W পৃষ্ঠা ৩
- English Word warden Bengali definition [ওঅড্ন্] (noun) (১) প্ররক্ষক; ওয়ার্ডেন: The warden of a hostel, হোস্টেলের প্ররক্ষক বা অধ্যক্ষ। air-raid warden (ব্রিটেনে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে) বেসামরিক বিমান প্রতিরক্ষা সংগঠনের সদস্য। traffic warden যে ব্যক্তি শহরের (যেমন লন্ডনের) রাস্তায় সাময়িকভাবে গাড়ি রাখার ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে। (২) (কিছু ক্ষেত্রে ব্যতীত প্রাচীন প্রয়োগ) কতিপয় প্রশাসক বা সভাপতির পদবি: the warden of Merton College, Oxford. (৩) (America(n))= Warder.
- English Word warder Bengali definition [ওঅডা(র্)] (noun) (British/Britain) কারারক্ষী; কারাপাল; জেলার। wardress [ওঅড্রিস্] (noun) কারারক্ষী মহিলা; কারাপালিকা।
- English Word wardrobe Bengali definition [ওঅড্রোউব্] (noun) (১) জামাকাপড় প্রভৃতি রাখার আলমারি। (২) ব্যক্তিগত জামাকাপড় বা পোশাকভাণ্ডার: My wardrobe needs to be renewed, কিছু নতুন জামাকাপড় কিনতে হবে। (৩) নাট্যদলের সাজভাণ্ডার।
- English Word wardroom Bengali definition [ওঅড্রুম্ America(n) ওঅড্রুম্] (noun) যুদ্ধজাহাজে অধ্যক্ষ ছাড়া অন্য কমিশনপ্রাপ্ত অফিসারদের থাকা ও খাওয়ার স্থান।
- English Word ware Bengali definition [ওএআ(র্)] (noun) (১) (যৌগশব্দে) নির্মিত পণ্যসামগ্রী: silver ware, রৌপ্যসামগ্রী। (২) (plural) বিক্রির জন্য প্রস্তাবিত পণ্যসমূহ: advertise one’s wares. warehouse [ওএআমাউস্] (noun) পণ্যসামগ্রীর গুদাম; আসবাবপত্রের গুদাম। □ (verb transitive) গুদামজাত করা।
- English Word warfare Bengali definition [ওঅফেআ(র্)] দ্রষ্টব্য war.
- English Word warily, wariness Bengali definition দ্রষ্টব্য wary.
- English Word warlock Bengali definition [ওএআরলক] (noun) জাদুকর, ঐন্দ্রজালিক: A conjurer can train in sorcery, necromancy and warlock magic, for instance.
- English Word warm 1 Bengali definition [ওঅম্] (adjective) (১) ঈষদুষ্ণ; হালকা গরম; (পোশাক) গরম: It is warm, but not hot, today. It was very cold outside, so I put my warmest clothes on. warmwork (ক) যে কাজে শরীর গরম হয়ে ওঠে, অর্থাৎ যে কাজে কায়িক পরিশ্রমের প্রয়োজন হয়। (খ) কঠিন বা বিপজ্জনক কাজ বা পেশা। make things warm for somebody কারো পক্ষে অবস্থা অপ্রীতিকর করে তোলা; কারো জন্য ঝামেলা পাকানো; কাউকে শাস্তি দেওয়া। warmblood উষ্ণ শোণিত, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী পাখির দেহের রক্ত (স্বাভাবিক উষ্ণতা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস)। এর