• Bengali Word short 2 English definition [শোট্] (adverb) ১ হঠাৎ; আচমকা; আকস্মিকভাবে: stop short.
    bring/pull/take somebody up short হঠাৎ থামিয়ে দেওয়া; বাধা দেওয়া বা নিরস্ত্র করা। short of ব্যতীত; বাদ দিয়ে: He reads everything short of textbooks. (২) come/fall short of কম/ঘাটতি পড়া বা হওয়া। cut something/somebody short (ক) বাধা দেওয়া; স্বাভাবিক সময়ের আগে শেষ করা; সংক্ষেপ করা: We had to cut short our visit to the seaside.(খ) সংক্ষিপ্ত(তর) করা। go short (of) (কোনোকিছু) ছাড়া চলা; নিজেকে (কোনোকিছু থেকে) বঞ্চিত করা: We went short of food to help the poor. run short (of) ফুরিয়ে যাওয়া; অভাব হওয়া: They’re running short of skilled manpower. be taken short (কথ্য) হঠাৎ বাহ্যের বেগ হওয়া; হঠাৎ পেট কামড়ানো। (৩) sell short (বাণিজ্য) (নিজের স্বত্বাধিকারভুক্ত নয় এমন শেয়ার, স্টক, পণ্য ইত্যাদি) সরবরাহ করার নির্ধারিত তারিখের পূর্বে অধিকতর সস্তায় কেনা যাবে এই প্রত্যাশায় ভবিষ্যতে সরবরাহ করার জন্য বিক্রি করা। sell somebody short কারো সঙ্গে নিমকহারামি করা; ধোঁকা দেওয়া; ছোট করা।