W পৃষ্ঠা ৭
- English Word what Bengali definition [ওএট্ America(n) হোঅট্] (adjective) (১) (interrogative) (কোনো অনির্দিষ্ট সংখ্যা থেকে বেছে নিতে বলার জন্য করা প্রশ্ন, দ্রষ্টব্য' which) কী: What novels did you read in your last year at school? স্কুলে পড়ার শেষ বছরে কী কী উপন্যাস পড়েছ? What time is it? What colour do you want? কোন রং(টা) চাও? (২) (বিস্ময়সূচক) What a man! What a lovely day! (৩) যে/যা.… তা, যেসব...সেসব, যতটা… ততটা, যতগুলো… ততগুলো: Give me what books (= যে যে/যেসব বই) you have on the subject; What little (= যতটুকু) he said on regional politics was full of insight; What few friends (= যে কয়জন বন্ধু) I had here have forsaken me. □ (pronoun) (interrogative) কোন জিনিসটা/কোন জিনিসগুলো: What happened, কী হয়েছিল/ঘটেছিল? What is he, সে কী করে? what...for কী/কিসের জন্য, কী উদ্দেশ্যে: what is this money for? এই টাকা দিয়ে কী হবে/এই টাকা কিসের জন্য? What did you do that for? (কথ্য) কীজন্য এ কাজ করেছ? what-for (noun) [uncountable noun] (কথ্য) শাস্তি: give somebody what-for. what like বর্ণনা, খুঁটিনাটি বিবরণ দিয়ে ইত্যাদি চেয়ে কীসের মতো; কী রকম; কেমন: What’s our new neighbour like? আমাদের নতুন প্রতিবেশী কেমন (দেখতে কেমন, পোশাক-আশাক কেমন, কথাবার্তা কেমন, কী করে ইত্যাদি)? what if যদি (তাই/এমনই) হয়, তাহলে (কী হবে): what if the humor is true, গুজবটি যদি সত্যিই হয়, তাহলে (কী হবে)? what though (সাহিত্য) যদি হয়ই তাতেই বা কী: What though we are abandoned by friends, we two have each other still. what about/of (ক) খবর কী: what about your new project? তোমাদের নতুন প্রকল্পের খবর কী? (খ) about 3 (৪), of (১০). what of it (অথবা, আধুনিক কথ্য) so what মানলাম, কিন্তু তাতে হয়েছে কী? and what not (এবং) এমন আরো কত কী। and/or what have you (এবং) আরো অনেককিছু আছে: Then there are laundry bills and bills for electricity and gas and what have you. whatnot (noun) নামহীন বস্তু; ছোটখাটো গয়না ও অন্যান্য টুকিটাকি জিনিস রাখার জন্য খোলা তাকওয়ালা ছোট আলমারি বা শেলফ। I know what আমি একটা উপায় বলে দিতে পারি; আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। I/I’ll tell you what কী করতে হবে বলছি শোন; উপায় বলছি শোনো। know what’s what সাধারণ জ্ঞান বা কাণ্ডজ্ঞান থাকা; কোনটা কী, কীসের থেকে কী হয় তা জানা; দুনিয়ার হালচাল বোঝা। what-d’you-call him/ what her/ what it/ what them [ওএট্ জু কোল ইম/ওএট্আ(র)/ওএট্ইট/ওএট্দাম]; what’s what his/ what her/ what its/ what their-name মনে পড়ছে না এমন নামের বিকল্প হিসেবে ব্যবহৃত; কী যেন নাম... □ (relative) (pronoun) যে, যা: What I saw was terrible, যা দেখলাম তা ভয়ঙ্কর; Do what you think is right, তোমার যা ভালো মনে হয়, তাই কর; What the country needs is honest leadership what with...and (what with) বিভিন্ন কারণে: What with one thing and another... অনেক কিছুর ফলে নানা কারণে; What with overwork and (what with) worry he fell ill, অতিরিক্ত পরিশ্রমের ফলে বল আর দুশ্চিন্তার ফলেই বল সে অসুস্থ হয়ে পড়ল; একে অতি পরিশ্রম, তার উপর দুশ্চিন্তা, কাজেই (অর্থাৎ এ দুরের ফলেই) সে অসুস্থ হয়ে পড়ল।