থেকে, warm-blooded (adjective) উষ্ণশোণিত; সাপের মতো শীতল রক্ত নয় এমন। (গ) আবেগসম্পন্ন। warm front দ্রষ্টব্য front(৭). (২) সাদর; সাগ্রহ; আন্তরিক: give somebody a warm welcome; a warm supporter. (৩) সহানুভূতিশীল; স্নেহপ্রবণ: He has a warm heart. এর থেকে, warm-hearted (adjective) উষ্ণহৃদয়, অর্থাৎ সদয় ও সহানুভূতিশীল। (৪) (শিকারের গন্ধ) তাজা; সদ্য রেখে যাওয়া এবং শিকারি কুকুর দ্বারা সহজে অনুসরণযোগ্য; (বাচ্চাদের খেলায় যখন কোনো কিছু লুকিয়ে রেখে পরে তা খোঁজা হয়) (লুকানো বস্তুর) কাছাকাছি: You are getting warm, লুকানো জিনিসের কাছাকাছি এসে পড়েছে। warmly (adverb) (দেহ) গরম রাখে এমনভাবে; সাদরে; সস্নেহে; আন্তরিকভাবে: warmly dressed; receive somebody warmly. warmth [ওঅম্থ] (noun) [uncountable noun] উষ্ণতা; আবেগ; আগ্রহ; সমাদর; উত্তেজনা; আন্তরিকতা: We were pleased with the warmth of our reception. She spoke with warmth, আবেগ/উত্তেজনাসহকারে কথা বলছিল।
- English Word warm 2 Bengali definition [ওঅম্] (verb transitive), (verb intransitive) warm (something) (up) গরম করা বা গরম হওয়া; উষ্ণতর করা বা উষ্ণতর হওয়া: He warmed his hands by the fire. He warmed up (= উদ্দীপ্ত হয়ে উঠল) as the conversation turned to his favourite subject. warm to one’s work/task, etc নিজের কাজ ইত্যাদিতে আরো উৎসাহী বা আগ্রহী হওয়া; নিজের কাজ ইত্যাদি আরো পছন্দ করা। warming-pan (noun) (ইতিহাস) লম্বা হাতল ও ঢাকনাযুক্ত গোলাকার ধাতব পাত্র; এই পাত্রে জ্বলন্ত কয়লা ভরে শোয়ার আগে বিছানার ভিতরের দিকটি গরম করা হতো। warmer (noun) (সাধারণত যৌগশব্দে ব্যবহৃত) যা গরম করে: a foot-warmer.
- English Word warn Bengali definition [ওঅন্] (verb transitive) (কাউকে সম্ভাব্য বিপদ বা অপ্রীতিকর পরিণাম) সতর্ক করে দেওয়া; পূর্বাহ্ণে জানিয়ে দেওয়া: He was warned of the danger. I warned him against tricksters. warn somebody off (ব্যক্তিগত সম্পত্তি প্রভৃতি থেকে) সরে যাওয়ার বা দূরে থাকার জন্য কাউকে নোটিস দেওয়া। warning (adjective) সতর্ক করে দেয় এমন; সতর্কতামূলক: give somebody a warning look; fire some warning shots. □ (noun) (১) [countable noun] সতর্কসংকেত; সতর্কবাণী: He ignored my warnings. Let this be a warning to you, এই দুর্ঘটনা/দুর্ভাগ্য থেকে তোমার শিক্ষা নেওয়া উচিত; There were gale warnings to fishing along the coast. (২) [uncountable noun] সতর্কীকরণ; সতর্কাবস্থা: You should have taken warning from what had happened to him. Sound a note of warning; attack, without warning.
