Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word rose 2 Bengali definition [রোজ্‌] (noun) (১) গোলাপফুল বা গাছa bed of roses সুখস্বাচ্ছন্দ্যপূর্ণ আরামের জীবন। not all roses একেবারে নিখুঁত নয় এমন; কিছু অস্বস্তি বা অসুবিধা আছে এমন। no rose without a thorn সুখ অবিমিশ্র নয়। gather life’s roses জীবনে আরাম-আয়েশ বা ভোগবিলাস খোঁজা। (২) [uncountable noun] গোলাপি রংsee things through rose-coloured/rose-tinted spectacles (কিছুটা অযৌক্তিকভাবে) অতিরিক্ত আশাবাদী হওয়া। (৩) গোলাপ আকৃতির কিছু: a fine rosed can, শোভাবর্ধনের জন্য ফিতা প্রভৃতি দ্বারা তৈরি কৃত্রিম গোলাপ; গোলাপ-আকৃতির নকশা। (৪) (যৌগশব্দ) rose-bed (noun) গোলাপ-পীঠিকা (যে জমিতে গোলাপগাছ জন্মানো হয়)। rose-leaf গোলাপ ফুলের পাপড়ি। rose-bud (noun) গোলাপকুঁড়ি। rose-red গোলাপি লাল। rose-water (noun) (সুগন্ধি হিসেবে ব্যবহৃত) গোলাপজল। rose-window (noun) কারুকার্য শোভিত চক্রাকৃতি জানালা। rosewood (noun) [uncountable noun] শক্ত গাঢ় লাল রঙের সুগন্ধি মূল্যবান কাঠ (গ্রীষ্মমণ্ডলীয় বিভিন্ন ধরনের গাছ থেকে প্রাপ্তব্য)।
  • English Word roseate Bengali definition [রোজিআট্‌] (adjective) গোলাপিরঙের; গোলাপি লাল (বর্ণের)।
  • English Word rosemary Bengali definition [রোজ্‌মারি America(n) রোজ্‌মেরি] (noun) [uncountable noun] সুগন্ধিপত্রযুক্ত চিরহরিৎ গুল্মবিশেষ
  • English Word rosette Bengali definition [রোজেট্] (noun) [countable noun] শোভাবর্ধনের উদ্দেশ্যে ব্যবহৃত ফিতা প্রভৃতি দ্বারা তৈরি গোলাপাকৃতি ব্যাজ বা অলংকার; প্রস্তরকার্যে খোদাই করা গোলাপ
  • English Word rosin Bengali definition [রজিন্‌ America(n) রজ্‌ন্‌] (noun) [uncountable noun] (প্রধানত ঘনীভূত) রজন। □ (verb transitive) রজন দিয়ে ঘষা।
  • English Word roster Bengali definition [রস্‌টা(র্‌)] (noun) পর্যায়-তালিকা (পালাক্রমে কোন কোন ব্যক্তি কী কাজ করবে তার তালিকা)।
  • English Word rostrum Bengali definition [রসট্রাম্] (noun) (plural 'rostrums' বা 'rostrumtra') বক্তৃতামঞ্চ
  • English Word rosy Bengali definition [রোজি] (noun) (rosier, rosiest) (১) গোলাপি; গোলাপি বর্ণের; গোলাপরাঙা: rosy cheeks. (২) (লাক্ষণিক) আশাব্যঞ্জক; সম্ভাবনাময়; উজ্জ্বল: rosy prospects.
  • English Word rot Bengali definition [রট্] (verb intransitive), (verb transitive) (rotted, rotting, rots) (১) পচে যাওয়া বা পচানো; ক্ষয়ে যাওয়া বা ক্ষয় করা: A fallen tree soon rots. (২) (লাক্ষণিক) (সমাজ ইত্যাদি) (নিষ্ক্রিয়তার কারণে) ক্রমে ক্ষয়প্রাপ্ত হওয়া; পচতে থাকা(৩) ক্ষয় করা বা অকার্যকর করা: the grease will rot the rubber. rot-gut (noun) [uncountable noun] পেটের জন্য ক্ষতিকর কড়া বা নিকৃষ্ট মানের মদ। □ (noun) [uncountable noun](ক) ক্ষয়; পচন; বিকৃতি: rot has set in, ক্ষয় বা পচন শুরু হয়েছে। (খ) (সাধারণত the rot) ভেড়ার যকৃৎপীড়া। foot-rot (noun) ভেড়ার পায়ের রোগ। (গ) (tommy-) rot (অপশব্দ) বাজে বা পচা বস্তু; বোকামি; অর্থহীন উক্তি বা বাজে কথা: to talk rot. (ঘ) (যুদ্ধ ক্রিকেট ইত্যাদিতে) উপর্যুপরি বিপর্যয়: How can you stop the rot?
