R পৃষ্ঠা ২৬
- English Word revolve Bengali definition [রিভল্ভ্] (verb transitive), (verb intransitive) (১) (about/around) চক্রাকারে ঘোরানো; পরিক্রমণ করা। revolving (adjective) ঘূর্ণায়মান: revolve theatre. (২) মনে মনে নাড়াচাড়া করা; সবদিক তলিয়ে দেখা।
- English Word revolver Bengali definition [রিভল্ভা(র্)] (noun) রিভলভার।
- English Word revue Bengali definition [রিভিয়ূ] (noun) [countable noun] সমসাময়িক ঘটনাভিত্তিক গীতিনৃত্য-নাট্য।
- English Word revulsion Bengali definition [রিভাল্শ্ন্] (noun) [uncountable noun] (plural হয়না) (১) মনোভাবের আকস্মিক পরিবর্তন বা রূপান্তর। (২) revulsion (against/from) প্রতিক্রিয়া।
- English Word reward Bengali definition [রিওয়ড্] (noun) (১) [uncountable noun] পুরস্কার। (২) [countable noun] পারিতোষিক; বকশিশ: You will be rewarded if you can detect the stolen watch. □ (verb transitive) reward somebody (for something) পুরস্কৃত করা।
- English Word rewind Bengali definition [রীওয়াইন্ড্] (verb) (past tense, past participle rewound) ক্যাসেট প্লেয়ার বা ভিডিও রেকর্ডারের ক্যাসেট পিছনের দিকে ঘুরানো।
- English Word rewire Bengali definition [রীওয়াআ(র্)] (verb transitive) (বিদ্যুৎ সংযোগের উদ্দেশ্যে) নতুন তার লাগানো।
- English Word reword Bengali definition [রীওয়াড্] (verb transitive) ভিন্ন শব্দে প্রকাশ করা।
- English Word rewrite Bengali definition [রীরাইট্] (verb transitive) পুনরায় ভিন্ন রীতিতে লেখা। □ (noun) [রীরাইট্] (noun) (কথ্য) পুনর্লিখিত বিষয়। a rewriteman পুনর্লিখনের জন্য নিযুক্ত ব্যক্তি।
- English Word Rex Bengali definition [রেক্স্] (noun) (সংক্ষেপ R) বর্তমানে ক্ষমতায় অধিষ্ঠিত রাজা। (দ্রষ্টব্য Regina)
- English Word rhapsody Bengali definition [র্যাপ্সাডি] (noun) [countable noun] (plural rhapsodies) (১) (বক্তৃতা, কাব্যে) আনন্দোচ্ছল প্রকাশ। (২) (সংগীতে) অপ্রচলিত আঙ্গিকে সুরসৃষ্টি। rhapsodize [র্যাপ্সাডাইজ্] (verb intransitive) rhapsodize (about/over/on) উচ্ছ্বসিত হয়ে লেখা অথবা বলা।
- English Word rhea Bengali definition [রিআ] (noun) দক্ষিণ আমেরিকার উটপাখিবিশেষ।
- English Word rhenium Bengali definition [রীনিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) মোলিবডেনাম আকরিক থেকে প্রাপ্ত অত্যন্ত দুর্লভ ধাতব উপাদান (প্রতীক Re)
- English Word rheostat Bengali definition [রীআস্ট্যাট্] (noun) বিদ্যুৎপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত যন্ত্রবিশেষ।
- English Word rhesus Bengali definition [রীসাস্] (noun) ক্ষুদ্র লেজবিশিষ্ট ছোট বানর।
- English Word rhetoric Bengali definition [রেটারিক্] (noun) [uncountable noun] (১) অলংকার (শাস্ত্র)। (২) অলংকারবহুল (ও আন্তরিকতাবিহীন) ভাষা: The rhetoric of the minister failed to impress anybody.