- English Word warp 1 Bengali definition [ওঅপ্] (verb transitive), (verb intransitive) বেঁকে যাওয়া; বাঁকিয়ে দেওয়া: The heat has warped the boards; (লাক্ষণিক) বিকৃত করা বা বিকৃত হওয়া: His disposition is warped, তার স্বভাব বিকৃত। □ (noun) [countable noun] [countable noun] কাঠ ইত্যাদির বাঁকানো বা কুঞ্চিত অবস্থা; বিকৃতি।
- English Word warp 2 Bengali definition [ওঅপ্] (noun) the warp কাপড় বোমার সময়ে যে সুতাগুচ্ছের উপর ও নিচ দিয়ে অন্য সুতাগুচ্ছ চালানো হয়।
- English Word warrant Bengali definition [ওঅরান্ট্ America(n) ওঅরান্ট্] (noun) (১) [uncountable noun] ন্যায্যতা বা কর্তৃত্ব: You had no warrant for what you did. (২) [countable noun] কোনোকিছুর জন্য সরকারি বা বৈধ কর্তৃত্ব প্রদানকারী আদেশপত্র; পরোয়ানা: a warrant of arrest, গ্রেফতারি পরোয়ানা। (৩) [countable noun] কাউকে ওয়ারেন্ট অফিসার হিসেবে নিয়োগের পত্র। warrant officer (noun) সেনাবাহিনী, বিমানবাহিনী, (যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে) নৌবাহিনীতে সর্বোচ্চ পদপ্রাপ্ত নন-কমিশন্ড অফিসার; ওয়ারেন্ট অফিসার। □ (verb transitive) (১) ন্যায্যতা প্রতিপন্ন করা; কর্তৃত্ব দান করা: Nothing can warrant such insolence. His interference was certainly not warranted. (২) গ্যারান্টি দেওয়া (এক্ষেত্রে guarantee-ই যথোপযুক্ত শব্দ); (কথ্য) নিশ্চয়তা দেওয়া; নিশ্চয় করে বলা: This material is warranted (to be) pure silk. I’ll warrant that he is an honest man. He’ll join us, I warrant you, আমি তোমাদের কথা দিতে পারি, নিশ্চয় করে বলতে পারি...। warrantee [ওঅরান্টি America(n) ওঅর্ন্টি] (noun) যে ব্যক্তিকে কর্তৃত্ব দেওয়া হয় বা যে ব্যক্তিকে (সরবরাহকৃত ত্রুটিযুক্ত পণ্যসামগ্রী মেরামতের কিংবা বদলে দেওয়ার লিখিত) গ্যারান্টি দেওয়া হয়। warrantor [ওঅরান্টো(র্) America(n) ওঅর্ন্টো(র্)] (noun) যে ব্যক্তি এরকম কর্তৃত্ব বা গ্যারান্টি দেয়। warranty [ওঅরান্টি America(n) ওঅরান্টি] (noun) [countable noun] কর্তৃত্ব; (সরবরাহকৃত ত্রুটিযুক্ত পণ্যসামগ্রী মেরামতের কিংবা বদলে দেওয়ার লিখিত) গ্যারান্টি: What warranty have you for doing this? কী কর্তৃত্ব/অধিকার আছে? The supplier gave me a warranty of quality for their goods, মেরামতের/বদলে দেওয়ার লিখিত গ্যারান্টি দিয়েছে।
- English Word warren Bengali definition [ওঅরান্ America(n) ওঅরান্] (noun) [countable noun] যে গর্তপূর্ণ জমিতে খরগোশ বাস ও বংশবিস্তার করে; (লাক্ষণিক) যে ঘনবসতিপূর্ণ এলাকায় পথ খুঁজে পাওয়া কঠিন: I almost lost myself in that warren of narrow streets.
- English Word warrior Bengali definition [ওঅরিআ(র্) America(n) ওঅর্আ(র্)] (noun) (সাহিত্যিক, আলংকারিক অর্থ) যোদ্ধা; সৈনিক: (attributive(ly)) a warrior race.
- English Word wart Bengali definition [ওঅট্] (noun) আঁচিল; জড়ুল; বৃক্ষগাত্রে অনুরূপ উদ্গম। warthog (noun) আফ্রিকার কতিপয় জাতের শূকর, এদের দুটি বড় বড় দাঁত ও মুখে আঁচিলের মতো গুটিকা থাকে।
- English Word wary Bengali definition [ওএআরি] (adjective) সতর্ক: be wary of strangers. warily [ওএআলি] (adverb) wariness (noun)
- English Word was Bengali definition [weak form: ওআজ; strong form: ওঅজ America(n) ওআজ্] দ্রষ্টব্য be 1.
