Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word rule Bengali definition [রূল্] (noun) (১) [countable noun] নিয়ম; বিধি: The rules of the game. rule(s) of the road, দ্রষ্টব্য road (১). by/ according to rule নিয়ম/বিধি অনুযায়ী। work to (ইচ্ছাকৃতভাবে) বিধিবিধানের প্রতি অতিরিক্ত মনোযোগ দিয়ে উৎপাদন হ্রাস করা। rulebook (শ্রমিকদের মধ্যে বিতরিত) বিধিপুস্তক। rule of thumb, দ্রষ্টব্য thumb. (২) [countable noun] (সাধারণ) নিয়ম; অভ্যাস: Make it a rule to get up early. as a rule সাধারণত; সচরাচর। (৩) শাসন; কর্তৃত্ব: rule of law. (৪) [countable noun] মাপকাঠি: a foot-rule; a slide-rule. □ (verb intransitive), (verb transitive) (১) rule (over) শাসন/আধিপত্য করা(২) (সাধারণত passive) প্রভাবিত বা পরিচালিত করা বা হওয়া: be ruled by one’s passions. (৩) সিদ্ধান্ত দেওয়া; রায় দেওয়াrule something out বাদ দেওয়া; বিবেচনার অযোগ্য বলে ঘোষণা করা: We cannot rule out the possibility of another attack. (৪) (রুলার দিয়ে) লাইন টানা: ruled note paper. rule something off লাইন টেনে পৃথক করা। (৫) (বাণিজ্য, মূল্য) একটি বিশেষ সামগ্রিক স্তরে থাকাPrices ruled high, দ্রব্যমূল্যের স্তর সাধারণত উঁচু।
  • English Word ruler Bengali definition [রূলা(র্)] (noun) (১) শাসক, শাসনকর্তা(২) (সরলরেখা টানতে) রুলার; মাপকাঠি
  • English Word ruling Bengali definition [রূলিঙ্] (adjective) প্রধানHis ruling passion. □ (noun) [countable noun] (বিশেষত) কর্তৃস্থানীয় কোনো ব্যক্তি (যেমন বিচারক) কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত; রায়।
  • English Word rum 1 Bengali definition [রাম্] (noun) [uncountable noun] ইক্ষুরসজাত সুরাবিশেষ; শীধু; (America(n)) যেকোনো সুরাজাতীয় পানীয়।
  • English Word rum 2 Bengali definition [রাম্‌] (adjective) (rummer, rummest) (কথ্য) অদ্ভুত; কিম্ভূত; আজব: a rum fellow. rummy (adjective)= rum 2
  • English Word rumba Bengali definition [রাম্‌বা] (noun) [countable noun] কিউবায় উদ্ভূত সামাজিক নৃত্যবিশেষ; রাম্বা
  • English Word rumble Bengali definition [রাম্‌ব্‌ল্‌] (verb intransitive), (verb transitive) (১) গুড় গুড় বা গুড়ুম গুড়ুম (শব্দ) করা; ঐ রকম শব্দ করে অগ্রসর হওয়া: lorries rumbling along the roads. (২) rumble out গম্ভীর গলায় বা গম গম করে বলা: rumble out a few remarks. □ (noun) (১) [uncountable noun] গুড় গুড়; গুরু গুরু: the rumble of thunder. (২) [countable noun] (প্রাচীন প্রয়োগ) গাড়ির পিছনে মানুষের বসার বা মালপত্র রাখার স্থান (= dickey-seat; America(n) অপিচ rumble-seat) (সেকেলে) মোটরগাড়ির পিছনে অতিরিক্ত স্থান; উন্মুক্ত আসন
  • English Word rumbustious Bengali definition [রাম্‌বাস্‌টিআস্‌] (adjective) হৈচৈপূর্ণ; হট্টগুলে; কোলাহলপূর্ণ
  • English Word ruminant Bengali definition [রূমিনান্‌ট্] (noun), (adjective) রোমন্থক বা জাবর কাটা (প্রাণী)।
  • English Word ruminate Bengali definition [রূমিনেইট্] (verb intransitive) রোমন্থন করা; জাবর কাটা; চর্বিতচর্বণ করা: ruminate over/about/on recent events. ruminative [রূমিনাটিভ্‌ America(n) রূমিনেইটিভ্‌] (adjective) রোমন্থনপ্রবণ; রোমন্থনপ্রিয়। rumination [রূমিনেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] রোমন্থন; চর্বিতচর্বণ।
