W পৃষ্ঠা ৮
- English Word whip-poor-will Bengali definition [উইপ পুআ উইল 'America(n) হুইপ পার উইল্] (noun) আমেরিকার ছোট পাখি, এই পাখি (রাতে বা সন্ধ্যায়) নিজের নামের অনুরূপ ধ্বনি করে ডাকে।
- English Word whipper-in Bengali definition [উইপারইন America (n) হুইপারইন] দ্রষ্টব্য whip 1 (২).
- English Word whipper-snapper Bengali definition [উইপার স্ন্যাপা(র্) America(n) হুইপার] (noun) অনধিকারচর্চা করা ও ভারিক্কি চালে চলা তুচ্ছ অপরিণত বয়স্ক ব্যক্তির অভ্যাস।
- English Word whippet Bengali definition [উইপিট্ America(n) হুইপিট্] (noun) দৌড়ের জন্য ব্যবহৃত (গ্রেহাউন্ডসদৃশ) কুকুরবিশেষ।
- English Word whir Bengali definition [ওআ(র) America(n) হোআ(র)]= whirr.
- English Word whirl Bengali definition [ওআল America(n) হোআল] (verb transitive), (verb intransitive) (১) ঘুরপাক খাওয়া; দ্রুত পাক খেয়ে-খেয়ে ঘোরা বা ঘোরানো; দ্রুত আবর্তিত হওয়া বা আবর্তিত করা: The dead leaves were whirling about in the wind. The dancer whirled round the room. (২) দ্রুতবেগে চলে যাওয়া বা সরে যাওয়া; দ্রুতগতিতে সরিয়ে নেওয়া: The telegraph poles whirled past us as the train gathered speed. She was whirled away in her brother’s new sports-car. (৩) (মাথা ইত্যাদি) ঘোরা; তালগোল পাকিয়ে যাওয়া; বিভ্রান্ত বোধ করা: His head whirled. □ (noun) (কেবল singular) (১) আবর্তন; ঘূর্ণন; ঘূর্ণি: a whirl of dust. My brain was in a whirl, (লাক্ষণিক) আমার মাথা ঘুরছিল অর্থাৎ বিভ্রান্ত বোধ করছিলাম। (২) একটার পর একটা কাজ; কর্মব্যস্ততা: The whirl of modern life in a big city. (৩) (যৌগশব্দ) whirlpool (noun) জলঘূর্ণি; ঘূর্ণিস্রোত। whirlwind (noun) ঘূর্ণিবায়ু। sow the wind and read the whirl wind (প্রবাদ) পাপের শাস্তি ভোগ করা।
- English Word whirligig Bengali definition [ওআলিগিগ্ America(n) হোআলিগিগ্] (noun) (১) এক ধরনের লাটিম। (২) ঘূর্ণন; আবর্তন: The whirligig of time, সময়ের আবর্তন (সময়ের সঙ্গে ভাগ্যের বিবর্তন ইঙ্গিত করে)I
- English Word whirr Bengali definition [ওআ(র্) America(n) হোআ(র্)] (noun) (শুধু singular) দ্রুত সঞ্চলনরত ডানা বা দ্রুতবেগে ঘোরা চাকার মতো দ্রুত ঘূর্ণন বা সঞ্চলনজনিত (বোঁ-বোঁ বা শোঁ-শোঁ) শব্দ: The whirr of an aircraft’s propellers. (Verb intransitive) এরকম শব্দ করা: A bird whirred past.
