W পৃষ্ঠা ১০
- English Word wigging Bengali definition [উইগিঙ্] (noun) (কথ্য) তিরস্কার; ভর্ৎসনা: give somebody a good wigging.
- English Word wiggle Bengali definition [উইগ্ল্] (verb transitive), (verb intransitive) নড়াচড়া করা; নাড়ানো: Can’t you stop wigglig and sit still. (noun) নড়াচড়া।
- English Word wigwam Bengali definition [উইগ্ওঅ্যাম্ America(n) উইগ্ওআম্] (noun) আগেকার দিনে উত্তর আমেরিকার আদিবাসীদের ব্যবহৃত পশুর চামড়া বা মাদুর দিয়ে তৈরি কুটির বা তাঁবু।
- English Word wild Bengali definition [ওআইল্ড্] (adjective) (১) বন্য; বুনো: wild flowers; wild life, বন্য পশু, পাখি ইত্যাদি; a wild-life sanctuary, বন্য পশুপাখিদের জন্য সংরক্ষিত স্থান; অভয়ারণ্য। wildcat (attributively adjective) বেপরোয়া, হঠকারী, ত্রুটিপূর্ণ অসাধ্য বা অকার্যকর: wild cat schemes (বিশেষত অর্থ ও বাণিজ্যের ক্ষেত্রে); a wildcat strike, অযৌক্তিক ও আকস্মিক ধর্মঘট। wildfowl (noun) (বিশেষত) শিকারের পাখি। wild-goose chase অনর্থক প্রয়াস বা পরিশ্রম। sow one’s wild oats, দ্রষ্টব্য oat (১). (২) (ঘোড়া, শিকারের পাখি ইত্যাদি) একটুতেই চমকে ওঠে এমন; কাছে ঘেষা যায় না এমন: The deer are rather wild. (৩) (ব্যক্তি, উপজাতি ইত্যাদি) অসভ্য; বর্বর; আদিম। (৪) (দৃশ্য, এলাকা ইত্যাদি) জনশূন্য; পতিত; বিরান; বসতিহীন: The wild marshes in the north-east. (৫) প্রচণ্ড; অসংযত; ঝড়ো: You had better stay indoors in a wild night like this, এ রকম ঝড়ো রাতে …। (৬) উত্তেজিত; ক্ষিপ্ত; উন্মত্ত; উদভ্রান্ত: We heard sounds of wild laughter. He was wild with anger, রাগে খেপে গিয়েছিল; The uncertainty drove him almost wild, তাকে প্রায় উদভ্রান্ত করে দিয়েছিল। (৭) be wild about something/somebody (কথ্য) কারো/কোনোকিছুর জন্য পাগল হওয়া। (৮) বিশৃঙ্খল; উচ্ছৃঙ্খল: a state of wild confusion; settle down after a wild youth, উচ্ছৃঙ্খল যৌবনের পর…। run wild উচ্ছৃঙ্খল জীবনযাপন করা; যথেচ্ছ বেড়ে ওঠা: She allowed her children to run wild. wild-fire (noun) (প্রধানত) spread like wild fire (সংবাদ, গুজব ইত্যাদি) দাবানলের মতো (অর্থাৎ দ্রুত) ছড়িয়ে পড়া। (৯) বেপরোয়া; হঠকারী; বিচারবিবেচনাহীন: a wild scheme; wild shooting, বেপরোয়া গুলি চালনা। (১০) (তাস) অনির্ধারিত মূল্যসম্পন্ন: a wild card. □ (adverb) উচ্ছৃঙ্খল বা বেপরোয়াভাবে: shoot wild. □ (noun) (plural) the wilds অনাবাদি (ও প্রায়ই বসতিহীন) অঞ্চল: the wilds of Africa. wildly (adverb) প্রচণ্ড বা বেপরোয়া বা উচ্ছৃঙ্খল বা উদভ্রান্ত বা অতিরঞ্জিতভাবে: rush about wildly; talk wildly, a wildly exaggerated account, অস্বাভাবিক বা মাত্রাজ্ঞানহীনভাবে অতিরঞ্জিত বিবরণ। wildness (noun)
- English Word wildebeest Bengali definition [উইল্ডিবীস্ট্] (noun)= gnu (হরিণজাতীয় প্রাণী)।
- English Word wilderness Bengali definition [উইল্ডানিস্] (noun) (plural বিরল) (১) ঊষর জনহীন প্রান্তর; তেপান্তর। (২) নিষ্প্রাণ বিস্তার: wilderness waters, ধু-ধু জলরাশি।
- English Word wile Bengali definition [ওআইল্] (noun) (সাধারণত plural) কূটকৌশল; চাতুরী; শয়তানি: The wiles of the Devil. She fell a victim to the wiles of that unscrupulous rogue.
