R পৃষ্ঠা ২৫
- English Word revenge Bengali definition [রিভেন্জ্] (verb transitive) (১) প্রতিশোধ নেওয়া। (২) be revenged on somebody; revenge oneself on somebody প্রত্যাখ্যান করে তুষ্টি পাওয়া। দ্রষ্টব্য avenge. □ (noun) [uncountable noun] প্রতিহিংসা; প্রতিশোধ: thirsting for revenge; nurse thoughts of revenge. get/take one’s revenge; take revenge on somebody (for something); have/get one’s revenge (on somebody) (for something); do something in/out of revenge (for something) প্রতিশোধ গ্রহণ। (২) [uncountable noun] প্রতিহিংসাপরায়ণতা। (৩) (খেলায়) ফিরতি খেলায় আগের ফলাফল পালটানোর সুযোগ। (৩) give somebody his revenge; get/take one’s revenge. revengeful [রিভেন্জ্ফ্ল্] (adjective) প্রতিশোধ/প্রতিহিংসাপরায়ণ। revengefully [রিভেন্জ্ফালি] (adverb)
- English Word revenue Bengali definition [রেভন্ইউ America(n) রেভআনূ] (noun) (১) [uncountable noun] রাজস্ব; রাজস্ব বিভাগ: a revenue officer. a revenue cutter চোরাকারবার রোধে ব্যবহৃত নৌকা। Inland Revenue কর-আয়। revenuetax রাজস্ব কর; রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করে এমন করপদ্ধতি। (২) (plural) আয়ের বিভিন্ন খাতের সমন্বয়।
- English Word reverberate Bengali definition [রিভাবারেইট্] (verb transitive), (verb intransitive) (ধ্বনি) বারবার ধ্বনিত প্রতিধ্বনিত হওয়া। reverberant [রিভাবারেইট্আন্ট্] (adjective) প্রতিধ্বনিময়। reverberation [রিভাবারেইশ্ন্] (noun) [uncountable noun] ধ্বনির অনুরণন; (plural) প্রতিধ্বনি।
- English Word revere Bengali definition [রিভিআ(র্)] (verb transitive) গভীরভাবে শ্রদ্ধা করা; পবিত্র হিসেবে শ্রদ্ধা করা: revered teacher.
- English Word reverence Bengali definition [রেভারান্স্] (noun) [uncountable noun] গভীর শ্রদ্ধা; বিস্ময় এবং ভয়ের অনুভূতি। □ (verb transitive) শ্রদ্ধা প্রদর্শন করা; শ্রদ্ধার সঙ্গে দেখা।
- English Word reverend Bengali definition [রেভারান্ড্] (adjective) (১) (বয়স, চরিত্র ইত্যাদির কারণে) শ্রদ্ধেয়; সম্মানিত। (২) the Reverend (the Rev or Revd হিসেবে সংক্ষেপে ব্যবহৃত) পাদরিদের পদবি হিসেবে ব্যবহৃত: the Most Reverend (of an archbishop). Reverend Mother কোনো কনভেন্টের Mother Superior. □ (noun) (সাধারণত plural) পাদরি; যাজক।
- English Word reverent Bengali definition [রেভারান্ট্] (adjective) শ্রদ্ধাভাবাপন্ন; শ্রদ্ধান্বিত; শ্রদ্ধাশীল। reverently (adverb)
- English Word reverential Bengali definition [রেভারেন্শ্ল্] (adjective) শ্রদ্ধাসঞ্জাত অথবা শ্রদ্ধামিশ্রিত। reverentially [রেভারেন্শালি] (adverb)
- English Word reverie Bengali definition [রেভারি] (noun) (১) [countable noun, uncountable noun] স্বপ্নপ্রয়াণ; স্বপ্নলোক অথবা আনন্দলোকে হারিয়ে যাওয়া; স্বপ্নকল্পনা। (২) [countable noun] কল্পসংগীত।
- English Word revers Bengali definition [রিভিআ(র্)] (noun) (plural [রিভিআজ্]) জামার উলটানো প্রান্ত বা কিনারা।
- English Word reversal Bengali definition [রিভাস্ল্] (noun) (১) [uncountable noun] বিপর্যাস; উলটপালট। (২) [countable noun] বিপর্যাসের উদাহরণ।
- English Word reverse 1 Bengali definition [রিভাস্] (adjective) reverse (to/of) পরস্পরবিরোধী; বিপরীত চরিত্রের; উলটা। in reverse order শেষ প্রান্ত থেকে শুরুর দিকে; বিপরীত ক্রম অনুসারে। reversely (adverb)
- English Word reverse 2 Bengali definition [রিভাস্] (noun) (১) [uncountable noun] the reverse (of) কোনো কিছুর বিপরীত কিছু; অপর পিঠ। (২) [countable noun] the reverse (of) অপর পিঠ (যেমন মুদ্রার)। দ্রষ্টব্য reverse 1 ৩ [uncountable noun, countable noun] উল্টা যেতে সহায়তাকারী। (৪) [countable noun] পরাজয়; বিপরীত ভাগ্য: The reverses suffered by business during the depression.