  • English Word rota Bengali definition [রোটা] (noun) (plural, rotas) (British/Britain) পালাক্রমে যে সব ব্যক্তি কাজ করবে তাদের তালিকা; পালাক্রমে সম্পাদনীয় কাজের তালিকা; পর্যায়তালিকা
  • English Word rotary Bengali definition [রোটারি] (adjective) (১) (গতি) চক্রাকারে ঘূর্ণ্যমান; আবর্তনশীল(২) (ইনজিন) চক্রাকারে ঘূর্ণ্যমান গতির দ্বারা ক্রিয়াশীল; রোটারি: rotary printing press. (৩) Rotary Club রোটারি ক্লাব (একটি আন্তর্জাতিক জনকল্যাণ সংঘ)। Rotarian [রোটেআরিআন্‌] (noun) রোটারি ক্লাবের সদস্য। □ (noun) (America(n)= roundabout (২).
  • English Word rotate Bengali definition [রোটেইট্ America(n) রোটেইট্] (verb intransitive), (verb transitive) চক্রাকারে আবর্তিত করানো বা হওয়া; পালাক্রমে রাখা বা থাকা; পালাক্রমে বা পর্যায়ক্রমে আসা; পালা-পরম্পরায় আবির্ভূত হওয়া: The office of the Chairman rotates.
  • English Word rotation Bengali definition [রোটেইশ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] ঘূর্ণন; আবর্তন(২) [countable noun, uncountable noun] পর্যায়ক্রম; পালাক্রমে বারবার আগমন: rotation of crops. in rotation পর্যায়ক্রমে; পালাক্রমে।
  • English Word rotatory Bengali definition [রোটাটারি America(n) রোটাটোরি] (adjective) আবর্তক; আবর্তনমূলক; আবর্তনশীল; ঘূর্ণনশীল
  • English Word rote Bengali definition [রোউট্] (noun) (only in) by rote মুখস্থ (চিন্তাভাবনা না-করে) স্মৃতি থেকে: do/say/learn something by rote.
  • English Word roti Bengali definition [রূটী] (noun) [uncountable noun, countable noun] (ক) আটা দিয়ে তৈরি চ্যাপটা গোলাকৃতি খাবার, যা আগুনে সেকে তৈরি করা হয়; রুটি। (খ) যেকোনো ধরনের রুটি।
  • English Word rotisserie Bengali definition [রোটীসারি] (noun) মাংস ইত্যাদির কাবাব তৈরির জন্য ব্যবহৃত ঘূর্ণনশীল শিকের সাহায্যে রন্ধন বা ঝলসানো; ঐভাবে প্রস্তুত খাবারের দোকান
  • English Word rotogravure Bengali definition [রোটোগ্রাভিউআ(র্‌)] (noun) (১) [uncountable noun] তামার সিলিন্ডারের গায়ে নকশাদি খোদাই করার ব্যবস্থাসংবলিত মুদ্রণ পদ্ধতি(২) [countable noun] এই পদ্ধতিতে মুদ্রিত ছবি
  • English Word rotor Bengali definition [রোটা(র্‌)] (noun) যন্ত্র চালাতে এর যে অংশ ঘোরাতে হয়; হেলিকপটার প্রপেলারের অনুভূমিক ঘূর্ণনশীল পাখাসমূহের সমাবেশ
  • English Word rotten Bengali definition [রট্‌ন্] (adjective) (১) পচা: rotten eggs; ক্ষয়প্রাপ্ত। (২) (অপশব্দ) বাজে; নিরতিশয় মন্দrottenly (adverb) rottenness (noun)
  • English Word rotter Bengali definition [রটা(র্‌)] (noun) (অপশব্দ) সেকেলে; বাজে; আপত্তিকর ব্যক্তি
  • English Word rotund Bengali definition [রোটান্‌ড্‌] (adjective) (১) (ব্যক্তির চেহারা বা মুখ) গোলগাল ও হৃষ্টপুষ্ট; নাদুসনুদুস; (কণ্ঠস্বর) দরাজ; উদাত্ত; গুরুগম্ভীর
  • English Word rouble Bengali definition [রূব্‌ল্] (noun) রাশিয়ার মুদ্রার একক (=১০০ কোপেক)।
  • English Word roué Bengali definition [রূএই America(n) রূএই] (noun) (বিশেষত বয়স্ক) অসচ্চরিত্র; লম্পট ব্যক্তি
  • English Word rouge Bengali definition [রূজ্‌] (noun) [uncountable noun] গাল রাঙাতে মিহি লালচে পাউডার; রুজ। □ (verb transitive), (verb intransitive) (মুখে) রুজ লাগানো; রুজ মাখানো।