  • English Word rummage Bengali definition [রামিজ্‌] (verb intransitive), (verb transitive) (১) rummage (among/in/through) কিছু খুঁজতে গিয়ে জিনিসপত্র ওলটপালট বা তছনছ করা: rummage in/through a drawer; rummage about among old papers. (২) rummage (through) তন্ন তন্ন করে খোঁজা/অনুসন্ধান করা। □ (noun) [uncountable noun] (১) (বিশেষত শুল্ক কর্মকর্তাগণ কর্তৃক জাহাজে) তল্লাশি(২) তল্লাশির মাধ্যমে প্রাপ্ত মালামাল; পুরনো হরেক রকম কাপড়চোপড়, ঘড়ি ইত্যাদিrummagesale= jumble sale, বিচিত্র দ্রব্য বিক্রি।
  • English Word rummy 1 Bengali definition [রামি] (adjective) দ্রষ্টব্য rum 2
  • English Word rummy 2 Bengali definition [রামি] (noun) [uncountable noun] এক বা দুই প্যাকেট তাস নিয়ে দুই বা ততোধিক খেলোয়াড়ের খেলাবিশেষ; রামি
  • English Word rumour Bengali definition (America(n)= rumor) [রূমা(র্‌)] (noun) [uncountable noun] গুজব; জনশ্রুতিrumour-monger (noun) যে ব্যক্তি গুজব ছড়ায়; গুজববাজ। □ (verb transitive) (সাধারণত passive) গুজব বা জনশ্রুতি রটানো: It is rumoured that …, গুজবে প্রকাশ…।
  • English Word rump Bengali definition [রাম্‌প্‌] (noun) [countable noun] পশুর পশ্চাদ্ভাগ; পাখির পুচ্ছদেশ; (কৌতুকাত্মক) মানুষের নিতম্ব। rump-steak (noun) গরুর পশ্চাদ্ভাগের মাংসখণ্ড। (২) (অবজ্ঞায়) বৃহত্তর সমষ্টির অবশিষ্টাংশ
  • English Word rumple Bengali definition [রাম্‌প্‌ল্‌] (verb intransitive) দুমড়ানো; কোঁচকানো; এলানো: rumple one’s dress.
  • English Word rumpus Bengali definition [রাম্‌পাস্‌] (noun) (কেবল singular; কথ্য) গোলমাল; হৈচৈ; কোলাহল: have a rumpus with somebody. keep up/make a rumpus হাঙ্গামা সৃষ্টি করা।
  • English Word run 1 Bengali definition [রান্‌] (noun) (১) দৌড়; ধাবন; (শিয়াল-শিকারে) শিয়ালের পশ্চাদ্ধাবনের সময়at a run ধাবমান: to start off at a run, দৌড়াতে শুরু করা। on the run (ক) পলায়নপর। (খ) অবিরাম কর্মরত ও সচল: She has been on the run the whole day. give somebody/get a (good) run for his/one’s money (ক) চেষ্টা ও অর্থব্যয়ের বিনিময়ে (কিছু) পাওয়া। (খ) তীব্র প্রতিযোগিতার ব্যবস্থা করা। (২) [countable noun] সফর; পর্যটন; ভ্রমণ: a run to London. (৩) [countable noun] জাহাজের একটি নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব: a day’s run. (৪) যানবাহন, জাহাজ ইত্যাদির যাত্রাপথ(৫) অনুষ্ঠান পরম্পরা: His new play had a run of three months. (৬) মূল্য ইত্যাদির আকস্মিক হ্রাস: Share prices came down in/with a run. (৭) সময় পরিধি; পরম্পরা; a run of good luck. a run on something কোনো কিছুর জন্য বহু লোকের আকস্মিক চাহিদা; হিড়িক: a run on the bank, তাৎক্ষণিকভাবে অর্থ ফেরত পেতে বহু আমানতকারীর আকস্মিক দাবি। in the long run শেষ পর্যন্ত। (৮) গৃহপালিত জীবজন্তু, পাখি ইত্যাদির জন্য (সাধারণত বৃহৎ, পরিবেষ্টিত) স্থান; খোঁয়াড়: a chicken-run. (৯) (ক্রিকেট ও বেসবল) রান(১০) সাধারণ, গড়পড়তা বা মাঝারি ধরন বা শ্রেণি: the common run of mankind. an hotel out of the common run. run-of-the- mill সাধারণ; গড়পড়তা; মামুলি। (১১) (কথ্য) যদৃচ্ছ ব্যবহার করার অনুমতিgive somebody/get the run of something যদৃচ্ছ ব্যবহার করার অনুমতি দেওয়া/পাওয়া। (১২) প্রবণতা; গতিপ্রকৃতি; The run of the events did not suit him. (১৩) (সংগীত) গ্রামের ধারাবাহিকতায় দ্রুত লয়ে গীত বা বাদিত সুরপরম্পরা(১৪) ধাবমান মাছের ঝাঁক(১৫) (America(n))= ladder (২).