- English Word wilful Bengali definition (America(n) অপিচ will-ful) [উইলফ্ল] (adjective) (১) (ব্যক্তি) স্বেচ্ছাচারী; একগুঁয়ে; একরোখা: a wilful child. (২) স্বেচ্ছাকৃত: a wilful murder; wilful disobedience. wilfully [উইলফালি] (adverb) wilfulness (noun)
- English Word will 1 Bengali definition [weak form: ল্, strong form: উইল্] (anomalous finite) (‘ll- রূপে প্রায়ই সংক্ষেপিত; neg will not বা won’t [ওউন্ট্]; past tense, শর্তাধীন would [‘I, he, she, we, you, they’- এর পরে: ড্, অন্যত্র, weak form: আড্, strong form: উড্], negative(ly) would not বা wouldn’t [উড্ন্ট্]) (১) (ভবিষ্যৎকালের সহায়ক ক্রিয়া হিসেবে ব্যবহৃত) : If today is Sunday, tomorrow will be Monday. I’ll join you in a minute. He won’t be here till Friday. (অতীতকালের ভবিষ্যৎ নির্দেশকল্পে will - এর জায়গায় would বসে): I wonder whether it will be ready. I wondered whether it would be ready. You’ll be in Chittagong this time tomorrow. You would have been in Chittagong this time yesterday. (২) (উত্তম পুরুষ- I, we সহযোগে ইচ্ছা, সম্মতি, প্রস্তাব বা প্রতিশ্রুতি প্রকাশ করে): All right, I’ll come. We’ll look after these children. (অতীতকালে ভবিষ্যৎ নির্দেশকল্পে will - এর স্থলে would বসবে): I said I would do it. We said we would never do it again. (৩) (প্রশ্নে, বিনীত অনুরোধে এবং অনেক ক্ষেত্রে please এর সমার্থক হিসেবে মধ্যম পুরুষের সঙ্গে ব্যবহৃত হয়): ‘Will you (please) come in’, ভিতরে আসুন না? Would you (please) pass the salt? (৪) (উপরোধ বা অনিবার্যতা নির্দেশকল্পে এবং সর্বদা শ্বাসাঘাত বা stress সহযোগে -কখনো’ ‘ll বা ’d নয়- হাঁ-সূচক বাক্যে ব্যবহৃত): She will have own way, সে তার পথে/তার মতো চলবেই; boys will be boys, ছেলেরা তো ছেলেই হবে, অর্থাৎ ছেলেমি করবেই; Accidents will happen, দুর্ঘটনা তো ঘটবেই। (৫) (অস্বীকৃতি বা প্রত্যাখ্যান বোঝাতে নঞর্থক ব্যবহার) : He won’t help me, সাহায্য করবে না (বলে জানিয়েছে); This window won’t open, এই জানালাটা খুলবে না, অর্থাৎ খোলা যায় না। (৬) (কোনোকিছু মাঝে মাঝে ঘটে থাকে, কেউ কোনোকিছু করে থাকে, কোনোকিছু স্বাভাবিক বা প্রত্যাশিত- এ রকম বোঝাতে will ব্যবহৃত হয়): He’ll sit there hour after hour looking at the traffic go by. Sometimes the boys will play a trick on their teachers. Occasionally there will be misunderstanding between friends. (৭) (সম্ভাব্যতা নির্দেশকল্পে ব্যবহৃত); This’ll be the place he described to us. He would be about 50 when he died. You said you wanted someone to help you with the typing. Will I do? আমাকে দিয়ে কি কাজটা হবে? (৮) (শর্তাধীন উক্তি ও প্রশ্ন গঠনের জন্য মধ্যম ও নামপুরুষের সঙ্গে would ব্যবহৃত হয়) : He’d be killed if the car swerved by an inch. He’d have been killed if the car had swerved by an inch. would rather, দ্রষ্টব্য rather (১). (৯) (বক্তার ইচ্ছা বা অভিপ্রায় জ্ঞাপক শর্তাধীন উক্তি গঠনের জন্য উত্তম পুরুষের সঙ্গে would ব্যবহৃত হয়): We would have come if it hadn’t rained.
