Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word V, v Bengali definition [ভী] (noun) (plural V’s, v’s) (১) ইংরেজি বর্ণমালার ২২তম বর্ণ; রোমান ৫- এর প্রতীক। দ্রষ্টব্য পরি. ৪। (২) V-আকৃতির বস্তু: The V sign, হাতের তালু সামনে বাড়িয়ে তর্জনী ও অনামিকা প্রসারিত করে প্রদর্শিত বিজয়সূচক সংকেত (victory- এর V) V 1, 2 [ভীওয়ান্‌, টূ]; উড়ন্ত বোমা। দ্রষ্টব্য doodlebug.
  • English Word vac Bengali definition [ভ্যাক্] (noun) (vacation- এর কথ্য সংক্ষেপ) অবকাশ; ছুটি
  • English Word vacancy Bengali definition [ভেইকান্‌সি] (noun) (plural vacancies) (১) [uncountable noun] শূন্যতা; রিক্ততা(২) [uncountable noun, countable noun] খালি/ফাঁকা জায়গা; শূন্যস্থান(৩) [uncountable noun] ভাব, বুদ্ধিমত্তা বা অভিনিবেশের অভাব; শূন্যতা(৪) [countable noun] কর্মখালি; শূন্যপদ
  • English Word vacant Bengali definition [ভেইকান্‌ট্] (adjective) (১) শূন্য; রিক্ত; খালি; ফাঁকা: vacant space. (২) কেউ দখল করে নেই এমন; শূন্য; খালি: a vacant room. vacant possession বাড়িঘর ইত্যাদি বিক্রির বিজ্ঞাপনে ব্যবহৃত বাক্যাংশ; ক্রেতা তাৎক্ষণিকভাবে দখল নিতে পারেন এই ঘোষণাসূচক; তাৎক্ষণিক দখল। (৩) (সময়) অবসর(৪) (মন) চিন্তাশূন্য; (চোখ) চিন্তা বা আগ্রহের অভিব্যক্তিহীন; শূন্য; ফাঁকা; উদাস; রিক্ত: with vacant looks; a vacant stare/expression. vacantly (adverb) শূন্যদৃষ্টিতে।
  • English Word vacate Bengali definition [ভাকেইট্ America(n) ভেইকেইট্] (verb transitive) (১) বসত তুলে নেওয়া; খালি করা; খালি করে চলে যাওয়া: vacate a house/rented rooms. (২) খালি রেখে যাওয়া; ত্যাগ করা: vacate one’s seat. (৩) (আনুষ্ঠানিক) দখল বা ব্যবহার ছেড়ে দেওয়া
  • English Word vacation Bengali definition [ভাকেইশ্‌ন্‌ America(n) ভেইশ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] (আনুষ্ঠানিক) পরিত্যাগ; শূন্যীকরণ: vacation of a good position. (২) [countable noun] অবকাশ; ছুটি: the summer vacation. (৩) [countable noun] (বিশেষত America(n)) (যেকোনো) ছুটি। on vacation ছুটিতে। □(verb intransitive) vacation at/in (America(n) ছুটি কাটানো; অবকাশ যাপন করা। vacationist [ভাকেইশানিস্‌ট্] (noun) (America(n)) অবকাশযাপক; অবকাশযাপনকারী।
  • English Word vaccine Bengali definition [ভ্যাক্‌সীন্‌ America(n) ভ্যাক্‌সীন্] (noun) [countable noun, uncountable noun] মানুষকে রোগ থেকে রক্ষা করতে রক্তপ্রবাহের মধ্যে অন্তঃক্ষিপ্ত পদার্থ, যাতে সামান্য রোগলক্ষণ প্রকাশ পেলেও বিপদের কোনো আশঙ্কা থাকে না; টিকা
  • English Word vacillate Bengali definition [ভ্যাসিলেইট্] (verb intransitive) vacillate (between) দ্বিধা করা; দ্বিধান্বিত হওয়া; দোদুলচিত্ত/দোলায়মান/দোলায়িত/দোদুল হওয়া; আন্দোলিত/দোদুল্যমান হওয়া; (মতামত ইত্যাদিতে) অনিশ্চিত হওয়া: vacillate between hope and fear. vacillation [ভ্যাসিলেইশ্‌ন্‌] (noun) [countable noun, uncountable noun] দোদুল্যমানতা; দোলাচলচিত্ততা।
