R পৃষ্ঠা ৩৩
- English Word roughen Bengali definition [রাফ্ন্] (verb transitive), (verb intransitive) অমসৃণ করা বা হওয়া; কঠোর বা কর্কশ করা বা হওয়া; প্রচণ্ডভাবে আলোড়িত বা বিক্ষুব্ধ করা বা হওয়া।
- English Word roulette Bengali definition [রূলেট্] (noun) জুয়া খেলাবিশেষ; রুলেট।
- English Word round 1 Bengali definition [রাউন্ড্] (adjective) (১) গোলাকার; বৃত্তাকার। a roundgame এক ধরনের খেলা যাতে কোনো দল বা প্রতিপক্ষ থাকে না এবং যেখানে খেলোয়াড়ের সংখ্যা নির্দিষ্ট নয়। the Round Table Conference গোলটেবিল বৈঠক। (২) বৃত্তাকার গতিপথে সম্পন্ন। round brackets লঘুবন্ধনী। round dance বৃত্তাকারে পরিবেশিত নাচ। round robin যে দরখাস্তে বৃত্তাকারে স্বাক্ষর থাকে যার ফলে বোঝা না-যায় কার পরে কে স্বাক্ষর করছে। round robin league যে লিগ-খেলায় প্রত্যেক প্রতিযোগী বা দলকে অপর প্রত্যেক প্রতিযোগী বা দলের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। round trip (British/Britain) বৃত্তাকারে ভ্রমণ; (America(n)) কোনো জায়গায় ভ্রমণ এবং সেখান থেকে একই পথে পুনরায় প্রত্যাবর্তন। (৩) সম্পূর্ণ; অবিরাম; পূর্ণ: a round dozen, a round sum. in round figures/numbers ১০, ১০০, ১০০০ ইত্যাদির গুণিতক হিসেবে প্রদত্ত। (৪) পূর্ণ; সরল: at a round pace, তেজপূর্ণ; দৃঢ়: a round oath, a round voice. to scold somebody in good round terms বেশ স্পষ্ট ভাষায় কাউকে তিরস্কার করা। (৫) (যৌগশব্দ) round-arm (adjective), (adverb) (ক্রিকেট বোলিং) গোটা বাহু কাঁধ পর্যন্ত উঁচুতে ঘোরানো অবস্থায়: he bowled round-arm. round-backed (adjective) বক্রপৃষ্ঠ; কুব্জপৃষ্ঠ। round-eyed (adjective) বিস্ফারিত দৃষ্টিপূর্ণ: staring in round-eyed wonder. round-hand (noun) [uncountable noun] (ক) গোটা গোটা অক্ষরে স্পষ্ট করে লেখার রীতি। (খ)= round-arm. Round-head (noun) ইংল্যান্ডে সপ্তদশ শতাব্দীর গৃহযুদ্ধকালে পার্লামেন্ট পক্ষের সদস্য (মাথার চুল আগাগোড়া সমান করে কাটার কারণে এই নাম)। round-house (noun) (ক) পুরনো আমলের জাহাজের কামরা বা কামরার শ্রেণি; (খ) ইনজিন মেরামত ভবন (যার মাঝখানে চক্রাকার ঘূর্ণায়মান প্ল্যাটফরম থাকে); (গ) (পুরনো) কয়েদখানা। round-shot (noun) কামানের গোলা। round-shouldered (adjective) সম্মুখের দিকে বাঁকা কাঁধওয়ালা। roundish (adjective) প্রায় গোলাকার। roundly (adverb) সোজাসুজি স্পষ্টাস্পষ্টি। roundness (noun)
- English Word round 2 Bengali definition [রাউন্ড্] (adverb), (part) (অধিকাংশ ক্ষেত্রে 'round' এর পরিবর্তে 'around' ব্যবহার করা যেতে পারে) (১) বৃত্তাকারে বা বক্রভাবে বিপরীতমুখী হয়ে: He turned his chair round and faced us. (২) একই জায়গায় ফিরে বা ঘুরে (আসা অবস্থায়): The fair will soon be round again. round and round বারবার ঘুরে ঘুরে বা অবর্তিত হয়ে। all round /right round সম্পূর্ণ গোল। all the year round সারা বছর ধরে। (৩) পরিধিতে: Her waist is 62 cm round. (৪) চারদিক ফিরে; চক্রাকারে। (৫) এক স্থান থেকে অন্য স্থানে; চারদিকে; সর্বত্র: The papers were handed round. The news was passed round. go round সবার কাছে পৌঁছানোর বা সরবরাহ করার মতো যথেষ্ট হওয়া: The food will go round. look round চারদিকে তাকিয়ে দেখা; ঘুরে ঘুরে দেখা: to have a look round. taking it all round সবদিক বিচার করে। (৬) ঘুরপথে (অর্থাৎ সোজাপথে না-গিয়ে ঘুরে দীর্ঘতর পথে)। (৭) কেউ যেখানে আছে বা থাকবে: Come round and see me this evening. (৮) round (about) কাছাকাছি; আশেপাশে: in all the villages round about.
