W পৃষ্ঠা ১৪
- English Word worthy Bengali definition [ওয়াদি্] (adjective) (worthier, worthiest) (১) worthy (of something/to be something) প্রাপণীয়: an issue worthy of our active attention, যে সমস্যা মনোযোগ দাবি করে; a feat worthy of applause, যে কৃতিত্ব প্রশংসার যোগ্য; nothing worthy to ponder on, ভাবার মতো প্রয়োজনীয় কিছু নেই; a member worthy to represent our cause, যে সদস্য প্রতিনিধিত্ব করার পূর্ণ গুণসম্পন্ন; a painting worthy to be collected, সংগ্রহের যোগ্য মূল্যবান চিত্রকর্ম; a hero worthy. of admiration, শ্রদ্ধা বা প্রশংসার দাবিদার নায়কোচিত পুরুষ। (২) গুণবান; গুণসম্পন্ন: a worthy gentleman, (অনেক সময়ে কিছুটা পৃষ্ঠপোষকতার ভঙ্গিতে); He is a worthy inclusion in the team (কখনো ব্যঙ্গরসাত্মক ভঙ্গিতে). The worthy part of his speech was that it was full of fury. This stipend is only for the worthy students, যারা সত্যিই লেখাপড়া করে, খাতায় নাম আছে এমন ছাত্রদের জন্য নয়। (noun) (১) স্বদেশে অথবা কোনো বিশেষকালে বরেণ্য ব্যক্তি: an Augustan worthy, অগাস্টাস যুগের বরেণ্য ব্যক্তি। nine worthies রোমক ইতিহাসের নয় জন বহুমান্য ব্যক্তি। (২) (হাস্য বা ব্যঙ্গাত্মক) যে ব্যক্তিকে আপাতভাবে গণ্যমান্য মনে হয়: Who’s the worthy sitting beside the PM? A lot of worthies in the team. worthily [ওয়াদইলি] (adverb) worthiness (noun)
- English Word would Bengali definition [ওউড্= strong form; ওআড্, আড্= weak forms] (modal verb) (সংক্ষেপ ‘d [ড] নঞর্থক would not সংক্ষেপ wouldn’t [ওউড্ন্ট্]) (১) will - এর স্থলে অতীতকালে ব্যবহৃত: He said he would be here at ৪ o’clock. She asked me if I’d give her a lift home. They told me that they probably wouldn’t come. (২) (ক) কোনো কাল্পনিক (imagined) বিবরণ বোঝাতে: She’d look better with shorter hair. If you went to see him, he would be delighted. Hurry up! It would be a pity to miss the beginning of the play. She’d be a fool to accept it (অর্থাৎ যদি সে গ্রহণ করত). (খ) পূর্ব কোনো ঘটনা বা ক্রিয়া ঘটে যাওয়া সাপেক্ষে নতুন কোনো ঘটনা বা ক্রিয়ার বিবরণে ব্যবহৃত: If I had seen the advertisement in time I would have applied for the job. They would never have met if she hadn’t gone to Emma’s party. (৩) কোনো উদ্দেশ্য বা ফলাফল বোঝাতে so that/in order that- এর পরে ব্যবহৃত: She burned the letters so that her husband would never read them. (৪) কারো ইচ্ছানুযায়ী কোনো ঘটনা সংঘটিত হওয়ার জন্য wish- এর পরে ব্যবহৃত: I wish you’d be quiet for a minute. He wishes (that) she would leave him. (৫) কোনো ব্যক্তি বা বস্তু দ্বারা কোনোকিছু সংঘটিত হতে না-চাইলে: She wouldn’t go to the dentist, even though she was in considerable pain. My car wouldn’t start this