  • English Word vacinate Bengali definition [ভ্যাক্‌সিনেইট্‌ America(n) ভ্যাক্‌সানেইট্‌] (verb transitive) vacinate somebody (against something) টিকা দেওয়াvaccination [ভ্যাক্‌সিনেইশ্‌ন্‌] (noun) [countable noun, uncountable noun] টিকা।
  • English Word vacuous Bengali definition [ভ্যাকিঊআস্‌] (adjective) চিন্তা বা বুদ্ধিমত্তার অভাবসূচক; শূন্য; ফাঁকা; উদাস; শূন্যগর্ভ: a vacuous expression/stare/remark/laugh. vacuously (adverb) শূন্যদৃষ্টিতে। vacuity [ভ্যাকিঊআটি] (noun) (plural vacuousties) [uncountable noun] (১) ফাঁকা বা শূন্যগর্ভ অবস্থা; শূন্যতা; শূন্যগর্ভতা; শূন্যদৃষ্টি(২) (plural) ফাঁপা/ফাঁকা কথা, কাজ ইত্যাদি; ফাঁকা বুলি/আওয়াজ
  • English Word vacuum Bengali definition [ভ্যাকিঊআম্] (noun) (plural vacuums কিংবা বিজ্ঞানে 'vacua' ভ্যাকিউআ] সম্পূর্ণ বায়ুশূন্য বা বস্তুশূন্য স্থান; শূন্যvacuum cleaner যন্ত্রবিশেষ, যা ধূলি, ময়লা ইত্যাদি শুষে নেয়; শোষকল। vacuum flask/bottle আধেয় সমান তাপমাত্রায় রাখার আধার বা বোতল; যার অভ্যন্তর ও বহিঃস্থ দেওয়ালের মাঝখানে বায়ুশূন্য ফাঁকা স্থান থাকে; নির্বাত বোতল। দ্রষ্টব্য thermos. vacuumpump (ক) কোনো পাত্রে আংশিক বায়ুশূন্যতা সৃষ্টি করতে ব্যবহৃত চাপকল; বায়ুশোষক যন্ত্র। (খ) যে চাপকলে পানি উত্তোলন করতে আংশিক বায়ুশূন্যতা কাজে লাগানো হয়; বায়ুশূন্য চাপকল। vacuum tube/valve বৈদ্যুতিক আধানের চলাচল পর্যবেক্ষণে প্রায় সম্পূর্ণ বায়ুশূন্য দৃঢ়সংবদ্ধ কাচের নলবিশেষ; নির্বাত নল/কপাটিকা।
  • English Word vademecum Bengali definition [ভেইডিমীকাম্] (noun) সঙ্গে নিয়ে চলাফেরা করা যায় এমন ছোট বই: a vademecum for the legal profession.
  • English Word vagabond Bengali definition [ভ্যাগাবন্‌ড্] (adjective) ভবঘুরে; বাউণ্ডুলে: live a vagabond life. □(noun) ভবঘুরে।
  • English Word vagary Bengali definition [ভেইগারি] (noun) [countable noun] (plural vagaries) অদ্ভুত, অস্বাভাবিক কাজ বা ভাব, বিশেষত যার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না; খেয়াল; মরজি; খোশখেয়াল: The vagaries of fashin/of human emotions.
  • English Word vagina Bengali definition [ভাজাইনা] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) যোনি; যোনিপথ (কথ্য birth canal). vaginal [ভাজাইন্‌ল্] (noun) যৌন; যোনিজ।
  • English Word vagrant Bengali definition [ভেইগ্রান্‌ট্] (adjective) যাযাবর; ছন্নছাড়া; ছিন্নমূল; এলোমেলো: vagrant tribes/musicians; lead a vagrant life; vagrant thoughts. □(noun) ভবঘুড়ে; বাউণ্ডুলে। vagrancy [ভেইগ্রান্‌সি] (noun) [uncountable noun] যাযাবরত্ব; ভবঘুরে জীবন; ভবঘুরেমি।
  • English Word vague Bengali definition [ভেইগ্‌] (adjective) (১) (vaguer, vaguest) অস্পষ্ট; ভাসাভাসা; আবছা: vague outlines; vague demands. (২) (ব্যক্তি, তার দৃষ্টি ও আচরণ) (প্রয়োজন, অভিপ্রায় ইত্যাদি) অনিশ্চিত; অনিশ্চয়তাসূচক; ভাসাভাসা; ঘোলাটেvaguely (adverb) অস্পষ্টভাবে; ভাসাভাসা ইত্যাদি। vagueness (noun) অস্পষ্টতা।
