R পৃষ্ঠা ২৭
- English Word rib Bengali definition [রিব্] (noun) [countable noun] (১) পাঁজর। dig/poke somebody in the ribs দৃষ্টি-আকর্ষণের উদ্দেশ্যে খোঁচা দেওয়া। (২) (পাঁজরসদৃশ অন্য কিছু) পাতার শিরা; সৈকতের বালিতে তরঙ্গ অঙ্কিত চিহ্ন; (কাঠের নৌকায়) পোলিন্দ; ছাতার বাঁট। □ (verb transitive) (১) পাঁজরাকৃতি করা। (২) (America(n), কথ্য অথবা অপশব্দ) জ্বালাতন করা।
- English Word ribald Bengali definition [রিব্ল্ড্] (adjective) (ব্যক্তির) স্থূলভাষী; অশ্লীল ও বেফাঁস কথা বলে এমন; (ভাষা; কৌতুক) স্থূল। □ (noun) অমার্জিত। ribaldry [রিব্ল্ড্রি] (noun) [uncountable noun] অশ্লীল ভাষা; স্থূল কৌতুক।
- English Word riband Bengali definition [রিবান্ড্] (noun) (প্রাচীন প্রয়োগ) ফিতা।
- English Word ribbon Bengali definition [রিবান্] (noun) (১) [countable noun, uncountable noun] (সিল্ক অথবা অন্য দ্রব্যের) ফিতা: She uses ribbon for tying her hair. (২) [countable noun] সামরিক বাহিনীতে প্রতীক হিসেবে ব্যবহৃত ফিতাবিশেষ। (৩) তেনা। (৪) ribbon development (noun) রাস্তার পাশের একটানা দালানকোঠার সারি।
- English Word riboflavin Bengali definition [রাইবোফ্লেইভিন্] (noun) [uncountable noun] ভিটামিন বি২ কমপ্লেক্সে প্রাপ্ত শরীর বৃদ্ধিকারী উপাদান।
- English Word rice Bengali definition [রাইস্] (noun) [uncountable noun] ভাত; চাল। rice-paper (noun) চীনা শিল্পীদের ব্যবহৃত পাতলা কাগজবিশেষ।
- English Word rich Bengali definition [রিচ্] (adjective) (richer, richest) (১) ধনী; সম্পদশালী। (২) দামি; বিলাসবহুল। (৩) rich in সমৃদ্ধ: rich in literature. (৪) (খাবারের ক্ষেত্রে) উন্নতমানের: rich food. (৫) (রং, ধ্বনি) চমৎকার; উন্নত: rich colour; rich tones, rich voice. (৬) (কথ্য) আনন্দদায়ক; রসালো: a rich joke. richly (adverb) (১) উত্তমভাবে। (২) (বিশেষত)richly deserved পুরোপুরি। richness (noun) [uncountable noun] প্রাচুর্য, চমৎকারিত্ব ইত্যাদি।
- English Word riches Bengali definition [রিচিজ্] (noun), (plural) সম্পদ।
- English Word Richter scale Bengali definition [রিক্টা স্কাইল্] (noun) (কেবল singular) (বিজ্ঞান) ভূকম্পন-মাপক যন্ত্র; রিখটার স্কেল।
- English Word rick 1 Bengali definition [রিক্] (noun) [countable noun] (খড়ের) গাদা; স্তূপ। □(verb transitive) (খড়) স্তূপীকৃত করা।
- English Word rick 2 Bengali definition [রিক্]= wrick.
- English Word rickets Bengali definition [রিকিট্স্] (noun) (singular বা' plural verb-সহ) রিকেট; ভিটামিন ডি-এর অভাবে শিশুহাড়ের অপুষ্টিজনিত রোগবিশেষ।
- English Word rickety Bengali definition [রিকাটি] (adjective) দুর্বল; ভাঙা ভাঙা: rickety building.