  • English Word run 2 Bengali definition [রান্] (verb intransitive), (verb transitive) (past tense ran [রান্], past participle run; -nn-) (adver part ও preps- সহ বিশিষ্ট প্রয়োগ ২৬- এ দ্রষ্টব্য participial adjective running- এর বিশিষ্ট প্রয়োগের জন্য দ্রষ্টব্য running). (১) দৌড়ানো; ধাবিত হওয়া; ছোটাtake a running jump যেখান থেকে লাফ দিতে হবে, সেই পর্যন্ত দৌড়ে যাওয়া; (অপশব্দ imperative) দূর হও, নির্বোধ কোথাকার ইত্যাদি। (২) পালানো: They ran for their lives. run for it পরিত্রাণ পাওয়ার জন্য দৌড়ানো। cut and run (অপশব্দ) পালিয়ে বাঁচা। a running fight পশ্চাদপসরণরত জাহাজ বা নৌবহর ও পশ্চাদ্ধাবনশীল বাহিনীর মধ্যে যুদ্ধ। (৩) ব্যায়াম বা ক্রীড়া হিসেবে দৌড়ের অভ্যাস করা; দৌড়ের প্রতিযোগিতায় যোগ দেওয়াalso run বিজয়ী তিনটি ঘোড়ার অন্তর্ভুক্ত হতে পারেনি এমন ঘোড়া সম্বন্ধে প্রয়োগ করা হয়, অর্থাৎ দৌড়েছে কিন্তু জেতেনি। also-ran (noun) [uncountable noun] ব্যর্থ প্রতিযোগী (ব্যক্তি বা জন্তু). (৪) run for (বিশেষত America(n)) (কোনো নির্বাচিত পদের জন্য) প্রতিদ্বন্দিতা করা। তুলনীয় stand for (ব্রিটেনে অধিক প্রচলিত)। (৫) (দৌড়ে) প্রতিযোগিতায় নামানো; (নির্বাচনে পদের জন্য) মনোনীত করা: The Democratic Party is running two hundred candidates. (৬) দৌড়ের ফল হিসেবে কোনো বিশেষ স্থান বা অবস্থায় পৌঁছা বা পৌঁছানো: She ran first in the 100 metre sprint. run oneself out (of breath), দ্রষ্টব্য (২৬) run out. run somebody (clean) off his feet/legs (কথ্য) নিস্তেজ না-হওয়া পর্যন্ত কাউকে দৌড়ের উপর রাখা। run oneself/somebody into the ground কঠিন পরিশ্রম বা ব্যায়ামের ফলে অবসন্ন হয়ে পড়া বা অবসন্ন করা; মুখ থুবড়ে পড়া। (৭) কোনো কিছুর ভিতর বা উপর দিয়ে কিংবা কোনো কিছুর শেষ প্রান্তে দ্রুত চলে যাওয়াrun its course স্বাভাবিকভাবে বিকাশ লাভ করা। run a race দৌড়ে অংশগ্রহণ করা। run the rapids (নৌকা ও মাল্লা) নদীপ্রপাতের উপর বা মধ্য দিয়ে দ্রুত ধাবিত হওয়া। দ্রষ্টব্য short 2 (৪). run the streets (শিশু) রাস্তায় রাস্তায় খেলে সময় নষ্ট করা। (৮) নিজেকে কোনো কিছুর প্রভাবাধীন করা; উন্মোচিত হওয়াrun the change/danger of something কোনো কিছুর সম্ভাবনা/বিপদের ঝুঁকি নেওয়া। run risks/a risk/the risk of something দ্রষ্টব্য risk. (৯) ধাওয়া করা; পাল্লা দেওয়াrun somebody/something to earth না-পাওয়া বা না-ধরা পর্যন্ত পশ্চাদ্ধাবন করা: run a fox to earth, গর্তে না-ঢোকা পর্যন্ত তাড়া করা; (লাক্ষণিক) run a quotation to earth, তন্ন তন্ন করে অনুসন্ধানের মাধ্যমে উৎস খুঁজে পাওয়া। run somebody/something close/hard গুণ, ক্ষমতা ইত্যাদিতে প্রায় সমকক্ষ হওয়া: a close run thing, উনিশ বিশ, সমানে সমান। (১০) (জাহাজ ইত্যাদি) ধাবিত হওয়া; চলা; (মাছ) সাঁতার কাটা, দৌড়ানো(১১) (গাড়ি, ট্রেন, ট্রাম ইত্যাদি) চলা। (১২) চালু থাকা; চলা: The machine is running properly. (১৩) ( গণপরিবহন) চলাচল করা: ferry-boats