- English Word will 2 Bengali definition [উইল্] (verb intransitive) (past tense) would [উড্], অন্য কোনো রূপ ব্যবহৃত হয় না) (প্রতিটি ব্যবহার সেকেলে) (১) ইচ্ছা করা: Let him do what he wills, সে যা করতে চায় করুক; What would you, তোমার কী ইচ্ছা, কী করতে চাও? (২) (কর্তা ‘I’ প্রায়ই উহ্য থাকে) ইচ্ছা প্রকাশে ব্যবহৃত: Would (that) it were otherwise, আহ্, যদি অন্য রকম হতো (তাহলে কীই না ভালো হতো); Would (= I would) to God (that) I hadn’t agreed, আহ্ যদি রাজি না হতাম! (৩) পছন্দ করা; বেছে নেওয়া; আকাঙ্ক্ষা করা: That is the place where he would be. Come whenever You will, যখন ইচ্ছা এসো। (will 2 ও will 3 এর সম্পর্ক লক্ষণীয়) would-be (attributively adjective) আকাঙ্ক্ষা বা অভিপ্রায় নির্দেশকল্পে ব্যবহৃত: would-be poets, কবি হতে চায় এমন সব ব্যক্তি; হবু-কবিকুল।
- English Word will 3 Bengali definition [উইল্] (verb transitive), (verb intransitive) (১) কোনোকিছু করার বা পাবার ইচ্ছা পোষণ করা: None can achieve success merely by willing it. (২) ইচ্ছাশক্তি প্রয়োগ করা: Willing and wishing are not the same thing. (৩) অমোঘ ইচ্ছা প্রকাশ বা প্রতিফলিত করা: God has willed it so, আল্লাহর এই রকমই অভিপ্রায়। (৪) ইচ্ছাশক্তি প্রয়োগ করে প্রভাবিত বা নিয়ন্ত্রিত বা বাধ্য করা: I willed myself into keeping awake. (৫) will something to somebody; will somebody something ইষ্টিপত্র বা উইল করে কাউকে কোনোকিছু (ধনসম্পত্তি প্রভৃতি) দান করা বা দিয়ে যাওয়া; He willed all his money to charities. My father has willed me the only house he owned in the city.
- English Word will 4 Bengali definition [উইল্] (noun) (১) the will ইচ্ছাশক্তি: the freedom of the will. (২) [uncountable noun, countable noun] (কেবল singular) (অপিচ will-power) আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা: He has no will of his own, অন্যের দ্বারা সহজে প্রভাবিত হয়; He has a strong/weak will, দৃঢ়চেতা/দুর্বলচিত্ত মানুষ। এর থেকে strong-willed ও weak- willed (adjective(s) (যৌগশব্দ) দৃঢ়চেতা ও দুর্বলচিত্ত। (৩) [uncountable noun, countable noun] (কেবল singular) সংকর; আকাঙ্ক্ষা বা অভিপ্রায়: will to live, বেঁচে থাকার সংকল্প; will to please, (অন্যকে) খুশি করার আকাঙ্ক্ষা। Where there’s a will there’s a way (প্রবাদ) ইচ্ছা থাকলে উপায় হয়। take the will for the deed (কারো) উপকার করার সাধ্য নেই অথচ উপকার করার বাসনা আছে, এ কথা অনুধাবন করে (তার প্রতি) কৃতজ্ঞ বোধ করা। of one’ own free will স্বেচ্ছায়: I did it of my own free will, স্বেচ্ছায় এ কাজ করেছি। at will ইচ্ছে মতো; খুশিমতো: You may come and go at will, তোমার ইচ্ছে মতো আসতে যেতে পার। tenant at will (আইন সম্বন্ধীয়) যে প্রজা বা ভাড়াটেকে (মালিকের) প্রয়োজনমতো (জমি বা বাড়ির দখল) ছাড়তে হতে পারে। (৪) a will শক্তি; আগ্রহ; উদ্দীপনা: work with a will. (৫) [uncountable noun] (possessive সহযোগে) যা অভিপ্রেত বা স্থিরীকৃত: God’s will be done, আল্লাহর ইচ্ছা পূর্ণ হোক। (৬) good/ill will সদিচ্ছা/অসদিচ্ছা: There are still men who feel. no ill will towards anybody. ‘Peace on earth and good will towards men’. (৭) [countable noun] (অপিচ last will and testament): testament. willfull [উইল্ফল্] (adjective) willful এর America(n) বানান।
- English Word will-o’-the-wisp Bengali definition [উইল্আদাউইস্প্] (noun) রাতে জলাভূমিতে দৃশ্যমান আলো; আলেয়ার আলো; (সাধারণভাবে লাক্ষণিক) যে ব্যক্তি বা বস্তু নাগাল এড়িয়ে যায়।
- English Word willies Bengali definition [উইলিজ্] (noun) (plural) (অপশব্দ) অস্বস্তিবোধ বা সন্ত্রস্ত অনুভূতি: The deserted house gave me the willies.