- English Word whatever Bengali definition [ওঅটএভা(র্) America(n) হোওঅটএভা(র্)] (adjective) (১) (জোর দেওয়ার প্রয়োজনে 'what' এর স্থলে) যেকোনো প্রকার হোক না কেন; যা-ই হোক না কেন: Whatever nonsense he invents, his wife readily believes it, সে মাথামুণ্ডু যা-ই বানিয়ে বলুক না কেন…, Take whatever measures. you consider best, ভালো মনে করো এমন যেকোনো (প্রকার) ব্যবস্থা তুমি গ্রহণ করতে পারো। (২) (নেতিবাচক পরিপ্রেক্ষিতে নেতিবাচকতার উপর জোর দিতে গিয়ে noun - এর পরে বসে): I have no intention whatever of joining the legal profession, ওকালতি করার ইচ্ছে আমার বিন্দুমাত্র নেই। □ (pronoun) (১) যা-ই ঘটুক না কেন: I’m not going to give up my claim, whatever happens, যাই-ই ঘটুক না কেন, আমি আমার দাবি ছাড়ছি না, She is a good girl, whatever others may say, অন্যেরা যে যা-ই বলুক (না কেন), সে ভালো মেয়ে। (২) যেকোনোকিছু বা সবকিছু: Do whatever you like, তোমার যা ইচ্ছে করো। (৩) or whatever (কথ্য) (সাধারণত একই জাতীয় বিশেষ্য বা বিশেষণের তালিকার শেষে ব্যবহার করা হয়) অথবা যেকোনোটি: He would love to be in any European country -France, Italy, Spain, or whatever.
- English Word whatsoe'er Bengali definition [ওঅট্সোএআ(র্) America(n) হোঅট্সোএআ(র্) ] (adjective), (adverb) whatsoever [ওঅট্সোএআ(র্) America(n) হোঅট্সোএআ(র্)] এর কাব্যিক রূপ। জোর দেওয়ার প্রয়োজনে- whatever-এর স্থলে ব্যবহৃত হয়।
- English Word wheat Bengali definition [উঈট্ America(n) হুউঈট্] (noun) [uncountable noun] গম: a field of wheat গমক্ষেত। wheaten [উঈট্ন্ America(n) হুঈট্ন্] (adjective) গমের তৈরি; গমজাত: wheaten flour, আটা।
- English Word wheedle Bengali definition [উঈড্ল্ America(n) হুঈড্ল্] (verb transitive) wheedle (into/out of) মিষ্টি কথায় ভুলিয়ে কোনোকিছু আদায় করা: She wheedled her husband into buying her a Benarasi.
- English Word wheel Bengali definition [উঈল্ America(n) হুঈল্] (noun) (১) চক্র; চাকা। wheels within wheels (লাক্ষণিক) জটিল অভিপ্রায় ও প্রভাবের জাল; জিলাপির প্যাঁচ; গুপ্তচক্র। put one’s shoulder to the wheel কোনো কর্ম বা ব্রত সাধনে উদ্যোগী হওয়া: The man at the wheel (মোটরগাড়ি ইত্যাদির) চালক। wheel-barrow (noun) ছোটখাটো মালপত্র বহনের জন্য একটি চাকাও দুটি হাতলবিশিষ্ট গাড়ি; ঠেলাগাড়িবিশেষ। wheelbase (noun) মোটরগাড়ির অ্যাক্সেলের ব্যবধান। wheel-chair (noun) হাঁটতে অক্ষম এমন কারো ব্যবহারের জন্য বড় চাকাওয়ালা চেয়ার। wheelhouse (noun) পুরনো ধাঁচের পালতোলা জাহাজ, নদীতে চলাচলকারী ছোট লঞ্চ ইত্যাদির উপর চালকের জন্য ঘেরা আচ্ছাদিত স্থান। wheelwright (noun) যে ব্যক্তি (বিশেষত দুই চাকার গাড়ির) চাকা নির্মাণ ও মেরামত করে। (২) potter’s wheel, দ্রষ্টব্য potter 2,paddle- wheel দ্রষ্টব্য paddle 1 (৩). (৩) [countable noun] চক্রাকার গতি। □ (verb transitive), (verb intransitive) (১) (কোনো চাকাওয়ালা গাড়ি) ঠেলা বা টানা; wheel a bike up a slope; wheel a barrow; চাকাওয়ালা গাড়িতে করে (কাউকে বা কোনোকিছুকে) নিয়ে যাওয়া: wheel a patient down the corridor of a hospital. (২) চক্রাকারে ঘোরা বা ঘোরানো: The birds were wheeling in the air above me.
