W পৃষ্ঠা ১১
- English Word windy Bengali definition [উইন্ডি] দ্রষ্টব্য wind 1.
- English Word wine Bengali definition [ওআইন্] (noun) [uncountable noun] (১) আঙুরের রস থেকে তৈরি মদ বা সুরা: a bottle of wine. new wine in old bottles যে নতুন তত্ত্ব বা নীতি পুরনো বিধিনিয়মের বাধা মানে না। wine glass (noun) মদের পেয়ালা বা গ্লাস। wine-press (noun) আঙুর পিষে রস বের করার যন্ত্র। wine -skin (noun) ছাগল প্রভৃতির গোটা চামড়া সেলাই করে তৈরি করা ভিস্তি বা মশকবিশেষ, আগেকার দিনে এতে মদ ধরে রাখা হতো। (২) অন্যান্য ফল থেকে প্রস্তুত মদজাতীয় পানীয়: palm wine. (verb transitive) wine and dine somebody কাউকে পানাহার করানো: We were wined and dined at Biman’s expense.
- English Word wing Bengali definition [উইঙ্] (noun) (১) ডানা; পাখা। clip a person’s wings কারো গতিবিধি, কাজকর্ম, খরচপত্র ইত্যাদি সীমিত করা। lend/add wings to গতি দান করা: Fear lent him wings, ভয়ে দৌড়াচ্ছিল। take (to itself) wings উধাও হওয়া: Whenever he takes charge of the family’s pantry, money seems to take wings, টাকা যেন উড়ে যেতে, অর্থাৎ উধাও হতে থাকে। take somebody under one’s wings (প্রবাদ) কাউকে নিজের পক্ষপুটে, অর্থাৎ আশ্রয়ে গ্রহণ করা, তার নিরাপত্তা বিধান করা, তাকে আদরযত্ন, প্রয়োজনীয় পথনির্দেশ ইত্যাদি দেওয়া। wing-nut/-screw = thumb-nut. wing-span/-spread (noun(s) (প্রসারিত) ডানার বিস্তার। (২) কোনো বস্তু, ভবন ইত্যাদির একপাশ থেকে বর্ধিত অংশ: a wingchair, উঁচু হাতলযুক্ত চেয়ার; add a new wing to a hospital. The east wing of the house has been recently added. (৩) (সামরিক) সেনাবাহিনীর বা নৌবহরের পার্শ্বভাগ; পার্শ্বভাগ রক্ষাকারী সেনাদল বা রণতরিসমূহ। (৪) কোনো রাজনৈতিক দলের চরমপন্থি সদস্যবর্গ: The radical wing of the political party. এর থেকে left-right-wing (er) (noun(s) বামপন্থি/ডানপন্থি। (৫) রঙ্গমঞ্চের পার্শ্বভাগ; পার্শ্বভাগের দৃশ্য: They watched the performance from the wings. (৬) উড্ডয়ন; ওড়া। on the wing উড্ডীন: shoot a bird on the wing, উড়ন্ত অবস্থায়…। take wing উড়তে শুরু করা। (৭) আকৃতিতে বা অবস্থানে পাখার মতো কোনোকিছু। (৮) (অপিচ winger) (noun) (ফুটবল হকি খেলায়) মধ্যমাঠ বা সেন্টারের উভয় পাশে অবস্থান নেওয়া আক্রমণভাগের খেলোয়াড়। (৯) (British/Britain রাজকীয় বিমানবাহিনী; RAF) দুই বা ততোধিক স্কোয়াড্রনের বিন্যাস; (plural) বৈমানিকের অভিজ্ঞান বা ব্যাজ। wing-commander রাজকীয় বিমানবাহিনীতে গ্রুপ ক্যাপ্টেনের অব্যবহিত নিচের পদ। □ (verb transitive), (verb intransitive) (১) গতিদান করা: (সাধারণত লাক্ষণিক) Fear winged my steps. (২) উড্ডয়ন করা; ওড়া: The aeroplane winged (its way) over the Himalayas. (৩) (কোনো পাখিকে) ডানায় আহত করা; (কথ্য) (কোনো ব্যক্তিকে) বাহুতে আহত করা। winged (adjective) ডানাযুক্ত; ডানাওয়ালা; winged insects. wingless (adjective) ডানাহীন। winger (noun) রঙ্গমঞ্চের পার্শ্বভাগে অবস্থান গ্রহণকারী অভিনেতা বা মধ্যমাঠের যেকোনো পাশে অবস্থান নেওয়া আক্রমণভাগের খেলোয়াড়। আলোচ্য শিরোনামের চতুর্থ ও অষ্টম ঘর দ্রষ্টব্য ।