morning. (৬) (ক) বিনীত অনুরোধ প্রকাশে: Would you mind paying me in cash, please? Would you open the door for me, please? (খ) কোনো বিনীত প্রস্তাব ও নিমন্ত্রণ প্রদানে: Would you like a sandwich? Would you have dinner with me on Friday? (৭) কোনোকিছুর প্রতি অনুরাগ, অভিরুচি, পছন্দ, ঘৃণা, গুরুত্ব ইত্যাদি বোঝাতে like, love, hate, prefer, be glad/happy প্রভৃতির সঙ্গে would ব্যবহৃত হয়: I’d love a coffee. I’d hate you. to think I was criticizing you. I’d be only too glad to help. Where would you like to sit? (৮) কোনো অনিশ্চিত-অনির্দিষ্ট মতামত ব্যক্তকরণে imagine, say, think ইত্যাদির সঙ্গে would যুক্ত হয়: I would imagine the journey will take about an hour. I’d say he was about fifty. (৯) অতীতকালের কোনো পুনরাবৃত্ত ঘটনা, অভ্যাস ইত্যাদির বিবরণ বোঝাতে: When my parents were away, my grandmother would look after me. He’d always be the first to offer to help. (১০) কারো আচরণ বা কোনোকিছুর চারিত্র্য প্রকাশে: ‘She said it was your fault’ ‘Well, she'would say that, wouldn’t she? She’s never liked me’. It would rain (অর্থাৎ বৃষ্টি হলে কী অদ্ভুত আবহাওয়া হবে!) on our wedding day! would-be (adjective) (attributive(ly) ভবিষ্যতে বিশেষ কিছু হতে পারে এমন কোনো ব্যক্তি বা বস্তুর সম্ভাবনা; হবু; প্রত্যাশিত; সম্ভাবিত; সম্ভাবনাময়; প্রতিশ্রুতিশীল: a would-be artist/model/author.
- English Word wound 1 Bengali definition [ঊন্ড্] (noun) [countable noun] (১) বিশেষত আক্রান্ত হওয়ার ফলে শরীরের কোনো অংশে গুলি, কেটে যাওয়া বা হতে যাওয়ার আঘাত বা ক্ষত; (দুর্ঘটনার ক্ষেত্রে সাধারণ injury শব্দটি ব্যবহৃত হয়): a sword wound; a bullet wound; Her fingers were bleeding out of a knife wound. (২) গাছপালার উপর এমন আঘাত যাতে গাছের ছাল বা বাকল তুলে নেওয়া হয়। (৩) কোনো ব্যক্তির অনুভূতির প্রতি আঘাত: a wound to his ego; a wound to his fame. (verb transitive) আঘাত করা বা দেওয়া: 40 people were wounded as police lathi-charged the mob. He felt wounded at t re loss of seniority.
- English Word wound 2 Bengali definition [ওয়াউনড্] = wind 2 - এর past tense ও past participle
- English Word wove, woven Bengali definition [ওউভ, ওউভ্ন্] দ্রষ্টব্য weave.
- English Word wow 1 Bengali definition [ওয়াউ] (noun) (অপশব্দ) অপ্রত্যাশিত সাফল্য। (interjection) বিস্ময় বা সমাদর প্রকাশসূচক।
- English Word wow 2 Bengali definition [ওয়াউ] (noun) [uncountable noun] মোটরের ঘূর্ণন অথবা গতির ওঠানামার জন্য কোনো ডিস্ক বা টেপ থেকে পুনঃপ্রচারের সময়ে শব্দ উৎসারণের বৈচিত্র্য বা তারতম্য।
- English Word wrack Bengali definition [র্যাক্] (noun) [uncountable noun] (১) তীরে নিক্ষিপ্ত সমুদ্রজাত গুল্ম বা শৈবাল। (২) দ্রষ্টব্য rack.
