• Bengali Word win English definition [উইন্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle won [ওআন্‌]) ১ কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিরলস প্রচেষ্টা দ্বারা অর্জন করা; জিতে নেওয়া; (যুদ্ধ, প্রতিযোগিতা ইত্যাদিতে) জেতা: win a race/a battle/a war; win a scholarship; win friendship; win fame. Our side won. He won Tk 50,000 at a lottery.
    Our side won. He won Tk 50,000 at a lottery. win the day/the field বিজয়ী হওয়া। win free/clear/out/through নিজের পথ করে নেওয়া; চেষ্টা করে (কঠিন অবস্থা ইত্যাদি থেকে) নিজেকে মুক্ত করা। win hands down (কথ্য) অনায়াসে সাফল্য পাওয়া। winning-post (noun) প্রতিযোগিতার সমাপ্তিরেখা চিহ্নিত করার খুঁটি। (২) win somebody over (to something) (কম প্রচলিত) win somebody to do something যুক্তি দ্বারা (কাউকে) স্বমতে বা স্বপথে নিয়ে আসা; (কারো) আনুকূল্য পাওয়া: I was able to win him over to my view. (৩) পরিশ্রম করে পৌঁছানো: win the shore, তীরে পৌঁছানো।  (noun) [countable noun] খেলা, প্রতিযোগিতা ইত্যাদিতে সাফল্য; বিজয়; He has had six successive wins in tennis this summer. winner (noun) জয়লাভকারী ব্যক্তি, বস্তু বা প্রাণী; বিজয়ী। winning (adjective) বিজয়ী; জয়সূচক: the win point; the win horse. (২) বুঝিয়ে স্বমতে বা স্বপথে আনতে পারে এমন; আস্থা ও বন্ধুতা অর্জন করে কিংবা আস্থা ও বন্ধুতার উদ্রেক করে এমন: a win smile. winnings [উইনিঙজ্‌] (noun) (plural) বাজি ধরা; জুয়া খেলা প্রভৃতিতে জিতে নেওয়া অর্থ।