- English Word wink Bengali definition [উইঙ্ক্] (verb intransitive), (verb transitive) (১) wink (at) (চোখ) পিটপিট করা; পিটপিটিয়ে (চোখ থেকে পানি) সরিয়ে দেওয়া বা ফেলে দেওয়া: He winked at me, চোখ পিটপিট করে ইশারা করল; She winked a tear away. wink at something না-দেখার ভান করা। (২) (তারা, আলো ইত্যাদি) মিটমিট করে জ্বলা; থেমে থেমে জ্বলা: The stars were winking in the clear night sky. (noun) (১) বিশেষ সংকেত বা ইঙ্গিতবাহী (চোখের) পিটপিটানি। tip somebody the wink (কথ্য) কাউকে বিশেষ তথ্য দেওয়া; কাউকে গোপনে সতর্ক করে দেওয়া। A wink is as good as a nod চোখের ইশারাতেও কাজ হয়। (২) পলক; নিমেষ: I didn’t have a wink of sleep, এক পলকও ঘুমাইনি। forty winks বিশেষত দিনের বেলায় সংক্ষিপ্ত ঘুম।
- English Word winkle Bengali definition [উইঙক্ল] (noun) খাদ্য হিসেবে ব্যবহৃত সামুদ্রিক শামুক; চিরসবুজ লতাবিশেষ। (phrase) winkle somebody/something out চেষ্টা/কসরত করে কোনোকিছু বের করে আনা, যেমন সংবাদ বা ঘরের মধ্য থেকে কোনো ব্যক্তিকে।
- English Word winner, winning Bengali definition দ্রষ্টব্য win.
- English Word winnow Bengali definition [উইনো] (verb transitive) (শস্য) ঝাড়া বা চালা: winnow rice; ঝেড়ে বাতাস দিয়ে (শস্য থেকে) তুষ, খোসা প্রভৃতি আলাদা করা: winnow the chaff away; (লাক্ষণিক): winnow truth from falsehood.
- English Word winsome Bengali definition [উইন্সাম্] (adjective) (ব্যক্তি বা তার চেহারা) আকর্ষণীয়; মনোরম; হাসিখুশি; উজ্জ্বল: a winsome smile. winsomely (adverb) winsomeness (noun)
- English Word winter Bengali definition [উইন্টা(র্)] (noun) [uncountable noun, countable noun] শীতকাল; (উত্তর গোলার্ধে নভেম্বর বা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত): winter sports, শীতকালীন খেলাধুলা; many winters (সাহিত্যিক= বছর) ago. winter garden লতাপাতা ইত্যাদিসহ কাচে ঢাকা স্থান, যেমন আধুনিক হোটেলের আরামকক্ষ বা লাউঞ্জ। (verb intransitive) শীতকাল কাটানো বা যাপন করা: winter in the south, দক্ষিণে শীত যাপন করা। wintery, wintry [উইন্ট্রি] (adjective(s) শীতকালীন বা শীতকালের মতো; ঠাণ্ডা; (লাক্ষণিক) নিষ্প্রাণ: a wintry day;(লাক্ষণিক) a wintry smile, নিষ্প্রাণ হাসি।
- English Word winterval Bengali definition [উইনটা(র)ভ্যাল্] (noun) ('winter' আর 'festival' মিলে তৈরি, 'plural wintervals) [countable noun, uncountable noun] শীতকালীন উৎসব; যে উৎসব শীতকালে অনুষ্ঠিত হয়।