- English Word wraith Bengali definition [রেইথ্] (noun) কোনো ব্যক্তির মৃত্যুর অব্যবহিত আগে বা পরে দৃষ্ট তার ছায়ামূর্তি।
- English Word wrangle Bengali definition [র্যাংগ্ল্] (verb intransitive) wrangle (with somebody) (about/over something) উচ্চৈঃস্বরে ও প্রবল কলহপ্রবণ কোনো তর্কাতর্কিতে অংশ নেওয়া। (noun) এ ধরনের কোনো কোলাহলময় বিবাদ। wrangler (noun) (প্রধানত উচ্চকণ্ঠে) কলহধারী; কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতশাস্ত্রে প্রথম শ্রেণির সম্মানসহ স্নাতক উপাধিধারী ছাত্র। wrangling (adjective) উচ্চৈঃস্বরে কলহবিবাদ করে এমন।
- English Word wrap Bengali definition [র্যাপ্] (verb transitive), (verb intransitive) (wrapped or wrapt, wrapping, wraps) (১) wrap (up) (in something) কোনোকিছু ঢেকে ফেলা বা গুটিয়ে ফেলা: Wrap your throat with a scarf. wrap this packet up in a decent manner. Wrap oneself in a blanket. The book was wrapped in a beautiful sheet of paper. It’s chilling cold outside, you must wrap yourself up properly, বাইরে ভীষণ ঠাণ্ডা; অতএব ওভারকোট বা চাদর দিয়ে সারাশরীর মুড়ে নেওয়া উচিত; His speech was so wrapped up in cross references and ambiguities, নানা জটিল বিষয়ের উল্লেখ ও বহু অর্থসূচক শব্দে আবরিত বক্তৃতা। wrap something up (অপশব্দ) কোনোকিছু চুকিয়ে ফেলা:I have wrapped up the relationship. The discussion of a joint venture was ultimately wrapped up. (২) wrap something round something কোনো বস্তুকে অন্যকিছু দিয়ে জড়ানো বা মোড়া: Wrap the glassware round and round. Wrap this post with coloured paper. (৩) be wrapped up in (ক) কোনোকিছু অবারিত; বিজড়িত বা অন্তর্ভুক্ত হওয়া; (লাক্ষণিক) সংগোপনে রক্ষিত হওয়া: Their relationship is still wrapped up in mystery. (খ) অত্যন্ত গভীরভাবে নিবিষ্ট: He is wrapped up in his experiment. (গ) গভীরভাবে অনুরাগী বা মনোযোগী: She is wrap up in her gardening, উদ্যানকর্মে অবিরত ও অক্লান্তভাবে মনোযোগী ও ব্যস্ত। □ (noun) ব্যক্তি বা বস্তুর রক্ষাকারী বহিরাবরণ ( যেমন চাদর, শাল, আলোয়ান; কম্বল প্রভৃতি); (ব্যবসায়িক সূত্রে প্রযুক্ত) বাইরের মোড়ক। keep something under wraps বিষয়টি গোপন রাখা। take off the wraps প্রদর্শনীর জন্য সাধারণ্যে স্থাপন করা (কোনো নতুন মেশিন, শিল্পদ্রব্য প্রভৃতি)। wrapper (noun) (১) বই কাগজপত্র সাময়িকী ইত্যাদি কোথাও পৌঁছাতে বিতরণ বা ডাকে পাঠাতে ব্যবহৃত খাম বা মোড়ক। (২) যা কিছু দিয়ে অন্য দ্রব্য মোড়া বা জড়ানো হয়। (৩) স্ত্রীলোকের ঢিলা বহির্বাসবিশেষ। (৪) শাল; আলোয়ান; চাদর। wrapping (noun) (১) [countable noun] প্যাকিং করা বা মোড়ার জন্য ব্যবহৃত বস্তু; the wrappings of a China vase. (২) [uncountable noun] প্যাকিংয়ের জন্য ব্যবহার্য পদার্থ: We enough pings so that everythings inside remains intact. wrapping paper (noun) দ্রব্যসামগ্রী মোড়ার জন্য মোটা/শোভন আকারের কাগজ (সাধারণত বড় প্যাকেট শক্তভাবে মুড়তে অথবা উপহার সামগ্রী সুশোভন ভাবে ঢাকতে ব্যবহৃত হয়)।
- English Word wrath Bengali definition [রথ্ America(n) র্যাথ্] (noun) [uncountable noun] (সাহিত্যে) তীব্র ক্রোধ; ভয়ানক রোষ। wrathful [রথ্ফল্] (adjective) wrathfully [রথ্ফা্লি] (adverb)