- English Word wheeze Bengali definition [উঈজ America(n) হুঈজ] (verb intransitive), (verb transitive) (১) বিশেষত (হাঁপানি রোগীর মতো) বুকে শনশন শব্দসহকারে শ্বাসগ্রহণ ও শ্বাসত্যাগ করা; (পাম্প ইত্যাদি) এ রকম শব্দ করা। (২) wheeze something out এ রকম শব্দ করে কিছু বলা: The asthmatic old man wheezed out a few words. (noun) [countable noun] (১) এ রকম শ্বাস-প্রশ্বাসের শব্দ। (২) (স্কুল জগতে সেকেলে অপশব্দ) চাতুরী; কৌশল; চমৎকার বুদ্ধি (মাথায় বুদ্ধি খেলা- এই অর্থে ‘বুদ্ধি’ )। wheezy (adjective) শনশন শব্দে শ্বাসগ্রহণ ও ত্যাগরত; নিঃশ্বাসের শনশন শব্দে উচ্চারিত: a wheeze old pump. wheezily [উঈজইলি] (adverb) wheeziness (noun)
- English Word whelk Bengali definition [ওএল্ক্ America(n) হোএল্ক্] (noun) প্যাঁচালো খোলাযুক্ত কতিপয় সামুদ্রিক শামুক।
- English Word whelp Bengali definition [ওএল্প্ America(n) হোএল্প্] (noun) কুকুর, বাঘ, ভালুক, নেকড়ে, সিংহ, শিয়াল ইত্যাদির বাচ্চা।
- English Word when Bengali definition [ওএন্ America(n) হোএন্ (interrogative) (adverb) (১) কোন সময়ে; কখন: When did it happen? (২) (preposition(al)- এর পরে) কোনো সময়ে: Since when have you been doing this? □ (relative) (adverb) (day, time ইত্যাদি antecedent- সহযোগে): যে দিনটা, যে সময়টা ইত্যাদি: Friday is the day when I am least busy. It was one of those moments when you feel at one with nature. □ (conjunction) (১) সেই সময়ে; যখন: It was raining when I arrived. (২) যদিও: He walks when he might take a taxi, যদিও সে ট্যাক্সি নিতে পারে, যদিও তার ট্যাক্সি চড়ার পয়সা আছে। (৩) যেহেতু; কারণ: How can I help him when he won’t listen to me? যেহেত সে আমার কথা শোনে না, আমি কী করে তাকে সাহায্য করব? (৪) সেই সময়ে; তখন: The President will visit the town in June, when he will open the new telecom centre.
- English Word whence Bengali definition [ওএন্স্ America(n) হোএন্স্] (adverb) (আনুষ্ঠানিক) (১) (প্রশ্নে) কোথা থেকে, কী কারণে: Do you know whence he comes? Whence comes it that..., এটা কেমন করে হলো যে…? (২) (বিবৃতিতে) যেখান থেকে: The land whence they are come, যেখান থেকে তারা এসেছে। (৩) যেখান থেকে সেখানে: Return whence you came, যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও। whence-so whence ever (adverb), (conjunction) যেখান থেকেই বা যে করণেই হোক না কেন।
- English Word whenever Bengali definition [ওএন্এভা(র্) America(n) হোএন্এভা(র্)] (adverb), (conjunction) (১) যেকোনো সময়েরই হোক না কেন; যখনই: I’ll discuss it with you whenever you like. (২) যতবারই: whenever he opens his mouth, he’s sure to say something funny, যতবার মুখ খুলবে (ততবারই) সে/মুখ খুললেই সে আবোল-তাবোল কিছু/মজার কিছু বলবে। (৩) or whenever (কথ্য) অথবা যেকোনো সময়ে: You may come on Sunday, or Tuesday, or whenever, and you’ll find your papers ready.