- English Word wash 1 Bengali definition [ওঅশ্ America(n) ওঅশ্] (noun) (১) (শুধু singular সাধারণত indefinite article সহযোগে) ধৌতকরণ; প্রক্ষালন; ধৌত হওয়া: give something a wash /a wash down. have a wash and brush up নেয়ে-দেয়ে ফিটফাট হওয়া। (২) (শুধু singular) ধোয়ার কাপড়চোপড় বা ধোয়া কাপড়চোপড়; যেখানে কাপড়চোপড় ধোয়া হয়; ধোপাখানা; লন্ড্রি: l have a large wash this week. He was hanging out the wash. My new shirt is at the wash. the wash (of) পানিপ্রবাহ; পানিপ্রবাহের শব্দ: the wash of the waves; the wash made by the beating oar. (৪) [uncountable noun] অত্যন্ত পাতলা বা নিকৃষ্ট তরল পদার্থ: The soup is a mere wash , এ ঝোল তো একেবারে পানি। (৫) [uncountable noun] শূকরের খাদ্যরূপে বিবেচিত শাকসবজির টুকরোটাকরা, চাল-ডাল ইত্যাদি ধোয়া পানি বা ভাতের ফেন বা তজ্জাতীয় বস্তু। (৬) (সাধারণত যৌগশব্দে) বিশেষ উদ্দেশ্যে প্রস্তুত তরল পদার্থ: white wash (দেওয়াল দিতে); mouthwash, (মুখগহ্বর পরিষ্কার বা জীবাণুমুক্ত করতে); eye wash, (চোখ পরিষ্কার করতে)।
- English Word wash 2 Bengali definition [ওঅশ্ America(n) ওঅশ্] (verb transitive), (verb intransitive) (১) ধৌত করা; ধোয়া; ধুয়ে মুছে পরিষ্কার হওয়া: wash one’s hands/clothes. He washes before dinner. wash one’s hands of something/somebody কারো/কোনোকিছুর জন্য (বক্তা) আর দায়ী নয় একথা বলা; কারো/কোনোকিছুর সঙ্গে সব সংশ্রব চুকিয়ে দেওয়া। wash one’s dirty liner in public, দ্রষ্টব্য liner. wash something down (পাইপের সাহায্যে) জলধারা ব্যবহারের মাধ্যমে পরিষ্কার করা: wash down a car. wash something away/off/out পানির সাহায্যে মুছে ফেলা; ধুয়ে ফেলা: wash out blood stains. be/look/feel/ washed out (লাক্ষণিক কথ্য) ক্লান্ত ও বিবর্ণ, পরিশ্রান্ত (হওয়া/দেখানো/বোধ করা)। wash up (ক) (British/Britain) খাবার পর থালাবাসন ইত্যাদি ধোয়া। (খ) (America(n)) হাত-মুখ ধোয়া: wash up the dinner things, এর থেকে, washing-up (noun) [uncountable noun] (দ্রষ্টব্য up বেশ কিছু থালাবাসন ধোয়ার কথা নির্দেশ করে। একটি মাত্র থানা কিংবা একটি মাত্র বাটির ক্ষেত্রে up ব্যবহার্য নয়, যেমন please wash this plate)। (all) washed up (কথ্য) সব কিছু ধুয়ে মুছে শেষ হয়ে গেছে, অর্থাৎ ধ্বংস বা নষ্ট হয়ে গেছে; সব কিছু বিফলে গেছে। (২) (বস্তু) ক্ষতিগ্রস্ত না-হয়ে কিংবা রং না- হারিয়ে ধাবনযোগ্য হওয়া: This material is guaranteed to wash well, ক্ষতি হবে না, রং উঠবে না; That argument will not wash, (লাক্ষণিক) ধোপে টিকবে না। (৩) (সমুদ্র বা নদী) অতিক্রম করে বয়ে যাওয়া বা বয়ে গিয়ে উপরে পড়া: The sea washes the base of the cliffs, পাহাড়ের পাদদেশে পড়েছে। (৪) (ধাবমান জলরাশি) ভাসিয়ে নেওয়া বা ভাসিয়ে আনা: The dead bodies were washed up