- English Word willing Bengali definition [উইলিঙ্] (adjective) স্বেচ্ছাপ্রণোদিত; ইচ্ছুক: a willing partner in something. He was willing to buy a share. (২) নির্দ্বিধায় ও তাৎক্ষণিকভাবে কৃৎ, প্রদত্ত ইত্যাদি: willing obedience. willingly (adverb) willingness (noun) [uncountable noun]
- English Word willow Bengali definition [উইলো] (noun) [countable noun] willow(-tree) সরু নমনীয় শাখাযুক্ত এক প্রকার গাছ ও গুল্ম; ঝুড়ি তৈরিতে ব্যবহৃত এই গাছের ডাল; ক্রিকেট খেলার ব্যাট, প্রভৃতি তৈরিতে ব্যবহৃত এই গাছের কাঠ। willow-pattern (noun) সাদা চীনামাটির পাত্রের উপর নীল রঙে করা (নদী, গাছ ইত্যাদির নকশাযুক্ত) ,কারুকাজ। willowy (adjective) (ব্যক্তি) পাতলা ও নমনীয়।
- English Word willy-nilly Bengali definition [উইলিনিলি] (adverb) ইচ্ছায় বা অনিচ্ছায়; চাও বা না চাও।
- English Word wilt Bengali definition [উইল্ট্] (verb intransitive), (verb transitive) (গাছপালা, ফুল) ঝুলে পড়া; নুয়ে পড়া; সজীবতা হারানো, শুকিয়ে যাওয়া; (ব্যক্তি) নেতিয়ে পড়া; নির্জীব বা নিস্তেজ হয়ে পড়া।
- English Word wilton Bengali definition [উইলটান্] (noun) এক ধরনের কারপেট।
- English Word wily Bengali definition ['ওআইলি] (adjective) কূটকৌশলপূর্ণ; ধূর্ত: a wily old fox.
- English Word wimple Bengali definition [উইম্প্ল্] (noun) মাথা, গণ্ডদেশ, চিবুক, ঘাড় ও গলা ঢাকা ক্ষৌমবস্ত্রের বা লিনেনের আবরণ, মধ্যযুগে মহিলারা এই আবরণ ব্যবহার করত; এখনো কতিপয় খ্রিষ্টান সন্ন্যাসিনী তা ব্যবহার করেন।
- English Word win Bengali definition [উইন্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle won [ওআন্]) (১) কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিরলস প্রচেষ্টা দ্বারা অর্জন করা; জিতে নেওয়া; (যুদ্ধ, প্রতিযোগিতা ইত্যাদিতে) জেতা: win a race/a battle/a war; win a scholarship; win friendship; win fame. Our side won. He won Tk 50,000 at a lottery. win the day/the field বিজয়ী হওয়া। win free/clear/out/through নিজের পথ করে নেওয়া; চেষ্টা করে (কঠিন অবস্থা ইত্যাদি থেকে) নিজেকে মুক্ত করা। win hands down (কথ্য) অনায়াসে সাফল্য পাওয়া। winning-post (noun) প্রতিযোগিতার সমাপ্তিরেখা চিহ্নিত করার খুঁটি। (২) win somebody over (to something) (কম প্রচলিত) win somebody to do something যুক্তি দ্বারা (কাউকে) স্বমতে বা স্বপথে নিয়ে আসা; (কারো) আনুকূল্য পাওয়া: I was able to win him over to my view. (৩) পরিশ্রম করে পৌঁছানো: win the shore, তীরে পৌঁছানো। (noun) [countable noun] খেলা, প্রতিযোগিতা ইত্যাদিতে সাফল্য; বিজয়; He has had six successive wins in tennis this summer. winner (noun) জয়লাভকারী ব্যক্তি, বস্তু বা প্রাণী; বিজয়ী। winning (adjective) বিজয়ী; জয়সূচক: the win point; the win horse. (২) বুঝিয়ে স্বমতে বা স্বপথে আনতে পারে এমন; আস্থা ও বন্ধুতা অর্জন করে কিংবা আস্থা ও বন্ধুতার উদ্রেক করে এমন: a win smile. winnings [উইনিঙজ্] (noun) (plural) বাজি ধরা; জুয়া খেলা প্রভৃতিতে জিতে নেওয়া অর্থ।
- English Word wince Bengali definition [উইন্স্] (verb intransitive) ব্যথায় কুঁচকে ওঠা বা কুঁচকে যাওয়া; আঘাতে অপমানে সংকুচিত হওয়া: He winced under the blow. She winced at the insult. (noun) ব্যথা, অপমান ইত্যাদিতে কোঁচকানো বা সংকুচিত হওয়া: without a wince.
