• Bengali Word wind 1 English definition [উইন্‌ড্‌] (noun) ১ [countable noun, uncountable noun] (প্রায়ই the wind; মাত্রা বা শক্তি নির্দেশ করতে much little ইত্যাদি সহযোগে এবং ধরন, দিক প্রভৃতি নির্দেশ করতে indefinite article - সহযোগে বা বহুবচনে ব্যবহৃত হয়) বাতাস; হাওয়া: a west wind, পশ্চিমা বাতাস; The wind is rising, হাওয়া উঠছে/জোরদার হচ্ছে।
    fling/throw caution/prudence, etc to the winds সাবধানতা, বিচক্ষণতা ইত্যাদি হাওয়ায় ছুড়ে দেওয়া, অর্থাৎ সাবধানতা ইত্যাদির পরোয়া না-করা; বেপরোয়া হয়ে ওঠা। get/have the wind up (অপশব্দ) ভয় পাওয়া; আতঙ্কিত হয়ে পড়া। raise the wind (অপশব্দ) প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা। put the wind up somebody (অপশব্দ) কাউকে ভয় পাইয়ে দেওয়া। see/find out how the wind blows কী ঘটতে পারে, লোকজন কী ভাবছে খোঁজ নিয়ে দেখা বা বুঝে দেখা। sail close/near to the wind, দ্রষ্টব্য sail 2 (১). take the wind out of somebody’s sails আগেভাগে কোনোকিছু করে বা বলে কাউকে তা করা বা বলা থেকে বিরত করা; আকস্মিকভাবে কারো সুবিধা কেড়ে নেওয়া। There is/was something in the wind গোপনে কিছু একটা করা হচ্ছে/হচ্ছিল, গোপনে কোনো ফন্দি আঁটা হচ্ছে/হচ্ছিল। (২) (plural) চতুর্দিকে; চারধারে; The house stood on a hilltop, exposed to the four winds of heaven, চতুর্দিক থেকে প্রবাহিত বাতাস…; My papers were blown to the four winds, চতুর্দিকে উড়ে গেল/ছড়িয়ে গেল। (৩) [uncountable noun] দৌড়ের জন্য বা একটানা কোনোকিছু করার জন্য প্রয়োজনীয় শ্বাস; দম: He soon lost his wind, দম ফুরিয়ে গেল; I stopped to get back my wind, দম ফিরে পেতে থামলাম। get one’s second wind একবার দম ফুরিয়ে যাওয়ার পর আবার তা ফিরে পাওয়া; (লাক্ষণিক) কোনো কাজের জন্য নতুন করে শক্তি সংগ্রহ করা। sound in wind and limp শারীরিক দিক থেকে চমৎকার অবস্থাসম্পন্ন। (৪) [uncountable noun] হাওয়ায় ভেসে থাকা/ভেসে আসা গন্ধ; (লাক্ষণিক) আভাস। get wind of কোনোকিছুর গুজব শোনা; কোনোকিছুর আভাস পাওয়া। (৫) [uncountable noun] শূন্যগর্ভ কথা; ফাঁকা বুলি: Our politicians are all wind, কেবলই ফাঁকা বুলি আওড়ায়। (৬) [uncountable noun] পেটে সঞ্চারিত বায়ু বা গ্যাস: The body is suffering from wind, পেটে গ্যাস হয়েছে। break wind বাতকর্ম করা; পাদা। (৭) the wind অর্কেস্ট্রায় ব্যবহৃত বায়ুচালিত বা ফুঁ দিয়ে বাজানো বাদ্যযন্ত্রসমূহ। (৮) ( যৌগশব্দ) windbag (noun) (কথ্য) বাকসর্বস্ব ব্যক্তি; বাজে বকিয়ে। windbreak (noun) বাতাসের বেগ সামলানোর জন্য দেওয়া বেড়া, গাছের সারি প্রভৃতি। wind-cheater (America(n)= windbreaker) বাতাসের বেগ থেকে ঊর্ধ্বাঙ্গ রক্ষার জন্য আঁটো জামা। windfall (noun) [countable noun] (ক) বাতাসে গাছ থেকে পড়া ফল। (খ) অপ্রত্যাশিতভাবে পাওয়া সুফলবিশেষ; অর্থপ্রাপ্তি। wind-flower (noun) তারাফুল। wind-gauge (noun) বাতাসের বেগ মাপার যন্ত্র। wind instrument (noun) বায়ুচালিত বাদ্যযন্ত্র (যেমন অরগ্যান, বাঁশি প্রভৃতি)। wind mill (noun) বায়ুপ্রবাহ দ্বারা চালিত বলে; বাতচক্র। fight/tilt at wind mills (Cervantes কৃত Don Quixote এর গল্প থেকে) কল্পিত শত্রুর সঙ্গে লড়াই করা; কল্পিত অন্যায় বা অবিচারের প্রতিবিধানের চেষ্টা করা। wind-pipe (noun) শ্বাসনালি। wind screen (America(n)= wind shield) (noun) মোটরগাড়ি প্রভৃতির সামনের কাচের পরদা। wind-screen-wiper (noun) wipe শিরোনামে wiper দ্রষ্টব্য। wind-sock (noun) বাতাসের গতি নির্দেশের জন্য খুঁটির উপর ওড়ানো আস্তিনের মতো চটের লম্বা হাতা (বিমানবন্দরে যেমন দেখা যায়)। windswept (adjective) ঝঞ্ঝাপীড়িত: a wind-swept hillside. wind-tunnel (noun) বিমানপোতের উপর বায়ুপ্রবাহের প্রতিক্রিয়া পর্যবেক্ষণের জন্য যে সুড়ঙ্গসদৃশ কাঠামোর ভিতর দিয়ে (নিয়ন্ত্রিত বেগে) বায়ু প্রবাহিত করা হয়; বায়ুসুড়ঙ্গ। windless (adjective) বায়ুহীন: a wind less day. wind ward [উইন্‌ড্ওআড্‌] (noun), (adjective) যেদিক থেকে বায়ু প্রবাহিত হয় সেই দিক, সেইদিকে মুখ করা। windy (adjective) (১) ঝটিকাপূর্ণ; ঝড়ো: windy weather. (২) বাকসর্বস্ব, দ্রষ্টব্য উপরে ৫। (৩) (অপশব্দ) ভীত; শঙ্কিত। windily [উইন্‌ড্ইলি] (adverb) windiness (noun)