N পৃষ্ঠা ১
- English Word N, n Bengali definition [এন্] (plural N’s, n’s [এনজ্]) ইংরেজি বর্ণমালার চতুর্দশ বর্ণ।
- English Word nab Bengali definition [ন্যাব্] (verb transitive) (nabbed, nabbing, nabs) (কথ্য) অপরাধ করার সময় ধরে ফেলা; হাতে নাতে ধরা; গ্রেফতার করা।
- English Word nabob Bengali definition [নবাব্] (noun) (পুরাতনী) ইংল্যান্ডে ফিরে আসার আগে ব্রিটিশ ভারতের ধনী ইংরেজ; নবাব। তুলনীয় Nawab.
- English Word nacelle Bengali definition [ন্যাসেল্] (noun) বিমানপোতের ইনজিনের বাইরের আবরণ; খোল।
- English Word nacre Bengali definition [নেইকা(র্)] (noun) [uncountable noun] ঝিনুকের অভ্যন্তরস্থ শক্ত, মসৃণ, চকচকে, রংধনু রঙের উপাদান- যা দিয়ে বোতাম, অলংকার ইত্যাদি তৈরি হয়; শুক্তিপুট।
- English Word nadir Bengali definition [নেইডিআ(র্)] (noun) ভূপৃষ্ঠে দণ্ডায়মান ব্যক্তির পায়ের সোজা নিচে ভূগোলকের অপর পৃষ্ঠের উপরিস্থিত আকাশবিন্দু; অধোবিন্দু; (লাক্ষণিক) নিম্নতম বা দুর্বলতম বিন্দু: at the nadir of his despair. দ্রষ্টব্য zenith.
- English Word nag 1 Bengali definition [ন্যাগ্] (noun) (কথ্য) (সাধারণত বুড়ো) ঘোড়া।
- English Word nag 2 Bengali definition [ন্যাগ্] (verb transitive), (verb intransitive) (nagged, nagging, nags) nag (at) (somebody) অবিরাম খুঁত ধরা; খ্যাচখ্যাচ করা: poor beggar, he kept naging as long as I was there. nagger (noun) খ্যাচখেচে/খুঁতখুঁতে লোক।
- English Word naiad Bengali definition [নাইঅ্যাড্] (noun) (plural naiads, naiades [নাইঅ্যাডীজ্]) (গ্রিকপুরাণ) জলপরী।
- English Word nail Bengali definition [নেইল্] (noun) (১) নখ; (finger-nail) বা (toe-nail). fight tooth and nail প্রাণপণ শক্তিতে লড়াই। nailbrush (noun) (নখ পরিষ্কারের) নখমার্জনী। nail-file নখ ঘষে মসৃণ করার জন্য ছোট চ্যাপটা রেতি বা র্যাঁদা। nail-scissors (noun) নখ ছাঁটার কাঁচি। nail-varnish/-polish (noun) নখরঞ্জনী; নেলপালিশ। (২) পেরেক; গজাল, তারকাঁটা; কীলক। drive a nail into somebody’s coffin, দ্রষ্টব্য coffin. as hard as nails (ব্যক্তি) (ক) নিখুঁত স্বাস্থ্যের অধিকারী। (খ) নির্মম; সহানুভূতিহীন; পাষাণহৃদয়। hit the nail on the head মূল সমস্যাটি চিহ্নিত করা; আসল কথায় আসা। right as nails একদম খাঁটি। (right) on the nail অবিলম্বে; তৎক্ষণাৎ। □ (verb transitive) (১) পেরেক দিয়ে আটকানো; পেরেক ঠোকা। nail somebody down (to something) (কোনো বিষয়ে) কারো আসল অভিপ্রায় প্রকাশে বাধ্য করা। nail something down (গালিচা, আবরণ ইত্যাদি) পেরেক দিয়ে লাগানো। nail something up (দরজা, জানালা ইত্যাদি) পেরেক ঠুকে শক্ত করে লাগানো। nail one’s colours to the mast, দ্রষ্টব্য colour 1 (৮). nail a lie (to the counter) (বিবৃতি) মিথ্যা প্রমাণ করা। (২) (কোনো ব্যক্তি বা কারো মনোযোগ ইত্যাদি) ধরে রাখা; আটকে ফেলা: I nailed him in the cafeteria.