- English Word rhetorical Bengali definition [রিটরিক্ল্ America(n) রিটোরক্ল্] (adjective) অলংকারবহুল; বাগাড়ম্বরপূর্ণ। a rhetorical question উত্তরের আশা না-করে জনগণকে প্রভাবিত করতে নিক্ষিপ্ত প্রশ্ন। rhetorically [রিটরিক্লি] (adverb)
- English Word rheumatic Bengali definition [রূম্যাটিক্] (adjective) বাতঘটিত; বাতসংক্রান্ত; বাতজ্বরাক্রান্ত। rheumatic fever অঙ্গপ্রত্যঙ্গের সন্ধিতে স্ফীতিসহ প্রবল জ্বর। □ (noun) (১) বাত রোগী। (২) (plural কথ্য) বাতব্যথা।
- English Word rheumatism Bengali definition [রূমাটিজাম] (noun) [uncountable noun] সন্ধিবাত।
- English Word rheumatoid Bengali definition [রূমাটইড্] (adjective) বাতরোগসংক্রান্ত। rheumatoid arthritis পুরনো ও দীর্ঘস্থায়ী গ্রন্থিবাতবিশেষ।
- English Word rhinal Bengali definition [রাইন্ল্] (adjective) (শারীরবিদ্যা) নাকসংক্রান্ত।
- English Word rhino Bengali definition [রাইনো] (noun) (plural rhinos [রাইনোজ্]) rhinoceros- এর কথ্য ও সংক্ষিপ্ত রূপ।
- English Word rhinoceros Bengali definition [রাইনসারাস] (noun) (plural rhinoceroses [রাইনসাসিজ্]) গণ্ডার।
- English Word rhizome Bengali definition [রাইজোম্] (noun) [countable noun] (উদ্ভিদবিদ্যা) কোনো কোনো গাছের পুরু অনুভূমিক কাণ্ড যেমন আইরিস।
- English Word rhodium Bengali definition [রোডিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) রুপার থালায় ব্যবহৃত রৌপ্য-সাদা ধাতব উপাদান (প্রতীক Rh)।
- English Word rhododendron Bengali definition [রোউডাডেনড্রান্] (noun) [countable noun] রডোডেনড্রন (পুষ্প)।
- English Word rhomb Bengali definition [রম্], rhombus [রম্বাস্] (noun(s)) চতুষ্কোণবিশিষ্ট প্রতিকৃতি (যেমন হীরক অথবা লজেন্সের আকার)। rhomboid [রমবইড্] (adjective) চতুষ্কোণবিশিষ্ট।
- English Word rhubarb Bengali definition [রূবা:ব্] (noun) (১) পুরু রসালো লতাবিশেষ, যা সিদ্ধ করে ফলের মতো খাওয়া যায়। (২) (কথ্য) আজেবাজে আলোচনা; (America(n)) বাগ্বিতণ্ডা।
- English Word rhyme Bengali definition (অপিচ America(n) rime [রাইম্]) (noun) (১) [uncountable noun] অন্তমিল (যেমন, light, fight, bite etc) Without rhyme or reason যুক্তিতর্ক ছাড়া। (২) [countable noun] rhyme (for/to) অন্তমিলযুক্ত শব্দ: Is there a rhyme to/for ‘hiccups’? (৩) পদ্য; মিলযুক্ত কবিতা। nursery rhyme ছড়া। (৪) [uncountable noun] মিলের প্রয়োগ। □ verb transitive), (verb intransitive) (১) মিল দেওয়া। (২) rhyme (with) মিলযুক্ত হওয়া: ‘Cat’ does not rhyme with ‘gate’ মিল দিয়ে (কবিতা) লেখা। rhymed (adjective) মিলযুক্ত; মিলনান্ত। rhymester [রাইম্স্টা(র্)] (noun) (নিন্দার্থে) পদ্যকার; নিকৃষ্ট কবি।
- English Word rhythm Bengali definition [রিদাম্] (noun) [uncountable noun] (কবিতা, গানের) ছন্দ; নিয়মিত ঘটনাপ্রবাহ। rhythmic [রিদ্মিক্], rhythmical [রিদ্মিক্ল্ (adjective(s)) ছন্দযুক্ত; ছন্দিত; ছন্দোময়: the rhythm movement.