• Bengali Word dead English definition [ডেড্] (adjective) ১ (উদ্ভিদ, প্রাণী, ব্যক্তি) মৃত; মরা; নিষ্প্রাণ: dead flowers/leaves.
    Dead men tell no tales, (প্রবাদ, গোপনীয় ব্যাপারে রাখে বলে বিপজ্জনক হতে পারে, এমন ব্যক্তিকে হত্যা করার সপক্ষে যুক্তি হিসেবে ব্যবহৃত) মরা মানুষ গল্প শোনাতে আসে না। wait for a dead man’s shoes কারো পদ দখল করতে তার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা। the dead মৃত বা নিহতদের সমষ্টি: to rise from the dead; the dead and the wounded. dead march (noun) অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ধীরলয়ের ভাবগম্ভীর সংগীতাংশ; অন্ত্যেষ্টিসংগীত। (২) জড় ও নিশ্চেতন: dead matter. (৩) কর্মচাঞ্চল্যরহিত: in the dead hours of night, মধ্যরাতে; নিস্তব্ধ নিশীথে; (noun হিসেবে) in the dead of winter যখন তৃণ গুল্মাদি জন্মে না, আবহাওয়ার প্রতিকূলতা ঘরের বাইরের কর্মতৎপরতা দুরূহ করে তোলে; ভরা শীতে, পরিপূর্ণ শীতকালে। deadend (noun) কানাগলি। be at/come to a dead end, (লাক্ষণিক) যে স্তরের পরে আর অগ্রসর হওয়া অসম্ভব; কানাগলিতে পৌঁছা। দ্রষ্টব্য নিচে (৯)। (৪) (ভাষা, লোকাচার ইত্যাদি) মৃত; অচলিত। deadlanguage মৃতভাষা। deadletter (ক) যে বিধির প্রতি এখন আর মনোযোগ দেওয়া হয় না; গতায়ু বিধি। (খ) প্রাপক ও প্রেরকের সন্ধান মিলেনি বলে যে চিঠি ডাকঘরে রাখা হয়েছে; মরাচিঠি। (৫) (হাত, পা ইত্যাদি) নিঃসাড়; অসাড়: dead fingers. dead to নিশ্চেতন; নিঃসাড়: dead to all feelings of humiliation; dead to the world, (লাক্ষণিক) ঘুমে অচেতন; সুষুপ্ত। (৬) সম্পূর্ণ; আকস্মিক; যথাযথ: to come to a dead stop, হঠাৎ থেমে যাওয়া; runners on a dead level, পাশাপাশি ধাবমান; a dead calm, নির্বাত প্রশান্তি। go into/be in a dead faint সম্পূর্ণরূপে জ্ঞান হারানো; মূর্ছা যাওয়া। dead heat যে দৌড়ে একাধিক প্রতিযোগী একসঙ্গে বিজয়স্তম্ভে উপনীত হয়; অমীমাংসিত প্রতিযোগিতা। deadloss কোনো ক্ষতিপূরণ ছাড়া সম্পূর্ণ লোকসান; নির্জলা/ডাহা লোকসান; (অপশব্দ ব্যক্তি) যে কারো কোনো কাজে আসে না; লোকসানের মাল। the dead centre যথাযথ/শুদ্ধ কেন্দ্র। deadshot যে ব্যক্তি লক্ষ্যভেদে বিফল হয় না; যে তীর বা গুলি যথাযথ বিন্দুতে আঘাত করে; লক্ষ্যভেদী; অব্যর্থলক্ষ্য ব্যক্তি/তীর/গুলি। dead silence পরিপূর্ণ নিঃস্তব্ধতা; নৈশব্দ্য। dead sleep গভীর নিদ্রা (মড়ার মতো)। (৭) যা আর ব্যবহারযোগ্য নয়: a dead match দগ্ধ দিয়াশলাই; a dead wire যার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় না; মরা তার; The telephone went dead, নিঃসাড় হয়ে গেল। (৮) (শব্দ) ভারী; নিস্তেজ; গম্ভীর; (রং) অনুজ্জ্বল; নিষ্প্রভ; (ক্রিকেট, টেনিস ইত্যাদি) বল মন্দগতিতে চলে এমন (ধরনের মাঠ); মন্থর: a dead pitch; (বিভিন্ন খেলায় বল সম্বন্ধে) খেলার বিধি অনুযায়ী বল যেখানে থাকা উচিত সেখানে নেই এমন (বল); মরা। (৯) (বিবিধ ব্যবহার) deadline (noun) সময়সীমা: meet a deadline. deadpan (adjective) (কথ্য) (কারো মুখাবয়ব; চেহারা সম্বন্ধে) আবেগ-অনুভূতির অভিব্যক্তিহীন; ভাবলেশহীন; মড়ামুখো। deadweight (noun) (১) (indefinite article-সহ) গুরুভার জড়বস্তু; জগদ্দল পাথর। (২) (বাণিজ্য) জাহাজবাহিত পণ্য; জ্বালানি; নাবিক ও আরোহীদের ওজন; বোঝাই ওজন। □(adverb) পুরোপুরি; নিশ্চিতভাবে; সম্পূর্ণরূপে: dead beat/tired, পরিক্লান্ত; dead certain/sure সম্পূর্ণ নিশ্চিন্ত; dead drunk, বদ্ধ/বেহেড মাতাল; dead slow মন্থরতম গতিতে; dead ahead একদম সোজা বা সোজাসোজি; নাক বরাবর: The wind was dead against the boat, সম্পূর্ণ উলটো দিক থেকে; You’re dead right! সম্পূর্ণ যথার্থ! cut somebody dead দ্রষ্টব্য cut 1 (৭)।