Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word h'm Bengali definition [হ্‌ম্‌] দ্রষ্টব্য hem 2
  • English Word H, h Bengali definition [এইচ্] ইংরেজি বর্ণমালার অষ্টম বর্ণ
  • English Word H-bomb Bengali definition [এইচ্ বম্] (noun) হাইড্রোজেন বোমা
  • English Word ha Bengali definition [হা:] (interjection) বিস্ময়, আনন্দ, বিজয়, সন্দেহ ইত্যাদি জ্ঞাপক ধ্বনি; মুদ্রণে পুনরাবৃত্ত হলে (‘Ha! Ha! Ha!’) এটি হাসি নির্দেশ করে।
  • English Word habeas corpus Bengali definition [হেইবিআসকোপাস্] (noun) (লাতিন আইন সম্বন্ধীয়) (writ of) habeas corpus, কোনো ব্যক্তিকে অন্তরীণ রাখার বৈধতা যাচাই করার জন্য তাকে বিচারকের সামনে বা আদালতে হাজির করার নির্দেশ
  • English Word haberdasher Bengali definition [হ্যাবাড্যাশা(র্)] (noun) জামাকাপড়, সুচসুতা, বোতাম, ফিতা, চুলের কাঁটা ইত্যাদির দোকানদারhaberdashery (noun) [uncountable noun] উল্লিখিত জিনিসপত্র বা তার কারবার।
  • English Word habile Bengali definition [হাবিল্‌] (adjective) নিপুণ; দক্ষ; পটু: What made you want to look up habile ?
  • English Word habit Bengali definition [হ্যাবিট্] (noun) (১) [countable noun] অভ্যাস: the habit of drinking. be in/fall into/get into the habit of কোনো কিছুর অভ্যাস থাকা/কোনো কিছুর অভ্যাস রপ্ত করা: He fall/got into the habit of drinking. fall /get into bad habits বদঅভ্যাস রপ্ত করা: He got into bad habits soon alter his father’s death. get somebody into the habit of/into bad habits কাউকে কোনো অভ্যাস/বদঅভ্যাস রপ্ত করানো: I admit that I got him into the habit of smoking. fall /get out of the habit of কোনো অভ্যাস ত্যাগ করা: It’s easier to get into a bad habit than to get out of it. make a habit of something কোনোকিছুকে অভ্যাসে পরিণত বা অভ্যাস করা: He has made a habit of going to sleep with the lights on. (২) [uncountable noun] সাধারণ আচরণ: Habit is second nature. Creature of habit অভ্যাসের দাস। do something/act from the force of habit অভ্যাসবশে কিছু করা। do something/act out of habit অভ্যাসবশে কিছু করা। (৩) [countable noun] (প্রাচীন প্রয়োগ) (দেহ বা মন) অবস্থা বা ধাত: a cheerful habit of mind. (৪) কোনো ধর্মীয় সম্প্রদায়ের ব্যবহৃত পোশাক: a monk’s habit. riding habit. অশ্বচালনায় ব্যবহৃত মহিলাদের কোট ও স্কার্ট। (৫) (জীববিদ্যা) দেহের কাঠামো
  • English Word habitable Bengali definition [হ্যাবিটাব্‌ল্] (adjective) বাসযোগ্য: The old house is no longer habitable.
  • English Word habitat Bengali definition [হ্যাবিট্যাট্] (noun) (উদ্ভিদ, জীবজন্তু) স্বাভাবিক বিচরণ বা লালনক্ষেত্র; আবাসভূমি
  • English Word habitation Bengali definition [হ্যাবিটেইশ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] বাস: a house that is no longer fit for habitation. (২) [Countable noun] (সাহিত্যিক) বাসস্থান: For miles around we didn’t see a single human habitation.
  • English Word habitual Bengali definition [হাবিচুআল্] (adjective) (১) নিয়মিত; অভ্যস্ত: I take my habitual morning walk in the park. (২) অভ্যাসতাড়িত; অভ্যাসগত: a habitual liar. habitually [হাবিচুআলি] (adverb) অভ্যাসগতভাবে; স্বভাবত: He is habitually late for dinner.
  • English Word habituate Bengali definition [হাবিচুএইট্] (verb transitive) habituate somebody/oneself to something (আনুষ্ঠানিক) (কাউকে/নিজেকে কোনোকিছুতে) অভ্যস্ত করানো: habituate oneself to a cold climate.
  • English Word habitué Bengali definition [হাবিচুএই] (Noun) যে ব্যক্তি কোনো স্থানে নিয়মিত যাতায়াত করে: a habitué of the cafe.
