• Bengali Word right 1 English definition [রাইট্] (adjective) (wrong-এর বিপরীত) ১ (স্বভাব-চরিত্র ইত্যাদি ক্ষেত্রে) সৎ; আইনানুগ: This is right and that is wrong.
      He was right in his decision. (২) সত্য; নির্ভুল; সন্তোষজনক; He took the right step. His statement was not right. get something right ভুল বোঝাবুঝির অবকাশ না-দিয়ে ভালোভাবে বুঝে নেওয়া। put/set something right পুনরায় চালু করা; স্বাস্থ্য পুনরুদ্ধার করা: He put the machine right. The medicine has put right. Right you are!/ Right O!/ Right! (interjection) (কথ্য) কারো সিদ্ধান্ত, অনুরোধ অথবা প্রস্তাবে সমর্থনসূচক প্রকাশ। All right /Alright! [অল্‌রাইট্] (interjection) যথার্থ; সঠিক। right minded (adjective) সুনীতিমনস্ক; নীতিনিষ্ঠ: He is a right-minded man. (৩) যোগ্যতম; পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সবচেয়ে সেরা: Try to find out the right man for the post. He is on the right road. get on the right side of somebody ডান হাতের লোকে পরিণত হওয়া। (৪) (all) right ভালো অথবা স্বাভাবিক অবস্থায়; সুস্থ: He is all right. not (quite) right in the/one’s head (কথ্য) মাথা খারাপ; বোকা। not in one’s right mind অস্বাভাবিক মানসিক অবস্থায়। right as rain/as a trivet (কথ্য) সম্পূর্ণ সুস্থ। (৫) (কোণ) (৯০) ডিগ্রি। at right angles/at a right angle (to) সমকোণে, ৯০ ডিগ্রি কোণে। right-angled (adjective) সমকোণের। rightly (adverb) সঠিকভাবে; ন্যায়সঙ্গভাবে; নির্ভুলভাবে। rightness (noun) যথার্থতা।
    • Bengali Word right 2 English definition [রাইট্] (adverb) ১ বরাবর; সোজা।
      right away/off এক্ষুনি; অবিলম্বে। right now এ মুহূর্তে। right on! (interjection) (কথ্য) সমর্থনসূচক অথবা উৎসাহব্যঞ্জক প্রকাশ। (২) সারা পথ; পুরাপুরি। (৩) ন্যায়সঙ্গতভাবে; নির্ভুলভাবে; সন্তোষজনক উপায়ে; যথাযথভাবে। It serves somebody right উচিত সাজা হয়েছে; এটাই তার প্রাপ্য ছিল। (৪) (প্রাচীন প্রয়োগ) খুব; অত্যন্ত। rightdown (adjective), (adverb) আগাগোড়া। (৫) Right honourable, দ্রষ্টব্য honourable. Right Reverend, দ্রষ্টব্য reverend.
    • Bengali Word right 3 English definition [রাইট্] (noun) ১ [uncountable noun] ঠিক; সঠিক, ভালো, ন্যায়, সত্য ইত্যাদি: May God defend the right.
      be in the right ন্যায়ের পথে থাকা। (২) [uncountable noun] অধিকার; দাবি। by right (s) ন্যায়বিচার হলে; সত্যিকার অর্থে। by right of কারণবশত: The Normans ruled England by right of conquest. in one’s own right ব্যক্তিগত দাবিতে; নিজগুণে: He did it in his own right.right of way (ক) সর্বসাধারণের অধিকার (খ) (রাস্তায় চলাচলে) অন্যদের আগে কারো যাওয়ার অধিকার। human rights মানবাধিকার। women’s rights (বিশেষ করে) নারী-অধিকার; (রাজনীতি, অর্থনীতি এবং সমাজের সকল ক্ষেত্রে) পুরুষের সঙ্গে সমান অধিকার। দ্রষ্টব্য lib. stand on/assert one’s rights অধিকারসচেতন হওয়া এবং এ ধরনের ঘোষণা প্রদান করা যে, অধিকার আদায় না-করে ছাড়ব না। (৩) (plural) আসল অবস্থা। put/set things to rights সাজিয়ে রাখো। rights and wrongs আসল ঘটনা: He tried to find out the rights and wrongs of the murder. দ্রষ্টব্য right (২).
    • Bengali Word right 4 English definition [রাইট্] (verb transitive) ঠিক জায়গায় রাখা; ঠিক পথে আনা; সঠিক স্থানে ফিরে আসা; পুনরায় নির্ভুল করা: The fault will right itself.
      right the helm জাহাজের মাঝামাঝি অবস্থানে রাখা।
    • Bengali Word right 5 English definition [রাইট্] (adjective) (left- এর উল্টা) ডান।
      One’s right hand/arm (লাক্ষণিক) কারো ডান হাত। one’s right hand সর্বশক্তি: He will put his right hand to the work? right-hand (adjective) ডান হাতে ব্যবহারের। right-handed (adjective) (ক) (ব্যক্তি) ডানহাতি। (খ) (ঘুষি ইত্যাদি) ডানহাতি। right-hander (noun) (ক) ডানহাতি ব্যক্তি। (খ) ডানহাতি মুষ্ট্যাঘাত। right-turn (noun) ডানদিকে ফিরে দাঁড়ানো। right about turn/face সম্পূর্ণ বিপরীত দিকে মুখ করা পর্যন্ত উলটা ফিরে তাকাতে থাকা। □ (adverb) ডানদিকে। right and left সর্বত্র; ভানে-বামে দুদিকে; দুদিক থেকে; নির্বিচারে। □ (noun) (১) [uncountable noun] ডানদিকে। (২) (রাজনীতি; সাধারণত Right) রক্ষণশীল অথবা প্রতিক্রিয়াশীল দল। rightist (noun) [রাইট্ইস্‌ট্] ডানপন্থি।