R পৃষ্ঠা ২৯
- English Word riot Bengali definition [রাইআট্] (noun) (১) দাঙ্গা। the Riot Act দাঙ্গা আইন। read the Riot Act (ক) দাঙ্গা আইন জারি করা। (থ) হাঙ্গামা বন্ধের সতর্কবাণী শোনানো। (২) [uncountable noun] হাঙ্গামা। run riot শৃঙ্খলাভঙ্গ করা; (চারাগাছের ক্ষেত্রে) নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে থাকা। (৩) a riot (of) প্রাচুর্য। (৪) a riot কোনো কিছুর বহিঃপ্রকাশ। (৫) a riot (of) (কথ্য) (সাফল্যে) বুনো উৎসাহ প্রকাশের ঘটনা। □ (verb intransitive) (১) দাঙ্গা করা। (২) riot in দাঙ্গা অথবা বিদ্রোহে জড়িয়ে পড়া। rioter (noun) দাঙ্গাকারী। riotous [রাইআটআস্] (adjective) দাঙ্গাপ্রবণ; বুনো। riotously (adverb) দাঙ্গাহাঙ্গামার সঙ্গে।
- English Word rip Bengali definition [রিপ্] (verb transitive), (verb intransitive) (-pp-) (১) এক টানের বা পোচে ছিঁড়ে অথবা কেটে কোনো কিছু খুলে ফেলা অথবা বিচ্ছিন্ন করে ফেলা: rip open a letter. rip something/somebody off (অপশব্দ) চুরি করা; কাউকে প্রতারণা করা। ripoff চোরাই মাল; চুরি অথবা প্রতারণার ঘটনা। ripcord (noun) প্যারাসুটযোগে অবতরণকালে ব্যবহৃত সূত্রবিশেষ; বেলুন থেকে গ্যাস ছাড়ার কাজে ব্যবহৃত সূত্রবিশেষ। (২) করাত দিয়ে চেরাই করা। ripsaw (noun) করাত। (৩) (দ্রব্যের ক্ষেত্রে) ছিঁড়ে ফেলা। (৪) দ্রুত এগিয়ে যাওয়া। Let her/it rip (কথ্য) নৌকা, গাড়ি, কলকবজার ক্ষেত্রে) সর্বোচ্চ গতিতে চলতে দাও। let things rip নিয়ন্ত্রণ তুলে নেওয়া; আপন গতিতে এগোতে দেওয়া। □ (noun) [countable noun] (জামা অথবা তাঁবুর) ছিন্ন স্থান।
- English Word rip-tide Bengali definition [রিপ্টাইড্] (noun) খরস্রোতা জোয়ার।
- English Word riparian Bengali definition [রাইপেআরিশন্] (adjective) নদীতীরস্থ।
- English Word ripe Bengali definition [রাইপ্] (adjective) (১) পাকা: ripe mango. ripe lips পাকা ফলের মতো রাঙা ঠোঁট। (২) পানাহারোপযোগী। (৩) পরিণত: ripe judgement. (৪) ripe for উপযুক্ত; ripe for movement. ripely (adverb) ripeness (noun) পক্বতা।
- English Word ripen Bengali definition [রাইপান্] (verb transitive), (verb intransitive) পাকানো; পেকে যাওয়া; পাকা।
- English Word riposte Bengali definition [রিপস্ট্] (noun) (১) তলোয়ারযুদ্ধে ক্ষিপ্র প্রত্যাঘাত। (২) দ্রুত ও তীক্ষ্ণ প্রত্যুত্তর। □ (verb intransitive) দ্রুত অসিচালনা করা।
- English Word ripple Bengali definition [রিপ্ল্] (noun) [countable noun] মৃদু হিল্লোল (কলতান); হাস্যতরঙ্গ (ধ্বনি)। □ (verb transitive), (verb intransitive) মৃদুতরঙ্গ তুলে চলা; মৃদুতরঙ্গ তোলা।
- English Word rise 1 Bengali definition [রাইজ্] (noun) (১) ছোট পাহাড়; উঁচু ঢাল। (২) অগ্রগতি; (মূল্য, তাপমাত্রা ইত্যাদি) বৃদ্ধি: rise in prices; rise in the temperature. (৩) (আক্ষরিক) উদয়: at rise of sun (sunrise অধিক ব্যবহৃত)। (৪) পানির উপরিভাগে মাছের চলাফেরা। get/take a/the rise out of somebody (কৌশলে) কাউকে তার দুর্বলতা প্রকাশে বাধ্য করা। (৫) উৎস (যেমন নদীর উৎস)। give rise to কারণ; জন্ম দেওয়া। riser (noun) (১) early/late riser সকালে/দেরিতে ঘুম থেকে ওঠে এমন। (২) সিঁড়ির অংশবিশেষ।