- English Word reverse 3 Bengali definition [রিভাস্] (verb transitive), (verb intransitive) (১) আগাগোড়া উলটেপালটে দেওয়া: reverse one’s plan. a reversed charge টেলিফোনকারীর বদলে যার কাছে টেলিফোন করা হয় সে ব্যক্তি কর্তৃক পরিশোধিত টেলিফোন বিল। reverse arms (সামরিক) রাইফেল নিচু করে ধরা (যেমন সামরিক বাহিনীর শেষ কৃত্যানুষ্ঠানে)। (২) উল্টা দিকে ফিরানো। (৩) অবস্থান উলটে যাওয়া। (৪) পালটে দেওয়া; বাতিল করা। reversible [রিভাস্আব্ল্] (adjective) উলটানো সম্ভব; দুই পিঠ পরা যায় এমন জামা। reversibility (noun)
- English Word reversion Bengali definition [রিভাশ্ন্ America(n) রিভাজ্ন] (noun) দ্রষ্টব্য revert.
- English Word revert Bengali definition [রিভাট্] (verb intransitive) revert (to) (১) (আগের অবস্থায়, বিষয়ে) প্রত্যাবর্তন করা। (২) (আইন সম্বন্ধীয়) (সম্পত্তি, অধিকার ইত্যাদি ক্ষেত্রে) শর্তসাপেক্ষে ফিরিয়ে দেওয়া (যেমন মূলমালিক বা রাষ্ট্রকে)- revertible [রিভাট্আব্ল্] (adjective) প্রত্যাবর্তন/ফেরতযোগ্য। reversion [রিভাশ্ন্ America(n) রিভাজ্ন্] (noun) (১) [uncountable noun] (সম্পত্তি) প্রত্যর্পণ; ফেরত প্রদান। (২) [countable noun] বিশেষ পরিস্থিতিতে সম্পত্তি অর্জনের অধিকার; এ ধরনের অধিকার আছে এমন সম্পত্তি। (৩) [uncountable noun] পূর্বাকার প্রাপ্তি। reversionary [রিভাশানারি America(n) রিভাজানেরি] (adjective) পূর্বাকারসংক্রান্ত; পূর্বাবস্থা-সংক্রান্ত।
- English Word revetment Bengali definition [রিভেট্মান্ট্] (noun) দেওয়াল-সংরক্ষণ; বাঁধের উপর পাথরের আস্তরণ বসানো।
- English Word review Bengali definition [রিভিঊ] (verb transitive), (verb intransitive) (১) পুনর্বিবেচনা অথবা পুনর্নিরীক্ষণ করা; পর্যালোচনা করা। (২) (সৈন্যদল, পোত ইত্যাদি ক্ষেত্রে) আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করা। (৩) (নতুন বইপত্রের) সমালোচনা করা। □ (noun) (১) [uncountable noun] পরীক্ষা-নিরীক্ষা; সমালোচনা। come under review পুনর্বিবেচিত, নিরীক্ষিত অথবা পর্যালোচিত। (২) [countable noun] সাময়িক ঘটনার উপর নিবন্ধ। reviewer (noun) সমালোচক।
- English Word revile Bengali definition [রিভাইল্] (verb transitive), (verb intransitive) revile at/against শাপ দেওয়া; গালাগাল করা।
- English Word revise Bengali definition [রিভাইজ্] (verb transitive) পুনর্বিবেচনা করা; সংশোধন ও মানোন্নয়নের উদ্দেশ্যে পুনর্বার পড়া। The Revised version ১৬১১ সালে প্রকাশিত ও The Authorized Version নামে পরিচিত বাইবেলের ১৮৭০-৮৪ সালে পুনর্লিখিত রূপ। □ (noun) [countable noun] (ছাপাখানায়) প্রুফশিট। reviser (noun) প্রুফ পাঠক।