  • English Word hacienda Bengali definition [হ্যাসিএনডা] (noun) (ল্যাটিন আমেরিকায়) বসতবাড়িসংবলিত বিশাল তালুক
  • English Word hack 1 Bengali definition [হ্যাক্‌] (verb transitive), (verb intransitive) hack (at) কোপানো; কুপিয়ে কাটা; দা, কুড়াল ইত্যাদি দিয়ে টুকরা টুকরা করে কাটা: hack at the branch of a free; The body of the murdered man was hacked to pieces. hacking cough ঘন ঘন, শুকনা কাশি। hacksaw (noun) ধাতু কাটার করাত।
  • English Word hack 2 Bengali definition [হ্যাক্] (noun) (১) ভাড়াটে ঘোড়া(২) ভাড়াটে লেখক। □ (verb intransitive) ঘোড়ায় চড়ে পথ দিয়ে সাধারণ গতিতে চলা: go hacking.
  • English Word hack 3 Bengali definition [হ্যাক্] (noun) (১) যিনি কোনো ওয়েবসাইটের নিরাপত্তা বা অনিরাপত্তার সঙ্গে জড়িত এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বল দিক খুঁজে বের করার বিশেষভাবে দক্ষ অথবা অন্য কম্পিউটার ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করতে সক্ষম বা এর সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী(২) কঠিন প্রোগামিং সম্পন্নের কাজ: He can hack like no one else. (৩) (কম্পিউটার) কোনো কঠিন প্রোগ্রামিংয়ের কাজ সম্পন্ন করা। □(verb transitive) (কম্পিউটার) কারো অনুমতি ছাড়া অথবা অবৈধ কোনো পন্থায় কারো ওয়েবসাইট, ইমেইল অথবা কম্পিউটার সিস্টেমে ঢুকে পড়া: A programmer had managed to hack into some top-secret government data. □ (noun) hacking [হ্যাকিং] [uncountable noun] উক্ত কর্ম করা: Criminals are using cloud computing to share information and to superpower their hack techniques. hacker [হ্যাকা(র্)] (noun) যিনি উক্ত কাজ করেন: Some hack might be able to, or the FBI maybe.
  • English Word hackles Bengali definition [হ্যাকল্‌জ্‌] (noun) (plural) গৃহপালিত মোরগের ঘাড়ের লম্বা পালক; ঝুঁটি: with his hackles up (মোরগ, কুকুর, মানুষ) ক্রুদ্ধ, ক্ষিপ্ত, মারামারি করতে উদ্যত। have one’s/get somebody’s hackles up চটে যাওয়া; কাউকে চটিয়ে দেওয়া। make one’s hackles rise কাউকে চটানো: with hackles up বেজায় ক্রুদ্ধ। hackly (adjective) অমসৃণ; এবড়ো-খেবড়ো।
  • English Word hackney Bengali definition [হ্যাক্‌নি] (noun) hackneycarriage ভাড়াটে গাড়িhackneyed [হ্যাক্‌নিড্‌] (adjective) (বিশেষত কথা, প্রবচন) অতি প্রচলিত; অতিব্যবহৃত; ব্যবহারজীর্ণ।
  • English Word hacktivist Bengali definition [হ্যাকটিভিস্‌ট্‌] (noun) (plural hacktivists) ('hack' আর 'activist' মিলে তৈরি) (কোনো মেসেজ দেওয়ার জন্য, বিশেষত রাজনৈতিক) যারা অন্যের ওয়েবসাইটে ঢুকে সেটির নিয়ন্ত্রণ নেওয়ার কাজ সক্রিয়ভাবে করেন; হ্যাক্‌টিভিস্ট: A hacktivist invaded various parts of the bank’s website this week. □ (noun) hacktivism
  • English Word had Bengali definition [হ্যাড্‌] দ্রষ্টব্য have 1
  • English Word haddock Bengali definition [হ্যাডাক্] (noun) খাদ্য হিসেবে বহুল ব্যবহৃত সামুদ্রিক মাছ
  • English Word hades Bengali definition [হেইডীজ্‌] (noun) (গ্রিকপুরাণ) পাতাল; মৃতের আত্মা যেখানে যায়
  • English Word Hadji Bengali definition [হ্যাজি] (noun) মক্কাফেরত মুসলিম তীর্থযাত্রীর পদবি; হাজি
  • English Word hadn’t Bengali definition [হ্যাড্‌ন্‌ট্‌] = had not. দ্রষ্টব্য have 1
  • English Word haem Bengali definition = দ্রষ্টব্য hem.
  • English Word hafnium Bengali definition [হ্যাফ্‌নিআম্] (noun) পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত ধাতব উপাদান; (প্রতীক Hf)
  • English Word haft Bengali definition [হা:ফ্‌ট্‌ America(n) হ্যাফ্‌ট্] (noun) কুড়াল, ছোরা, চাকু ইত্যাদির হাতল বা বাট
  • English Word hag Bengali definition [হ্যাগ্‌] (noun) ডাইনি, বস্তুত বা বাহ্যত অপকর্মে রত কদাকার বুড়িhag-ridden (adjective) দুঃস্বপ্নপীড়িত; হয়রানিক্লিষ্ট।