- English Word whisk Bengali definition [উইস্ক্ America(n) হুইস্ক্] (noun) (১) (কাপড়চোপড় ইত্যাদি থেকে) ধুলাবালি ঝেড়ে ফেলার ছোট ঝাড়ু বা ব্রাশ। (fly-) whisk মাছি তাড়াতে চুলের তৈরি ঝাড়ু। (২) ডিম, মাখন ইত্যাদি একসঙ্গে ঘুঁটানোর জন্য তার পেঁচিয়ে তৈরি উপকরণবিশেষ। (৩) (মশামাছি তাড়ানোর জন্য লেজের সঞ্চালনের মতো) হালকা ঝাঁটানে গতি; আলতোভাবে দেওয়া ঝাঁট। □ (verb transitive), (verb intransitive) (১) whisk somebody/something off/away দ্রুত ও আলতোভাবে ঝাঁটানো: whisk the flies off. (২) শূন্যের ভিতর দিয়ে দ্রুতবেগে চালানো বা ঝাঁটানো: The cow whisked her tail. (৩) (কাউকে) দ্রুত বা অকস্মাৎ (চোখের বাইরে) নিয়ে যাওয়া: The police whisked him off to prison. (৪)= whip 2 (২): whisk eggs and butter.
- English Word whisker Bengali definition [উইসকা(র্) America(n) হুইসকা(র্)] (noun) (১) whiskers জুলফি; গোঁফ। (২) ইঁদুর, বিড়াল ইত্যাদির গোঁফ। cat’s whiskers (অপশব্দ) চমৎকার জিনিস; চমৎকার লোক: Nobody thinks he’s the cat’s whiskers, কেউ তাকে বড় কিছু মনে করে না। whiskered (adjective) গোঁফ বা জুলফি আছে এমন; গুঁফো।
- English Word whiskey Bengali definition [উইস্কি America(n) হুইস্কি] (noun) whisky -এর আইরিশ ও আমেরিকান বানান।
- English Word whisky Bengali definition [উইস্কি America(n) হুইস্কি] (noun) (British/Britain ও কানাডায় প্রচলিত বানান) [countable noun, uncountable noun] কড়া মদবিশেষ; পানীয় হিসেবে গ্লাসে ঢেলে দেওয়া এই মদ: Two whiskies, please.
- English Word whisper Bengali definition [উইস্পা America(n) হুইস্পা] (verb intransitive), (verb transitive) (১) whisper to ফিসফিস করে বলা; whisper something to somebody. whispering-gallery যে গ্যালারিতে শব্দনিয়ন্ত্রণ ব্যবহার বিশিষ্টতার কারণে এক প্রান্তে সৃষ্ট ধ্বনি বহু দূরে অন্যপ্রান্তে শোনা যায়। (২) একান্তে বা গোপনে বলা; (বিশেষত গুজব, অপবাদ) রটনা করা: It is being whispered that he’s lost his job. whispering campaign জনে জনে কুৎসা রটিয়ে কারো বিরুদ্ধে সুপরিকল্পিত আক্রমণ পরিচালনা করা; অপপ্রচারাভিযান। (৩) (গাছের পাতা, বাতাস) মর্মরধ্বনি করা: The wind was whispering in the trees. □ (noun) (১) ফিসফিসানি: They were talking in whispers, ফিসফিসিয়ে কথা বলছিল। (২) ফিসফিসিয়ে করা মন্তব্য; গোপনে ফিসফিসিয়ে বলা কথা; গুজব; অপবাদ; অপপ্রচার: whispers are going round that they are secretly married. whisperer (noun)