- English Word wipe Bengali definition [ওআইপ্] (verb transitive), (verb intransitive) কাপড়, কাগজ, হাত ইত্যাদি দিয়ে মুছে পরিষ্কার করা বা শুকানো; মোছা: wipe one’s hands on a towel; wipe the dishes; wipe one’s face, মুখ মোছা; wipe one’s eyes. চোখ মোছা, অর্থাৎ চোখের পানি মোছা। wipe the floor with somebody, দ্রষ্টব্য floor 1 (১). wipe the slate clean (প্রবচন) অতীতের ভুলভ্রান্তি, শত্রুতা ইত্যাদি ভুলে গিয়ে নতুন করে শুরু করা। wipe something away মুছে ফেলা (যেমন চোখের পানি)। wipe something off (ক) মুছে ফেলা: wipe off a diagram front the blackboard. (খ) দায়মুক্ত হওয়া; লোপ করা: wipe off a debt. wipe something out (ক) (কোনো কিছুর) ভিতরের দিক বা অন্তর্ভাগ পরিষ্কার করা: wipe out a jug. (খ) মুক্ত হওয়া; অপসারণ করা; মুছে ফেলা: wipe out a disgrace, কলঙ্কমুক্ত হওয়া। (গ) সম্পূর্ণরূপে ধ্বংস করা: The disease wiped out almost the entire population of the village. wipe something up (তরল পদার্থ ইত্যাদি) মুছে নেওয়া: wipe up spilt milk. □ (noun) মোছা: She gave the plate a wipe. wiper (noun) যা দিয়ে মোছা হয়: সম্মার্জনী; সম্মার্জক: a windscreenwiper.
- English Word wire Bengali definition [ওআইআ(র্)] (noun) (১) [countable noun, uncountable noun] তার: telephone wire(s); copper wire. pull (the) wires (লাক্ষণিক) গোপন বা পরোক্ষ প্রভাব খাটিয়ে নিজের স্বার্থ হাসিল করা; গোপনে বা পরোক্ষভাবে রাজনীতির কলকাঠি নাড়া; এর থেকে, wire-puller (noun). live wire (ক) বিদ্যুৎপ্রবাহ সম্পন্ন তার; তাজা তার। (খ) (লাক্ষণিক) সবল সক্রিয় ব্যক্তি। wire-cutters (noun), (plural) তারকাটা কাতুরি। wire-haired (adjective) (বিশেষত কুকুর) খাড়া খাড়া কর্কশ লোমওয়ালা। wire tapping (noun) [uncountable noun] টেলিফোনে আড়িপাতা। wire wool (noun) [countable noun, uncountable noun] পাত্র পরিষ্কার করার জন্য মিহি তারের বুরুশ। wire-worm (noun) গাছপালার ক্ষতিকারক কীট। (২) [countable noun] (কথ্য, বিশেষত America(n) তারবার্তা; তার; টেলিগ্রাম: send somebody a wire. □ (verb transitive), (verb intransitive) (১) তার দিয়ে বাঁধা: wire two things together; কোনো কিছুর উপরে বা ভিতরে তার জড়ানো; সূক্ষ্ম তার দিয়ে (জপমালা, মুক্তার মালা প্রভৃতি) গাঁথা। (২) (ভবন ইত্যাদিতে) বিদ্যুতের তার বসানো: The house has not been wired for electricity yet. (৩) তারের ফাঁদ ব্যবহার করে (পাখি, খরগোশ প্রভৃতি) ধরা। (৪) (কথ্য, বিশেষত America(n)) তারবার্তা পাঠানো; টেলিগ্রাম করা: He wired (to) me to receive him at the airport. He wired me that he would not be able to come. wiring (noun) [uncountable noun] (বিশেষত) বৈদ্যুতিক তার সংযোজন প্রণালি। wiry (adjective) তারের মতো; (ব্যক্তি) পাতলা কিন্তু তারের মতো শক্ত করে পাকানো শরীর আছে এমন।
- English Word wireless Bengali definition [ওআআলিস্] (adjective) তারহীন; বেতার। (noun) (অধুনা অপ্রচলিত) (১) [uncountable noun] বেতারমাধ্যম; বেতারসংযোগ; বেতারসম্প্রচার। (২) [countable noun] বেতারযন্ত্র।
- English Word wisdom Bengali definition [উইজ্ডাম্] (noun) (১) [uncountable noun] জ্ঞানসম্পন্নতা; গভীর ও বিস্তৃত জ্ঞান; প্রাজ্ঞতা; বিজ্ঞতা; বিচক্ষণতা। wisdom-tooth (noun) আক্কেল দাঁত: cut one’s wisdom-teeth, বিচার বিবেচনায় বয়স হওয়া; আক্কেল হওয়া। (২) বিজ্ঞ ও বিচক্ষণ ভাবনা, উক্তি ইত্যাদি: the wisdom of our forefathers.