- English Word round 3 Bengali definition [রাউন্ড্] (noun) (১) গোলাকার বস্তু বা অংশ, চক্র, চাকা। (২) [uncountable noun] (ভাস্কর্য) ত্রিমাত্রিক আকার যাকে সব দিক থেকে পর্যবেক্ষণ করা যায়। in the round (চিত্রকলা) ত্রিমাত্রিক। a statue in the round, theatre in the round যে থিয়েটারে মঞ্চের প্রায় সব দিকে দর্শক-শ্রোতার বসার ব্যবস্থা থাকে। (৩) পরিক্রমা: the earth’s yearly round; নিয়মিত পর্যায়: daily round; বিতরণ। go the rounds, make one’s rounds নিয়মিত পরিদর্শনে যাওয়া। go the round of ছড়িয়ে পড়া: the news went round the village. (৪) (খেলা, প্রতিযোগিতা ইত্যাদিতে) পর্যায়; দফা; রাউন্ড: second round of the competition, knocked out in the fifth round; another round of wage claims. (৬) দলীয় সংগীতবিশেষ, যেখানে দ্বিতীয় ব্যক্তি প্রথম লাইন এবং প্রথম ব্যক্তি দ্বিতীয় লাইন ইত্যাদি নিয়মে গায়। (৬) চক্রাকারে।
- English Word round 4 Bengali definition [রাউন্ড্ (preposition(al)) (অধিকাংশ ক্ষেত্রে 'round' এর পরিবর্তে 'around' ব্যবহার করা যেতে পারে) (১) (গতি) চতুর্দিকে; ঘিরে: The earth moves round the sun. (sleep/work) round the clock সারা দিনরাত। round-the-clock (attributive(ly)) (adjective) একটানা ২৪ ঘণ্টা ধরে। (২) কোনো কিছুকে ঘিরে এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত: walk round a corner. round the bend (অপশব্দ) উন্মাদ। (৩) (অবস্থান) চারপাশে: to sit round the table.৪ বিভিন্ন দিকে; সবদিকে। (৫) ঘুরে ফিরে: We went round the museum. (৬) round (about) (লাক্ষণিক) প্রায়: The project may cost round 50 lacs taka.
- English Word round 5 Bengali definition [রাউন্ড্] (verb transitive), (verb intransitive) (১) গোলাকার করা বা হওয়া। (২) ঘোরা বা পরিবেষ্টন করা: round a corner. (৩) round something off সন্তোষজনকভাবে মিটিয়ে ফেলা; সুসম্পন্ন করা। round out গোলাকৃতি হয়ে যাওয়া। somebody/something up একত্র করা; সংগ্রহ করে আনা। round up (a figure/price) পূর্ণ সংখ্যায় নিয়ে আসা। round-up (noun) তাড়া বা গ্রেফতারের মাধ্যমে একত্রীকরণ: a round-up of criminals; a round-up of cattle. round upon somebody কারো প্রতি ঘুরে দাঁড়িয়ে তাকে কথা বা অন্যভাবে আক্রমণ করা।
- English Word roundabout Bengali definition [রাউন্ড্আবাউট্] (adjective) (attributive(ly)) সরাসরি না-এসে বা না-গিয়ে ঘুরপথে; পরোক্ষ: a roundabout route. □ (noun) [countable noun] (ক)= merry-go-round. You lose on the swings what you make on the roundabouts (প্রবচন) ক্ষতি ও লাভ প্রায় সমপরিমাণ হওয়া। (খ) বৃত্তাকার সড়কমোড়; গোলচক্কর (America(n)= traffic circle or rotary)
- English Word rounddel Bengali definition [রাউন্ড্ল্] (noun) ছোট চাকতি বা থালা (বিশেষত সম্মানসূচক পদক) ক্ষুদ্র বৃত্তাকার প্যানেল।
- English Word roundders Bengali definition [রাউনডাজ্] (noun), (plural) ব্যাট ও বলসহযোগে দুই দলের খেলাবিশেষ (বেসবলের অনুরূপ)।
- English Word Roundhead Bengali definition [রাউন্হেড্] দ্রষ্টব্য round 1 (৫).