- English Word whist Bengali definition [উইস্ট্ America(n) হুইস্ট্] (noun) তাস খেলাবিশেষ। whist-drive (noun) একসঙ্গে অনেকে জুড়ি বেঁধে ভিন্ন ভিন্ন টেবিলে বসে তাস খেলা, এতে প্রতিটি পালা বা দানের পর কতিপয় খেলোয়াড় স্থানবদল করে পাশের টেবিলে গিয়ে বসে।
- English Word whistle Bengali definition [উইস্ল্ America(n) হুইস্ল্] (noun) (১) (অকম্পিত) শিসধ্বনি; সিটি বা হুইস্ল্; বাঁশি, কোনো-কোনো পাখির সুরেলা ধ্বনি (যেমন শ্যামার গান): The whistle of a steam-engine. whistle-stop (noun) (America(n)) (রাজনীতিবিদের) নির্বাচনী সফরকালে সংক্ষিপ্ত যাত্রাবিরতি: a whistle-stop tour. (২) যে যন্ত্রের সাহায্যে এরকম শিসধ্বনি সৃষ্টি করা হয়; হুইসল, বাঁশি: The referee’s whistle. (৩) wet one’s whistle (অপশব্দ) (কিঞ্চিৎ) মদপান করা; গলা ভিজিয়ে নেওয়া। □ (verb intransitive), (verb transitive) (১) শিসধ্বনি করা; হুইস্ল্ বা বাঁশি বাজানো; শিস দেওয়া; The engine whistled before reaching the level-crossing. The wind whistled through the chink in the wall. whistle for something বৃথাই চাওয়া বা প্রত্যাশা করা: I owe my sister a few bucks, but she can whistle for it, তার ফেরত চাওয়া বৃথা, আমি তাকে ফেরত দিতে যাচ্ছি না। (২) শিস দিয়ে গাওয়া: whistle a tune. whistle down the wind কোনোকিছু ছেড়ে দেওয়া; পরিত্যাগ করা। whistle in the dark নিজের ভয় কাটাতে কিছু করা। (৩) whistle (up) শিস দিয়ে সংকেত জানানো: He whistled his dog back. (৪) শাঁ করে ছুটে যাওয়া: The bullets whistled past my ears.
- English Word whit Bengali definition [উইট্ America(n) হুইট্] (noun) not a whit; no whit বিন্দুমাত্র না; একটু না: There’s not a whit of truth in what he says. I don’t care a whit.
- English Word Whit 2 Bengali definition [উইট্ America(n) হুইট্] (noun) দ্রষ্টব্য Whitsun.
- English Word white 1 Bengali definition [ওআইট্ America(n) হোআইট্] (adjective) (১) তুষারবর্ণ; সাদা: His hair has turned white. Her face went white, তার মুখ সাদা (= ফ্যাকাসে) হয়ে গেল। bleed (somebody/something) white (লাক্ষণিক) (কারো, কোনোকিছুর) বিত্ত, শক্তি, সামর্থ্য ইত্যাদি নিঃশেষে শোষণ করা। (২) (বিশেষ ব্যবহার, যৌগশব্দ) whitealloy সস্তা নকল রূপা। whiteant (noun) উই। whitebait (noun) [uncountable noun] বেশ কিছু জাতের মাছের পোনা যা ভেজে খাওয়া হয়। whitebear (noun) মেরুভল্লুক। white-caps (noun) (plural) ফেনিল সমুদ্রতরঙ্গ। white-collar (adjective) কায়িক নয় এমন শ্রমের প্রতীক হিসেবে ব্যবহৃত, মাথার কাজ: white-collar jobs, বাবুকাজ। দ্রষ্টব্য blue 2 (৭) শিরোনামে blue-collar. whitecoffee দুধমেশানো