- English Word rickshaw Bengali definition [রিকশো] (noun) রিকশা। cycle rickshaw সাইকেল রিকশা।
- English Word ricochet Bengali definition [রিকাশেই America(n) রিকাশেই] (noun) [uncountable noun] (পাথর, বুলেট) মাটিতে পড়ে লাফিয়ে ওঠা; প্রতিহত হয়ে ফিরে আসা। □ (verb intransitive), (verb transitive) মাটিতে পড়ে লাফিয়ে ওঠার ব্যবস্থা করা; (মাটি, দেওয়ালে ইত্যাদিতে) প্রতিহত হয়ে ফিরে আসা অথবা ফিরে আসতে সহায়তা করা।
- English Word rid Bengali definition [রিড্] (verb transitive) (past tense, past participle rid) rid of মুক্ত করা; নিবৃত্ত করা: He tried to rid himself of debt. be/get rid of নিষ্কৃতি বা অব্যাহতি পাওয়া: He wanted to get rid of his relatives. How can we get rid of this unwelcome visitor?
- English Word riddance Bengali definition [রিডন্স্] (noun) [uncountable noun] (সাধারণত good riddance) নিস্তার লাভ; নিষ্কৃতি; অনাকাঙ্ক্ষিত কোনো কিছুর হাত থেকে নিষ্কৃতি: Their departure was a good riddance.
- English Word ridden Bengali definition [রিড্ন্] (ride 2 - এর past participle) (বিশেষত যৌগশব্দে) অত্যাচারিত অথবা শাসিত: mosquito ridden.
- English Word riddle 1 Bengali definition [রিড্ল্] (noun) [countable noun] (১) প্রহেলিকা; ধাঁধা। (২) সব কিছু গুলিয়ে ফেলে এমন ব্যক্তি, বস্তু অথবা পরিস্থিতি। □ (verb transitive) riddle me this (পারলে) প্রহেলিকা উন্মোচন করো।
- English Word riddle 2 Bengali definition [রিড্ল্] (noun) [countable noun] (পাথর, মাটি ইত্যাদি ছাঁকা/চালার জন্য) মোটা ছাঁকনি অথবা চালুনি। □ (verb transitive) (১) ছাঁকা অথবা চালা; (ছাই, কয়লা যেতে পারে) এমন ছিদ্র করা। (২) riddle (with) ঝাঁজরা করা: His chest was riddled with bullets. be riddled wit অসংখ্য ছিদ্রপূর্ণ।
- English Word ride 1 Bengali definition [রাইড্] (noun) [countable noun] (১) ঘোড়ার পিঠ অথবা সাইকেলে চড়ে ভ্রমণকাল; সাইকেল ঘোড়া অথবা অন্য কিছুতে চড়ে ভ্রমণ। take somebody for a ride (কথ্য) কাউকে প্রতারণা অথবা অপমান করা। (২) অরণ্যপথ (যে পথ যানবাহন-অনুপযোগী কিন্তু ঘোড়ার পিঠে চলার উপযুক্ত)।
- English Word ride 2 Bengali definition [রাইড্] (verb intransitive), (verb transitive) (past tense rode [রোড্], past participle ridden [রিড্ন্]) (১) ঘোড়ার চড়া এবং চড়ে এগিয়ে চলা; সাইকেল চড়া এবং চড়ে এগিয়ে যাওয়া। ride for a fall বল্গাহীনভাবে ঘোড়া ছুটানো; (লাক্ষণিক) এমন কাজ করা যাতে ব্যর্থতা এবং দুর্যোগের আশঙ্কা থাকে। (২) ঘোড়া অথবা সাইকেল চালানো: ride a horse/pony/bicycle. (৩) গাড়ি, বাস ইত্যাদিতে চড়ে এগিয়ে যাওয়া। (৪) ঘোড়ার পিঠে চড়ে প্রতিযোগিতা করা; ঘোড়দৌড় করা। (৫) ride on ঘোড়ার পিঠের মতো অন্য কিছুতে চড়া। (৬) কাউকে, (কাঁধে) চড়তে দেওয়া। (৭) (আনন্দ অথবা ব্যায়ামের উদ্দেশ্যে) ঘোড়ায় চড়ে বের