- English Word wise Bengali definition [ওআইজ্] (adjective) জ্ঞানী; প্রাজ্ঞ; অভিজ্ঞ; বিচক্ষণ: wise acts. He was wise enough not to criticise his boss in public. It’s easy to be wise after the event (প্রবাদ) চোর পালালে বুদ্ধি বাড়ে। be none the wiser বাড়তি জ্ঞান বা তথ্য ইত্যাদির অধিকারী না-হওয়া: He came back none the wiser, বাড়তি কোনো জ্ঞান, শিক্ষা, অভিজ্ঞতা ইত্যাদি না-নিয়েই (আগে যেমন ছিল তেমনই) ফিরে এল। be/get wise to somebody/something (অপশব্দ) কারো/কোনো কিছু সম্পর্কে ওয়াকিবহাল/সচেতন হওয়া বা থাকা: He is beginning to get wise to the ways of the politicians. put somebody wise to somebody/something কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কাউকে অবহিত করা। wiseacre (noun) বেশি জানার ভান করা বিরক্তিকর লোক; পণ্ডিতম্মন্য মূর্খ। wise crack (noun) (অপশব্দ) সরস বুদ্ধিদীপ্ত উক্তি বা মন্তব্য। □ (verb intransitive) এ রকম উক্তি বা মন্তব্য করা। wisely (adverb)
- English Word wish Bengali definition [উইশ্] (verb transitive), (verb intransitive) (১) wish that (সাধারণভাবে 'that' উহ্য থাকে, অতীতকালে 'that-clause' প্রচলিত) কোনো অপূর্ণ বা অসম্ভব ইচ্ছা পোষণ করা: I wish I were rich, যদি ধনী হতে পারতাম (আসলে ধনী নই)! He wished he’d come earlier, আরেকটু আগে এলে ভালো করত (আগে না- এসে ভুল করেছে বলছে)। (২) ইচ্ছা পোষণ করা: He wished himself home again, ঘরে ফিরতে ইচ্ছে করছিল। (৩) wish somebody well/ill কারো মঙ্গল/অমঙ্গল কামনা করা: He wished me well. I wish nobody ill, কারো অমঙ্গল চাই না। (৪) আশা প্রকাশ করা: I wish you a speedy recovery, তাড়াতাড়ি সেরে ওঠ এই কামনা করি; সম্ভাষণ জানানো: wish somebody good morning, সুপ্রভাত জানানো। (৫) চাওয়া: I wish to be left alone, একা থাকতে চাই; Do you really wish me to go, তুমি কি সত্যিই চাও (যে) আমি চলে যাই? (৬) wish for (বিশেষত পাওয়া সম্ভব নয় বলে মনে হয় কিংবা নিতান্তই ভাগ্যগুণে পাওয়া যেতে পারে এমন কিছুর) আকাঙ্ক্ষা করা: He has everything a man can wish for, (বিরল সৌভাগ্যের ইঙ্গিত বহন করে); How he wished for an opportunity to go abroad, (সুযোগের দুষ্প্রাপ্যতা বোঝায়); What more can we wish for, কী চাই আর; (যা পেয়েছি তা-ই তো বেশি)? (৭) ইচ্ছা প্রকাশ করা: Doing is better than wishing. wish-bone (noun) মোরগ ইত্যাদির বুকের হাড়ের উপরের দ্বিধাবিভক্ত হাড়; দুজন মানুষ দুদিক থেকে টেনে এই হাড়টিকে দুভাগে ভাগ করে, যার অংশে বড় ভাগটি পড়বে তার যেকোনো ইচ্ছে পূর্ণ হবে- এমন ভেবে)I wishing-cap (noun) (রূপকথা) যে টুপি পরলে যেকোনো ইচ্ছা পূর্ণ হয়। (৮) wish somebody/something on somebody (কথ্য) (অনাকাঙ্ক্ষিত বা অপছন্দের) কাউকে/কোনো কিছুকে কারো ঘাড়ে চাপিয়ে দেওয়া: I wouldn’t wish my brother-in-law on anyone. (সম্বন্ধটি অসহ্য এই কথা বুঝিয়ে) We had the Akand children wished on us for the weekend. □ (noun) (১) [countable noun, uncountable noun] ইচ্ছা; আকাঙ্ক্ষা; ব্যাকুলতা: I have no wish to go there. How can I disregard my father’s wishes? If wishes were horses, beggars might ride (প্রবাদ) চাইলেই যদি সব পাওয়া যেত তাহলে গরিব আর গরিব থাকতো না। (২) [countable noun] যা চাওয়া হয়; ঈপ্সিত বস্তু: You got your wish, didn’t you? wishful [উইশ্ফল্] (adjective) ইচ্ছুক; অভিলাষী। wishful thinking মন বলে সত্য, কাজেই তা সত্য- এমন চিন্তা বা বিশ্বাস; স্বপ্নচারিতা। wishfully [উইশ্ফালি] (adverb)
