• Bengali Word thumb English definition [থাম্‌] (noun) অঙ্গুষ্ঠ; বুড়া আঙ্গুল; বৃদ্ধাঙ্গুলি।
    (one’s fingers) be all thumbs; have ten thumbs অত্যন্ত অপটু হওয়া। rule of thumb অভিজ্ঞতা ও অনুশীলনের পর প্রতিষ্ঠিত পদ্ধতি বা প্রক্রিয়া! under somebody’s thumb কারো প্রভাবে নিয়ন্ত্রণাধীন; কারো ক্রীড়নক। thumbs up/down (সাফল্য/ব্যর্থতাসূচক বাক্যাংশ)। thumbnaii sketch ক্ষুদ্রাকৃতি প্রতিকৃতি; ত্বরিত শব্দচিত্র। thumb-screw (noun) (ক) (অপিচ thumb-nut) যে ধরনের স্ক্রু অঙ্গুষ্ঠ ও বুড়া আঙুলের সাহায্যে অনায়াসে ঘোরানো যায়। (খ) বুড়া আঙুলে চাপ দিয়ে নির্যাতন করার প্রাচীন যন্ত্রবিশেষ। thumb-stall (noun) আহত বুড়া আঙুল ঢেকে রাখার আবরণ বা খাপ। thumb-tack (noun) (America(n)) অঙ্কন-পিন। □(verb transitive) (পৃষ্ঠা ইত্যাদি) উলটানো; ঐভাবে উলটিয়ে নোংরা করা: a well - thumbed book. (২) thumb a lift (চালককে সংকেত দিয়ে) মোটরযানে নিখরচা চড়তে চাওয়া (এবং চড়া) দ্রষ্টব্য hitch-hike. thumb one’s nose at somebody বুড়া আঙুল নাকে লাগিয়ে অন্য আঙুলগুলি উদ্দিষ্ট ব্যক্তির দিকে ছড়িয়ে দিয়ে তার প্রতি তীব্র অবজ্ঞা দেখানো।