W পৃষ্ঠা ৯
- English Word who'd Bengali definition [হুড্]= who had, who would.
- English Word who'll Bengali definition [হূল্]= who will.
- English Word who're Bengali definition [হআ(র্)]= who are.
- English Word who's Bengali definition [হূজ্]= who is/has.
- English Word whoa Bengali definition [ওও] (interjection) দ্রষ্টব্য (noun) wo.
- English Word whodunit Bengali definition [হূডানিট্] (noun) (অপশব্দ) (= who done it, who did it- এর অপ রূপ) গোয়েন্দা বা রহস্যকাহিনি।
- English Word whoever Bengali definition [হূএভা(র)] (Pronoun) যে কেউ (হোক না কেন), যেই হোক: Whoever obstructs the democratic process is a national enemy.
- English Word whole Bengali definition [হোল্] (adjective) (১) অক্ষত; অটুট: There isn’t a plate (= অক্ষত কোনো প্লেট) in the house. যেহেতু whole (৩) ‘আস্ত’ অর্থে ব্যবহৃত হয়, সে জন্য noun এর পরে কখনো-কখনো whole (১) বসতে পারে): He swallowed the grape whole. The chicken was roasted whole go the whole hog, দ্রষ্টব্য hog. (২) পুরো; সম্পূর্ণ: He spoke for a whole hour, পুরো এক ঘণ্টা বলেছে। whole food (noun) [uncountable noun] কৃত্রিম উপাদানমুক্ত পুষ্টিকর খাদ্য; (attributive(ly)) a whole food shop. Wholenote (noun) [countable noun] (America(n)) লিখিত আকারে প্রচলিত দীর্ঘতম সাংগীতিক স্বর। whole number (noun) [countable noun] অবিভক্ত রাশি; পূর্ণসংখ্যা। whole-meal, , whole wheat (noun(s)) সম্পূর্ণ আটা, অর্থাৎ যে ভাঙানো গম থেকে কিছুই ঝেড়ে বা ছেঁটে ফেলা যায়নি। (৩) (শুধু attributive(ly), singular noun সহযোগে) the/one’s whole যা কিছু আছে তার সবটা; পুরোটা; গোটা; সম্পূর্ণ: The whole truth about something, কোনোকিছু সম্পর্কে পূর্ণ সত্য; the whole country, গোটা দেশ; দেশের প্রতিটি মানুষ; the whole morning, সারা সকাল; He has taken the whole lot,সবটা/সবগুলো নিয়ে গেছে। do something with one’s whole heart সর্বান্তকরণে কিছু করা। এর থেকে, whole hearted(ly) (adjective), (adverb) (৪) (plural noun-সহযোগে attributive(ly)) কম নয়; We walked for three whole days, তিনদিনের কম কিছুতেই নয়, পুরো তিনদিন; Whole villages (= গ্রামকে গ্রাম) were destroyed by the invaders . (৫) (প্রাচীন প্রয়োগ বাইবেলি) সুস্থ; আরোগ্যপ্রাপ্ত: They that are whole need not a physician. His broken arm was made whole. □ (noun) অবিভক্ত, যা সম্পূর্ণ বস্তু; পুরো জিনিস: A whole is greater than any of its parts. I spent the whole of that summer in Chittagong. The land wasn’t divided up- it was sold as a whole. on the whole সব কিছু বিচার করে; মোটের উপর। (taken) as a whole সামগ্রিকভাবে (দেখলে বা বিচার করলে)। wholly [হোলি] (adverb) সম্পূর্ণভাবে; পুরোপুরি: He isn’t whole bad.
