• Bengali Word have 4 English definition [উচ্চারণের জন্য (have 2) দ্রষ্টব্য] non-anom verb ১ (খাবার বা পানীয় হিসেবে) গ্রহণ করা; পাওয়া: There was nothing to be had, পাওয়ার কিছুই ছিল না; Did you have breakfast? What shall we have for lunch?
    Let me have a look. Do you ever have dreams? তুমি কি কখনো স্বপ্ন দেখ? (৩) অভিজ্ঞতা লাভ করা; সহ্য করা বা ভোগ করা: I didn’t have much difficulty. Did you have a pleasant trip? Let him/them have it, (অপশব্দ) ঠেলা বুঝুক; উচিত শাস্তি পাক। have had it (অপশব্দ) কপাল মন্দ হওয়া; ভেস্তে যাওয়া: Here come the police- well, we’ve had it! (৪) have something done কোনোকিছু করানো: I must have my shirt ironed. (৫) have somebody do something কাউকে দিয়ে কোনোকিছু করাতে চাওয়া; What would you have me do? আমাকে কী করতে বলো? Have to do with, দ্রষ্টব্য do 2 (১৪). (৬) have something done কোনোকিছুর অভিজ্ঞতা হওয়া বা কোনোকিছু ভোগ করা: I had my pocket picked পকেট মারা গিয়েছিল। (৭) (কথ্য) (ক) ঠকানো; প্রতারণা করা: Don’t let him have you, দেখো, সে যেন তোমাকে না ঠকায়। (খ) হারিয়ে দেওয়া: You had me there! হারিয়ে দিয়েছিলে। (৮) (it ও একটি clause-সহ) প্রকাশ করা; (অভিমত ইত্যাদি) পোষণ করা: Rumour has it (=গুজব আছে) that the President is going to dissolve the Parliament. She will have it (জোর দিয়ে বলছে) that our calculations are wrong. (৯) (adverbial particle ও preps -সহ বিবিধ ব্যবহার): have something back কোনোকিছু ফিরে পাওয়া: You shall have it back (= তোমাকে ফেরত দেওয়া হবে) next week. have somebody down কাউকে অতিথি হিসেবে আপ্যায়ন করা; l’m having Mr and Mrs Khan down for a few days. have somebody in কাউকে ঘরে আনা: We shall be having the repairing men in next month, সামনের মাসে বাসা মেরামতের লোকেরা আসবে। have something in ঘরে কোনোকিছু থাকা: Do we have enough rice for the rains? have it off/away (নিষিদ্ধ অপশব্দ) কারো সঙ্গে যৌনসম্ভোগ করা। have somebody on কাউকে ধোঁকা দেওয়া। have something on (ক) পরে থাকা: He had nothing on, তার পায়ে কিছু ছিল না। (খ) কাজ থাকা: I have nothing on this evening, আজ সন্ধ্যায় আমার কোনো কাজ নেই। have something out কোনোকিছু তোলানো: have a tooth out, দাঁত তোলানো। have one’s sleep out আপনা থেকে জেগে না-ওঠা পর্যন্ত ঘুমানো; পূর্ণ নিদ্রা দেওয়া: Let him have his sleep out. Have it out with somebody কারো সঙ্গে (কোনো ব্যাপারে) বোঝাপড়া করা। have somebody over/round নিজ ঘরে কাউকে অতিথি হিসেবে পাওয়া; We had Mr. and Mrs. Samad for dinner last night.have somebody up (ক) কাউকে অতিথি হিসেবে অভ্যর্থনা করা। (খ) (সাধারণত passive) (কথ্য) কাউকে হাকিমের সামনে বা আদালতে হাজির করানো: He was up for disobeying the traffic signal.