- English Word winceyette Bengali definition [উইন্সি এট্] (noun) [uncountable noun] শার্ট ইত্যাদিতে ব্যবহৃত শক্ত সুক্তি ও পশমি দ্রব্য বা শুধু পশমি দ্রব্য।
- English Word winch Bengali definition [উইন্চ্] (noun) কপিকলবিশেষ। (verb transitive) কপিকল ব্যবহার করে উঠানো, নড়ানো, চালানো ইত্যাদি: The heavy machines were winch on to the truck.
- English Word wind 1 Bengali definition [উইন্ড্] (noun) (১) [countable noun, uncountable noun] (প্রায়ই the wind; মাত্রা বা শক্তি নির্দেশ করতে much little ইত্যাদি সহযোগে এবং ধরন, দিক প্রভৃতি নির্দেশ করতে indefinite article - সহযোগে বা বহুবচনে ব্যবহৃত হয়) বাতাস; হাওয়া: a west wind, পশ্চিমা বাতাস; The wind is rising, হাওয়া উঠছে/জোরদার হচ্ছে। fling/throw caution/prudence, etc to the winds সাবধানতা, বিচক্ষণতা ইত্যাদি হাওয়ায় ছুড়ে দেওয়া, অর্থাৎ সাবধানতা ইত্যাদির পরোয়া না-করা; বেপরোয়া হয়ে ওঠা। get/have the wind up (অপশব্দ) ভয় পাওয়া; আতঙ্কিত হয়ে পড়া। raise the wind (অপশব্দ) প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা। put the wind up somebody (অপশব্দ) কাউকে ভয় পাইয়ে দেওয়া। see/find out how the wind blows কী ঘটতে পারে, লোকজন কী ভাবছে খোঁজ নিয়ে দেখা বা বুঝে দেখা। sail close/near to the wind, দ্রষ্টব্য sail 2 (১). take the wind out of somebody’s sails আগেভাগে কোনোকিছু করে বা বলে কাউকে তা করা বা বলা থেকে বিরত করা; আকস্মিকভাবে কারো সুবিধা কেড়ে নেওয়া। There is/was something in the wind গোপনে কিছু একটা করা হচ্ছে/হচ্ছিল, গোপনে কোনো ফন্দি আঁটা হচ্ছে/হচ্ছিল। (২) (plural) চতুর্দিকে; চারধারে; The house stood on a hilltop, exposed to the four winds of heaven, চতুর্দিক থেকে প্রবাহিত বাতাস…; My papers were blown to the four winds, চতুর্দিকে উড়ে গেল/ছড়িয়ে গেল। (৩) [uncountable noun] দৌড়ের জন্য বা একটানা কোনোকিছু করার জন্য প্রয়োজনীয় শ্বাস; দম: He soon lost his wind, দম ফুরিয়ে গেল; I stopped to get back my wind, দম ফিরে পেতে থামলাম। get one’s second wind একবার দম ফুরিয়ে যাওয়ার পর আবার তা ফিরে পাওয়া; (লাক্ষণিক) কোনো কাজের জন্য নতুন করে শক্তি সংগ্রহ করা। sound in wind and limp শারীরিক দিক থেকে চমৎকার অবস্থাসম্পন্ন। (৪) [uncountable noun] হাওয়ায় ভেসে থাকা/ভেসে আসা গন্ধ; (লাক্ষণিক) আভাস। get wind of কোনোকিছুর গুজব শোনা; কোনোকিছুর আভাস পাওয়া। (৫) [uncountable noun] শূন্যগর্ভ কথা; ফাঁকা বুলি: Our politicians are all