  • English Word vain Bengali definition [ভেইন্] (adjective) (vainer, vainest) (১) নিষ্ফল; বিফল; বৃথা; খামোকা; অনর্থক; অসার: a vain attempt; vain hopes/promises. (২) in vain (ক) বৃথা; বিফলে: try in vain; be in vain. (খ) যথোচিত ভক্তি, সম্মান বা শ্রদ্ধা ছাড়া; অশ্রদ্ধা/অভক্তির সঙ্গে: take the name of God in vain. (৩) নিজের রূপগুণ ইত্যাদি সম্বন্ধে অত্যন্ত উচ্চধারণা পোষণকারী; অহংকারী; অহংকৃত; আত্মাভিমানী; গর্বোদ্ধত: as vain as a peacock. vain glory (noun) দেমাগ; চরম আত্মাভিমান বা গুমর; vain glorious (adjective) চরম আত্মাভিমানী; দর্পোদ্ধত; দম্ভী। vainly (adverb) (১) বৃথা; নিষ্ফলভাবে(২) গর্বোদ্ধতভাবে
  • English Word valance, valence Bengali definition [ভ্যালান্‌স্] (noun) জানালার উপর বা তাকের নিচে; পালঙ্কের কাঠামো বা চাঁদোয়ার চারদিকে ঘোরানো খাটো পরদা; ঝালর
  • English Word vale Bengali definition [ভেইল্] (noun) (স্থান-নাম ছাড়া অন্যত্র সাহিত্যিক) উপত্যকা
  • English Word valediction Bengali definition [ভ্যালিডিক্‌শ্‌ন্‌] (noun) [countable noun] বিদায়সম্ভাষণ
  • English Word valedictory Bengali definition [ভ্যালিডিক্‌টারি] (adjective) বিদায়ী; বিদায়কালীন: a valedictory speech.
  • English Word valence 1 Bengali definition [ভেইলান্‌স্] (noun) (১) [uncountable noun] (রসায়ন) কোনো পরমাণুর অন্য পরমাণুর সঙ্গে সংসক্ত হওয়ার বা অন্য পরমাণুর দ্বারা অপসারিত হওয়ার ক্ষমতা; প্রসক্তি(২) [countable noun] (America(n))= valance.
  • English Word valence 2 Bengali definition [ভেইলান্‌স্‌] (noun)= valance.
  • English Word valency Bengali definition [ভেইলান্‌সি] (noun) (plural valencies) [countable noun] (রসায়ন) প্রসক্তির (valence 1 দ্রষ্টব্য) একক; যোজ্যতা
  • English Word valentine Bengali definition [ভ্যালান্‌টাইন্‌] (noun) প্রেমিক বা প্রেমিকা; ১৪ ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন দিবসে প্রেমিক বা প্রেমিকার কাছে প্রেরিত সাধারণত বেনামি চিঠি, কার্ড ইত্যাদি
  • English Word valerian Bengali definition [ভালিআরিআন্] (noun) [uncountable noun] উগ্রগন্ধ গোলাপি বা সাদা ফুলের দীর্ঘজীবী উদ্ভিদ; ওষুধরূপে ব্যবহৃত এই উদ্ভিদের শিকড়
  • English Word valet Bengali definition [ভ্যালিট] (noun) প্রভুর পোশাকপরিচ্ছদের যত্ন নেওয়ার ভৃত্য; অনুরূপ দায়িত্বে নিয়োজিত হোটেলকর্মচারী; পরিচারক। □(verb transitive) পোশাকপরিচ্ছদ দেখাশোনার কাজ করা।
  • English Word valiant Bengali definition [ভ্যালিআন্‌ট্] (adjective) সাহসী; বীর; মহাবল; বিক্রমী; পরাক্রমশালীvaliantly (adverb) বীরবিক্রমে।
  • English Word valid Bengali definition [ভ্যালিড্‌] (adjective) (১) (আইন সম্বন্ধীয়) সঠিক আনুষ্ঠানিকতাসহ কৃত বা সম্পাদিত বলে কার্যকর; সিদ্ধপ্রমাণ; বৈধ: a valid claim/marriage. (২) (চুক্তি) আইনসম্মত; বিধিবিহিত; বৈধ: valid for three months. (৩) (যুক্তিতর্ক) সমূল; সপ্রমাণ; সুযুক্তিপূর্ণ; বৈধ: raise valid objections to proposal. validly (adverb) বৈধভাবে। validity [ভ্যালিডাটি] (noun) [uncountable noun] বৈধতা; সপ্রমাণতা। validate [ভ্যালিডেইট্] (verb transitive) বৈধ করা: valid a claim.