- English Word wreak Bengali definition [রীক্] (verb transitive) wreak something (on somebody) (সাহিত্যে) প্রতিশোধ বা প্রতিহিংসার প্রকাশ ঘটানো বা তা কার্যকর করা; The scene became grave as he wreaked his fury upon his enemy; wreak vengeance upon/on, কারো উপর প্রতিহিংসা গ্রহণ করা।
- English Word wreathe Bengali definition [রীদ্] (verb transitive), (verb intransitive) (১) জড়ানো বা বেষ্টন করা: wreathed with garlands; the table wreathed with flowers, a packet wreathed with red ribbon; a care wreathed with warm affection. (২) (reflexive) itself round গোটানো: The creeper wreathes around the tree. (৩) wreathe something into মালা গাঁথা; to wreathe a garland.৪ (ধোঁয়া, কুয়াশা) পাক খাওয়া; ঘুরে ঘুরে উপরে ওঠা।
- English Word wreck Bengali definition [রেক্] (noun) (১) [uncountable noun] (বিশেষ ঝঞ্ঝায় পতিত জাহাজের ক্ষেত্রে) ধ্বংস বা বিনাশ: Only five persons survived out of the wreck of the ship, (লাক্ষণিক) the wreck of my fortunes. [countable noun] এ ধরনের ধ্বংস বা বিনাশকরণ: The cyclone has left its marks of wrecks on a vast area. (২) [countable noun] যে জাহাজ ঝঞ্ঝাতাড়িত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছে: The Swiss family found enough of provisions from the wreck. (৩) [countable noun] ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত ভবন, যানবাহন প্রভৃতি; যে ব্যক্তির ভয়ানক স্বাস্থ্যহানি হয়েছে; The earthquake turned the big building into a useless wreck.The car clashed itself into a bad wreck. I found him physically a wreck. □ (verb transitive) বিধ্বংস হওয়া: Robinson’s ship wrecked near an island. wreckage [রেকিজ্] (noun) [uncountable noun] ধ্বংসপ্রাপ্ত বিষয় আশ্রয়; ছিন্নভিন্ন অংশসমূহ: The wreckage of the ship was salvaged. wrecker (noun) (ক) যে ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত জাহাজ বা তার অন্তঃহিত উদ্ধারের কাজে নিয়োজিত থাকেন। (খ) (যুক্তরাষ্ট্রে) পুরনো ভবন বা অট্টালিকা ভেঙে ফেলার জন্য নিযুক্ত ব্যক্তি। house 1 ভুক্তিতে দ্রষ্টব্য housebreaker। (গ) (ইতিহাসে) যে ব্যক্তি অসৎ উদ্দেশ্যে আলো প্রদর্শন করে কোন জাহাজ বিনাশের কারণ ঘটায় ও জাহাজের সম্পদ লুণ্ঠন করে।
- English Word wren Bengali definition [রেন্] (noun) ক্ষুদ্রাকৃতি গায়ক পাখিবিশেষ।
- English Word wrench Bengali definition [রেনচ্] (noun) [countable noun] (১) আকস্মিক ও তীব্র মোচড় বা টান: He tore the cable with a wrench. He gave his elbow a wrench, আকস্মিকভাবে মচকে গেছে। (২) বিচ্ছেদ বা দূরবাসী হওয়ার জন্য দুঃখজনিত বেদনা: His mother’s death was a terrible wrench. (৩) নাটবোলটু পেরেক স্ক্রু প্রভৃতি মোচড় দিয়ে খোলা বা আটকানোর যন্ত্র। (verb transitive)১ প্রচণ্ড মোচড় বা টান দেওয়া: wrench something from somebody; wrench something out of his hand; Luckily she could wrench herself from the robber. (২) আহত করা (দেহের কোনো অংশ) মোচড় দিয়ে বা মচকে দিয়ে বা মচকে গিয়ে: The ankle was wrenched.
