিয়ে ত্বরিত ব্যবস্থা গ্রহণে বাধ্য করা; অবসন্ন করা। (৪) rush (for something) (অপশব্দ) গলাকাটা/চড়া মূল্য হাঁকা।
- English Word rusk Bengali definition [রাস্ক্] (noun) [countable noun] শক্ত, মচমচে করা, সেকা রুটি; মচমচে বিস্কুট; খাস্তা।
- English Word russet Bengali definition [রাসিট্] (noun) (১) [uncountable noun] হলদেটে বা লালচে বাদামি; কপিল বর্ণ। (২) খসখসে ত্বকযুক্ত; কপিল বর্ণের এক ধরনের আপেল। □ (adjective) কপিল।
- English Word Russian Bengali definition [রাশ্ন্] (adjective) রুশ। Russian roulette, দ্রষ্টব্য roulette. □ (noun) (১) রুশ দেশীয় ব্যক্তি। (২) রুশ ভাষা।
- English Word rust Bengali definition [রাস্ট্] (noun) [uncountable noun] (১) মরিচা; জং; লৌহমল; ধাতুমল। (২) উদ্ভিদের ছত্রাকঘটিত রোগবিশেষ; যাতে উদ্ভিদের গায়ে মরিচার মতো দাগ পড়ে; ছেতো রোগ; ছাতা। □ (verb transitive), (verb intransitive) জং/মরিচা ধরা বা ধরানো; (লাক্ষণিক) অব্যবহারের দরুন গুণহানি হওয়া। rustless (adjective) মরিচা ধরে না এমন; মরিচাযুক্ত। rusty (adjective) (rustier, rustiest) (১) জংধরা; মরিচা- ধরা। (২) অনুশীলনের প্রয়োজন আছে এমন; জংধরা। (৩) (কালো কাপড়) পুরনো হওয়ার দরুন রং ওঠা; রং-চটা; নোংরা; মলিন। rustiness (noun) [uncountable noun] মরিচাময়তা।
- English Word rustic Bengali definition [রাস্টিক্] (adjective) (১) (সদর্থে) গ্রামীণ; সাদাসিধা; কৃত্রিমতাবিহীন; অকপট: rustic simplicity. (২) গ্রাম্য; অমার্জিত; চাষাড়ে: rustic speech/manners. (৩) শিল্পনৈপুণ্যহীন; সাদামাটা; পারিপাট্যহীন: a rustic chair. □ (noun) গ্রাম্যজন; গেঁয়ো; চাষা। rusticity [রাস্টিসাটি] (noun) [uncountable noun] গ্রাম্যতা; চাষামি।
- English Word rusticate Bengali definition [রাস্টিকেইট্] (verb intransitive), (verb transitive) (১) গ্রামীণ জীবনযাপন করা। (২) (British/Britain) শাস্তি হিসেবে (কোনো ছাত্রকে) বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা।
- English Word rustle Bengali definition [রাস্ল্] (verb transitive), (verb intransitive) (১) খসখস/ঝরঝর/মরমর করা; ঐরূপ শব্দ করে চলা। (২) ঐরূপ শব্দ করানো: Don’t rustle your programmes while the President is speaking. (৩) (America(n) কথ্য) (গবাদি পশু বা ঘোড়া) চুরি করা। (৪) rustle something up জোগাড় করা; জোটানো: rustle up some food for an unexpected guest. □ (noun) [Uncountable noun] খসখস; খসখসানি; ঝরঝর; মরমর: the rustle of silk clothes. rustler [রাস্লা(র্)] (noun) (America(n) কথ্য) গরুচোর। rustling [রাস্লিঙ্] (noun) [uncountable noun] খসখসানি; মরমর শব্দ: the rustle of dry leaves/of sweet wrappings; (plural): mysterious rustles at night.
- English Word rut 1 Bengali definition [রাট্] (noun) [countable noun] (১) নরম মাটির উপর চাকার চাপে চিহ্নিত পথরেখা। (২) (লাক্ষণিক) কর্ম, আচরণ, জীবনযাত্রা প্রভৃতির সুপ্রতিষ্ঠিত ধরন; বাঁধাপথ। be in/get into a rustle বাঁধাধরা (এবং একঘেয়ে) জীবনযাত্রার অভ্যস্ত হওয়া। □ (verb transitive) (সাধারণত past participle) চাকার দাগে চিহ্নিত করা: a deeply rutted road.
- English Word rut 2 Bengali definition [রাট্] (noun) [uncountable noun] পুংপশু; বিশেষত হরিণের কিছুকাল পরপর যে কামোত্তেজনা হয়; মদ।
- English Word ruthenium Bengali definition [রূথীনিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) রজতশুভ্র; ভঙ্গুর ধাতব মৌল (প্রতীক Ru), যা প্লাটিনামঘটিত কোনো কোনো ধাতুসংকর তৈরিতে ব্যবহৃত হয়; রুথিনিয়াম।
- English Word ruthless Bengali definition [রূথ্লিস্] (adjective) নির্মম; ক্রূর; নিষ্করুণ; নৃশংস; নির্দয়। ruthlessly (adverb) নির্মমভাবে ইত্যাদি। ruthlessness (noun) নির্মমতা; ক্রূরতা; নিষ্ঠুরতা।
- English Word rye Bengali definition [রাই] (noun) [uncountable noun] (১) শস্যবিশেষ যা দিয়ে ময়দা তৈরি হয় এবং গবাদি পশুর খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়; রাই। rye-bread (noun) রাইয়ের রুটি। (২) রাই থেকে তৈরি হুইস্কিবিশেষ।
- English Word ryot Bengali definition [রায়ত্] (অপিচ raiyat [রাইয়ত্]) (noun) (ক) (পুরাতনী) নিজস্ব কৃষিজমি নেই এমন কৃষক। (খ) (পুরাতনী) কৃষক।