W পৃষ্ঠা ১৫
- English Word write Bengali definition [রাইট্] (verb transitive), (verb intransitive) (past tense wrote [রোট্] past participle written [রিট্ন্]) (১) লেখা; কোনো কাগজ বা পৃষ্ঠার উপর অপর বা অন্যান্য প্রতীকের সাহায্যে কলম, পেনসিল ইত্যাদি দিয়ে কোনোকিছু লেখা: He does not know to write. write a letter to your friend. Do not write anything in the margin. (২) শব্দের সাহায্যে কোনোকিছু লেখা; write one’s address; write an application; write in long hand. (৩) write something down (ক) শব্দসহযোগে কোনোকিছু লেখা; Write down the details of your experience. write down the names of the members. (খ) (সচরাচর প্রচলন- mark down) কোনো বস্তু বা বিষয়ের সাধারণ বা প্রচলিত দাম বা মূল্য কমিয়ে দেওয়া আনা: If you buy a dozen I shall write down the prices. write somebody down as: I would write him down as a coward. write in for something কোনোকিছুর জন্য লিখে আবেদন জানানো। write off (for something) ডাকমারফত অর্ডার দেওয়া: write off another set of the books. write something off (ক) কোনোকিছু দ্রুত বা সহজে বানানো বা তৈরি করা: write off the minutes of the meeting. (খ) বাতিল করা; কোনোকিছুকে আর গণ্য বলে বিবেচনা না-করা: write off the old debts. US has written off a 2 M dollars loan. He has totally written off the machine, এতই ব্যবহারের অযোগ্য যে যন্ত্রটিকে বাতিল বস্তু বলে গণ্য করা। এই সূত্রেই write off: The quake-stricken factory was a complete write off; (লাক্ষণিক) I have written you off as my friend, কোনো বন্ধুর সঙ্গে সম্পর্কহীনতার অবস্থা। write something out কোনোকিছুর সবটুকু লেখা: write out an account of the event. write something up (ক) কোনোকিছুকে একেবারে চলতি অবস্থায় নিয়ে আসা; সম্পূর্ণ করা: write up one’s diary; write up the details of the schedule. (খ) বিষয় সম্পত্তির মূল্য অনেক বেশি করে দেখানো । (গ) বিবরণ দান করা (বিস্তারিতভাবে): She wrote up the ceremony to be printed later on. (ঘ) প্রশংসাসূচক বর্ণনা করা: A good reviewer has written up about the painting exhibition. এই সূত্রেই; write-up (noun) কোনো বিষয় সম্বন্ধে লিখিত বিবরণী। (৪) গ্রন্থ রচনা করা; পুস্তক রচনা করা; নাটক প্রবন্ধ প্রভৃতি রচনা করা; প্রকাশনার জন্য কোনোকিছু রচনা করা: He writes beautiful short-stories. Are you writing anything for the special issue? Here, you cannot write with a full freedom. (৫) কাউকে চিঠি লেখা এবং তা পাঠানো: He writes to me quite regularly. I have not written to him since May. (৬) (সাধারণত passive) স্পষ্ট ছাপ থাকা: She had grief written on her face. written (অপিচ writ) large অত্যন্ত দৃষ্টিগ্রোহারূপে স্পষ্ট। over write কোনো অক্ষর বা শব্দের উপর পুনরায় লেখা বা কাটাকুটি করা।
- English Word writer Bengali definition [রাইটা(র্)] (noun) (১) যে ব্যক্তি লেখে বা লিখেছে: the writer of this note. writer’s cramp লেখকের হাতের মাংসপেশিতে খিল ধরা; যাতে লিখতে অসুবিধা হয়। (২) লেখক; ঔপন্যাসিক; কথাসাহিত্যিক: contemporary writers, সমসাময়িক লেখকবৃন্দ৩ (ছোট ব্রিটেনে) সরকারি অফিসের কেরানি; অফিসে কর্মরত নৌবাহিনীর কর্মচারী।
- English Word writhe Bengali definition [রাইদ্] (verb intransitive) ব্যথা বা যন্ত্রণায় মোচড়ানো বা পাক খাওয়া: The patient was writhing in pain, (লাক্ষণিক) মানসিক যন্ত্রণা ভোগ করা: writhing in repentence.
- English Word writing Bengali definition [রাইটিং] (noun) (১) [uncountable noun] লিখন; লিখনকর্ম; I am in no mood of writing a letter; hand writing, হাতের লেখা; writing materials, লেখার সরঞ্জাম; writing-desk, লেখার টেবিল writing case, লেখার সাজসরঞ্জাম রাখার ছোট বাষ্পবিশেষ; writing ink, লেখার কালি; writingpaper, লেখার উপযোগী মসৃণ কাগজ। (২) (plural) সাহিত্যকর্ম: the writings of Rabindranath. (singular) Contemporary Bengali writing, সমসাময়িক বাংলা সাহিত্যকর্ম।
- English Word written Bengali definition [রিট্ন্] দ্রষ্টব্য write.