by the sea, সমুদ্রতীরে ভেসে এসেছে। wash something down (with) (কোনোকিছু সহযোগে তরল পদার্থ) গলাধঃকরণ করা: bread washed down with milk. washed out (ক) (ক্রিকেট, ঘোড়দৌড় ইত্যাদি) ভারী বৃষ্টির ফলে অসম্ভব, বাতিল বা পরিত্যক্ত হওয়া। (খ) (সড়ক ইত্যাদি) ভারী বৃষ্টি বা বন্যার ফলে চলাচলের অনুপযোগী হওয়া। (৫) (প্রবাহের দ্বারা) কেটে তোলা: The water had washed a channel in the sand. (৬) সবেগে ছলচ্ছল শব্দে প্রবাহিত হওয়া: The waves washed against the sides of the boat. washable [ওঅশ্আব্ল্] (adjective) ধুলে বা কাচলে নষ্ট হয় না এমন।
- English Word wash- Bengali definition [ওঅশ্ America(n) ওঅশ্] (যৌগশব্দে প্রায় 'washing' এর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়) wash-basin (noun) হাত ধোয়ার জন্য পানি রাখার পাত্র বা বেসিন। wash-board (noun) (ঘরে) কাপড় কাচার তক্তা বা বোর্ড। wash-bowl (noun) (America(n))= wash-basin. wash-cloth (noun) (America(n)= face-cloth. wash-day (noun) (ঘরে) জামাকাপড় কাচার জন্য (সপ্তাহের) নির্দিষ্ট দিন। wash-hand-basin (noun)= washbasin. wash-drawing (noun) কালো বা জলরঙে তুলি দিয়ে আঁকা ছবি। wash-hand-stand (noun)= wash-stand. wash-house (noun) কাপড় কাচার ঘর। wash-leather (noun) [countable noun, uncountable noun] জানালা প্রভৃতি পরিষ্কার ও পালিশ করতে ব্যবহৃত (শামোয়া নামে) এক ধরনের ছাগল বা মেষের চামড়া। wash-out (noun) (ক) সড়ক বা রেলপথের যে অংশের মাটি, পাথর প্রভৃতি ভারী বৃষ্টি বা বন্যার পানিতে ভেসে যাওয়ার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। (খ) (কথ্য) ব্যর্থ বা অকর্মণ্য লোক; পরিপূর্ণ ব্যর্থতা। washroom (noun) (America(n))(বিশেষত সরকারি ভবন ইত্যাদিতে) শৌচাগার। wash-stand (noun) শোয়ার ঘরে হাত-মুখ ধোয়ার জন্য পানির পাত্র বা বেসিন, জগ ইত্যাদি যুক্ত আসবাব (পাইপের সাহায্যে শোয়ার ঘর বা স্নানের ঘরে পানি সরবরাহ ব্যবস্থা চালু হওয়ার ফলে বর্তমানে এ জাতীয় আসবাব অচল হয়ে গেছে)। wash-tub (noun) কাপড় কাচার বড় কাঠের পাত্র।
- English Word washer Bengali definition [ওঅশা(র্) America(n) ওঅশা(র্)] (noun) (১) কাপড় কাচার বা বাসনকোসন পরিষ্কার করার (dish- washer) যন্ত্র। (২) সন্ধি বা জয়েন্ট অথবা স্ক্রু আঁট করার জন্য ধাতু, প্লাস্টিক বা রাবার বা চামড়ার ছোট চ্যাপটা আংটি বা বলয়; ওয়াশার।
- English Word washing Bengali definition [ওআশিঙ্ America(n) ওঅশিঙ্] (noun) [uncountable noun] (১) ধৌতকরণ বা ধৌত হওয়া; ধোয়া। (২) ধোয়ার কাপড়চোপড়; ধোয়া কাপড়চোপড়: hang out the washing on the line to dry. washing-day (noun)= wash-day; দ্রষ্টব্য wash. washing-machine (noun) কাপড় কাচার যন্ত্র। soda (noun) কাপড় কাচার (বা বাসনপত্র মাজার) সোডা। washing-up (noun) দ্রষ্টব্য wash 2 (১) শিরোনামে wash up.