running across the channel. (১৪) সংগঠন করা; ব্যবস্থা করা; চালানো: run a business/a company; run a car. run the show (কথ্য) কোনো উদ্যোগের পুরোধা হওয়া; নিয়ন্ত্রণে রাখা। (১৫) (গাড়িতে করে) পৌঁছে দেওয়া: He ran me back home. run errands/messages (for somebody) ফরমাশ খাটা; বার্তা বহন করা। run arms/guns কোনো দেশে অবৈধভাবে অস্ত্রশস্ত্র চালান করা। arms-runner (noun) অস্ত্র-চোরাচালানকারী। run liquor/contraband সুরা/নিষিদ্ধ পণ্য চোরাচালান করা। (১৬) (কোনো দিকে বা স্থানে) দ্রুত চালিয়ে নেওয়া: run a car into a garage; run one’s eyes over a page, পৃষ্ঠায় চোখ বোলানো। (১৭) (চিন্তা, অনুভূতি, চোখ, উত্তেজনাকর খবর ইত্যাদি) দ্রুত বা চকিতে চলে যাওয়া; খেলে যাওয়া; দ্রুত বয়ে যাওয়া: The idea never ran through his head. His eyes ran over her new outfit, দ্রুত চোখ বুলিয়ে নিল। (১৮) প্রবিষ্ট করা; ঢুকিয়ে/বসিয়ে দেওয়া; বিদ্ধ করা; ঠুকে দেওয়া: run a sword through a man; run one’s head against a glass door. (১৯) (তরল পদার্থ, শস্য, বালু ইত্যাদি) প্রবাহিত হওয়া; ঝরা; (উপরিতল) ভেজা; ভিজে যাওয়া; (রং) ধুয়ে ছড়িয়ে যাওয়া: He left the tap running. The colours ran when the gown was washed. (২০) (তরল পদার্থ, গলিত ধাতু) ঢালা(২১) হয়ে যাওয়া; (একটি বিশেষ অবস্থায়) পর্যবসিত হওয়া: Her blood ran cold. run riot (ক) উচ্ছৃঙ্খল আচরণ করা; উন্মাদ হয়ে ওঠা। (খ) (উদ্ভিদ ইত্যাদি) অনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠা। run wild অসংযত/উচ্ছৃঙ্খল/লাগামহীন হওয়া: Don’t let your children run wild. run a temperature (কথ্য) জ্বর ওঠা। (২২) বিস্তৃত হওয়া; চালু থাকা: shelves running round the walls; several days running, পরপর কয়েক দিন ধরে। a running commentary ধারাবর্ণনা। running costs পণ্য ইত্যাদি উৎপাদনের জন্য চলতি ব্যয়। (২৩) প্রবণতা বা সাধারণ বৈশিষ্ট্য হিসেবে থাকা; গড়পড়তা মূল্য বা স্তর হিসেবে থাকা: The novelist run to sentiment. ভাবালুতার দিকে ঝোঁক। Prices for vegetables are running low this year, মূল্য কম যাচ্ছে। (২৪) কথিত বা লিখিত থাকা: The story runs that..… কথিত আছে; শোনা যায়। (২৫) (বোনা বস্ত্র) খুলে যাওয়া। দ্রষ্টব্য ladder, মোজা সম্বন্ধে এটিই অধিক প্রচলিত শব্দ। (২৬) (adver part ও preps-সহ বিশিষ্ট প্রয়োগ) run across অল্পক্ষণের জন্য ঘরোয়াভাবে সাক্ষাৎ করা: run across to a friend’s house to ask for a service. run across somebody/something দৈবক্রমে দেখা হওয়া বা পেয়ে যাওয়া। run after somebody/something (ক) ধরতে চেষ্টা করা; পিছনে ছোটা। (খ) সাহচর্য কামনা করা; পিছু লাগা: She ran after a handsome wealthy young man. run against somebody দৌড়ে কারো সঙ্গে প্রতিযোগিতা করা (বিশেষত America(n)) (নির্বাচিত পদের জন্য) প্রতিযোগিতা করা। run along (কথ্য) চলে যাওয়া; কেটে পড়া। run away দ্রুত প্রস্থান করা; পালিয়ে যাওয়া; পালানো: He ran away at the age of sixteen and joined