- English Word wrest Bengali definition [রেস্ট্] (verb transitive) (১) wrest something from/out of কোনোকিছু জোরপূর্বক নিয়ে যাওয়া; wrest a packet from somebody; wrest the belongings away from one’s hands. (২) wrest something from প্রচেষ্টার মারফত অর্জন করা: wrest a secret from somebody; wrest a satisfactory harvest in a bad weather.
- English Word wrestle Bengali definition [রেস্ল্] (verb intransitive) (১) wrestle (with somebody) কুস্তিতে অংশ নেওয়া; মল্লযুদ্ধ করা। (২) (লাক্ষণিক) কোনো সমস্যা; জটিল প্রশ্ন; হৃদয়ঘটিত জটিলতা, বিবেকের পীড়ন প্রভৃতির সঙ্গে মানসিক টানাপোড়েন: wrestle with a problem/matters of heart /conscience. (৩) কঠোর শ্রমসহকারে চেষ্টা করা বা অগ্রসর হওয়া। (noun) মল্লযুদ্ধ; কুস্তি; প্রবল প্রচেষ্টা বা সংগ্রাম।
- English Word wrestler Bengali definition [রেস্লা(র্)] (noun) কুস্তিগির।
- English Word wretch Bengali definition [রেচ্] (noun) (১) ভাগ্যপ্রপীড়িত বা দুর্দশাগ্রস্ত বা হতভাগা ব্যক্তি; বেচারা। (২) জঘন্য নীচ ব্যক্তি। (৩) (হালকাভাবে বা সমাদরে) বদমায়েশ।
- English Word wretched Bengali definition [রেচিড্] (adjective) (১) শোচনীয়; হতভাগ্য; দুর্গত: He has fallen into wretched life, the wretched conditions appal me. His helplessness made me wretched also. (২) দুর্দশাগ্রস্ত: the toppled wretched huts. (৩) খারাপ; বিশ্রী: wretched company, বিরক্তিকর, কষ্টকর সাহচর্য; wretched weather, প্রতিকূল আবহাওয়া; wretched breakfast, বাজে প্রাতরাশ। (৪) অভিযোগের সুরে; আতিশয্যের কারণে: the wretched jubilation of his followers. wretchedly (adverb) wretchedness (noun)
- English Word wrick, rick Bengali definition [রিক্] (verb transitive) ঈষৎ মোচড়ানো বা মচকে দেওয়া; wrick a muscle. He often wricked my wrist. (noun) চটকা ব্যথা: I had a wrick on the waist.
- English Word wriggle Bengali definition [রিগ্ল্] (verb intransitive), (verb transitive) (১) দ্রুত ও ঈষৎ মোচড়ের সাহায্যে নড়াচড়া করা; মোচড়ানোর ভঙ্গিতে চলা বা অগ্রসর হওয়া: The cockroach was wriggling as it was put upside down. The wounded snake tried to wriggle till it could move no more. The earthworm wriggled into its hole. It was very difficult to - out of the tense situation, পরিস্থিতি এমন প্রতিকূল ছিল যে অত্যন্ত ধৈর্য ও কষ্টে বেরোতে হয়েছে; The hunters wriggled through the thick bushes. (লাক্ষণিক) As his beloved entered the room he felt a little wriggle, একটু অপ্রস্তুত অবস্থায় পড়া বা অস্বস্তিতে ভোগা; কাচুমাচু করা; He just wriggled out of our company then, কৌশল বা ছলনার সাহায্যে আমাদের সঙ্গ পরিহার করা। (২) মোচড়ের ভঙ্গিতে অর্থাৎ ধীরগতিতে চলা: wriggle one’s toes, অনুরূপ ভঙ্গিতে কোনোকিছু থেকে নিস্তার লাভ করা: wriggle oneself free, কোনোকিছু দিয়ে শরীরের যে বাঁধন ছিল তা থেকে মুক্ত হওয়া; wriggle one’s way out. (noun) ইতস্তত মোচড়ানি; মোচড়ানোর ভঙ্গিতে চলন বা অগ্রসরণ।
- English Word wriggler Bengali definition [রিগালা(র্)] (noun) যে ব্যক্তি বা প্রাণী মোচড়ানোর ভঙ্গিতে চলে; (লাক্ষণিক) যে ব্যক্তি সন্দেহজনক বা দ্ব্যর্থক ভঙ্গিতে কথাবার্তা বলে; মশকের শূক।
- English Word wright Bengali definition [রাইট্] (noun) (যৌগশব্দ ছাড়া ব্যবহার বিরল) প্রস্ততকারক; নির্মাতা; লেখক: ship wright;wheel wright; play wright.