wind, কেবলই ফাঁকা বুলি আওড়ায়। (৬) [uncountable noun] পেটে সঞ্চারিত বায়ু বা গ্যাস: The body is suffering from wind, পেটে গ্যাস হয়েছে। break wind বাতকর্ম করা; পাদা। (৭) the wind অর্কেস্ট্রায় ব্যবহৃত বায়ুচালিত বা ফুঁ দিয়ে বাজানো বাদ্যযন্ত্রসমূহ। (৮) ( যৌগশব্দ) windbag (noun) (কথ্য) বাকসর্বস্ব ব্যক্তি; বাজে বকিয়ে। windbreak (noun) বাতাসের বেগ সামলানোর জন্য দেওয়া বেড়া, গাছের সারি প্রভৃতি। wind-cheater (America(n)= windbreaker) বাতাসের বেগ থেকে ঊর্ধ্বাঙ্গ রক্ষার জন্য আঁটো জামা। windfall (noun) [countable noun] (ক) বাতাসে গাছ থেকে পড়া ফল। (খ) অপ্রত্যাশিতভাবে পাওয়া সুফলবিশেষ; অর্থপ্রাপ্তি। wind-flower (noun) তারাফুল। wind-gauge (noun) বাতাসের বেগ মাপার যন্ত্র। wind instrument (noun) বায়ুচালিত বাদ্যযন্ত্র (যেমন অরগ্যান, বাঁশি প্রভৃতি)। wind mill (noun) বায়ুপ্রবাহ দ্বারা চালিত বলে; বাতচক্র। fight/tilt at wind mills (Cervantes কৃত Don Quixote এর গল্প থেকে) কল্পিত শত্রুর সঙ্গে লড়াই করা; কল্পিত অন্যায় বা অবিচারের প্রতিবিধানের চেষ্টা করা। wind-pipe (noun) শ্বাসনালি। wind screen (America(n)= wind shield) (noun) মোটরগাড়ি প্রভৃতির সামনের কাচের পরদা। wind-screen-wiper (noun) wipe শিরোনামে wiper দ্রষ্টব্য । wind-sock (noun) বাতাসের গতি নির্দেশের জন্য খুঁটির উপর ওড়ানো আস্তিনের মতো চটের লম্বা হাতা (বিমানবন্দরে যেমন দেখা যায়)। windswept (adjective) ঝঞ্ঝাপীড়িত: a wind-swept hillside. wind-tunnel (noun) বিমানপোতের উপর বায়ুপ্রবাহের প্রতিক্রিয়া পর্যবেক্ষণের জন্য যে সুড়ঙ্গসদৃশ কাঠামোর ভিতর দিয়ে (নিয়ন্ত্রিত বেগে) বায়ু প্রবাহিত করা হয়; বায়ুসুড়ঙ্গ। windless (adjective) বায়ুহীন: a wind less day. wind ward [উইন্ড্ওআড্] (noun), (adjective) যেদিক থেকে বায়ু প্রবাহিত হয় সেই দিক, সেইদিকে মুখ করা। windy (adjective) (১) ঝটিকাপূর্ণ; ঝড়ো: windy weather. (২) বাকসর্বস্ব, দ্রষ্টব্য উপরে ৫। (৩) (অপশব্দ) ভীত; শঙ্কিত। windily [উইন্ড্ইলি] (adverb) windiness (noun)
- English Word wind 2 Bengali definition [উইন্ড্] (verb transitive) (wind 1 থেকে) (past tense, past participle winded [উইন্ডিড্]) (১) গন্ধের সাহায্যে (কারো/কোনোকিছুর) উপস্থিতি আবিষ্কার করা বা টের পাওয়া: The hounds winded the fox. (২) দম নিঃশেষিত করা; হাঁপ ধরানো: I was quite winded by running to catch up with them. (৩) (কাউকে/কোনোকিছুকে) দম নেওয়ার/ফিরে পাওয়ার সময়/সুযোগ দেওয়া: They stooped to wind the bullocks.