- English Word where Bengali definition [ওএআ(র্) America(n) হোএআ(র্)] (interrogative) (adverb) (১) কোথায়; কী অবস্থায়; কোন দিকে; কোন দিক থেকে; কী বিষয়ে: WWere do you live? I have no idea where he lives, সে যে কোন দিকে থাকে (সে বিষয়ে) আমার কোনো ধারণা নেই। Where would you be now if your father hadn’t supported you when you lost your job, এখন কোথায় (অর্থাৎ কী অবস্থায়) থাকতে...? (২) (ক্রিয়ার অনুবর্তী preposition(al)- সহযোগে) কোন জায়গা; কোথা: where do you come from, তুমি কোত্থেকে এসেছ? where did we get up to, আমরা কদ্দূর, অর্থাৎ কোন জায়গা পর্যন্ত গিয়েছিলাম? □ (relative) (adverb) (১) (place ইত্যাকার antecedent- সহযোগে) যেখানে: I would like to live in a country where a man is judged by his qualities, and not by his social position. That’s the place where the house once stood. (২) (antecedent ব্যতিরেকে) সেই জায়গায় যেখানে: I found my key where I had left it. This is where you are wrong. Whereabouts (adverb) কোনখানে; কোন জায়গাটার কাছে: Where did you find the key? □ whereabouts (noun) (singular) বা plural verb-সহযোগে) কারো বা কোনোকিছুর অবস্থান: His present whereabouts are unknown. where as (conjunction) (১) (বিশেষত আইন সম্বন্ধীয়) এই বিবেচনা করে; এই বিচার করে; যেহেতু। (২) কিন্তু এর/তার বিপরীতে; যখন অন্যদিকে; পক্ষান্তরে: Some people praise him whereas others call him a cheat. whereat (adverb) (প্রাচীন প্রয়োগ) যাতে; যেটাতে; যেটার প্রতি; এতে; এটাতে। whereby (adverb) যার দ্বারা; যদ্দারা: He devised a plan whereby he might escape. He thought up 'a plan where by he might thwart his opponent. Wherefore (adverb) (প্রাচীন প্রয়োগ) কী কারণে; কেন। The whys and the where fores কারণসমূহ। wherein (adverb) (আনুষ্ঠানিক) কীসে; কোন বিষয়ে: Wherein am I wrong? where of (adverb) (আনুষ্ঠানিক) কীসের। whereon (adverb) (প্রাচীন প্রয়োগ) কীসের উপর; কীসের ফলে। wheresoever (adverb) (জোর দেওয়ার জন্য) wherever এর স্থলে ব্যবহৃত হয়। whereto (adverb) (প্রাচীন প্রয়োগ) কীসের প্রতি, কীসের জন্য। whereunto (adverb) (প্রাচীন প্রয়োগ) = whereto. whereupon (adverb) যারপর, যার ফলে, এবং তারপর। wherever [ওএআরেভা(র্) America(n) হোএআরেভা(র্)] (adverb) যেখানেই যেকোনো জায়গায়; সেইসব/ওইসব জায়গায়: Go where very you like. He comes from a place called Pansha, wherever that may be, জায়গাটা যে কোথায় তা বলতে পারব না। wherewith (adverb) (প্রাচীন প্রয়োগ) যার দ্বারা; যদ্দারা; কীসের দ্বারা। wherewithal [ওএআ(র্)-উইদোল্] (adverb)= wherewith. □ (noun) the wherewithal (কথ্য) কোনোকিছুর জন্য প্রয়োজনীয় অর্থ: I should like to buy a new pair of shoes but haven’t got the wherewithal.