- English Word wholesale Bengali definition [হোল্সেইল্] (noun) (সাধারণত attributive(ly)) পাইকারি বিক্রয় (দ্রষ্টব্য retail): sell by wholesale (America(n) at wholesale); wholesale prices, পাইকারি মূল্য; wholesale dealer, পাইকার। □ (adjective), (adverb) পাইকারি; পাইকারিভাবে; (লাক্ষণিক) বাছবিচারহীন; ব্যাপক; ব্যাপকভাবে: His business is wholesale only. They buy goods wholesale. There was a wholesale slaughter when three unidentified gunmen fired indiscriminately at the congregation. wholesaler (noun) পাইকারি বিক্রেতা।
- English Word wholesome Bengali definition [হোল্সাম্] (adjective) সজীব; স্বাস্থ্যবান; (দৈহিক বা নৈতিক দিক থেকে) স্বাস্থ্যকর বা শুভ: wholesome food; wholesome advice.
- English Word whom Bengali definition [হূম্[ দ্রষ্টব্য who.
- English Word whoop Bengali definition [হূপ্] (noun) [countable noun] (১) উচ্চনাদ; নিনাদ; হাঁক: whoops of joy. (২) প্রবল কাশির বেগে হাঁপানির শব্দ। whooping-cough (noun) [uncountable noun] বাচ্চাদের হুপিং কাশি; ঘুংড়ি কাশি। (verb transitive), (verb intransitive) উঁচু গলায় চিৎকার করা: whoop with joy. whoop it up [ওউপ America(n) হোউপ] (অপশব্দ) আনন্দ-উল্লাসে মেতে সময় কাটানো।
- English Word whoopee Bengali definition [ওউপি] (noun) make whoopee (অপশব্দ) আনন্দ-উল্লাসে মত্ত হওয়া।
- English Word whop Bengali definition [ওঅপ্ America(n) হোঅপ্] (verb transitive) প্রহার করা; মারা; পরাস্ত করা। whopper (noun) অস্বাভাবিক বড় যেকোনোকিছু, বিশেষত ডাহা মিথ্যা। whopping (adjective) খুব বড়; বিরাট: a whopping lie. □ (adverb) অত্যন্ত; খুব: a whopping big fish.
- English Word whore Bengali definition [হো(র)] (noun) (নিষিদ্ধ) (তুচ্ছ) বেশ্যা।
- English Word whorl Bengali definition [ওআল্ America(n) হোআল্] (noun) ডালের চারদিকে পাতার বলয়; বোঁটার চারদিকে পাপড়ির বলয়; চক্রাকারে ঘুরে-ওঠা বা আবর্তিত কোনোকিছুর এক ঘের বা পাক (শঙ্খের গায় বা আঙুলের ছাপে দেখা যায়): The whorls on a fingerprint. whorled (adjective) উল্লিখিত বলয় বা চক্রাকার রেখাবিশিষ্ট; বলয়াকার বা চক্রাকারে সজ্জিত।
- English Word whose Bengali definition [হূজ] (possessive) (pronoun) (দ্রষ্টব্য who) (১) কার; কাদের; কীসের: Whose car is that? (২) যার; যাদের: Is that the writer whose books you never fail to buy? (৩) (স্বাভাবিকভাবে ব্যবহৃত of which এর স্থলে কখনো-কখনো whose ব্যবহৃত হয়: The house whose windows are broken, জানালা ভাঙা বাড়িটা। (৪) (relative, non-defining clause-সমূহে) Mr. Latif, whose house I rented for a year, is a businessman.
