• Bengali Word road English definition [রোড্‌] (noun) [countable noun] ১ রাস্তা: (attributive(ly)) road junctions, রাস্তার সংযোগস্থল।
    on the road ভ্রমণরত: How long were you on the road? rule of the road সড়ক পরিবহন নীতিমালা; সড়কনীতি। take the road যাত্রা শুরু করা। take to the road ভবঘুরেতে পরিণত হওয়া। roadsafety সড়ক নিরাপত্তা, দুর্ঘটনা রোধের জন্য প্রচারব্যবস্থা। (২) (যৌগশব্দে) road-bed (noun) রাস্তার ভিত। road-block (noun) ব্যারিকেড। road-book (noun) (টুরিস্টদের জন্য রচিত) রাস্তাসমূহের পরিচিতিমূলক গ্রন্থ। road-hog (noun) (কথ্য) বেপরোয়া মোটরচালক। road-house (noun) প্রধান সড়কে অবস্থিত বাড়ি। roadman [রোড্‌ম্যান্‌], roadmender (noun(s)) রাস্তা মেরামতকারী। road-metal (noun) রাস্তানির্মাণ ও মেরামতে ব্যবহৃত পাথর। road-sense (noun) সড়কজ্ঞান; দুর্ঘটনা এড়িয়ে চলার মতো সুস্থ চিন্তা। roadshow (noun) [America(n)] ভ্রাম্যমাণ। দলের নাট্যপরিবেশনা। roadside (noun) রাস্তাপাশের। roadway (noun) ফুটপাত বাদ দিয়ে মূল রাস্তা। roadworthy (adjective) (যানবাহন) রাস্তায় চলাচলের উপযুক্ত। (৩) পথ; রট। (৪) road to (লাক্ষণিক) লাভের পথ; অর্জনের উপায়। (৫) (proper names) (ক) the...Road কারো নামে নামকরণকৃত রাস্তা: the Mujib Road. (খ)…Road/Rd সারিবদ্ধ অট্টালিকার সম্মুখস্থ রাস্তা: 40 York Rd, London. (৬) (সাধারণত) উপকূলীয় স্রোতধারা, যেখানে নোঙরকালে জাহাজ থাকতে পার। (৭) (America(n)= railway. roadless (adjective) সড়কবিহীন। roadstead [রোড্‌স্‌টেড্] (noun)= road(৬)