হওয়া। ride to hounds শিয়াল শিকারে যাওয়া। (৮) ঘোড়ার চড়ে কোনো কিছুর মধ্য দিয়ে এগিয়ে যাওয়া। (৯) (জকি অথবা অন্য ব্যক্তির ক্ষেত্রে) ঘোড়ায় চড়ার আগে শরীরের ওজন নেওয়া। (১০) (মাঠ) ঘোড়ায় চড়ার জন্য বিশেষ অবস্থা। (১১) ভেসে চলা; পানির উপরে ভেসে চলা; সমর্থিত হয়ে অথবা সহায়তা লাভ করে চলা/ওড়া। ride out a storm (জাহাজের ক্ষেত্রে) ঝড় অতিক্রম করে নিরাপদে ফিরে আসা। let something ride (কথ্য) ঘটনাকে নিজস্ব গতিতে এগোতে দেওয়া। (১২) ride somebody down (ক) ঘোড়ায় চড়ে তাড়ানো এবং ধরে ফেলা। (খ) ঘোড়াকে এমনভাবে চালানো যাতে ঘোড়া কোনো লোককে ধরাশায়ী করে ফেলতে পারে। (১৩) ride up (কাপড়চোপড়) সরিয়ে ফেলা। (১৪) ridden (past participle) অত্যাচারিত; শাসিত।
- English Word rider Bengali definition [রাইডা(র্)] (noun) (১) যে ব্যক্তি কোনো কিছুতে চড়ে, বিশেষ করে অশ্বারোহী। (২) কোনো বর্ণনা অথবা রায় প্রসঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষণ। riderless (adjective) অশ্বারোহীবিহীন।
- English Word ridge Bengali definition [রিজ্] (noun) [countable noun] (১) দুটি ঢালু অংশের সংযোগস্থলে উত্তোলিত রেখা: the ridge of a roof. ridge-pole (noun) দীর্ঘ তাঁবুর অনুভূমিক খুঁটি। ridge-tile (noun) ছাদের ঢালু অংশে ব্যবহৃত টালি। (২) পর্বতশীর্ষ এলাকায় দীর্ঘ সরু উচ্চভূমিরেখা। (৩) (কর্ষিত ক্ষেত্রে) হলরেখার মধ্যবর্তী উত্তোলিত অংশ। □ (verb transitive) ঢালমধ্যবর্তী এলাকা উঁচু করা।
- English Word ridicule Bengali definition [রিডিকিয়ূল্] (noun) [uncountable noun] ব্যঙ্গবিদ্রূপ; উপহাস। hold a man up to ridicule কোনো লোককে নিয়ে ঠাট্টা-মশকরা করা; কৌতুক করা। lay oneself open to ridicule নিজেকে হাস্যকর করে তোলা। □ (verb transitive) কৌতুক করা; কাউকে হাস্যাস্পদ করে তোলা।
- English Word ridiculous Bengali definition [রিডিকিযূলাস্] (adjective) হাস্যকর; উপহাস্য; উদ্ভট। ridiculously (adverb)
- English Word riding 1 Bengali definition [রাইডিং] (noun) [uncountable noun] (ride 2 থেকে) riding-breeches (noun) (plural) অশ্বারোহণ বস্ত্র। riding-habit (noun) (অশ্বারোহণে ব্যবহৃত) মেয়েদের আঁটসাঁট জামা। riding-light/riding-lamp (noun) নোঙরকৃত জাহাজের আলো। riding-master (noun) অশ্বারোহণ শিক্ষক riding-school (noun) অশ্বারোহণ শিক্ষক বিদ্যালয়।
- English Word riding 2 Bengali definition [রাইডিং] (noun) (British/Britain ১৯৭৪ পর্যন্ত) ইয়র্কশায়ারের তিনটি প্রশাসনিক বিভাগের অন্যতম: The North Riding.
- English Word rife Bengali definition [রাইফ্] (adjective) (কেবল predicative(ly)) (১) সুবিস্তৃত; বহুল প্রচলিত; সাধারণ: The folk-songs are still rife in the villages. (২) rife with পরিপূর্ণ: rife with corruption.
- English Word rife-raff Bengali definition [রিফ্ র্যাফ্] (noun) the rife-raff অভদ্র, নোংরা জনমণ্ডলী।