- English Word why Bengali definition [ওআই America(n) হোআই] (Adverb) (১) (interrogative) কী কারণে; কেন; কীসের দরুন; কী উদ্দেশ্যে: Why are you so late? Do you know why he left the job? (২) (relative adverb) The reasons why he tried to kill himself are not known. This is (the reason) why I refused the offer. (Interjection) (১) (বিস্ময়সূচক): Why, a child could do it, আরে এটা তো একটা শিশুও করতে পারে! (২) (প্রতিবাদসূচক) : Why, what’s the harm? কেন; ক্ষতিটা কীসের? (noun) (plural whys) কারণ; হেতু। the whys and the wherefores কারণগুলো।
- English Word wi-fi Bengali definition [ওয়াইফাই] (noun) (বিকল্প বানান 'wifi') wireless fidelity- এর সংক্ষেপ হচ্ছে wi-fi. এটা বিশেষ ধরনের ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের টার্ম বা ট্রেডমার্ক, যেখানে ওয়াইফাই অ্যালায়েন্স নামে একটি কমিটি কর্তৃক পরীক্ষিত ও অনুমোদিত হার্ডওয়্যার এবং স্পেসিফিকেশন ব্যবহার করা হয়। তবে সব wi-fi নেটওয়ার্ক হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, কিন্তু সব ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক wi-fi নেটওয়ার্ক নয়: Wifi can be a little tricky and spotty. wi-fi zone একাধিক অ্যাকসেস পয়েন্ট বা অ্যান্টেনার মাধ্যমে সৃষ্ট হটস্পটগুলোকে সমন্বয় করে যখন বড় এলাকাভিত্তিক একটি ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হয়।
- English Word wick Bengali definition [উইক্] (noun) মোমবাতি, লণ্ঠন, প্রদীপ ইত্যাদির সলিতা: She was trimming the wick of an oil-lamp.
- English Word wicked Bengali definition [উইকিড্] (Adjective) (১) (ব্যক্তি বা তার কাজ) মন্দ; খারাপ; ভ্রান্ত, অসৎ; অন্যায়; নীতিবিগর্হিত: It was wicked of him to keep the poor old man waiting so long. (২) আক্রোশপূর্ণ; ক্ষতিকর: a blow. (৩) পাজি; দুষ্টামিভরা: She gave him a wicked look. wickedly (adverb) wickedness (noun) wicker [উইকা(র্)] (noun) [uncountable noun] (সাধারণত attributive(ly)) সাধারণত ঝুড়ি, আসবাবপত্র প্রভৃতি তৈরি জন্য বিনুনি-করা নমনীয় ডাল, চটা বা বেত: a wicked chair. wickedwork (noun) [uncountable noun] নমনীয় ডাল, চটা বা বেতের কাজ।
- English Word wicket Bengali definition [উইকিট্] (noun) [countable noun] (১) wicket (-door/ -gate) বিশেষত কোনো বড় দরজার পাশে বা ভিতরে নির্মিত ছোট দরজা। (২) (রেল স্টেশনের টিকিটঘরের জানালার) যে ফাঁক দিয়ে টিকিট বিক্রি করা হয়। (৩) (ক্রিকেট) মাথার উপর আড়াআড়ি বসানো দুটি আলগা কাঠের টুকরা বা বেইলের সাহায্যে পরস্পর সংশ্লিষ্ট খাড়াভাবে পোঁতা যে তিনটি দণ্ড বা স্টাম্পের দিকে ক্রিকেটবল ছুড়ে মারা হয়; উইকেট; দুই উইকেটের মধ্যবর্তী ঘাসে-ঢাকা জমির ফালি: take a wicket, একজন ব্যাটসম্যানকে আউট করা; a soft wicket উইকেটদ্বয়ের মধ্যবর্তী মৃত্তিকাস্তরের নরম অবস্থা; নরম উইকেট; Dhaka University won by three wickets, তিন উইকেটে জিতেছে; Biman were six wickets down, বিমানের হয় ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছিল। keep wicket উইকেটরক্ষকের কাজ করা; উইকেট রক্ষা করা। wicket-keeper (noun) উইকেটের পিছনে বল ধরার জন্য দণ্ডায়মান খেলোয়াড়; উইকেটরক্ষক। (৪) (America(n)) মাটিতে পুঁতে রাখা যে ধনুকাকার লোহার আংটার ভিতর দিয়ে ক্রোকে খেলায় বল মারা হয়।