a theatre company. runaway [রানাওয়েই] (noun) পলাতক। □ (adjective) run away success etc বিরাট, তাৎক্ষণিক সাফল্য ইত্যাদি। runaway with somebody (ক) প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ঘর ছেড়ে পালানো। (খ) অদম্য গতিতে ধাবিত হওয়া: The horse ran away with the rider. (গ) আত্মসংযম নষ্ট করা: His anger ran away with him. runaway with something (ক) নিঃশেষ করা; সাবাড় করা: The project ran away with the major part of the budget. (খ) চুরি করে পালানো: The servant ran away with his master’s watch. (গ) সুস্পষ্ট বিজয় অর্জন করা: The Frenchman ran away with the first set. run away with the idea/notion that নিঃসংশয়ে ধরে নেওয়া: Don’t run away with the idea that she’s fallen in love with a pauper like you. run back over something অতীতের ঘটনা ইত্যাদি পর্যালোচনা করা। run something back (ফিল্ম, টেপ ইত্যাদি দেখা বা শোনার পর) পূর্বাবস্থায় ঘুরিয়ে রাখা। run down (ক) (ঘড়ি ইত্যাদি) দম ফুরিয়ে বন্ধ হয়ে যাওয়া। (খ) (ব্যাটারি) দুর্বল বা নিঃশেষিত হওয়া; বসে যাওয়া; ফুরিয়ে যাওয়া। (be/feel/look) run down (ব্যক্তি ও তার স্বাস্থ্য সম্বন্ধে) অত্যধিক পরিশ্রম; মানসিক চাপ ইত্যাদি কারণে অবসন্ন বা দুর্বল। run somebody/something down ধাক্কা দেওয়া/মারা। run somebody down (ক) তুচ্ছতাচ্ছিল্য করা; কারো সম্বন্ধে অবজ্ঞাসূচক কথাবার্তা বলা। (খ) পশ্চাদ্ধাবন করে ধরে ফেলা: run down a fugitive prisoner. run something down অল্প তেজে চালানো; কার্যক্ষমতা হ্রাস করা: run down the boilers; rundown a cement factory, কাজ ও শ্রমিক সংখ্যা কমানো। run-down (noun) (ক) হ্রাসকরণ: the run-down of the textile industry. (খ) (কথ্য) আনুপুঙ্খিক ব্যাখ্যা বা তালিকা প্রণয়ন। □ (adjective) (স্থান) ধ্বংসোন্মুখ; জরাজীর্ণ। run for something (ক) উপরে ২ দ্রষ্টব্য . (খ) উপরে ৪ দ্রষ্টব্য . run in= run across. run something in (কথ্য) (পুলিশ সম্বন্ধে) গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া। run something in (নতুন যন্ত্রাদি, বিশেষত গাড়ির ইনজিন) কিছু সময় বা কিছু দূরত্ব পর্যন্ত যত্নের সঙ্গে চালিয়ে উত্তম অবস্থায় নিয়ে আসা: How long will you run in your new car? run into somebody অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যাওয়া। run into something (ক) ধাক্কা খাওয়া। (খ) পড়া: run into debt/danger/difficulties. (গ) (একটি স্তর বা সংখ্যায়) পৌঁছা: Within a short time the book ran into several editions. run somebody into something (কাউকে কোনো অবস্থায়) ফেলা: Your friend will run you into despair. run something into something ধাক্কা লাগানো: run one’s car into a wall. run off with somebody/something (ক) চুরি করে নিয়ে যাওয়া: The cashier ran off with the cash box. (খ) (প্রেমিক বা প্রেমিকার সঙ্গে) পালিয়ে যাওয়া। run something off (ক) বইয়ে দেওয়া: run off the water from a