W পৃষ্ঠা ১২
- English Word within Bengali definition [উইদিন্] (preposition(al) মধ্যে; ভিতরে; অভ্যন্তরে; বাইরে ব] ছাড়িয়ে নয়: remain within reach, নাগালের মধ্যে থাকা; live within one’s means, নিজের আয়ের মধ্যে জীবিকা নির্বাহ করা; আর বুঝে ব্যয় করা; within an hour, একঘণ্টার মধ্যে। (adverb) (সাহিত্যিক) ভিতরে।
- English Word without Bengali definition [উইদাউট্] (preposition(al) (১) অধিকারী না-হয়ে; ব্যতীত; বিনা, ছাড়া; (কোনোকিছু হতে) মুক্ত থেকে; অভাবে; অবর্তমানে: You can’t have anything without money. I never travel without a ticket. He did it several times without being caught. Your suspicions are without foundation. She was working without any hope of reward. Don’t go out without a coat. without fail অবশ্যই। do without, দ্রষ্টব্য do 2 (১৫). without doubt অনস্বীকার্যভাবে; নিঃসন্দেহে; নিশ্চয়ই। (২) (gerund এর আগে): I can’t speak English without making mistakes. She did it without his knowing. He passed without seeing me. go without saying (এতই স্পষ্ট, এত বেশি জানা যে) না বললেও চলে। (৩) (প্রাচীন প্রয়োগ) বাইরে। (adverb) (সাহিত্যিক বা প্রাচীন প্রয়োগ) বাইরে।
- English Word withstand Bengali definition [উইদস্ট্যান্ড্] (verb transitive) (past tense, past participle stood [উইদস্টুড্]) প্রতিরোধ করা; ঠেকানো; (চাপ,আক্রমণ ইত্যাদির বিরুদ্ধে) নিজের অবস্থান টিকিয়ে রাখা; টিকে থাকা: withstand a siege, shoes that. will withstand hard wear.
- English Word withy Bengali definition [উইদি] (noun) দ্রষ্টব্য withe.
- English Word witless Bengali definition [উইট্লিস্] (adjective) দ্রষ্টব্য wit 1.
- English Word witness Bengali definition [উইট্নিস্] (noun) (১) (প্রায়ই eye-witness) প্রত্যক্ষদর্শী; সাক্ষী। witness-box (us অপিচ witness-stand) (noun) আদালতে সাক্ষীর কাঠগড়া। (২) [uncountable noun] সাক্ষ্য: give witness on behalf of an accused person at his trial.bear witness to somebody/something (ক) কারো/কোনোকিছুর সমর্থনে বলা। (খ) কারো/কোনোকিছুর সাক্ষ্য বহন করা: The book bears witness to the range of scholarship of its author. (৩) যে ব্যক্তি কোনো দলিলে অন্যের দেওয়া স্বাক্ষর আসল বলে প্রত্যয়ন করে নিজে তাতে স্বাক্ষর দেয়; স্বাক্ষর প্রত্যয়নকারী ব্যক্তি; তজদিককারী। (৪) কোনোকিছুর চিহ্ন বা প্রমাণ বহনকারী ব্যক্তি বা বস্তু: His clothes were a witness to his poverty. □ (verb transitive), (verb intransitive) (১) প্রত্যক্ষ করা: witness an accident. (২) witness to something/doing something (আদালতে) সাক্ষ্য দেওয়া: witness to the truth of a statement. Mr Khan witnessed to having seen the accused enter the house of the murdered man. (৩) (দলিল ইত্যাদিতে) স্বাক্ষরদানের প্রত্যয়নকারী হওয়া; তজদিক করা: witness a signature. (৪) কোনোকিছুর সাক্ষ্য বহন করা; প্রদর্শন করা: His thin face witnessed his long illness.
- English Word witticism Bengali definition [উইটিসিজাম্] দ্রষ্টব্য wit 1.