- English Word wishy-washy Bengali definition [উইশিওঅশি America(n) উইশিওয়োশি] (adjective) (ঝোল, চা ইত্যাদি) পাতলা; হালকা; (ব্যক্তি বা তার কথাবার্তা) নির্জীব; নিষ্প্রাণ; এলোমেলো; ভাবপ্রবণ।
- English Word wisp Bengali definition [উইস্প্] (noun) [countable noun] ছোটো আঁটি; গুচ্ছ: a wisp of straw; a wisp of hair; ফিতা; কুণ্ডলী: a wisp of smoke. wispy (adjective) গুচ্ছের মতো; কুণ্ডলী বা ফিতার মতো; হালকা; নগণ্য।
- English Word wisteria Bengali definition [উইস্টিআরিআ] (noun) দেওয়ান প্রভৃতি বেয়ে ওঠা ফ্যাকাসে লাল বা সাদা ফুলের গুচ্ছবিশিষ্ট লতাগাছ।
- English Word wistful Bengali definition [উইস্ট্ফল্] (adjective) বিষণ্ণ ও ব্যাকুল; নামহীন অতৃপ্ত বাসনায় তাড়িত: wistful eyes; a wistful look. wistfully [উইস্ট্ফালি] (adverb) বিষণ্ণ ও ব্যাকুলভাবে; অতৃপ্ত বাসনায় তাড়িত হয়ে: look wistfully at something.
- English Word wit 1 Bengali definition [উইট্] (noun) (১) (singular বা' plural) বুদ্ধি; বোধশক্তি; মানসিক ক্ষিপ্রতা: He never loses his wistful wits in an emergency. at one’s wits end হতবুদ্ধি; হতভম্ব। out of one’s wits অত্যন্ত বিচলিত বা বিপর্যস্ত; বিভ্রান্ত; উন্মাদ; পাগল: You’ll drive me out of my wits if you go on behaving in this way. have a ready wit চট করে চাতুর্যপূর্ণ ও রসালো মন্তব্য করতে পারা। have/keep one’s wits about one কী ঘটছে তা চট করে বুঝতে পারা এবং সজাগ ও কর্মতৎপর হওয়া। live by one’s wits চতুর ও সর্বদা সৎ নয় এমন সব পন্থা অবলম্বন করে জীবিকা অর্জন করা; বুদ্ধি ভাঙিয়ে খাওয়া। (২) [uncountable noun] রসময় ও চাতুর্যপূর্ণ অভিব্যক্তি; রসিকতা; প্রাণময়তা; উচ্ছলতা: His conversation is full of wit. (৩) রসিক ব্যক্তি। witty (adjective) রসিক; রসালো: a witty remark; a witty person. wittily [উইট্ইলি] (adverb) witticism [উইটিসিজাম্] (noun) [countable noun] রসালো (ও চাতুর্যপূর্ণ) উক্তি। witless (adjective) নির্বোধ; বোকা।
- English Word wit 2 Bengali definition [উইট্] (verb) to wit (আইন সম্বন্ধীয়) যথা; অর্থাৎ।
- English Word witch Bengali definition [উইচ্] (noun) ডাইনি; (লাক্ষণিক) মোহিনী নারী। witch-craft (noun) ডাকিনিবিদ্যা। witch-doctor (noun) ডাকিনিবিদ্যা চর্চাকারী পুরুষ; ডাকিনিবিদ; উপজাতীয় জাদুকর (বিশেষত আদিবাসীদের মধ্যে)। witch-hunt (noun) (লাক্ষণিক) (বিশেষত ভিন্ন মতাবলম্বী ব্যক্তি বা ব্যক্তিদেরকে) খুঁজে বের করা ও নির্যাতন করা। witchery [উইচারি] (noun) [uncountable noun] (১) ডাকিনিবিদ্যা। (২) সম্মোহন; জাদু; মায়া। witching (adjective) মোহিনী; সম্মোহক; ডাকিনিসংশ্লিষ্ট: The witching hour of night, যে প্রহরে ডাইনিরা সক্রিয় হয়ে ওঠে; মধ্যরাত।
- English Word witch-elm, witch-hazel Bengali definition দ্রষ্টব্য wych.
