• Bengali Word floor 1 English definition [ফ্লো(র্)] (noun) ১ মেঝে; গৃহতল।
    wipe the floor with somebody (মারামারিতে,তর্কে) কাউকে ধরাশায়ী করা; নাস্তানাবুদ করা: floorboard (noun) মেঝেতে কাঠের আস্তরণ দেওয়ার জন্য তক্তা। floor show ক্যাবারের বিনোদন । (২) (বাড়ির) তল; তলা; তবক। ground floor (British/Britain) নিচের তলা। first floor (British/Britain) দোতলা; (America(n)) নিচের তলা। sceomd/third etc floor (British/Britain) তেতলা/চারতলা ইত্যাদি; America(n) দোতলা/তেতলা ইত্যাদি। get in on the ground floor, দ্রষ্টব্য ground 1 (১০)। floorwalker (noun) (America(n)) = shop-walker. (৩) সাগর, গুহা ইত্যাদির তলদেশ। (৪) the floor সংসদ ভবন, কংগ্রেস প্রভৃতির মিলনায়তনের অংশবিশেষ, যেখানে সদস্যরা বসেন। cross the floor বিতর্কসভায় বিরুদ্ধ দলে যোগ দেওয়া। take the floor (বিতর্কে) বক্তব্য উপস্থাপন করা বা বক্তৃতা দেওয়া। (৫) (ceiling–এর বিপরীত) মূল্য ইত্যাদির নিম্নতম সীমা। flooring [noun] [uncountable noun] মেঝে নির্মাণের উপাদান, যেমন বোর্ড ইত্যাদি।