- English Word roundsman Bengali definition [রাউন্ড্জ্মান্] (noun) (plural roundsmen) যে ব্যবসায়ী বা তার কর্মচারী মাল সরবরাহের অর্ডার সংগ্রহে ঘুরে বেড়ায়।
- English Word rouse Bengali definition [রাউজ্] (verb transitive), (verb intransitive) (১) জাগানো বা জাগা। (২) rouse somebody অধিকতর সক্রিয় বা উদ্দীপিত করা; বিক্ষুব্ধ বা চঞ্চল করা বা হওয়া। (৩) (= rouse oneself) জাগা; সক্রিয় হওয়া।
- English Word rout 1 Bengali definition [রাউট্] (noun) (১) চরম পরাজয়ের পর ছত্রভঙ্গ হয়ে পশ্চাদপসরণ। put to rout সম্পূর্ণভাবে পরাজিত করা। (২) (প্রাচীন প্রয়োগ) জাঁকজমকপূর্ণ বিশাল জনসমাবেশ; বিরাট সান্ধ্য সম্মেলন। (৩) (প্রাচীন প্রয়োগ) বিশৃঙ্খল; কোলাহলপূর্ণ ভিড়। □ (verb transitive) সম্পূর্ণরূপে পরাজিত করা।
- English Word rout 2 Bengali definition [রাউট্] (verb transitive) rout somebody out (of) (কাউকে) কোথাও (ঘর, বিছানা ইত্যাদি) থেকে তুলে নিয়ে আসা।
- English Word route Bengali definition [রূট্] (noun) (১) পথ; গমনপথ। (২) [uncountable noun] (সামরিক) column of route কুচকাওয়াজের উদ্দেশ্যে দলগঠন। route-march প্রশিক্ষণাধীন সেনাদের দীর্ঘ পথব্যাপী কুচকাওয়াজ বা লংমার্চ।
- English Word routine Bengali definition [রূটিন্] (noun) [countable noun, uncountable noun] করণীয় কাজের পরম্পরা; রুটিন। □ (adjective) স্বাভাবিক; গতানুগতিক; নিত্যনৈমিত্তিক: routine duties; routine examination.
- English Word rove Bengali definition [রোভ্] (verb intransitive), (verb transitive) ভ্রমণ করা; ঘুরে বেড়ানো। a roving commission যে দায়িত্বে কাউকে ঘন ঘন এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়। (২) (দৃষ্টি, কারো ভালোবাসা ইত্যাদি প্রসঙ্গে) প্রথমে একদিকে পড়া, তারপর অন্যদিকে। (২) rover (noun) (ক) ভ্রমণকারী। (খ) (প্রাচীন প্রয়োগ) sea-rover ৩ জলদস্যু। (৩) (প্রাচীন প্রয়োগ) ব্রতচারী সংঘের বা স্কাউটদের ঊর্ধ্বতন শাখাবিশেষের সভ্য।
- English Word row 1 Bengali definition [রো] (noun) [countable noun] সারি; এক লাইনে সারিবদ্ধ ব্যক্তি বা বস্তুসমূহ। a hard row to hoe কঠিন কাজ।
- English Word row 2 Bengali definition [রো] (verb transitive), (verb intransitive) দাঁড় টানা; দাঁড় বেয়ে নৌকা চালানো: to row a boat; দাঁড় বেয়ে কাউকে নৌকায় পার করা: to row somebody across the river. row-boat (America(n)) দাঁড়ের নৌকা। □ (noun) দাঁড়বাহিত নৌকায় ভ্রমণ; দাঁড় বেয়ে চলার সময় বা অতিক্রান্ত দূরত্ব। rowing (noun) (যৌগশব্দ) rowing-boat (noun) দাঁড়ের নৌকা; বাইচের নৌকা। rowing-club (noun) নৌকাবাইচ খেলার ক্লাব। rower (noun) দাঁড়ি।
- English Word row 3 Bengali definition [রাউ] (noun) (১) [uncountable noun] গর্জন; হৈচৈ; কোলাহল। (২) [countable noun] চেঁচামেচিপূর্ণ ঝগড়া। kick up/make a row চেঁচামেচিপূর্ণ কোলাহল বা ঘটনা শুরু করা। (৩) [countable noun] তিরস্কার; গঞ্জনা। □ (verb transitive), (verb intransitive) (ক) তিরস্কার করা; গঞ্জনা দেওয়া। (খ)row (with) কারো সঙ্গে চেঁচামেচিপূর্ণ ঝগড়া করা।
- English Word rowan Bengali definition [রোআন্ America(n) রাউআন্] (noun) rowan (-tree) গোলাপ গোত্রীয় ছোট গাছ (mountain ash) নামেও পরিচিত। rowan (-berry) (noun) একজাতীয় লালবেরি (বৈঁচিজাতীয়) ফল।