- English Word with Bengali definition [উইদ্] (preposition(al)১ (‘have’ ক্রিয়াপদ-সহযোগে গঠিত বাক্যসমূহের সমার্থক) সহ; নিয়ে; কোনোকিছুর দ্বারা বিশিষ্ট: a chair with a broken arm; a boy with curly hair; a man with a bewildered look in his eyes; with your permission. with child (মহিলা) with young (প্রাণী), গর্ভবতী। (২) (কীসের দ্বারা পূর্ণ, আবৃত ইত্যাদি বোঝাতে): a jug filled with water His hands were covered with mud. (৩) (উপায় বা হাতিয়ার নির্দেশ করতে) write with a pen; cut something with a knife; see something with one s own eyes; do something with the help of a friend. (৪) (সঙ্গ, সাহচর্য বা সম্পর্ক বোঝাতে): live with one’s parents; spend an evening with an old friend; mix sugar with milk. in with সঙ্গে; সাহচর্যে; সংশ্রবে; মিশে: The boy’s in with the wrong crowd, বখাটে ছেলেদের পাল্লায় পড়েছে। (৫) (দ্বন্দ্ব বা বিরোধ বোঝাতে) : fight with somebody; argue with somebody; in competition with; at war with the Persians. fall out with, দ্রষ্টব্য fall 2 (১৪). have it out with somebody দ্রষ্টব্য have 4 (৯). (৬) (কারণ নির্দেশ করতে) কারণে: trembling with fear. Her face was wet with tears. (৭) (ভাব, ধারা যা প্রণালি বোঝাতে): do something with a light heart, হালকা মন নিয়ে/সহজভাবে কোনোকিছু করা; fight with courage, সাহসের সঙ্গে/সাহসীভাবে লড়াই করা; receive somebody with open arms, বাহু প্রসারিত করে/উষ্ণ বা আন্তরিকভাবে কাউকে গ্রহণ করা। (৮) একইভাবে বা একই দিকে; একই সময়ে: The shadow of the tower moved with the sun. With the approach of summer, the days begin to get longer. (৯) (পরিচর্যা, তত্ত্বাবধান, দায়িত্ব বা অধিকার নির্দেশ করতে): She left her child with her sister, বোনের হেফাজতে রেখে গেল; I have no money with me, আমার হাতে (অধিকারে) কোনো টাকা নেই; It rests with you to decide, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। (১০) বিষয়ে; সম্পর্কে; be patient with somebody, কারো বিষয়ে ধৈর্যশীল হওয়া; sympathize with somebody, কারো সম্পর্কে সহানুভূতিশীল হওয়া; Can’t we do anything with him, তার ব্যাপারে আমরা কি কিছু করতে পারি না? Away with him, ওকে বিদায় করো; ওকে নিয়ে যাও; Out with you, বেরিয়ে যাও; বিদায় হও। The first object with him (= তার প্রথম/প্রধান লক্ষ্য) is to get his own things done. (১১) (বিচ্ছেদ বা বিচ্ছিন্নতা নির্দেশ করতে): Can’t we dispense with formality, আনুষ্ঠানিকতা পরিহার করতে পারি না? He parted with me at the bus station, বাস স্টেশনে সে আমার থেকে আলাদা হয়ে গেল; She has broken with her best friend, তার সবচেয়ে আপন বন্ধুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। (১২) (মতৈক্য বা মিল নির্দেশ করতে) : Are you with me, তুমি কি আমার পক্ষে আছ? I am with you in fighting partisanship in any form. This blue does not go well this green, এই সবুজ রংটার সঙ্গে নীল রংটা মানায় না। be/get with it (অপশব্দ) যা জনপ্রিয় ও আধুনিক তার সম্পর্কে সচেতন হওয়া: (attributive(ly)) with it clothes, হালফ্যাশনের পোশাক। (১৩) সত্ত্বেও; With all his faults I still liked him.