tank, খালি করা। (খ) গড়গড়/হড়বড়/তরতর করে বলে বা লিখে যাওয়া: run off an article for the special issue (of the magazine). (গ) ছাপানো: run off a hundred copies on the duplicating machine. (ঘ) (দৌড়ে পরীক্ষামূলক বা সমান-সমান প্রতিযোগিতার পর) মীমাংসা করা; দৌড় বা খেলার ব্যবস্থা করা: run off a heat. The race will be run off in a couple of days. run-off (noun) (প্রতিযোগিতা অমীমাংসিতভাবে শেষ হওয়ার পরে) চূড়ান্ত খেলা। দ্রষ্টব্য dead. run off somebody (like water off a duck’s back) আদৌ প্রভাবিত না-করা: My suggestions ran off her like water off a duck’s back. run on (ক) অনর্গল কথা বলা। (খ) (সময়) অতিবাহিত হওয়া। (গ) (রোগ) স্বাভাবিকভাবে চলতে থাকা। run (something) on (লিখিত বর্ণমালা) পরস্পর যুক্ত হওয়া বা করা; টেনে লেখা। run on/upon something (ক) (চিন্তা ইত্যাদি) সংশ্লিষ্ট হওয়া: Her thoughts were running upon jewellery. (খ) (জাহাজ) আঘাত করা; (চড়ায়) ঠেকা: run upon the rocks. run out (ক) পড়ে যাওয়া: The tide will soon run out. (খ) (মেয়াদ) শেষ হওয়া: The contract will run out next year. (গ) (মজুত ও সরবরাহ) শেষ হয়ে যাওয়া; ফুরিয়ে যাওয়া (ঘ) অভিক্ষিপ্ত হওয়া: a promontory running out into the sea. run (rope/string) out ছাড় দেওয়া; চালা; বেরিয়ে যাওয়া: The rope won’t run out smoothly. run out something (মজুত, সরবরাহ) ফুরিয়ে যাওয়া: I’m run out of tobacco. be run out (ক্রিকেট, ব্যাটসম্যান) রান অর্জনের চেষ্টা করতে গিয়ে যথানিয়মে গন্তব্যস্থলে পৌঁছতে ব্যর্থ হওয়ার দরুন ব্যাটিং শেষ করতে বাধ্য হওয়া; রান আউট হওয়া। run oneself out (of breath) দম ফুরিয়ে যাওয়া; অবসন্ন হওয়া। run out on somebody (অপশব্দ) ছেড়ে যাওয়া; পরিত্যাগ করা; The cruel man has run out on her wife.run over (ক) (পাত্র বা তার আধেয়) উপচানো। (খ)= run across. run over something (ক) পর্যালোচনা করা; পুনরাবৃত্তি করা: run over one’s parts again. (খ) দ্রুত পড়ে নেওয়া: The speaker ran over the list before addressing the audience. run over somebody; run somebody over (যানবাহন) চাপা দেওয়া; দলে চলে যাওয়া। run round= run across. run something through something কোনো কিছুর ভিতর দিয়ে লাইন টানা; কলমের আঁচড় দেওয়া। run somebody through তরবারি, সঙ্গিন ইত্যাদি দিয়ে বিদ্ধ করা। run through something (ক) বিশেষত নির্বোধের মতো বা বেপরোয়া খরচ করে (বিপুল বিত্ত) উড়িয়ে দেওয়া। (খ) দ্রুত পরীক্ষা করা; চটপট একের পর এক নিষ্পত্তি করা: run through the applications during the tea-break. (গ) মহড়া দেওয়া। run-through= (noun) মহড়া; আখড়াই। run to something (ক) (পরিমাণ, সংখ্যা ইত্যাদিতে) পৌঁছা; (খরচ) পড়া: The rehabilitation cost will run to millions of pounds. (খ) (কিছু করার) সংগতি থাকা; (অর্থ) কুলানো: He can’t run to a trip to London. My resources won’t run to acquiring a house in the city. (গ) বিস্তৃত হওয়া: The article has run to 20 pages. run to fat (ব্যক্তি) মুটিয়ে যাওয়া। run to ruin ধ্বংসস্তূপে পরিণত হওয়া। run to seed (উদ্ভিদ) নতুন পাতা ইত্যাদি গজানোর পরিবর্তে প্রধানত বীজ হওয়ার প্রবণতা দেখা দেওয়া; ফুলে যাওয়া। run to waste (জল) অপচিত হওয়। run up (ক্রিকেট, বোলার সম্বন্ধে) বল যাবার আগে দৌড়ে গতি সঞ্চয় করা; কোনো কোনো ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়াবিদ সম্বন্ধে) লম্ফ-প্রদান, বর্শানিক্ষেপ ইত্যাদির আগে দৌড়ে গতি সঞ্চয় করা। run-up (noun) (ক) বোলার বা ক্রীড়াবিদের অতিক্রম (অতিক্রান্ত দূরত্ব বা ভঙ্গি): a short/long run-up. (খ) (কোনো কিছুর) প্রস্তুতিপর্ব: The run-up to the General Election. run something up (ক) উত্তোলন করা: run up a flag on the mast. (খ) তাড়াহুড়া করে তৈরি/দাঁড় করানো: run up a dress/a coal-shed. (গ) (রাশির স্তম্ভ) যোগ করা। (ঘ) দ্রুত পরিমাণ বৃদ্ধি করানো; run up the bidding at an auction, বেশি দর হাঁকতে বাধ্য করা। run up against something দৈবক্রমে বা অপ্রত্যাশিতভাবে মুখোমুখি হওয়া: run up against difficulties. run up to (কোনো সংখ্যা পর্যন্ত) ওঠা বা পৌঁছা: Costs ran up to 500 pounds.
  • English Word runaway Bengali definition [রানাওয়েই] (noun), (adjective) দ্রষ্টব্য run 2 (২৬)- এ run away.
  • English Word rune Bengali definition [রূন্‌] (noun) উত্তর ইউরোপে, বিশেষত স্ক্যান্ডিনেভীয় ও অ্যাংলো-স্যাক্সনদের (২০০ খ্রি. থেকে) মধ্যে প্রচলিত একটি প্রাচীন বর্ণমালার যেকোনো বর্ণ; অনুরূপ রহস্যময় বা ঐন্দ্রজালিক চিহ্ন; রুনrunic [রূনিক্] (adjective) রুন সম্বন্ধীয়; রুনের সাহায্যে লিখিত; রুনিক।
  • English Word rung 1 Bengali definition [রাঙ্] (noun) [countable noun] (১) মইয়ের ধাপ; reach the highest rung (of the ladder), (লাক্ষণিক) সমাজের বা চাকরির সর্বোচ্চ ধাপে আরোহণ করা(২) চেয়ারের পায়াগুলোকে জোরদার করার জন্য যে কাষ্ঠখণ্ড দিয়ে পরস্পর যুক্ত করা হয়
  • English Word rung 2 Bengali definition [রাঙ্‌] ring 2- এর past participle
  • English Word runnel Bengali definition [রান্‌ল্] (noun) (১) ক্ষুদ্র নদী(২) (বৃষ্টির পানি নিষ্কাশনে) খোলা নর্দমা; জুলি
  • English Word runner Bengali definition [রানা(র্‌)] (noun) (১) যে ব্যক্তি বা জন্তু দৌড়ায়; ধাবক: How many rungs were there in the Derby? rung-up (noun) প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখলকারী ব্যক্তি বা দল; রানারআপ। (২) বার্তাবহ; ধাবক; হরকরা: Bow street rung, (ইতিহাস) পুলিশ কর্মকর্তা। (৩) (যৌগশব্দে) চোরাচালানকারী: gun-rungs. (৪) (কোনো বস্তুর) যে অংশের উপর ভর করে বস্তুটি নড়ে বা চলে: the rungs of a sledge. (৫) (টেবিল ইত্যাদি ঢাকার জন্য) দীর্ঘ বস্ত্রখণ্ড; দীর্ঘ গালিচাখণ্ড (যেমন সিঁড়িতে বিছানোর জন্য)। (৬) (স্ট্রবেরি) গাছ থেকে ঝুলে পড়া কাণ্ড, যা মাটিতে শেকড় গাড়ে; ঝুরি; বিভিন্ন ধরনের পেঁচানো শিমজাতীয় লতা: scarlet rungs; rung beans.