- English Word rowdy Bengali definition [রাউডি] (adjective) (rowdier, rowdiest) হৈচৈকারী ও উচ্ছৃঙ্খল: rowdy element of the audience; rowdy scenes. □ (noun) হৈচৈকারী ও উচ্ছৃঙ্খল ব্যক্তি। rowdily (adverb) rowdiness, rowdyism [রাউডিইজাম্] (noun(s)) [uncountable noun] উচ্ছৃঙ্খল আচরণ; উচ্ছৃঙ্খলতা; গুণ্ডামি।
- English Word rowlock Bengali definition [রলাক্ America(n) রোলক্] (noun) [countable noun] দাঁড় বা বৈঠা আটকানোর জন্য নৌকাসংলগ্ন আংটাবিশেষ।
- English Word royal Bengali definition [রোআল্] (adjective) রাজকীয়; রাজা বা রানির সম্পর্কিত; রাজোচিত বা রানিসুলভ; রাজা/রানির পরিবারের; রাজা বা রানি কর্তৃক পৃষ্ঠপোষিত: the Royal Society; অত্যুত্তম; চমৎকার; royal entertainment. royal road to (লাক্ষণিক) কোনো কিছু পাওয়ার সহজতম পথ। Royal Commission রাজা বা রানি কর্তৃক নিয়োজিত ব্যক্তিদের নিয়ে গঠিত তদন্ত কমিটি। royaly (adverb) জাঁকজমকপূর্ণভাবে; চমৎকারভাবে। royalist (noun) রাজা বা রানির অথবা রাজ সরকারের সমর্থক; গৃহযুদ্ধের সময়ে রাজা-রানি পক্ষের সমর্থক: a convinced royalist; royalist troops.
- English Word royalty Bengali definition [রোআল্টি] (noun) (১) [uncountable noun] রাজবংশীয় ব্যক্তিবর্গ। (২) [uncountable noun] রাজপদ; রাজক্ষমতা; রাজকীয় মর্যাদা। (৩) পেটেন্ট ব্যবহারের জন্য পেটেন্টের মালিককে প্রদেয় অর্থ; বিক্রীত গ্রন্থের জন্য নির্দিষ্ট হারে গ্রন্থকারকে প্রদেয় অর্থ; রয়্যালটি।
- English Word roza Bengali definition [রোজা] (noun) [uncountable noun] হিজরি রমজান মাসে পালিত মুসলমানদের ধর্মনির্দিষ্ট উপবাসবিশেষ; রোজা।
- English Word rub 1 Bengali definition [রাব্] (noun) (১) ঘর্ষণ করা; ঘষা: Give the spoon a good rub. (২) অসুবিধা: There’s the rub; জটিলতা; প্রতিবন্ধক।
- English Word rub 2 Bengali definition [রাব্] (verb transitive), (verb intransitive) (১) ঘর্ষণ করা; ঘষা; ঘর্ষণ দ্বারা কিছু পালিশ করা; মাজা; ময়লা দূর করা বা শুকানো: to rub oil on the skin; to rub a surface dry. rub shoulders with (লোকের সঙ্গে) মেলামেশা করা। (২) ঘষা লাগা। (৩) (বিশেষ প্রয়োগ) rub along (কথ্য) (ব্যক্তি) মোটামুটি স্বচ্ছন্দে দিন কাটানো। rub with somebody/together (দুই বা ততোধিক ব্যক্তি) পরস্পর মিলেমিশে থাকা। rub somebody/oneself/a horse down তোয়ালে ইত্যাদি দিয়ে ভালো করে বসে গা পরিষ্কার করা বা মুছে ফেলা। rub something down কোনো কিছু পালিশ করা। rub-down (noun) ঘষা; দলাইমলাই: give the plate/horse a good rub-down. rub something in; rub something into something (ক) মলম ইত্যাদি ভালো করে ঘসে ত্বক বা অনুরূপ কিছুর মধ্যে ঢোকানো। (খ) কোনো শিক্ষা বা অপ্রীতিকর ব্যাপার কারো মনে ঢুকিয়ে দেওয়া। rub it in (বিশেষত) কারো ত্রুটি ব্যর্থতা ইত্যাদির কথা কাউকে বারবার মনে করিয়ে দেওয়া: I know that I made that mistake, but you needn’t rub it in. rub something off/out ঘষে তুলে ফেলা। rub somebody out (America(n) অপশব্দ) খুন করা। rub something up ঘষে পালিশ করা। rub-up (noun) পালিশ। rub somebody (up) the right/wrong way কাউকে শান্ত/উত্ত্যক্ত করা।
- English Word rub-a-dub Bengali definition [রাব্ আডাব্] (noun) [uncountable noun] ঢাক পেটানোর শব্দ; দ্রিমি দ্রিমি।