- English Word wide Bengali definition [ওআইড্] (adjective) (১) চওড়া; প্রশস্ত: a wide river. (২) বহুদূর প্রসারিত; বহু বিস্তৃত; বিস্তীর্ণ: a man with wide interests, বিচিত্র আগ্রহসম্পন্ন মানুষ; the wide world; a wide selection of new books. (৩) সম্পূর্ণ খোলা: He stared at me with wide eyes. (৪) লক্ষ্যবহির্ভূত; প্রসঙ্গচ্যুত; অপ্রাসঙ্গিক: a wide ball, (ক্রিকেটে) উইকেট থেকে বহুদূর দিয়ে, অর্থাৎ ব্যাটসম্যানের নাগালের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বল; His answer was of the mark, অপ্রাসঙ্গিক ছিল। (৫) (অপশব্দ) তুখোড় ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন; ব্যবসায়িক সুযোগসন্ধানী; ন্যায়-অন্যায়বোধহীন; বিবেকবর্জিত। wideboy (অপশব্দ) এ রকম লোক। □ (adverb) (১) লক্ষ্য থেকে দূরে: The arrow fell wide of the mark. (২) সম্পূর্ণ(ভাবে): He was wide awake. wide awake (adjective) (লাক্ষণিক) সজাগ-সতর্ক: a wide-awake young man. (৩) বিস্তীর্ণ অঞ্চলব্যাপী; দূরদূরান্তে: He travelled far and wide. widespread (adjective) বহুবিস্তৃত। widely (adverb) (১) অনেকক্ষণ বা অনেক দূর অন্তর-অন্তর: widely scattered. (২) বহুলাংশে; ব্যাপকমাত্রায়: widely different. (৩) বিস্তৃত এলাকা জুড়ে; বিস্তৃতভাবে: It is widely known that. widen [ওআইড্ন্] (verb transitive), (verb intransitive) প্রশস্ত বা প্রসারিত করা বা হওয়া: widen the scope of enquiry. The river begins to widen from this point.
- English Word widgeon Bengali definition [উইজান্] (noun) স্বচ্ছ পানিতে বিচরণকারী বুনো হাঁসবিশেষ।
- English Word widget Bengali definition [উইজেট্] (noun) [countable noun, অনানুষ্ঠানিক] ('window' আর 'gadget' এর মিলনে তৈরি অথবা 'gadget' এর একটি পরিবর্তিত রূপ) উইজেট হচ্ছে একটি স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন বা তৃতীয় পার্টি সাইটের কোনো পাতা বা অংশ, যেখানে তার অনুমোদন আছে তা এমবেড করে নিজের ওয়েবসাইটে প্রকাশ করে। সাধারণত কোনো সাইটের বাম অথবা বামপাশে যে সাম্প্রতিক পোস্ট বা সাম্প্রতিক মন্তব্য, লগইন ইত্যাদি দেখা যায়, সেগুলোই উইজেট: The widget allows you to have ‘things to be happy about’ on your website.
- English Word widow Bengali definition [উইডো] (noun) বিধবা। widower (noun) বিপত্নীক। widowed [উইডোড্] (adjective) বৈধব্যপ্রাপ্ত: widowed by war. widowhood [উইডোহুড্] (noun) বৈধব্য।
- English Word width Bengali definition [উইট্থ্] (noun) (১) [uncountable noun] প্রশস্ততা: a river of great width; (লাক্ষণিক) width of mind. (২) প্রস্থ: a width of 1 5 yards. (৩) নির্দিষ্ট প্রস্থবিশিষ্ট কোনো বস্তু: Join two widths of cloth, দুই প্রস্থ কাপড় জোড়া দেওয়া।
- English Word wield Bengali definition [উঈল্ড্] (verb transitive) (কোনোকিছুর) অধিকারী হওয়া ও (তা) ব্যবহার করা: wield an axe; wield power.
- English Word wife Bengali definition [ওয়াইফ্] (noun) পত্নী; স্ত্রী: He and his wife. old wives’ tale আষাঢ়ে গল্প। দ্রষ্টব্য fish 1 (৩) শিরোনামে fish wife, ও দ্রষ্টব্য house 1 (৭) শিরোনামে house wife। wifelike, wifely (adjective(s)) পত্নীসুলভ: wifely virtues.
- English Word wig Bengali definition [উইগ্] (noun) পরচুলা।