• Bengali Word fall 2 English definition [ফো্ল্] (verb intransitive) (past tense fell, past participle fallen)
    fall on one’s feet (লাক্ষণিক) সৌভাগ্যবান হওয়া; সফলভাবে বিপদ কাটিয়ে ওঠা। fall short (ক্ষেপণাস্ত্র) বেশিদূর না-যাওয়া। fall short of কম হওয়া; অপেক্ষাকৃত নিম্নমানের হওয়া: His work fell short of our expectations. falling star উল্কা। (২) fall (down/over) ভূপতিত হওয়া; ধ্বংসপ্রাপ্ত হওয়া; নিহত হওয়া: He fell in battle. পতন ঘটা বা শেষ হওয়া: All the wickets fell before lunch. fall flat (লাক্ষণিক) ঈপ্সিত ফললাভে ব্যর্থ হওয়া: All his attempts fell that. fall flat on one’s face উপুড় হয়ে পড়া। fall over oneself জবুথবু হওয়ার ফলে বা অতি ব্যস্ততার ফলে পড়ে যাওয়া; (লাক্ষণিক) অতিশয় ব্যগ্র হওয়া। the fallen যুদ্ধে নিহত ব্যক্তিবর্গ। (৩) fall down ঝুলে পড়া। (৪) কমে যাওয়া; হ্রাস পাওয়া; নিস্তেজ হওয়া। (৫) fall (into) শ্রেণিভুক্ত হওয়া; বিশেষ অবস্থায় পৌঁছা: Nations fall into two categories, the rich and the poor. to fall asleep ঘুমিয়ে পড়া: to fall into poverty, দরিদ্রদশায় পৌঁছা বা গরিব হয়ে পড়া। fall in love (with) (কারো) প্রেমে পড়া। fall out of love (with) (কারো) প্রেমে থেকে বিচ্যুত হওয়া। (৬) fall (upon) নেমে আসা: Darkness fell upon the spot, জায়গাটিতে অন্ধকার নেমে এল অর্থাৎ অন্ধকার হয়ে গেল; Silliness fell upon everything, সবকিছু নীরব হয়ে গেল; Fear fell upon him, সে ভীত হয়ে পড়ল। (৭) (প্রাচীন প্রয়োগ) পাপ করা; অন্যায়ের কাছে নতিস্বীকার করা। fallen woman (প্রাচীন প্রয়োগ) বিয়ের আগে সতীত্বহানি হয়েছে এমন মহিলা (তুলনীয় পতিতা)। (৮) (নগর, দুর্গ ইত্যাদির) পতন ঘটা বা শত্রুকবলিত হওয়া। (৯) fall on (কিছুর উপর) পড়া: My eye suddenly fell on the picture. The light fell on her face. (১০) fall on/upon/to ঘটনাচক্রে বা অনিবার্যভাবে (কারো উপর) এসে পড়া: The blame fell upon me, আমার উপর দোষ এসে পড়ল। (১১) ঢালু হওয়া: Riverbeds fall towards the sea. (১২) সংঘটিত বা অনুষ্ঠিত হওয়া: My birthday will fall on Sunday. (১৩) উচ্চারিত হওয়া: Not a word fell from his lips, তার মুখ থেকে কোনো কথা বের হলো না। (১৪) বিশেষ প্রয়োগ: fall about (laughing/with taughter) (কথ্য) হাসতে-হাসতে গড়িয়ে পড়া; হাসিতে ফেটে পড়া। fall among somebody কারো সঙ্গে জড়িয়ে পড়া: to fall among evil companions. fall away ত্যাগ করে চলে যাওয়া: All his friends fell away; অদৃশ্য হওয়া; Differences of opinions soon fell away. fall back পশ্চাদপসরণ করা; পিছু হটা। fall back on something শেষ অবলম্বন হিসেবে রাখা। fall behind (with something) পিছনে পড়ে থাকা; পিছিয়ে পড়া। fall down (on something) (কথ্য) কোনো কাজে বা প্রত্যাশায় ব্যর্থ হওয়া। fall for something/somebody (কথ্য) কারো বা কিছুর মায়া বা আকর্ষণে মুগ্ধ হওয়া। fall in (ক) ভেঙে পড়া; (খ) (সামরিক) কুচকাওয়াজের জন্য সারি বেঁধে দাঁড়ানো; (গ) মেয়াদোত্তীর্ণ হওয়া। fall in with somebody/something সাক্ষাৎ পাওয়া; সম্মত হওয়া। fall into line (with somebody/something) একমত হওয়া; গ্রহণ করা (কোনো কর্মপদ্ধতি ইত্যাদি)। fall off ক্ষুদ্রতর হওয়া; কম হওয়া; Sale proceeds fell off last year. fall on something/somebody আক্রমণ করা; ঝাঁপিয়ে পড়া। fall out (ক) (সামরিক) লাইন ত্যাগ করে সরে যাওয়া; (খ) ঘটা: It so fell out that he could not manage time; (গ) পরিত্যাগ করা: the fall out rate of students. fall out (with somebody) (কারো সঙ্গে) কলহ করা। fall out (noun) [uncountable noun] নিউক্লীয় বিস্ফোরণের পর বায়ুমণ্ডলে সঞ্চারিত তেজস্ক্রিয় ধূলিরাশি। fall through ব্যর্থ হওয়া: The plan fell through. fall to কোনো কিছু করতে শুরু করা। fall under something শ্রেণিভুক্ত হওয়া; আওতাভুক্ত হওয়া: The total expenditure falls under two major heads.