কফি। white elephant/ensign/ feather উল্লিখিত noun ত্রয় দ্রষ্টব্য । whiteflag আত্মসমর্পণের প্রতীক। whiteheat যে প্রচণ্ড তাপে ধাতু সাদা হয়ে যায়; শ্বেততাপ; (লাক্ষণিক) তীব্র আবেগ। এর থেকে, white-hot (adjective) শ্বেততপ্ত; তীব্র আবেগময়। the White House ওয়াশিংটন ডিসিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন; (এর থেকে) যুক্তরাষ্ট্র সরকার বা তার অনুসৃত নীতি। whitelead রঙে ব্যবহৃত সিসকার্বোনেটের বিষাক্ত যৌগিক। whitelie (বিশেষত ভদ্রতার খাতিরে বলা) নির্দোষ মিথ্যা কথা। white-lipped (adjective) ভয়ে ঠোঁট শুকিয়ে বা সাদা হয়ে গেছে এমন। white-livered (adjective) কাপুরুষ; কাপুরুষোচিত। white magic, দ্রষ্টব্য magic. whiteman/woman শ্বেতাঙ্গ পুরুষ/নারী। whitemeat পোষা হাঁসমুরগি, বাছুর বা শূকরের মাংস। whitemetal নকল রূপা। whitepaper (British/Britain) তথ্য দেওয়ার জন্য প্রকাশিত সরকারি প্রতিবেদন বা রিপোর্ট; শ্বেতপত্র। whited sepulcher যিনি আপাতদৃষ্টিতে ন্যায়পরায়ণ হলেও কার্যত অসৎ। white slave যে মেয়ে পতিতাবৃত্তি গ্রহণে বাধ্য হয়, বিশেষত যে মেয়েকে চাকরির প্রলোভনে বিদেশে পাচার করা হয়: the white-slave traffic. whitethorn (noun) হথর্নগাছ (hawthorn). whitetie পুরুষদের পূর্ণাঙ্গ সান্ধ্যকালীন পোশাকের সঙ্গে পরা গলবন্ধনী বা টাই; পূর্ণাঙ্গ সান্ধ্যকালীন পোশাক (-এর সংক্ষেপ)। whitewash (noun) [uncountable noun] (১) চুনকামের গোলা;(লাক্ষণিক) দোষ ঢাকার উপায়। (২) ক্রিকেটে প্রতিপ্রক্ষকে সব ম্যাচেই হারানো। □ (verb transitive) চুনকাম করা; (লাক্ষণিক) দোষ ঢাকার চেষ্টা করা।
- English Word white 2 Bengali definition [ওআইট্ America(n) হোআইট্] (noun) (১) [uncountable noun] সাদা রং; Bushra was dressed in white. (২) [countable noun] শ্বেতাঙ্গ ব্যক্তি। 6 [countable noun, uncountable noun] ডিমের সাদা অংশ: take the white of an egg; add a little more white of egg. (৪) [uncountable noun] চোখের সাদা অংশ: I could see the whites of their eyes, তাদের চোখের সাদাটাও দেখতে পাচ্ছিলাম, অর্থাৎ তারা খুব কাছে ছিল, কাছে এসে গিয়েছিল। whiteness (noun) [ওআইট্ন্ America(n) হোআইট্ন্] (verb transitive), (verb intransitive) সাদা করা, সাদা হওয়া।
- English Word Whitehall Bengali definition [ওয়াইটহোল্ America(n) হোয়াইটহোল্] (noun) লন্ডনের যে রাস্তায় সরকারি দফতরসমূহ অবস্থিত; লন্ডনের সরকারি অফিসপাড়া; (এর থেকে) ব্রিটিশ সরকার বা তার অনুসৃত নীতি।
- English Word whitening Bengali definition [ওআইটনিঙ্ America(n) হোআইটনিঙ্] (noun) [uncountable noun]= whitning 2.