- English Word wittingly Bengali definition [উইটিঙ্লি] (adverb) জেনেশুনে; জ্ঞাতসারে; উদ্দেশ্যমূলকভাবে।
- English Word witty Bengali definition [উইটি] (adverb) দ্রষ্টব্য wit 1.
- English Word wives Bengali definition [ওআইভ্জ্] wife -এর plural
- English Word wizard Bengali definition [উইজাড্] (noun) (১) জাদুকর। (২) বিস্ময়কর ক্ষমতাসম্পন্ন ব্যক্তি: a financial যে ব্যক্তি বিস্ময়করভাবে অবলীলায় টাকা কামাতে পারে। wizardry [উইজাড্রি] (noun) [uncountable noun] জাদু; ভেলকিবাজি।
- English Word wizened Bengali definition [উইজ্ন্ড্] (adjective) শীর্ণচর্ম; (চামড়া) কুঁচকে যাওয়া: a wizened old man.
- English Word wo, whoa Bengali definition [ওওউ] (interjection) (প্রধানত ঘোড়ার উদ্দেশে) থাম!
- English Word woad Bengali definition [ওওউড্] (noun) [uncountable noun] নীল রংবিশেষ; যে গাছ থেকে এই রং পাওয়া যায়।
- English Word wobble Bengali definition [ওঅব্ল্] (verb intransitive), (verb transitive) এপাশে- ওপাশে নড়া বা নাড়ানো; কাঁপা বা কাঁপানো; (লাক্ষণিক) (মতামত, সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদির ব্যাপারে) অনিশ্চিত বা দ্বিধাগ্রস্ত হওয়া: This table wobbles. The boy was wobbling the desk. She wobbled between two views. wobbler [অবলা(র্)] (noun) যে বস্তু এ পাশে-ওপাশে নড়ে; দ্বিধাগ্রস্ত বা অস্থিরমনা ব্যক্তি। wobbly [ওঅব্লি] (adjective) স্থির বা অবিচল বা অটল নয়; একপাশে হেসে বা নুয়ে আছে এমন: He is still a bit wobble (on his legs) after his illness. throw a wobble (British/Britain অনানুষ্ঠানিক) রাগে বা কোনো অপ্রত্যাশিত ঘটনার প্রতিক্রিয়ায় মূর্ছা যাওয়া/জ্ঞানশূন্য/অজ্ঞান হওয়া: My parents threw a wobble when I told them.
- English Word woe Bengali definition [ওওউ] (noun) (প্রধানত কাব্যিক, ক্ষেত্রবিশেষে কৌতুকার্থে) (১) [uncountable noun] দুঃখ; পীড়া; শোক: a tale of woe. Woe (be) to...অভিশাপ দিতে গিয়ে বলা। (২) (plural) দুঃখের কারণসমূহ; দুর্দশা: poverty, illness and other woes. woeful [ওওউফ্ল্] (adjective) দুর্ভাগ্যজনক; বিপর্যয়কর; শোচনীয়; দুঃখজনক: woeful ignorance. woefully [ওওউফালি] (adverb) দুঃখজনকভাবে: The preparations were woe inadequate. woebegone [ওওউবিগন্ America(n) ওওউগোন্] (adjective) নিরানন্দ; বিষাদাক্রান্ত; দুঃখপীড়িত; মলিনদর্শন: woe looks. He looks woe.
- English Word wog Bengali definition [ওঅগ্] (noun) (British/Britain) (আক্রমণের উদ্দেশ্যে উচ্চারণ করা) যার গায়ের রঙ উজ্জ্বল বা সাদা নয়।
- English Word wok Bengali definition [ওঅক] (noun) রান্নার (বিশেষত চাইনিজ) ব্যবহৃত বড় আকৃতির প্যানসদৃশ বাটি বা গামলাবিশেষ (bowl)।
- English Word woke, woken, Bengali definition দ্রষ্টব্য wake 1.