- English Word nail tat Bengali definition [নেইল্ টাট্] (noun) [countable noun] (plural nail tats): নখট্যাটু; নখে আঁকা অস্থায়ী উল্কি: Nowadays nail tats are becoming popular immensely. □ (verb intransitive) নখে উল্কি আঁকা।
- English Word nainsook Bengali definition [নেইন্সুক্] (noun) [uncountable noun] উৎকৃষ্ট সুতি বস্ত্র; নয়নসুখ।
- English Word naira Bengali definition [নায়রা] (noun) [countable noun] নাইজেরীয় মুদ্রার একক: ১০০ কোবো; নায়রা।
- English Word naïve, naive Bengali definition [নাইঈভ্] (adjective) কথাবার্তা এবং আচরণে সাদাসিধা ও ছলাকলাহীন (যেমন অর্বাচীনতা ও অনভিজ্ঞতার দরুন) কৌতুকজনকভাবে সরল; কাঁচা। naïvely (adverb) সরলভাবে। naïveté [নাইঈভ্টেই];naïvety [নাইঈভ্টি] (noun) [uncountable noun] ছলাকলাহীনতা; ভড়ংশূন্যতা; [countable noun] অকপট/নির্ব্যাজ/কাঁচা মন্তব্য।
- English Word naked Bengali definition [নেইকিড্] (adjective) (১) নগ্ন; ন্যাংটা; উলঙ্গ; বিবসন; বিবস্ত্র। (২) খোলা; উন্মুক্ত; খালি: a naked sword, কোষমুক্ত তরবারি; fight with naked fists, খালি হাতে (মুষ্টিযুদ্ধের দস্তানা ছাড়া); naked trees, নিষ্পত্র গাছপালা; a naked light, নিরাবরণ আলো। see something with the naked eye (যন্ত্রের সাহায্য ছাড়া) খালি চোখে দেখা। the naked truth নিরাভরণ/নগ্ন/নির্ভেজাল সত্য। nakedly (adverb) নগ্নভাবে। nakedness (noun) নগ্নতা।
- English Word namaz Bengali definition [নামাজ্] (অপিচ namaj [নামাজ্]) (noun) [uncountable noun] মুসলমানদের ধর্মীয় প্রার্থনা; রীতি অনুযায়ী এই প্রার্থনা প্রতিদিন পাঁচবার করতে হয়; নামাজ।
- English Word namby-pamby Bengali definition [ন্যাম্বি প্যাম্বি] (adjective) (ব্যক্তি, কথাবার্তা) হাস্যকরভাবে ভাবপ্রবণ/ভাবালু/ভাবালুতাপূর্ণ। (noun) ছেলেমানুষিপূর্ণ ব্যক্তি।
- English Word name 1 Bengali definition [নেইম্] (noun) (১) নাম; আখ্যা; অভিধা; সংজ্ঞা। in the name of (ক) কর্তৃত্বের কথা মনে করে, অধিকার বলে; নামে: in the name of law... (খ) (সনির্বন্ধ অনুরোধ জ্ঞাপনে) কারণে; যুক্তিতে; নামে: in the name of common sense. call somebody names গালি দেওয়া। enter/put down one’s name for (বিদ্যালয়, কলেজ ইত্যাদিতে) (ভবিষ্যৎ কোনো সময়ে) ভর্তির জন্য দরখাস্ত করা; নাম লেখানো। not have a penny to one’s name কপর্দকশূন্য হওয়া। lend one’s name to (কর্ম প্রচেষ্টার সমর্থনে বা অনুকূলে) নিজ নাম ব্যবহৃত হতে দেওয়া। take somebody’s name in vain (বিশেষত ঈশ্বরের) অশ্রদ্ধাসহকারে নামোচ্চারণ করা। nameday (noun) খ্রিষ্টধর্মে দীক্ষাদান করাকালে কাউকে যে সন্তের নাম দেওয়া হয়েছে, তাঁর উৎসবের দিন। namedropping (noun) তাক লাগানোর জন্য কথাচ্ছলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামোল্লেখ করার অভ্যাস। name-drop (verb intransitive) উপর্যুক্ত ধরনে কথাবার্তা বলা। namepart (noun) নামভূমিকা। nameplate (noun) নামফলক। namesake (noun) একই নামে অভিহিত ব্যক্তি বা বস্তু; একনামা। (২) (শুধু singular) সুনাম; খ্যাতি; সুখ্যাতি। make/win a name for oneself নাম করা; বিখ্যাত হওয়া। (৩) বিখ্যাত ব্যক্তি: the great names of history.
