• Bengali Word risk English definition [রিস্‌ক্] (noun) ১ [countable noun, uncountable noun] বিপদ অথবা ক্ষতির আশঙ্কা; ঝুঁকি।
    run/take risks/a risk ঝুঁকি গ্রহণ করা। run/take the risk of doing something ঝুঁকিপূর্ণ কিছু করা: We’ll take the risk of being late. at the risk of/at risk to (ক্ষতি ইত্যাদি) আশঙ্কায়: You will have to do it at the risk of your life. at risk (ব্যর্থতা, ক্ষতি ইত্যাদি) অনিশ্চয়তার ঝুঁকি। at one’s own risk সম্পূর্ণ নিজ দায়িত্বে; ক্ষতি অথবা আঘাতের জন্য কোনো দাবি না জানানোর অঙ্গীকার। at owner’s risk (মালামাল পরিবহন) মালিকের নিজ দায়িত্ব। (২) [countable noun] (বিমা) ঝুঁকি। দ্রষ্টব্য security, risk at security. □ (verb transitive) ঝুঁকি গ্রহণ করা; ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়া। risky (adjective) (riskier, riskiest) (১) ঝুঁকিপূর্ণ। (২)= risque. riskily [রিস্‌ক্ইলি] (adverb) riskiness (noun) ঝুঁকি।