- English Word withdraw Bengali definition [উইদড্রো] (verb transitive), (verb intransitive) (past tense drew [উইদ্ড্রু], past participle drawn [ড্রোন্]) (১) withdraw something/somebody (from) সরে যাওয়া; সরিয়ে নেওয়া; তুলে নেওয়া বা উঠিয়ে নেওয়া: withdraw money from a bank; withdraw a boy from school, স্কুল থেকে সরিয়ে নেওয়া; স্কুলে যেতে না দেওয়া। (২) (উক্তি, বিবৃতি, অভিযোগ, প্রস্তাব) ফিরিয়ে নেওয়া; প্রত্যাহার করা: The leader of the Opposition refused to withdraw the Statement. He agreed to withdraw the accusation. (৩) সরে আসা; সরিয়ে আনা: The general withdrew his troops from the advanced position. She withdrew from society. সামাজিক মেলামেশা বন্ধ করে দিন। withdrawal [উইদড্রোআল্] (noun) [uncountable noun] তুলে নেওয়া; প্রত্যাহার; অপসারণ; [countable noun] এর দৃষ্টান্ত। withdrawal symptom (মাদক ইত্যাদির মতো) কোনো নেশা থেকে ক্রমাগত বঞ্চিত হতে থাকলে যে শারীরিক বা মানসিক ক্রিয়া দেখা দেয়। withdrawn (adjective) (ব্যক্তি বা হাবভাব) নিজেকে গুটিয়ে নিয়েছে এমন; অমিশুক; আনমনা।
- English Word withe Bengali definition [উইথ], withy [উইদি] (noun(s)) আঁটি বাঁধার কাজে ব্যবহৃত উইলো বা উইলোজাতীয় গাছের শক্ত কিন্তু নমনীয় ডাল।
- English Word wither Bengali definition [উইদা(র্)] (verb transitive), (verb intransitive) (১) wither (something) up; wither (away) শুকিয়ে যাওয়া; শুকিয়ে ফেলা; বিবর্ণ হওয়া; বিবর্ণ করা; মরে যাওয়া: The hot summer withered (up) the leaves. My hopes withered (away), (লাক্ষণিক) আমার সব আশা শেষ হয়ে গেল। (২) (কাউকে) লজ্জা দেওয়া বা অপ্রস্তুত করে দেওয়া: She gave me a withering look. witheringly [উইদারিঙ্লি] (adverb)
- English Word withers Bengali definition [উইদাজ্] (noun) (plural) ঘোড়া ইত্যাদি প্রাণীর পিঠের দিকের সবচেয়ে উঁচু (অর্থাৎ কাঁধের হাড়ের মধ্যবর্তী) অংশ।
- English Word withhold Bengali definition [উইদহোল্ড্] (verb transitive) (past tense, past participle held [হেল্ড্]) withhold something (from) পিছনে টেনে রাখা; ধরে বা আটকিয়ে রাখা; ঠেকিয়ে রাখা; দিতে অস্বীকার করা: The court withheld its judgment. I shall not try to withhold the truth from you.