- English Word washy Bengali definition [ওঅশি America(n) ওঅশি] (adjective) (তরল) পাতলা; পানির মতো; জলবৎ; (রং) ফ্যাকাসে; বিবর্ণ; (অনুভূতি, শৈলী) নিস্তেজ; শিথিল।
- English Word wasp Bengali definition [ওঅস্প্ America(n) ওঅস্প্] (noun) বোলতা; ভিমরুল। wasp-waisted (adjective) বোলতার মতো সরু কোমরবিশিষ্ট; ক্ষীণকটি। waspish [ওঅস্প্ইশ্] খিটখিটে; বদমেজাজি; শাণিত প্রত্যুত্তর দেয় এমন।
- English Word wastage Bengali definition [ওএইস্টিজ] (noun) [uncountable noun] ক্ষয়, হ্রাস প্রভৃতির পরিমাণ; অপব্যয় বা অপচয়ের পরিমাণ; ক্ষয়, হ্রাস, অপব্যয় বা অপব্যয়জনিত ক্ষতি।
- English Word waste Bengali definition [ওএইস্ট্] (adjective) (১) (জমি) নিষ্ফলা; পতিত: wasteland. wasteland [ওএইস্ট্ল্যান্ড্] (noun) (ক) নিষ্ফল বা পতিত জমি। (খ) যুদ্ধবিধ্বস্ত দেশ: Iraq reduced to wasteland by allied bombing. [countable noun] (লাক্ষণিক) সাংস্কৃতিক ও অন্তর্জাগতিক বিচারে নিষ্ফলা জীবন বা সমাজ। lay waste বিধ্বস্ত করা (যুদ্ধে যেমন হয়)। (২) অকেজো; অনাবশ্যক বিধায় নিক্ষিপ্ত হয়েছে এমন; বাতিল: waste-paper; wasteproducts, শিল্প-আবর্জনা বা শিল্প-বর্জ্য। □ (verb transitive), (verb intransitive) (১) waste something (on something) কাজে না-লাগানো; অপচয় করা; অপব্যয় করা: waste one’s time and money on buying non-existent votes; waste one’s words/breath.কথা বলে ফল না-পাওয়া, বৃথা বাক্যব্যয় করা; All my efforts were wasted, সব চেষ্টা বিফলে গেছে। Waste not, want not (প্রবাদ) অপব্যয় না-করলে অভাবে পড়বে না। (২) বিধ্বস্ত করা। (৩) ক্রমশ দুর্বল হওয়া বা করা; ক্রমশ ক্ষয় পাওয়া করা: His body was wasted by long illness. He is wasting away, ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। (৪) অপচয়িত হওয়া: Will you please turn that tap off waste the water is wasting. □ (noun) (১) [uncountable noun] অপচয়: There is too much waste in this house. It’s a waste of time to try to make him see reason. go/run to waste কাজে না-লাগা; অপচয়িত হওয়া: It’s a pity to see all that land running to waste, অত বড় জমি পতিত পড়ে আছে, কাজে লাগানো হচ্ছে না। (২) [uncountable noun] আবর্জনা; বর্জ্য পদার্থ। waste-basket/ waste-bin (America(n), wastepaper= basket (British/Britain) (noun(s)) অপ্রয়োজনীয় কাগজপত্র ফেলার ঝুড়ি। waste-pipe (noun) বাড়তি বা ব্যবহৃত পানি নির্গমনের পাইপ। (৩) [countable noun] পতিত অঞ্চল: the wastes of the Sahara, নিরানন্দ বা ক্লান্তিকর দৃশ্য: a waste of waters. waster (noun) (কথ্য) অকালকুষ্মাণ্ড; অপব্যয়ী বা অপচয়ী লোক। wastefull [ওএইস্ট্ফল্] (adjective) অপচয়ী; অপব্যয়ী: wasteful processes; wasteful expenditure. wastefully [ওএইস্ট্ফালি] (adverb)
- English Word wastrel Bengali definition [ওএইস্ট্রাল্] (noun) অকর্মণ্য ব্যক্তি; অকালকুষ্মাণ্ড; অপব্যয়ী বা অপচয়ী লোক।
- English Word watch 1 Bengali definition [ওঅচ্] (noun) (১) [uncountable noun] সতর্ক দৃষ্টি; লক্ষ; প্রহরা; পর্যবেক্ষণ। be on the watch (for) (কারো বা কোনোকিছুর দিকে, বিশেষত সম্ভাব্য বিপদের দিকে) লক্ষ রাখা। keep watch (on/over) সতর্ক দৃষ্টি রাখা। watch-dog (noun) বাড়ি ও সম্পত্তির পাহারায় রাখা কুকুর; প্রহরী-কুকুর। watch-tower পাহারা দেওয়ার জন্য বিশেষভাবে নির্মিত উঁচু গম্বুজবিশেষ; সুরক্ষিত পর্যবেক্ষণ চৌকি। (২) the watch (ইতিহাস) প্রজাবৃন্দ ও তাদের সম্পত্তি রক্ষার জন্য রাস্তায় রাস্তায় টহলরত নৈশপ্রহরীদল; the constables of the watch, call out the watch. (৩) (জাহাজে) নাবিকদের একাংশের জন্য প্রহরার বা ডিউটি করার সময়বিভাগ (৪ অথবা ২ ঘণ্টা)। the first watch রাত ৮টা থেকে মধ্যরাত। the middle watch মধ্যরাত থেকে ভোররাত ৪টা। the dog watches বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা বা সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা; ডিউটি করার জন্য (দুই ভাগে ভাগ করা) জাহাজের নাবিকদের যেকোনো এক ভাগ (জাহাজের কেবিনের দেওয়ালে স্থাপতি নাবিকদের বিছানার অবস্থান থেকে এককালে এই দুটি অংশকে the starboard ও port watches বলা হতো)। on watch এভাবে সময় ভাগ করে ডিউটিরত। keep watch ডিউটি করা; পাহারা দেওয়া। (৪) (প্রাচীন প্রয়োগ) নৈশ জাগরণকাল: in the watches of the night, রাতের বেলায় যে সময়টায় কেউ জেগে থাকে। watchnight service (নববর্ষের প্রাক্কালে) গির্জায় মধ্যরাতের উপাসনা। watchful [ওঅচ্ফল] প্রহরারত; জাগ্রত; বিনিদ্র। watchfully [ওঅচ্ ফালি] (adverb) watchfulness (noun) watchman [ওঅচমান্] (noun) (ক) (ইতিহাস) নৈশপ্রহরীদলের সদস্য। (খ) (ব্যাংক, অফিস, কারখানা প্রভৃতি) (রাতের বেলা) ভববন পাহারা দেওয়ার কাজে নিযুক্ত প্রহরী; নৈশপ্রহরী। watchword [ওঅচ্ য়োড্] (noun) (স্বপক্ষ নির্ণয়ে ব্যবহৃত) সংকেত শব্দ; স্লোগান।