- English Word wherry Bengali definition [ওএরি America(n) হোএরি] (noun) নদীপথে যাত্রী ও মাল পরিবহনের জন্য দাঁড়টানা হালকা নৌকা।
- English Word whet Bengali definition [ওএট্ America(n) হোএট্] (verb transitive) (ছুরি, দা, কুড়াল ইত্যাদি) শান দেওয়া; (লাক্ষণিক) (ক্ষুধা, বাসনা) তীব্র বা উত্তেজিত করা। whetstone (noun) শান দেওয়ার পাথর; শানপাথর।
- English Word whether Bengali definition [ওএদা(র্) America(n) হোএদা(র্)] (conjunction) (১) (পরোক্ষ প্রশ্ন উপস্থাপনে ব্যবহৃত, যথার্থ শর্তাধীন উপবাক্য- (whether conditional clause নিয়ে বিভ্রান্তির সম্ভাবনা না- থাকলে কথ্যরীতিতে 'whether' এর স্থলে প্রায়ই 'if' ব্যবহৃত হয়): I don’t know whether /if he will be able to come back before eight. (লক্ষণীয়, or- সহযোগে দুটি পরোক্ষ প্রশ্ন থাকলে or -এর পরে whether পুনরাবৃত্ত হয়): I wonder whether he will present his own case or whether he will ask someone else to speak for him. (নিচে দেওয়া বাক্য দুটিতে whether ও if এর ব্যবহার তুলনীয়): Send me a note letting me know whether I am to come, অর্থাৎ আসতে হবে কি হবে না লিখে জানাবে; Send me a note if I am to come, অর্থাৎ আসতে হলে লিখে জানাবে, নচেৎ নয়। (২) (infinitive phrase উপস্থাপনে ব্যবহৃত) I don’t know whether to accept or refuse the invitation. (৩) (whether দ্বারা উপস্থাপিত clause ও infinitive phrase সমূহ প্রস্তুতিমূলক it-সহযোগে ব্যবহৃত হয়): It’s doubtful whether we shall be able to come. (এ জাতীয় clause ও phrase ক্ষেত্রবিশেষে subject অথবা complement হতে পারে): The question is whether to introduce market economy or to stick to the socialist path. Whether to take up writing as a profession was a question that worried me for a long time. (এ জাতীয় clause কখনো কখনো Preposition(al)-এর object হতে পারে): Everything depends on whether you are willing to take the risk. (whether দ্বারা উপস্থাপিত clause ক্ষেত্রবিশেষে noun-এর apposition হিসেবে ব্যবহৃত হতে পারে): The question whether we ought to have a parliamentary system of government must be decided by the Parliament itself. whether or no (ক) এটা কিংবা ওটা কিনা। (খ) এটাই হোক আর ওটাই হোক, যাই হোক না কেন, যা-ই ঘটুক বা না ঘটুক, যেকোনো ক্ষেত্রে: You may rely upon my help, whether or no, অন্যরা সাহায্য করুক বা না করুক। whether or not (নেতিবাচক বিকল্পটিকে স্বীকার করে): whether or not it rains, we are going to hold a protest rally tomorrow; Tell me whether or not I should invite Kamal and his wife.
- English Word whew Bengali definition [ফিউ অথবা অনুরূপ কোনো ধ্বনি] (interjection) ভয়, বিস্ময়, হতাশা বা ক্লান্তিসূচক ধ্বনি (অনেক সময় রসিকতাছলে ব্যবহৃত হয়)।
- English Word whey Bengali definition [ওএই America(n) হোএই] (noun) [uncountable noun] ঘোল; ছানার পানি।
- English Word which Bengali definition [উইচ্ America(n) হুইচ্] (interrogative) (adjective) (দুই এর মধ্যে থেকে, অথবা কোনো দল, গোষ্ঠী বা গুচ্ছ থেকে, বিশেষত সীমিত সংখ্যক সম্ভাবনার ভিতর থেকে বেছে নিতে বলার জন্য করা প্রশ্নে ব্যবহৃত, দ্রষ্টব্য' what): (১) কোনটি: Which way shall we go-across the field or along the river bank? Which way (= কী করে) shall we do it? Which Faruk do you mean- Faruk the banker or Faruk the businessman? Which (foreign) countries have you visited? (২) (relative) (adjective), আনুষ্ঠানিক এবং preposition(al)-এর পরে ছাড়া বিরল; আগে কমা বসে) এবং এইটি; এবং এ গুলো: I told him to go to a lawyer, which advice he took, আমার এ পরামর্শটা সে গ্রহণ করল। □ (interrogative) (pronoun) কোন জিনিসটা/জিনিসগুলো; কোন লোকটা/লোকগুলো: Which would you prefer-mutton or beef? Which of the girls is the fairest? Tell me which of them is better. I don’t know which to take, কোনটা (কোন জিনিসটা) নেব/নিতে হবে আমি না। □ (relative) (pronoun) (শুধু বস্তু সম্বন্ধে, ব্যক্তি সম্বন্ধ নয়; দ্রষ্টব্য that) (১) (defining বা restrictive clause সমূহে, বিকল্প হিসেবে প্রায়ই that ব্যবহৃত হয়; নির্বাচিত বা নির্ধারিত কোনো অর্থ থাকে না; clause-এর আগে বিরতি নেই ও কমা নেই) (ক) (clause এর অন্তর্গত ক্রিয়ার কর্তা হিসেবে) : The river which flows by the city of Dhaka is called the Buriganga. (খ) (clause এর অন্তর্গত ক্রিয়ার কর্ম হিসেবে; কথ্যরূপে অনুক্ত থাকে): Was the magazine (which) you were reading a monthly? (গ) (Preposition(al)-এর কর্ম হিসেবে; বিকল্প হিসেবে that ব্যবহৃত হলে preposition(al) –টি ক্রিয়ার অনুবর্তী হয়; which ব্যবহৃত হলে preposition(al) ক্রিয়ার আগে বসে): The photograph at which I was looking/The photograph (that) I was looking at was taken when I was a boy often. The hotel at which I stayed was cheap. (২) (non-defining বা non-restrictive clause- সমূহে, কথ্যরূপে বিরল হলেও লিখিতরূপে সাধারণভাবে গৃহীত; বিকল্প হিসেবে that ব্যবহার্য নয়; clause- এর আগে বিরতি থাকে ও কমা থাকে) (ক) (কোনো পূর্ববর্তী noun-কে নির্দেশ করে) (১) (clause- এর কর্তা হিসেবে): The meeting, which was held yesterday, was presided over by the general secretary of the party. (২) (clause এর অন্তর্গত ক্রিয়ার কর্ম হিসেবে): This desk, which I bought at Tk. 9000, is made of teak. (৩) (preposition(al) এর কর্ম হিসেবে): This book, for which I paid Tk. 300, is written by a Bangladeshi director: (খ) (noun-কে নয়, clause বা sentence-কে নির্দেশ করে এমন non-defining clause-সমূহে); There was a general strike, which (= এবং এটাই, অর্থাৎ এই সাধারণ ধর্মঘট) disrupted normal life. (এই clause কখনো কখনো নির্দেশিত বাক্যের আগে আসতে পারে): Moreover, which you may find hard to believe, he had embezzled relief funds.
- English Word whichever Bengali definition [উইচএভা(র্) America(n) হুইচএভা(র্)] (Adjective), (pronoun) (১) যে-ই, যেটাই: Take whichever you like best. Whichever (of you) finishes first will get a prize. (২) যে-ই/যেটাই হোক না কেন: Whichever of the three brothers takes over, we’ll have a despot for our boss. The living condition of the people in general will remain the same, whichever party is in power. which-so-ever জোর দেওয়ার প্রয়োজনে whichever- এর স্থলে ব্যবহৃত হয়।
- English Word whiff Bengali definition [উইফ্ America(n) হুইফ্] (noun) [uncountable noun] ফুৎকার; ফুঁ; দমকা বাতাস; দমকা ধোঁয়া; হাওয়ায় ভেসে আসা এক ঝলক গন্ধ: a whiff of fresh air, the whiff of a cigar, চুরুটের গন্ধ; have a few whiffs, (সিগারেট, চুরুট ইত্যাদিতে) দুই একটা টান দেওয়া।
- English Word while Bengali definition [ওআইল্ America(n) হোআইল্] (noun) (শুধু singular) ক্ষণ: for a while, কিছুক্ষণের/কিছুকালের জন্য; in a little while, শীঘ্র, তাড়াতাড়ি: a short while ago, কিছুক্ষণ আগে; Where have you been all this while, এতক্ষণ কোথায় ছিলে? I haven’t seen him for a long while, অনেককাল/অনেকদিন তাকে দেখিনি। all the while সারাক্ষণ। once in a while মাঝে মাঝে; কখনো-কখনো। worth (one’s) while সময় দেওয়া যায় এমন (মূল্য, তাৎপর্য ইত্যাদি বিশিষ্ট); লাভজনক: It isn’t worth (my) while trying to educate those fanatics. □ (verb transitive) (একমাত্র ব্যবহার) while something away ছুটির মেজাজে (সময়) অতিবাহিত করা: while away the time. □ (Conjunction) (১) যে সময়টায়; ততক্ষণ-যতক্ষণ; ঠিক এই যা সেই সময়ে, একই সময়ে: He lost his wallet while (he was) trying to get on the crowded bus. While in England he studied law. While there is life there is hope, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। (২) (বৈপরীত্য বুঝিয়ে) পক্ষান্তরে: Bushra was dressed in sari while. Oni wore salwar and kameej. (৩) (ছাড় বুঝিয়ে) যদিও: while I admit that the situation is grim, I don’t agree that it cannot be improved. whilst [ওআইল্স্ট America(n) হোআইল্স্ট্] (conjunction)= while.
