Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word K, k Bengali definition [কেই] ইংরেজি বর্ণমালার একাদশ বর্ণ
  • English Word Kaaba Bengali definition [কা:বা] (noun) মক্কার পবিত্র কাবাগৃহ; বিখ্যাত মুসলিম তীর্থস্থান
  • English Word kabab Bengali definition [কা:বাব্‌] (noun) = kebab.
  • English Word kabaddi Bengali definition [কাবাডী] (noun) [uncountable noun] হাডুডু খেলা; কাবাডি
  • English Word kachari Bengali definition [কা:চ্যারি] (noun) (১) জমিদার বা নায়েবের কার্যালয় (২) আদালত
  • English Word kaffir Bengali definition [ক্যাফা(র্)] (noun) দক্ষিণ আফ্রিকার বার্ন্টুজাতীয় লোক; কাফ্রি, কৃষ্ণাঙ্গ আফ্রিকাবাসী বোঝানোর (অপমানসূচক) শব্দ।
  • English Word kafila Bengali definition [কা:ফিলা] (noun) কাফেলা; উষ্ট্রারোহী যাত্রীদল; একাধিক ব্যক্তির দলবদ্ধ সফর: We were part of a kafila.
  • English Word Kaiser Bengali definition [কেইজা(র্‌)] (noun) (১৯১৮ সালের আগে) জার্মান সম্রাটের উপাধি
  • English Word kakemono Bengali definition [ক্যাকিমোউনোউ] (noun) (রেশমবস্ত্র কিংবা কাপড়ের উপর অঙ্কিত) জাপানি চিত্রকলাবিশেষ
  • English Word kaleidoscope Bengali definition [কালাইডাসকোউপ] (noun) (১) এক ধরনের চোঙাকৃতি খেলনা যার ভিতর অনেক রঙের কাচ ও আয়না থাকে এবং যা ঘোরালে ক্রমাগত পরিবর্তনশীল বর্ণ ও নকশা দেখা যায়(২) (লাক্ষণিক) উজ্জ্বল দৃশ্যসমূহের দ্রুত পরিবর্তনশীল প্যাটার্নkaleidoscopic (adjective) দ্রুত পরিবর্তনশীল (দৃশ্য; রংসম্পর্কিত)।
  • English Word kameez Bengali definition [কামীজ্‌] (অপিচ kamiz) (noun) সালোয়ারের উপর পরিহিত লম্বা ঢিলা পোশাকবিশেষ; কামিজ
  • English Word kampong Bengali definition [ক্যাম্‌পঙ্] (noun) (মালয়েশিয়ার) ঘের-দেওয়া জায়গা; গ্রাম
  • English Word kangaroo Bengali definition [ক্যাঙ্‌গারূ] (noun) ক্যাঙ্গারু; অস্ট্রেলিয়ার জন্তুবিশেষ যা পিছনের দুই পায়ে লাফিয়ে চলে এবং স্ত্রী ক্যাঙ্গারু পেটের থলিতে বাচ্চা বহন করেkangaroo court শ্রমিক বা ধর্মঘটী কয়েদিদের দ্বারা গঠিত অবৈধ আদালত যেখানে ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
  • English Word kantha Bengali definition [কাঁথা:] (noun) বাংলাদেশে প্রচলিত সেলাই করা এক ধরনের বিছানার চাদর, যা বিছানো ও শীত নিবারণে ব্যবহৃত হয়; কাঁথাkanthastitch (noun) [uncountable noun] কাঁথার সেলাইয়ের মতো সেলাইয়ের নকশাবিশেষ: a kantha stitch shawl.
  • English Word kaolin Bengali definition [কেইআলিন্‌] (noun) চীনামাটি
  • English Word kapok Bengali definition [কেইপক্] (noun) গদি, জাজিম, লাইফবেল্ট ইত্যাদির ভিতর নরম তুলার মতো যে আঁশজাতীয় দ্রব্য ভরা হয়
  • English Word kaput Bengali definition [কাপুট্] (adjective) (অশিষ্ট) খতম, বিনষ্ট, সাবাড় হয়েছে এমন; ধ্বংসপ্রাপ্ত; বিচূর্ণীকৃত
  • English Word karat Bengali definition [ক্যারাট্] = carat 2
  • English Word karate Bengali definition [কারা:টি] (noun) জাপানি আত্মরক্ষার কৌশল যাতে হাত, পা, মাথা ও কনুই শত্রুর বিরুদ্ধে ব্যবহার করা হয়
  • English Word karma Bengali definition [কা:মা] (noun) কর্মফল, বৌদ্ধধর্মের জন্মান্তরবাদ- ব্যক্তির বিভিন্ন জন্মে কৃতকর্মের গুণাগুণ পরবর্তী জন্মে তার নিয়তি কী হবে তা নির্ধারণ করে
  • English Word kayak Bengali definition [কাইঅ্যাক্] (noun) (এস্কিমোদের) সিলমাছের চামড়ায় আবৃত পাতলা কাঠের নৌকাবিশেষ
  • English Word kebab Bengali definition [কাব্যাব] (noun) কাবাব
  • English Word kedgeree Bengali definition [কেজারী] (noun) চাল ও ডালের মিশ্রণে তৈরি অন্নবিশেষ; খিচুড়ি
  • English Word keds Bengali definition [কেইড্‌স্‌] (noun) (plural) মোটা কাপড়ে তৈরি ফিতাওয়ালা এক ধরনের জুতা; কেডস
  • English Word keel Bengali definition [কীল্] (noun) জাহাজের তলি। (keep) on an even keel (জাহাজের) এদিকওদিক দুলুনি যাতে না-হয় সে জন্য জাহাজকে স্থির রাখা; (লাক্ষণিক) সুস্থির; শান্ত থাকা। (verb transitive), (verb intransitive) মেরামত করতে জাহাজকে একদিকে কাত করা।
  • English Word keen 1 Bengali definition [কীন্] (adjective) (১) ধারালো: The knife has a keen edge; (লাক্ষণিক) তীক্ষ্ণ: keen sarcasm. (২) (কোনো বিষয়ে উৎসাহ বা অনুভব) তীব্র; গভীর: He took a keen interest in domestic affairs. keen on আগ্রহী; অনুরক্ত; উৎসুক: We are all very keen on getting through the exam. keenly (adverb). keenness (noun).