  • English Word running Bengali definition [রানিঙ্] (noun) [uncountable noun] (১) দৌড়; ধাবনmake the running (সাহিত্যিক বা লাক্ষণিক) (জীবনযাত্রা ইত্যাদির) গতিবেগের আদর্শ স্থাপন করা। take up the running দৃষ্টান্ত স্থাপন করা; নেতৃত্ব দেওয়া। in/out of the running (প্রতিযোগী) জেতার সম্ভাবনা আছে/নেই এমন। (২) running-board (noun) (প্রাচীন প্রয়োগ) গাড়ির দুই পাশের পাদানিrunning mate (ক) ঘোড়দৌড়ের সময়ে একটি ঘোড়ার গতিবেগের মান স্থাপনের জন্য ব্যবহৃত অন্য ঘোড়া; ধাবনসঙ্গী। (খ) দুটি পরস্পরসম্পর্কিত রাজনৈতিক পদের মধ্যে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদটির জন্য প্রার্থী, যেমন মার্কিন উপ-রাষ্ট্রপতির পদ; নির্বাচনসাথী। □ (adjective) (১) দৌড়াতে দৌড়াতে বা দৌড়ানোর অব্যবহিত পরে কৃত, সম্পন্ন ইত্যাদি; চলন্ত: a running kick/fight/jump . দ্রষ্টব্য run 2 (১,২). (২) অবিরাম; নিরবচ্ছিন্ন: a running fire of questions; a running hand, টানা হাতের লেখা। a running commentary, দ্রষ্টব্য run 2 (২২). (৩) (জল) প্রবহমান; প্রধান জলনালি থেকে আগত; বহতা(৪) (ঘা ইত্যাদি) রস বা পুঁজ ঝরছে এমন; ঝরন্ত: All bedrooms in the hotel have hot and cold running water. (৫) a running knot, যে গিঁট সামনে পিছনে সরিয়ে দড়ির ফাঁস ছোট বা বড় করা যায়; গড়ানে গিঁট
  • English Word runny Bengali definition [রানি] (adjective) (কথ্য) আধা-তরল; ঢলঢলে; ঝরতি: a runny nose. A good jelly should not be runny.
  • English Word runt Bengali definition [রান্‌ট্] (noun) (কথ্য) বেঁটে বা বামুন গাছ বা প্রাণী (বিশেষত এক প্রসবের শাবকদের মধ্যে যেটি ক্ষুদ্রতম); (তুচ্ছ) বামন; করকটে
  • English Word runway Bengali definition [রানওয়েই] (noun) (১) বিমানের উড্ডয়ন ও অবতরণের জন্য বিশেষভাবে তৈরি সমতল ক্ষেত্র; ধাবনভূমি(২) পাহাড়ের গা বেয়ে পতিত বৃক্ষ ও গাছের গুঁড়ি গড়িয়ে নামার চালু পথ
  • English Word rupee Bengali definition [রূপী] (noun) [countable noun] ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশের মুদ্রার একক; রুপি