- English Word whim Bengali definition [উইম্ America(n) হুইম্] (noun) [countable noun] খেয়াল; বাতিক; পাগলামি: All his whims are not to be catered for.
- English Word whimper Bengali definition [উইমপা(র্) America(n) হুইমপা(র্)] (verb intransitive), (verb transitive) (১) (অসুস্থ শিশুর মতো) কাতরস্বরে কাঁদা, (ভীত বা প্রহৃত কুকুরের মতো) কাতর শব্দ করা বা কেঁউ কেঁউ করা; ঘ্যানঘ্যান বা প্যানপ্যান করা। (২) কাতরস্বরে বলা, ইনিয়েবিনিয়ে বা অনুযোগের সুরে বলা। (noun) [countable noun] আত্মকান্না; ফোঁপানি।
- English Word whimsy, whimsey Bengali definition [উইম্জি America(n) হুইম্জি] (noun) (১) [countable noun] খেয়াল; বাতিক; পাগলামি। (২) [uncountable noun] অদ্ভুত বা অস্বাভাবিক অবস্থা; উদ্ভট মেজাজ বা মানসিকতা; খেয়ালিপনা। whimsical [উইমজিকল্ America(n) হুইমজিকল্] (adjective) বাতিকগ্রস্ত; খেয়ালি; অদ্ভুত। whimsically [উইমজিক্লি] (adverb) whimsicality [উইমজি্ক্যালাটি America(n) হুইমজি্ক্যালাটি] (noun) [uncountable noun] খেয়ালিপনা; [countable noun] খেয়াল; মরজি।
- English Word whin Bengali definition [উইন্ America(n) হুইন্] (noun) [uncountable noun]= gorse.
- English Word whine Bengali definition [ওআইন্ America(n) হোআইন্] (noun) [countable noun] প্রলম্বিত আর্তচিৎকার, (সাইরেন বা মোটরগাড়ির ভেঁপুর মতো) তীক্ষ্ণ প্রলম্বিত ধ্বনি। (verb intransitive), (verb transitive) (১) দীর্ঘক্ষণব্যাপী আর্তচিৎকার করা; তীক্ষ্ণ প্রলম্বিত ধ্বনি করা; দীর্ঘ বিলাপ করা; বিশেষত তুচ্ছ জিনিস নিয়ে ক্রমাগত অনুযোগ করা; ঘ্যানঘ্যান করা: The dog was whining in the cold outside. The child must be sick- it’s been whining since morning. (২) অনুনয় বা বিলাপের সুরে বলা: The beggar whined (out) a request for alms. whiner (noun) যে ব্যক্তি ক্রমাগত অনুনয় বা অনুযোগ করে; ঘ্যানঘ্যান বা প্যানপ্যানে লোক; আর্তচিৎকারকারী প্রাণী।
- English Word whinny Bengali definition [উইনি America(n) হুইনি] (noun) মৃদু হ্রেষাধ্বনি। (verb transitive) মৃদু হ্রেষাধ্বনি করা।