- English Word whither Bengali definition [উইদা(র্) America(n) হুইদা(র্)] (adverb) (প্রাচীন প্রয়োগ) কোন জায়গায়, কোথায়; (প্রচলিত ব্যবহার, আলংকারিক অর্থ বা সাংবাদিকতায়) সম্ভাব্য ভবিষ্যৎ কী: Whither Bangladesh বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের (সম্ভাব্য) ভবিষ্যৎ কী? whithersoever (adverb)(প্রাচীন প্রয়োগ) যেকোনো স্থানে হোক না কেন; যেখানেই হোক।
- English Word whiting 1 Bengali definition [ওআইটিঙ্ America(n) হোআইটিঙ্] (noun) (plural অপরিবর্তিত) খাদ্য হিসেবে ব্যবহৃত কিছু কিছু ছোট সামুদ্রিক মাছ।
- English Word whiting 2 Bengali definition [ওআইটিঙ্ America(n) হোআইটিঙ্] (noun) [uncountable noun] চুনকাম ও রূপা ইত্যাদি পালিশে ব্যবহৃত সাদাকে বা চা-খড়ির গুঁড়া।
- English Word whitlow Bengali definition [উইট্লো America(n) হুইট্লো] (noun) হাত বা পায়ের আঙুলের বিশেষত নখের কাছাকাছি ফুসকুড়িবিশেষ; আঙুলহাড়া।
- English Word Whitsun Bengali definition [উইট্স্ন্ America(n) হুইট্স্ন্] (noun) (বিকল্প নাম 'Whit Sunday') খ্রিষ্টীয় পর্ববিশেষ; ইস্টারের পরের ৭ম রবিবার। Whitsuntide [উইট্স্ন্টাইড্] (noun) উপর্যুক্ত পর্ব ও তার পরবর্তী সপ্তাহ।
- English Word whittle Bengali definition [উইট্ল্ America(n) হুইট্ল্] (verb transitive), (verb intransitive) (১) whittle (something) away চেঁছে ফেলা; (লাক্ষণিক) হ্রাস করা; কমানো। whittle (away) at something চাঁছা: whittle at a piece of wood. whittle something down চেঁছে ছোট করা; (লাক্ষণিক) পরিমাণ কমানো: The management has decided to whittle down the salaries of the workers. (২) চেঁছে তৈরি করা: He whittled a branch into an axe handle.
- English Word whiz Bengali definition [উইজ America(n) হুইজ ] (verb intransitive), (noun) [uncountable noun] শাঁ শব্দ (করা): The arrow whizzed past.
- English Word whizzkid Bengali definition [উইজ্কিড্ America(n) হুইজ্কিড্] (noun) (অপশব্দ) উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন বুদ্ধিদীপ্ত তরুণ; যে দ্রুত সাফল্য পায়।
- English Word who Bengali definition [হু] (interrogative) (Pronoun) কর্তা হিসেবে এবং শুধু ব্যক্তি সম্বন্ধে ব্যবহৃত, কর্মরূপ' whom [হুম্] (১) কে বা কারা Who is that gentleman? Who spilled the milk? (know) who’s who লোকজন সম্বন্ধে ওয়াকিবহাল থাকা। (২) (আনুষ্ঠানিক ও সাহিত্যরীতিতে whom ব্যবহৃত হয়, কিন্তু সাধারণ কথ্যরীতিতে whom-এর স্থলে who বসে) কাকে বা কাদেরকে: Who did you vote for? For whom did you vote? (relative) (pronoun) (১) (difining বা restrictive clause সম্বন্ধে) দ্রষ্টব্য that 3 যেটি কখনো কখনো who- এর পরিবর্তে বসে) যে, যারা: This is the man who; These are the men who spoke for you. (there + to be এই ছকের পরে relative pronoun হিসেবে who উহ্য থাকতে পারে): There is somebody at the door (who) wants to speak to you. (২) (preposition(al)- এর পরে না-হলে প্রায়ই whom- এর স্থলে that বসে; preposition(al)টি শেষে বসানো যেতে পারে এবং whom - এর বদলে that বসতে পারে) যাকে, যাদেরকে, যার, যাদের: That is the man (whom) I met in Rajshahi last year. That is the man about whom I told you. That’s the man (that) I told you about. (৩) (non-defining clause-সমূহে: এসব ক্ষেত্রে বদলি হিসেবে that ব্যবহার করা যাবে না; clause টি কমা বেষ্টিত হবে): My brother, who once hated nationalism, has now become an ardent nationalist. My sister, whom you met the other day, is married to a journalist. (৪) (independent relative) whom the gods love die young দেবতারা যাদের ভালোবাসে, তারা অকালে ঝরে যায় (whom= যাদের তারা)