- English Word wind 3 Bengali definition [ওআইন্ড্] (verb intransitive), (verb transitive) (১) ঘুরে ঘুরে বা এঁকে বেঁকে যাওয়া বা চলা বা চালানো: climb a winding staircase. The river winds (its way) to the sea. He wound himself/his way into her affections, (লাক্ষণিক) ঢের ফন্দিফিকির করে সে তার মন জিতেছে। (২) (তার, সুতা ইত্যাদি) পেঁচিয়ে পেঁচিয়ে গুটি করা বা কোনোকিছুর চারদিকে পেঁচানো; wind ( up) wool into a ball; wind in the line, বড়শির সুতা গুটানো। wind something off পাক খোলা। wind somebody round one’s (little) finger কাউকে দিয়ে যা খুশি তা-ই করানো; কাউকে (কড়ে) আঙুলের ডগায় করে নাচানো। (৩) wind something round somebody/something; wind somebody/something in something জড়িয়ে বা মুড়ে দেওয়া; জড়ানো; মোড়া; জড়িয়ে ধরা: wind a shawl round a baby; wind a baby in a shawl. She wound her arms round her child. winding-sheet (noun) মৃতদেহ ঢাকার কাপড়; কাফন। (৪) wind something (up) (কপিকল প্রভৃতির হাতল) ঘোরানো; এ রকম (হাতল) ঘুরিয়ে (কোনোকিছু) উত্তোলন করা বা তোলা: wind a handle; wind up a bucket from a well. (৫) wind something (up) (ঘড়িতে) চাবি দেওয়া: I often forget to wind up my watch. (৬) be wound up (to) (বিশেষত passive বা কর্মবাচ্যে) (আবেগের দিক থেকে) আলোড়িত বা উন্মন্থিত হওয়া: We were all wound up to a high pitch of excitement. Expectation wound up to a high pitch, উঁচু গ্রামে/তারে বাঁধা প্রত্যাশা; উঁচু বা অত্যধিক প্রত্যাশা। (৭) wind (something) up শেষ হওয়া বা শেষ করা: It’s time for you to wind up your speech, বক্তৃতা শেষ করার/বক্তৃতার ইতি টানার সময় হয়েছে; We wound up the evening by singing songs from the old Bangla movies, পুরনো বাংলা সিনেমার গান গেয়ে (সেদিনের সম্মিলনী) সন্ধ্যার ইতি টানলাম। wind up a business company ব্যবসা গোটানো। wind up one’s affairs নিজের কাজকর্ম গোটানো। (noun) [countable noun] প্যাঁচানো তারের এক প্যাঁচ বা ঘের; ঘড়ির চাবির এক পাক।
- English Word windlass Bengali definition [উইনড্লাস্] (noun) কপিকলবিশেষ; চরকি।
- English Word window Bengali definition [উইন্ডো] (noun) জানালা: Iook out of the window, জানালা দিয়ে বাইরে তাকানো। window-box (noun) ফুল বা লতাগাছ তোলার জন্য জানালার ধারিতে বসানো লম্বা সরু বাক্স। window-dressing (noun) দোকানের জানালায় সুন্দর করে জিনিসপত্র সাজিয়ে রাখার কৌশল; (লাক্ষণিক) নিজের কাজ, ক্ষমতা, গুণাগুণ ইত্যাদি চমৎকারভাবে জাহির করার কৌশল। window envelope (noun) ঠিকানায় অংশে স্বচ্ছ আবরণযুক্ত খাম, এই আবরণের মধ্য দিয়ে ভিতরের কাগজে লেখা ঠিকানা পড়া যায়। window-pane (noun) জানালার (সার্সির) কাচ। go window-shopping (ঠিক কেনার জন্য নয় আগ্রহ বা কৌতূহলবশত) দোকানের জানালার সাজিয়ে রাখা জিনিসপত্র দেখা। window-sill (noun) দ্রষ্টব্য sill. a window on the world (লাক্ষণিক) অন্যান্য দেশ সম্পর্কে জানার বা সেসবের সংস্পর্শে আসার উপায়; বহির্বিশ্বের জানালা: For some of us the English language is a window on the world.