- English Word whip 1 Bengali definition [উইপ্ America(n) হুইপ্] (noun) [countable noun] (১) হাতলওয়ালা চাবুক; কশা। have the whip hand (over somebody) (কারো উপর) কর্তৃত্ব থাকা; নিয়ন্ত্রণের ক্ষমতা থাকা। whipcord (noun) [uncountable noun] (ক) চাবুক তৈরির জন্য শক্ত করে পাকানো দড়ি। (খ) শক্ত করে পাকানো রেশমি বা তুলার সুতায় তৈরি এক ধরনের টেকসই কাপড়। (২) (বিকল্প whiper-in) (শৃগাল-শিকারে) যে ব্যক্তি শিকারি কুকুরের দল নিয়ন্ত্রণ করে। (৩) সংসদে দলীয় উপস্থিতি নিশ্চিত করা এবং দলীয় শৃঙ্খলা রক্ষা করার জন্য দলীয় সদস্যদের উপর কর্তৃত্বপ্রাপ্ত কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক সম্পাদক; হুইপ; হুইপের কর্তৃত্ব; সংসদীয় বিতর্কে উপস্থিত থেকে ভোট গ্রহণে অংশ নেওয়ার জন্য দলীয় সদস্যদের কাছে হুইপ কর্তৃক প্রেরিত নির্দেশ; The whips are off, সদস্যরা যেমন খুশি ভোট দিতে পারেন; অর্থাৎ ভোটদানের ব্যাপারে দলীয় সদস্যদের প্রতি হুইপের কোনো নির্দেশ নেই। a three-line whip (ভোটদানের ব্যাপারে) হুইপ প্রদত্ত জরুরি নির্দেশ। (৪) ডিম, মাখন প্রভৃতি একসঙ্গে ভালো করে মেশানোর জন্য কাঁটা বা অনুরূপ কোনোকিছু দিয়ে ঘুঁটানো।
- English Word whip 2 Bengali definition [উইফ্ America(n) হুইপ্] (verb transitive), (verb intransitive) (১) চাবকানো; কশাঘাত করা; চাবুক বা লাঠি দিয়ে মারা: whip a horse; whip a criminal. (২) (ডিম, মাখন ইত্যাদি) পরস্পর ভালোভাবে মেশানোর জন্য কাটা বা অনুরূপ কিছু দিয়ে ঘুঁটানো। (৩) (কথ্য) পরাজিত করা। (৪) হঠাৎ খুলে ফেলা (বা তুলে নেওয়া); হঠাৎ বের করা; হঠাৎ দৌড় দেওয়া-: He whipped off his turban. One of the gangsters whipped out a knife. The hefty young man in front of me whipped a bundle of banknotes off the counter. The thief whipped round the corner and disappeared in the crowd. (British/Britain কথ্য) চুরি করা: Someone has whipped my purse! whip round for money উপহার ইত্যাদি কেনার জন্য বন্ধুবান্ধব, ক্লাবের সদস্য প্রভৃতির কাছে টাকার জন্য আবেদন করা। এর থেকে whip-round (noun) এরকম আবেদন। (৫) (লাঠির মাথা, দড়ির প্রান্ত ইত্যাদি) সুতা বা তার দিয়ে ঘন ও শক্ত করে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধা; (কাপড় বা চামড়ার জোড়, কাপড়ের প্রান্ত) সুতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করা। whipping (noun) [countable noun] চাবকানি। whipingboy (noun) (ইতিহাস) যে অসহায় দরিদ্র বালককে রাজকুমারের সঙ্গে লেখাপড়া করার সুযোগ দেওয়া হতো এবং যাকে নিয়োগমাফিক রাজকুমারের প্রাপ্য শাস্তি (কশাঘাত) ভোগ করতে হতো; (এর থেকে) যে ব্যক্তিকে অন্যের শাস্তি ভোগ করতে হয়। whipping-post (noun) (ইতিহাস) যে খুঁটিতে অপরাধীকে বেঁধে কশাঘাত করা হতো (কতিপয় দেশে এ শাস্তি এখনো প্রচলিত আছে)। whipping-top (noun)= top.