- English Word wold Bengali definition [ওওউল্ড্] (noun) [countable noun, uncountable noun] উন্মুক্ত অকর্ষিত এলাকা বা অঞ্চল; বিস্তীর্ণ পতিত জমি; উঁচু পতিত এলাকা।
- English Word wolf Bengali definition [উউলফ্] (noun) (plural wolves উউল্ভ্জ) নেকড়ে। cry wolf মিথ্যা বিপদসংকেত পাঠানো বা দেওয়া: He has cried wolf too often (অর্থাৎ ভবিষ্যতে তার সত্যিকার আর্তচিৎকারেও কেউ সাড়া দেবে না)। a wolf in sheep’s clothing বন্ধুবেশী শত্রু। keep the wolf from the door (প্রবাদ) নিজের ও নিজের পরিবারের জন্য পর্যাপ্ত অন্নসংস্থান করতে পারা। wolf’s-bane (noun) কুচিলা। wolf-cub (noun) (ক) নেকড়ের বাচ্চা। (খ) জুনিয়র বয়স্কাউট বা ব্রতী কিশোরের একদা ব্যবহৃত নাম (বর্তমানে cub scout বলা হয়)। wolf-hound (noun) মূলত নেকড়ে শিকারে প্রশিক্ষণপ্রাপ্ত বড় জাতের শিকারি কুকুর। wolf whistle (noun) বিশেষত পাশ দিয়ে চলে যাচ্ছে এমন নারীর প্রতি আগ্রহ, প্রশংসাসূচক শিস, যা একটু উঠে পরে বিলম্বিত তালে নামতে থাকে: She was quite used to be wolf whistled on her way to college. □ (verb transitive) (ক্ষুধার্ত নেকড়ের মতো) দ্রুত ও লোলুপ ভঙ্গিতে খাওয়া: wolf (down) one’s food. wolfish [উউলফ্ইশ] (adjective) নেকড়েবিষয়ক; নেকড়ের মতো: a wolfish appetite.
- English Word wolfram Bengali definition [উউলফ্রাম্] (noun) টাংস্টেন নামক একপ্রকার দুষ্প্রাপ্য ধাতু, এই ধাতুর আকরিক।
- English Word woman Bengali definition [উউমান্] (noun) (plural women [উইমিন্] (১) নারী: a single woman অবিবাহিত নারী; (attributive(ly), lady অপেক্ষা অধিক বাঞ্ছনীয়) a woman doctor; a career woman, কর্মজীবী মহিলা; a country-woman,পল্লিরমণী। (২) [uncountable noun] (article ছাড়া) নারীজাতি; নারীকুল। (৩) [uncountable noun] নারীসত্তা: The woman in her longed not for material comfort but for love. womanhood [উউমান্হুড্] (noun) [uncountable noun] (ক) (collective) নারীসম্প্রদায়। (খ) নারীত্ব: She has reached womanhood. womanish [উউমান্ইশ্] (adjective) নারীবিষয়ক; নারীসুলভ; মেয়েলি; নারীদের জন্য। womanize, womanise (verb intransitive) (বিশেষত সাময়িক যৌন সংসর্গের অভিলাষে) মেয়েদের পিছনে ছোটা; মেয়েবাজি করা। womanizer (noun) যে ব্যক্তি উল্লিখিত অভিলাষে মেয়েদের পিছনে ছোটে; মেয়েবাজ। womankind (noun) নারীজাতি। womanlike, womanly (adjective(s)) নারীসদৃশ; নারীসুলভ; মেয়েলি। womenfolk [উইমেনফোক্] (noun) (plural) মহিলারা; মেয়েরা; পরিবারের মেয়েছেলেরা।
- English Word womb Bengali definition [উঊম্] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) জরায়ু; গর্ভাশয়; গর্ভ (লাক্ষণিক) in the womb of time, সময়ের গর্ভে।
- English Word wombat Bengali definition [ওঅম্ব্যাট্] (noun) (ছোট ভালুকের মতো দেখতে) অস্ট্রেলীয় প্রাণিবিশেষ, এদের স্ত্রীজাতীয়দের দেহে বাচ্চা রাখার থলি আছে।
- English Word won Bengali definition [ওআন্] win এর past tense, past participle
- English Word won't Bengali definition [ওওউন্ট্]= will not. দ্রষ্টব্য will 1.