  • English Word rough 1 Bengali definition [রাফ্‌] (adjective) (rougher, roughest) (১) (পৃষ্ঠদেশ) অসমতল; এবড়োখেবড়ো; বন্ধুর; অমসৃণ; খসখসে(২) অমার্জিত; অভব্য: rough children; rough behaviour; অশান্ত; উত্তাল: rough sea; রূঢ়; কঠোর; অযত্নপূর্ণ: rough handling of something. be rough on somebody কারো প্রতি কঠোর বা অপ্রসন্ন হওয়া। give somebody the rough side of one’s tongue কারো সঙ্গে রূঢ়ভাবে কথা বলা। give somebody have a rough time কাউকে দুর্দশায় ফেলা; দুর্দশায় পড়া; রূঢ় ব্যবহার পাওয়া। rough-house (কথ্য) কোলাহলপূর্ণ ঝগড়া ও হাতাহাতি। □ (verb transitive), (verb intransitive) কারো সঙ্গে উগ্র ব্যবহার করা। rough luck অপেক্ষাকৃত মন্দভাগ্য। (৩) যথেষ্ট মনোযোগসহকারে করা নয় এমন; খসড়া ধরনের: a rough translation. a rough diamond (লাক্ষণিক) অশিক্ষিত বা অমার্জিত অথচ সুন্দর মন ও সুস্বভাবের অধিকারী ব্যক্তি। rough and ready সাধারণ প্রয়োজনে মোটামুটি উপযোগী, কিন্তু বিশেষ দক্ষতাপূর্ণ নয় এমন: rough and ready methods. (৪) (শব্দ) কর্কশ; বেসুরো(৫) (যৌগশব্দ) rough and-tumble (adjective), (noun) বিশৃঙ্খল ও উদ্দাম (লড়াই)। rough-neck (noun) (America(n) কথ্য) গুণ্ডা; গোলমাল সৃষ্টিকারী ব্যক্তি। rough-rider (noun )বশ না-মানা ঘোড়ায় আরোহণে দক্ষ ব্যক্তি; অশ্বদমনকারী। roughly (adverb) (ক) রূঢ়ভাবে; অমার্জিতভাবে: treat a person roughly; অযত্নের সঙ্গে: a roughly made plan/piece of furniture. (খ) প্রায়: The cost will be rough 10 lac taka; মোটামুটিভাবে: roughly speaking. roughness (noun)
  • English Word rough 2 Bengali definition [রাফ্‌] (adverb) বিশৃঙ্খলভাবে: play rough, দৈহিক বল প্রয়োগ করে (খেলা ইত্যাদিতে) cut up rough (কথ্য) রাগান্বিত বা ক্ষুব্ধ হওয়া। live rough (ভবঘুরের ন্যায়) ঘরের বাইরে দিন কাটানো। sleep rough (গৃহহীনদের প্রসঙ্গে) ঘরের বাইরের কোনো আশ্রয়ে খোলা জায়গায় ঘুমানো। (যৌগশব্দ)rough -cast (noun) দেওয়ালাদিতে চুন-সুরকির প্রলেপ। (verb transitive) দেওয়ালে চুন-সুরকির প্রলেপ দেওয়া। rough dry (verb transitive) (বস্ত্রাদি) ইস্ত্রি না-করে শুকানো। rough-hewn (adjective) অমসৃণভাবে বা স্থূলভাবে গঠিত; (লাক্ষণিক) অমার্জিত; অদ্ভুত। rough shod (adjective) (ঘোড়া) নালবাঁধানো খুরওয়ালা বা জুতা পরা। ride rough shod over somebody অবজ্ঞাভরে কারো সঙ্গে দুর্ব্যবহার করা। rough spoken (adjective) ভাষী; দুর্মুখ।
  • English Word rough 3 Bengali definition [রাফ্‌] (noun) (১) [uncountable noun] অমসৃণ অবস্থা; অসমতল পৃষ্ঠদেশ; এবড়োখেবড়ো জমি; দুঃখকষ্টtake the rough with the smooth (লাক্ষণিক) আনন্দের সঙ্গে নিরানন্দকে গ্রহণ করা বা মেনে নেওয়া: In marriage you have to learn to take the rough with the smooth. (২) [uncountable noun] the rough অসমাপ্ত অবস্থা: The statue is now only in the rough. in rough (রচনাদি) খসড়া অবস্থায়। (৩) [uncountable noun] the rough (গল্‌ফ খেলায়) মাঠের অংশবিশেষ যেখানে জমি অসমতল এবং ঘাস কাটা হয়নি: loose one’s ball in the rough. (৪) উচ্ছৃঙ্খল ব্যক্তি; গুণ্ডা
  • English Word rough 4 Bengali definition [রাফ্‌] (verb intransitive) (১) rough something (up) এলোমেলো বা অগোছালো করে দেওয়া: Don’t rough (up) my hair! rough somebody up (অপশব্দ) দৈহিক নির্যাতন দ্বারা কারো প্রতি দুর্ব্যবহার করা। rough (অধিক প্রচলিত rub) somebody up the wrong way, দ্রষ্টব্য rub(৩). (২) rough something in খসড়া বা রূপরেখার আকারে তৈরি করা(৩) rough it সাধারণ আরাম-আয়েশ ও সুযোগ-সুবিধা ছাড়া জীবনযাপন করা: I can rough it when necessary.
  • English Word roughage Bengali definition [রাফিজ্] (noun) পাকস্থলীর উদ্দীপক হিসেবে বা কোষ্ঠ শুদ্ধির জন্য ব্যবহৃত ভুসি