- English Word wring Bengali definition [রিঙ্] (verb transitive) (past tense, past participle wrung [রাঙ্]) (১) মোচড়ানো; ঘোরানো; পাকানো: wring a door lock; wring a branch off a tree, গাছের ডাল ভাঙার জন্য; wring a person’s hand, সাদরে চেপে ধরা; wring one’s hands (দুঃখ বা শোকাবহ অবস্থা বোঝাতে) দুই হাত একসঙ্গে মোচড়ানো। (২) wring something out; wring something out of/from something জোরে মোচড়ানো; নিংড়ানো: wring out wet clothes; wring out the juice from the sugarcanes; wring out the hidden truth from somebody, (লাক্ষণিক) কাউকে নানাভাবে প্রশ্ন করে চাপ সৃষ্টি করে কথা আদায় করা। wringing wet (পোশাক) এমন ভিজা যে পরিহিত অবস্থায় নিংড়ালেও জল বের হয়। (noun) [countable noun] মোচড়; নিংড়ানি: Give it/her another wring, আবার মোচড় দেওয়া; পুনরায় প্ররোচিতকরণ বা চাপসৃষ্টিকরণ।
- English Word wrinkle Bengali definition [রিংক্ল্] (noun) চামড়ার ক্ষুদ্র কুক্ষিত রেখা বা ভাঁজ; (সাধারণত বার্ধক্যজনিত) কোনোকিছুর উপকার ভাঁজ বা বলি; Wrinkles won’t allow you to conceal your age; wrinkles on the forehead. Bring a piece of cloth without a wrinkle. (verb transitive), (verb intransitive) wrinkle (up) কুঞ্চিত করা বা হওয়া; ভাঁজ ফেলা বা পড়া; বলিচিহ্নিত করা বা হওয়া: wrinkled with age. She wrinkled up at the proposal, বিস্মিত বা কুণ্ঠিত হওয়া। wrinkled (adjective) কুঞ্চিত; ভাঁজপড়া; বলিচিহ্নিত। wrinkly [রিংক্লি] (adverb)
- English Word wrist Bengali definition [রিস্ট্] (noun) কবজি; মণিবন্ধ; He had a wound on the wrist. wrist-band (noun) শার্ট বা চুড়িহাতা জামার হাতার সঙ্গে যে পুরু পটিওয়ালা অংশ কবজির সঙ্গে আঁটা থাকে। wrist-let (noun) মণিবন্ধে পরিধেয় অলংকার। wrist-watch (noun) হাতঘড়ি।
- English Word writ Bengali definition [রিট্] (noun) (১) আদালত বা যথাযথ কর্তৃপক্ষ ঘোষিত বা প্রচারিত বিধান বা আদেশ: a writ petition, অনুরূপ আদেশপ্রদানের জন্য আবেদনপত্র। (২) Holy Writ বাইবেল। (৩) (অপ্র.) লিখন। (adjective) (কাব্যে) দৃষ্ট; প্রকাশিত: Deep sorrows writ on her face, serve a writ on, আজ্ঞালেখ বা পরওয়ানা জারি করা; writ of enquiry, তদন্ত করানোর জন্য সরকারি আদেশপত্র।