- English Word rise 2 Bengali definition [রাইজ্] (verb intransitive) (past tense rose [রোজ্] past participle risen [রিজ্ন্]) rise (up) (১) (সূর্য, চাঁদ, তারার) ওঠা। দ্রষ্টব্য set 1 (১). (২) শোয়া, বসা ইত্যাদি থেকে ওঠা। (৩) বিছানা ছেড়ে ওঠা; ঘুম থেকে ওঠা। (৪) পুনরায় জীবন ফিরে পাওয়া। (৫) উপরে ওঠা বা যাওয়া; গলা চড়ানো। high-rise (attributive(ly)) (adjective) বহুতলবিশিষ্ট। দ্রষ্টব্য skyscraper. the rising generation নতুন প্রজন্ম; নতুনভাবে বেড়ে উঠছে এমন প্রজন্ম। rising twelve, etc (ব্যক্তির ক্ষেত্রে) বারোয় (প্রায় ১২ বছর বয়স্ক) পড়ছে এমন। (৬) মাত্রা অথবা বেগ বৃদ্ধি পাওয়া। (৭) উপরিভাগে ওঠা। (৮) চারপাশ ছাড়িয়ে দৃশ্যমান হওয়া। (৯) সমাজের উচ্চ অবস্থানে ওঠা; (পেশার ক্ষেত্রে) উন্নতি করা। (১০) rise to the occasion/challenge/tale etc অপ্রত্যাশিত অথবা কঠিন সমস্যা মোকাবিলায় সমর্থ হিসেবে প্রমাণ করা। (১১) ক্রমান্বয়ে উপরে ওঠা। (১২) উৎস হিসেবে পাওয়া। (১৩) rise against (সরকার, প্রশাসন ইত্যাদির ক্ষেত্রে) বিদ্রোহ করা। rising (noun) (বিশেষত) সশস্ত্র বিদ্রোহ।
- English Word risible Bengali definition [রিজাব্ল্] (adjective) হাস্যসংক্রান্ত; হাস্যকর: risible attempts to fabricate evidence. risibility [রিজাবিলাটি] (noun) [uncountable noun] হাস্যকরতা।
- English Word risk Bengali definition [রিস্ক্] (noun) (১) [countable noun, uncountable noun] বিপদ অথবা ক্ষতির আশঙ্কা; ঝুঁকি। run/take risks/a risk ঝুঁকি গ্রহণ করা। run/take the risk of doing something ঝুঁকিপূর্ণ কিছু করা: We’ll take the risk of being late. at the risk of/at risk to (ক্ষতি ইত্যাদি) আশঙ্কায়: You will have to do it at the risk of your life. at risk (ব্যর্থতা, ক্ষতি ইত্যাদি) অনিশ্চয়তার ঝুঁকি। at one’s own risk সম্পূর্ণ নিজ দায়িত্বে; ক্ষতি অথবা আঘাতের জন্য কোনো দাবি না জানানোর অঙ্গীকার। at owner’s risk (মালামাল পরিবহন) মালিকের নিজ দায়িত্ব। (২) [countable noun] (বিমা) ঝুঁকি। দ্রষ্টব্য security, risk at security. □ (verb transitive) ঝুঁকি গ্রহণ করা; ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়া। risky (adjective) (riskier, riskiest) (১) ঝুঁকিপূর্ণ। (২)= risque. riskily [রিস্ক্ইলি] (adverb) riskiness (noun) ঝুঁকি।
- English Word risotto Bengali definition [রিজটোউ] (noun) [countable noun] মাখন, পনির ও পেঁয়াজে সিদ্ধ ভাত।
- English Word risqué Bengali definition [রীস্কেই America(n) রিস্কেই] (adjective) (গল্প, মন্তব্য, নাটকের পরিস্থিতি ইত্যাদি ক্ষেত্রে) প্রায় অশ্লীল।
- English Word rissole Bengali definition [রিসোল্] (noun) [countable noun] মাছমাংসের বড়াবিশেষ।
- English Word rite Bengali definition [রাইট্] (noun) [countable noun] কৃত্য; কৃত্যানুষ্ঠান (মূলত ধর্মীয়) অনুষ্ঠান: burial rites.