  • English Word keen 2 Bengali definition [কীন্] (noun) আয়ারল্যান্ডে প্রচলিত শোকসংগীত, যা কোনো মৃতের জন্য উচ্চকিত কান্নার সুরে গাওয়া হয় (verb intransitive), (verb transitive) শোকসংগীত গাওয়া; (এভাবে) শোক করা।
  • English Word keep 1 Bengali definition [কীপ্] (verb transitive), (verb intransitive) (১) রাখা: I kept the books on the table. keep an eye on (কথ্য) নজর রাখা: keep an eye on your new servant. keep something in mind স্মরণ রাখা: keep it in mind that we have very little time at hand. (২) কোনো প্রক্রিয়া চালু রাখা; কোনো অবস্থা বজায় রাখা: He kept us waiting; keep the kettle boiling. (৩) keep somebody/something from doing something বাধা দেওয়া; বিরত রাখা: We must keep him from knowing the secret. (৪) keep something (from) অন্যের কাছ থেকে গোপন রাখা: He can keep nothing from his wife. keep your views to yourself, I have no time to hear them. keep one’s own counsel= counsel 1. (৫) (প্রতিশ্রুতি ইত্যাদি) রক্ষা করা: He failed to keep his promise. (৬) উদ্যাপন করা: keep one’s birthday. (৭) পাহারা দেওয়া; রক্ষা করা: keep goal = goal keeper; keep wicket = wicket keeper; May Allah keep you! (৮) সংরক্ষণ করা; নিজের কাছে রাখা; You can keep those books, I don’t need them. keep hold of ধরে রাখা; ছেড়ে না-দেওয়া: keep hold of the rope. (৯) পালন করা; ব্যয় নির্বাহ করা: He has a big family to keep. (১০) বিক্রির জন্য মজুত রাখা: The shop keeps good brands of cigars. (১১) keep house গৃহস্থালির কাজে দায়িত্ব পালন করা: You need to keep your house. (১২) মালিক হওয়া; চালানো: He keeps shop in the downtown. (১৩) shop-keeper দোকান মালিক; দোকানদারkeep accounts হিসাব রাখা। keep books = keep accounts. Book keeping হিসাব সংরক্ষণ। (১৪) কোনো বিশেষ অবস্থায় স্থিত থাকা: keep quiet; keep left when you are driving. (১৫) keep on doing something কোনো কাজ করতে থাকা: You should keep on studying. (১৬) (খাদ্য) ব্যবহারযোগ্য থাকা: Will this meat keep till tomorrow? (১৭) Adverbial particle সমন্বিত ব্যবহার: keep at something লেগে থাকা: Don’t leave your job, just keep at it. keep off দূরে থাকা: Please keep off that subject, say nothing about it. keep somebody/something off কাউকে; কোনো কিছুকে দূরে রাখা: Regular exercise can keep diseases off. keep on (doing something) কোনো কাজে রত থাকা; লেগে থাকা: He keeps on doing the same mistake. Keep on trying until you' succeed. keep out (of something) বাইরে থাকা; জড়িত না-হওয়া: keep out of politics. keep away (from something) দূরে থাকা: Keep away from an electric line. keep back পিছনে থাকা; পিছিয়ে থাকা। keep somebody down দমিয়ে রাখা। keep something down কোনো কিছু সংবরণ করা: He could not keep down his temper. keep in (বাতি আগুন প্রভৃতি) জ্বলতে থাকা; নিভে না যাওয়া। keep in with somebody সুসম্পর্ক/বন্ধুত্ব বজায় রেখে চলা। keep to অঙ্গীকার রক্ষা করা: One should one’s promise. keep up গতি বা উন্নতির স্তর বজায় রাখা: Keep up the present rate of production. keep up with তাল রাখা: You walk so fast that I can’t keep up with you. keep up with the joneses প্রতিবেশীর সঙ্গে তাল মিলিয়ে চলা (পোশাকআশাকে, সামাজিকতায়, সম্পদের প্রদর্শনে ইত্যাদি)। keep something up নিম্নগামী না-হতে দেওয়া: keep up your courage; পালন করা: keep up old customs.
  • English Word keep 2 Bengali definition [কীপ্] (noun) খোরাক; খাবার: He cannot earn his keep.
  • English Word keeper Bengali definition [কীপা(র্‌)] (noun) (১) প্রহরী; পালক; রক্ষক; তত্ত্বাবধায়ক(২) বিশেষ দায়িত্বে নিযুক্ত ব্যক্তি: goal keeper, গোলরক্ষক; shop keeper, দোকানদার।