- English Word wrong Bengali definition [রং America(n) রোঙ্] (adjective) (right শব্দের বিপরীতার্থক) (১) অনৈতিক; অন্যায়: It’s wrong to be cruel to the animals. It’s wrong on your part to stand on his way. (২) ভুল; অঠিক; অযৌক্তিক: Most of your speculations proved to be wrong. Number will be deducted for wrong answers. You took a wrong way so it took longer to reach. You made a wrong choice. Do not mix up with wrong kinds of things. This is the wrong side of the painting, উলটোদিক; সঠিক দিক নয়। wrong side out বাইরের দিকে ভুলভাবে স্থাপিত। be caught on the wrong foot অপ্রস্তুত অবস্থায় ধরাপড়া। get out of bed on the wrong side দিনের আরম্ভেই রুক্ষমেজাজ দেখানোর ক্ষেত্রে বলা হয়। get hold of the wrong end of the stick কোনো বিষয়ে পুরো ভ্রান্ত ধারণা পোষণ করা। in the wrong box অস্বস্তিকর বা বিব্রতকর অবস্থায়। on the wrong side of fifty পঞ্চাশ বছরের বেশি বয়স্ক। wrong- headed (adjective) অসভ্য ও একগুঁয়ে। wrong-headedly (adverb) বিপর্যস্ত; বিকল; ভাঙা অবস্থায়: something wrong in the power-supply system; something wrong in the cardiac functions. What’s wrong with that? (কথ্য) সবই তো সঠিক ও নিয়মমাফিক আছে; অসুবিধা কী? □ (adverb) (সাধারণত শব্দ বা বাক্যের শেষে প্রযুক্ত): Speak wrong; You have chosen him wrong; প্রতিতুলনীয়: wrongly chosen. get something wrong ভুলভাবে হিসাব করা বা ভুল বোঝা। go wrong (ক) অধিক পথ বা রাস্তা দিয়ে চলা। (গ) (কথ্য) (যন্ত্রপাতির ক্ষেত্রে) বিকল। □ (noun) (১) [uncountable noun] যা কিছু অনৈতিক; অনৈতিক কাজ: the difference between right and wrong. You have to pay for the wrong. You are doing now wrong. Two wrongs only magnifiy the ill. wrong doer (noun) যিনি অনৈতিক কাজ করেন বা ক্ষতি করেন। wrong doing (noun) [uncountable noun] ভুল কাজ; অনৈতিক কর্ম; পাপ; অপরাধ। (২) [uncountable noun] অবিচার; অন্যায়: [countable noun] অনুরূপ অন্যায় আচরণের উদাহরণ: do wrong to somebody; you’ve done her wrong, তার প্রতি অন্যায় আচরণ করা হয়েছে: I cannot count the wrongs I have suffered. (৩) in the wrong কোনো ভ্রান্তির জন্য দায়ী এমন অবস্থান গ্রহণ; কোন বিবাদ ও বিরোধের উৎস বা দায়: I could not understand that I was in the wrong, ভুলটা যে আমার তা বুঝতে পারিনি; They planned to put me in the wrong, দোষটা আমার ঘাড়ে চাপানোর ফন্দি এঁটেছিল। □ (verb transitive) অন্যায় আচরণ করা: Othello wrong ed gravely as he killed Desdemona. Wronged by fortune, she now cries for help. wrongful [ফল্] (adjective) অবিচারমূলক; অন্যায়; অবৈধ: wrongful disinheritance of property, সম্পত্তির উত্তরাধিকার থেকে অন্যায়ভাবে বঞ্চিত করা। wrong fully [রংফা্লি] (adverb) অনৈতিকভাবে; অন্যায়ভাবে: He was wrong fully involved in the matter, তাকে অন্যায়ভাবে বিষয়টির সঙ্গে জড়ানো হয়েছে। wrong minded ভ্রমাত্মক ধারণাযুক্ত। wrong timed সময়োপযোগী নয়।
- English Word wrote Bengali definition [রোট্] দ্রষ্টব্য write.
- English Word wrought Bengali definition [রোট্] = work 2 এর past tense, past participle. (১) আঘাত করে বা চাপ দিয়ে সঠিক আকৃতিতে নিয়ে আসা সম্বন্ধে: wrought iron. (২) (প্রাচীন প্রয়োগ ও সাহিত্যে) on/upon somebody/something কাউকে/কোনো বস্তুকে উত্তেজিত বা উৎসাহিত করা হয়েছে: Repeated misfortunes upon her temperament. wrought up (adjective) খুবই উত্তেজিত বা আবেগতাড়িত।
- English Word wrung Bengali definition [রাং] (noun) = wring.
- English Word wry Bengali definition [রাই] (adjective) (wrier, wriest) মোচড়ানো; বিকৃত: make a wry face, বিরক্তি বা হতাশার প্রকাশ বোঝাতে; a wry smile, কষ্ট করে হাসা যা হতাশার ইঙ্গিতবহ। wryly (adverb) wry mouthed বাঁকানো মুখ। wryneck ব্যাধিজনিত গ্রীবার অনমনীয়তা। wryness (noun)
- English Word wych- Bengali definition (অপিচ wich wych, witch wych [উইশ্]) গাছের নামের আগে ব্যবহৃত উপসর্গ: wychelm; wychazel.