- English Word ritual Bengali definition [রিচুআল্] (noun) [uncountable noun] যাবতীয় আচারানুষ্ঠান; ধর্মীয় আচার; (plural) প্রথাগত অনুষ্ঠান: initiation rituals. □ (adjective) ধর্মীয় আচারানুষ্ঠানসংক্রান্ত: the ritual songs of the tribes. ritualism [রিচুআল্ইজাম্] (noun) [uncountable noun] আচারপ্রিয়তা; আচারবিদ্যা। ritualist [রিচুআল্ইস্ট্] (noun) আচারানুষ্ঠান পালনে দক্ষ; আচারানুষ্ঠান কঠোরভাবে পালনকারী। ritualistic [রিচুআলিস্টিক্] (adjective) আচারসংক্রান্ত।
- English Word ritzy Bengali definition [রিট্সি] (adjective) (অপশব্দ) বিলাসী; রুচিবান।
- English Word rival Bengali definition [রাইভ্ল্] (noun) প্রতিদ্বন্দ্বী □ (verb transitive) (rivalled, rivalling, rivals), America(n) অপিচ (rivaled, rivaling, rivals) rival (in) প্রতিদ্বন্দ্বী হওয়া। rivalry [রাইভ্ল্রি] (noun) [countable noun, uncountable noun] (plural rivalries) প্রতিদ্বন্দ্বিতা; প্রতিযোগিতা।
- English Word river Bengali definition [রিভা(র্)] (noun) [countable noun] (১) নদী। sell somebody down the river (লাক্ষণিক) কাউকে প্রতারণা করা। (২) (attributive(ly)) river-basin (noun) অববাহিকা; নদীবিধৌত এলাকা। river-bed (noun) নদীগর্ভ। river-side (noun) নদীতীর। (৩) প্রবল প্রবাহ: rivers of blood.
- English Word rivet Bengali definition [রিভিট্] (noun) [countable noun] (জাহাজের প্রান্তে ব্যবহৃত) বোলটুবিশেষ; রিভিট। □ (verb transitive) (১) বোলটু লাগানো; রিভিট বাঁধা। (২) (দৃষ্টি, মনোযোগ) নিবন্ধ করা। (৩) (দৃষ্টি, মনোযোগ) আকর্ষণ করা।
- English Word Riviera Bengali definition [রিভিএআরা] (noun) the Riviera ভূমধ্যসাগরীয় সৈকত।
- English Word rivulet Bengali definition [রিভিইউলিট্] (noun) ছোট নদী।
- English Word roach 1 Bengali definition [রোচ্] (noun) (plural অপরিবর্তিত) সুস্বাদু পানির কার্পজাতীয় মাছ।
- English Word roach 2 Bengali definition [রোচ্] (noun) (plural roaches) (কথ্য)= cockroach.
- English Word road Bengali definition [রোড্] (noun) [countable noun] (১) রাস্তা: (attributive(ly)) road junctions, রাস্তার সংযোগস্থল। on the road ভ্রমণরত: How long were you on the road? rule of the road সড়ক পরিবহন নীতিমালা; সড়কনীতি। take the road যাত্রা শুরু করা। take to the road ভবঘুরেতে পরিণত হওয়া। roadsafety সড়ক নিরাপত্তা, দুর্ঘটনা রোধের জন্য প্রচারব্যবস্থা। (২) (যৌগশব্দে) road-bed (noun) রাস্তার ভিত। road-block (noun) ব্যারিকেড। road-book (noun) (টুরিস্টদের জন্য রচিত) রাস্তাসমূহের পরিচিতিমূলক গ্রন্থ। road-hog (noun) (কথ্য) বেপরোয়া মোটরচালক। road-house (noun) প্রধান সড়কে অবস্থিত বাড়ি। roadman [রোড্ম্যান্], roadmender (noun(s)) রাস্তা মেরামতকারী। road-metal (noun) রাস্তানির্মাণ ও মেরামতে ব্যবহৃত পাথর। road-sense (noun) সড়কজ্ঞান; দুর্ঘটনা এড়িয়ে চলার মতো সুস্থ চিন্তা। roadshow (noun) [America(n)] ভ্রাম্যমাণ। দলের নাট্যপরিবেশনা। roadside (noun) রাস্তাপাশের। roadway (noun) ফুটপাত বাদ দিয়ে মূল রাস্তা। roadworthy (adjective) (যানবাহন) রাস্তায় চলাচলের উপযুক্ত। (৩) পথ; রট। (৪) road to (লাক্ষণিক) লাভের পথ; অর্জনের উপায়। (৫) (proper names) (ক) the...Road কারো নামে নামকরণকৃত রাস্তা: the Mujib Road. (খ)…Road/Rd সারিবদ্ধ অট্টালিকার সম্মুখস্থ রাস্তা: 40 York Rd, London. (৬) (সাধারণত) উপকূলীয় স্রোতধারা, যেখানে নোঙরকালে জাহাজ থাকতে পার। (৭) (America(n)= railway. roadless (adjective) সড়কবিহীন। roadstead [রোড্স্টেড্] (noun)= road(৬)
- English Word roadster Bengali definition [রোডস্টা(র্)] (noun) [countable noun] খোলা মোটরগাড়ি।
- English Word roam Bengali definition [রোম্] (verb intransitive), (verb transitive) লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো।
- English Word roan 1 Bengali definition [রোন্] (adjective) (পশু) মিশ্রবর্ণবিশিষ্ট।
- English Word roan 2 Bengali definition [রোন্] (noun) [uncountable noun] বই বাঁধাইয়ে ব্যবহৃত ভেড়ার চামড়া।