- English Word revision Bengali definition [রিভিজ্ন্] (noun) [uncountable noun] পুনর্বিবেচনা; পুনরায় পাঠ ও সংশোধন। revisionist [রিভিজানিস্ট্] (noun) (রাজনৈতিক মতবাদ) সংশোধনবাদী। revisionism [রিভিজ্ন্ইজাম] (noun) সংশোধনবাদ।
- English Word revitalize, revitalise Bengali definition [রীভাইটালাইজ্] (verb transitive) নবজীবন সঞ্চার করা; সঞ্জীবনীশক্তি পুনরুদ্ধার করা। revitalization, revitalisation [রীভাইটালাইজেশ্ন্ America(n) রীভাইটালিজ্শ্ন্] (noun) সঞ্জীবন; প্রাণসঞ্চারণ।
- English Word revival Bengali definition [রিভাইভ্ল্] (noun) (১) পুনরভ্যুদয়; পুনঃপ্রচলন: the revival of an old custom. the Revival of Learning রেনেসাঁ; পুনর্জাগরণ। (২) [countable noun] ধর্মোত্সাহ (এ উপলক্ষে সংগঠিত সভাসমূহ)। revivalist [রিভালিস্ট্] (noun) ধর্মোৎসাহ বৃদ্ধির লক্ষ্যে সভা আয়োজনকারী।
- English Word revive Bengali definition [রিভাইভ] (verb intransitive), (verb transitive) (১) জ্ঞান ফিরিয়ে আনা; স্বাস্থ্যশক্তি পুনরুদ্ধার করা। (২) পুনঃপ্রচলন করা (বিলুপ্ত কোনো প্রথা)।
- English Word revivify Bengali definition [রীভিভিফাই] (verb transitive) (past tense, past participle revivified) সঞ্জীবিত করা; পুনরুজ্জীবিত করা।
- English Word revocable Bengali definition [রেভাকাব্ল্] (adjective) ভঙ্গুর; বাতিলযোগ্য। revocation [রেভাকেইশ্ন্] (noun) [uncountable noun] রদ; বাতিল; প্রত্যাহার।
- English Word revoke Bengali definition [রিভোক্] (verb transitive), (verb intransitive) (১) বাতিল করা; প্রত্যাহার করা (ডিক্রি অনুমোদন, সম্মতি ইত্যাদি)। (২) (ব্রিজ খেলোয়াড়ের ক্ষেত্রে) সুট অনুসরণে ব্যর্থ হওয়া। □ (noun) সুট অনুসরণে ব্যর্থতা।
- English Word revolt Bengali definition [রিভোল্ট্] (verb intransitive), (verb transitive) (১) revolt (against) বিদ্রোহ করা। (২) revolt against/at/from বিতৃষ্ণ হওয়া। (৩) ঘৃণা অথবা ভীতি-শিহরণের ভাব জাগ্রত হওয়া। (noun) [uncountable noun] বিদ্রোহ।
- English Word revolting Bengali definition [রিভোউল্টিং] (adjective) ঘৃণ্য; বিরক্তিকর। revoltingly (adverb)
- English Word revolution Bengali definition [রেভালূশ্ন্] (noun) (১) [countable noun] পরিক্রমণ; ঘূর্ণন; আবর্তন: the revolution of the earth round the sun. (২) [countable noun, uncountable noun] বিপ্লব। revolutionary [রেভালূশানারি America(n) রেভালূশ্নেরি] (adjective) বিপ্লবী; বৈপ্লবিক। □ (noun) বিপ্লবী। revolutionize, revolutionise [রেভালূনাইজ্] (verb transitive) (১) বিপ্লবে উদ্বুদ্ধ করা। (২) বৈপ্লবিক পরিবর্তন আনা।