- English Word name 2 Bengali definition [নেইম্] (verb transitive) (১) name (after/(America(n) for) (কারো নামে) নাম দেওয়া; নামকরণ করা। (২) নাম বলা: Name the days of the week. (৩) (দাম) চাওয়া/বলা: Name your price. (৪) (কাঙ্ক্ষিত কিছু) উল্লেখ করা/বলা: Would you name the day, আপনার কাঙ্ক্ষিত দিন কোনটা; বলুন। (৫) name for কোনো পদে মনোনীত/নিযুক্ত করা: named for the chairmanship.
- English Word nameless Bengali definition [নেইম্লিস্] (adjective) (১) নামহীন; অজ্ঞাতনামা; নাম না-জানা; অজ্ঞাত পরিচয়: hundred of nameless heroes who died for the cause, যার নাম অনুল্লিখিত থাকবে। (২) অকথ্য, এত খারাপ যে মুখে আনা যায় না; অবর্ণনীয়: nameless vices. (৩) অবর্ণনীয়: a nameless longing/horror.
- English Word namely Bengali definition [নেইম্লি] (adverb) অর্থাৎ; নামত; যথা।
- English Word nankeen Bengali definition [ন্যান্কীন্] (noun) [uncountable noun] আদিতে স্বাভাবিক হলুদ তুলা দিয়ে প্রস্তুত সুতি বস্ত্রবিশেষ; নানকিন।
- English Word nanny Bengali definition [ন্যানি] (noun) (plural nannies)= nurse 1 (১), আয়া।
- English Word nannygoat Bengali definition [ন্যানি গোউট] (noun) বকরি; ছাগি। দ্রষ্টব্য billy-goat.
- English Word nano Bengali definition [ন্যানো] (noun) একশ কোটি ভাগের এক ভাগ; ক্ষুদ্রাতিক্ষুদ্র: lab-grown diamonds at the nano scale. nanotechnology (noun) ন্যানোপ্রযুক্তি: Nature has developed biological nano for billions of years of evolution.
- English Word nanobreak Bengali definition [ন্যানোব্রেইক্] (noun) [countable noun] (plural nanobreaks) 'nano' আর 'break' মিলে তৈরি: এক রাতের ছুটি; বাড়ি থেকে এক রাতের জন্য বাইরে কোথাও যাওয়া: Finally I got a nanobreak from my office. বিকল্প বানান nano break.
- English Word nap 1 Bengali definition [ন্যাপ্] (noun) [countable noun] (বিশেষত দিনের বেলায়) ঈষৎ নিদ্রা (যার জন্য শয্যা আবশ্যিক নয়)। □ (verb intransitive) (napped, napping, naps) (বিরল) catch somebody napping ঘুমন্ত অবস্থায় পাওয়া/ধরা; (ভুল করার সময়ে) অতর্কিতে/অপ্রস্তুত অবস্থায় ধরে ফেলা।
- English Word nap 2 Bengali definition [ন্যাপ্] (noun) [uncountable noun] সুতি বা পশমি কাপড়ের আঁশালো পিঠ।
- English Word nap 3 Bengali definition [ন্যাপ্] (noun) (British/Britain) তাসের একা ধরনের খেলা।
- English Word napalm Bengali definition [নেইপা:ম্] (noun) [uncountable noun] আগুনে বোমায় ব্যবহৃত জমাটবাঁধা থকথকে পেট্রল; নাপাম।