- English Word wonder Bengali definition [ওআনডা(র্)] (noun) (১) [uncountable noun] বিস্ময়: We were filled with wonder. no/little/small wonder এতে অবাক হওয়ার কিছু/এমন কিছু নেই যে… He’s been cheated again, and no/little wonder, for he has always been a credulous fool. wonderland [ওআনডা(র্)ল্যান্ড্] (noun) (ক) রূপকথার দেশ। (খ) [countable noun] কোনো-না-কোনো দিক থেকে (যেমন অফুরন্ত প্রাকৃতিক সম্পদের কারণে) বিশিষ্ট কোনো দেশ। wonder-struck (adjective) বিস্ময়ে অভিভূত; বিস্ময়াহত। (২) [countable noun] বিস্ময়কর বস্তু বা ঘটনা: Walking on the moon is one of the wonders of our times. signs and wonders অলৌকিক ঘটনাবলি। work wonders বিস্ময়কর কাজ করা; অসম্ভবকে সম্ভব করা; অলৌকিক কাজ করা। a nine days wonder যা নিতান্তই সাময়িক বিস্ময় বা কৌতূহল সৃষ্টি করে। for a wonder বিস্ময়ের কথা যে...: For a wonder, he asked me for money, (অর্থাৎ এর আগে আর কখনো সে আমার কাছে টাকা চায়নি)। It is a wonder (that) বিস্ময়ের কথা যে…: It’s a wonder (that) the boy did not lose his way in the dark. what a wonder কী অবাক কাণ্ড; কী আশ্চর্য! □ (verb intransitive), (verb transitive) (১) wonder (at something) (কোনোকিছুতে) বিস্মিত হওয়া; বিস্ময় অনুভব করা: It’s not to be wondered at, এতে বিস্মিত হওয়ার কিছু নেই; I don’t wonder at his going back on his word, (সে তো প্রায়ই কথা দিয়ে কথা রাখে না, কাজেই) আমি এতে অবাক হচ্ছি না। (২) wonder (about something) (কোনোকিছু নিয়ে) কৌতূহল অনুভব করা; নিজেকে প্রশ্ন করা: I was wondering about that. (৩) নিজেকে প্রশ্ন করা; মনে মনে ভাবা: I wondered who he was, তিনি কে হতে পারেন মনে মনে নিজেকে প্রশ্ন করছিলাম/মনে মনে ভাবছিলাম। wonderingly [ওআন্ড্রিঙ্লি] (adverb) wonderful [ওআনডা(র্)ফল্] (adjective) বিস্ময়কর; অদ্ভুত; চমৎকার; অপূর্ব: We were having a wonderful time. He has a wonderful memory. wonderfully [ওআনডা(র্)ফালি] (adverb) wonderment [ওআনডা(র্)মান্ট্] (noun) [uncountable noun] বিস্ময়। wondrous [ওআন্ডাস্] (adjective) (পুরাতনী বা সাহিত্যিক) বিস্ময়কর। □ (adverb) (শুধু adjective সহযোগে) বিস্ময়করভাবে: wonderkind.
- English Word wonky Bengali definition [ওঅঙ্কি] (adjective) (British/Britain অপশব্দ ) (১) নড়বড়ে; নির্ভরযোগ্য নয় এমন: a wonky chair. (২) টলমলে; ভগ্নস্বাস্থ্য; দুর্বল: I still feel a bit wonky after that long spell of fever.
- English Word wont Bengali definition [ওওউন্ট্] (noun) (পুরাতনী বা সাহিত্যিক) (শুধু singular) অভ্যস্ততা; He ate much more than was his wont. use and wont প্রতিষ্ঠিত রীতি। □ (predicatively adjective) be wont to অভ্যস্ত হওয়া। wonted (attributively adjective) প্রথাসিদ্ধ; অভ্যাস বা রীতি অনুযায়ী; স্বাভাবিক।