L পৃষ্ঠা ৬
- English Word layabout Bengali definition [লেইআবাউট্] (noun) (British/Britain অপশব্দ) অলস; অকর্মণ্য ব্যক্তি; ভবঘুরে; যে কাজ করে খেতে চায় না।
- English Word layby Bengali definition [লেইবাই] (noun) (plural laybys) (British/Britain) রাস্তার একপাশের খালি জায়গা; যেখানে গাড়ি দাঁড়াতে পারে।
- English Word layer Bengali definition [লেইআ(র্)] (noun) (১) [countable noun] স্তর: a layer of earth. layercake ক্রিম, জ্যাম ইত্যাদির প্রলেপ দেওয়া স্তরে স্তরে সজ্জিত কেক। (২) শিকড় গজাতে যে কচি বৃক্ষশাখাকে মৃত্তিকাভিমুখী করা হয়; দাবা-কলম। (৩) ডিম পাড়া (হাঁস বা মুরগি): good/bad layer বেশি বা কম ডিম দেয় এমন (হাঁস বা মুরগি)। (verb transitive) বৃক্ষশাখাকে নিম্নাভিমুখ করা।
- English Word layette Bengali definition [লেইএট্] (noun) নবজাত শিশুর সম্পূর্ণ সজ্জা (পোশাক, কম্বল ইত্যাদি)।
- English Word layfigure Bengali definition [লেই ফিগা(র্)] (noun) পোশাকাদি দিয়ে সাজানোর জন্য জোড়া লাগানো যায় এমন কাষ্ঠনির্মিত মনুষ্যমূর্তি বা পুত্তলিকা; (লাক্ষণিক) ব্যক্তিত্বহীন ব্যক্তি।
- English Word laymanise, laymanize Bengali definition [লেইমেনাইজ] (Verb transitive) প্রযুক্তিগত তথ্য এতটাই সহজ-সরল করা যাতে তা সাধারণ মানুষ বা এ বিষয়ে অজ্ঞ লোকও বুঝতে পারে: I had to laymanise that sentence so my audience would understand it.
- English Word laze Bengali definition [লেইজ্] (verb intransitive), (verb transitive) অলস হওয়া। laze away আলস্যে সময় কাটানো। (noun) কর্মহীন অলস ক্ষণ বা সময়।
- English Word lazy Bengali definition [লেইজি] (adjective) (lazier, laziest) অলস, শ্রমবিমুখ; আলস্য উৎপন্ন করে এমন: a lazy summer day. lazybones (noun) (কথ্য) অলস ব্যক্তি। lazily (adverb) আলস্যের সঙ্গে। laziness (noun) আলস্য, অলসতা।
- English Word LCD Bengali definition [এলসিডি] (noun) (১) এটা liquid crystal display-এর সংক্ষেপ। তরল রাসায়নিক পদার্থকে বিদ্যুৎপ্রবাহ দ্বারা প্রয়োজনীয় আকারে প্রদর্শনের পন্থা, যা আলোর পরিবর্তনের বৈশিষ্ট্য ব্যবহার করে; এলসিডি: Led screen mounted in a portrait orientation to give a wide view from the rear doors to the horizon. (২) (অঙ্কে) লোয়েস্ট কমন ডমিনেট বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা ল.সা.গু।
- English Word lea Bengali definition [লী] (noun) (কাব্যিক) তৃণাচ্ছাদিত খোলা মাঠ; উন্মুক্ত তৃণভূমি।
- English Word leach Bengali definition [লীচ্] (verb transitive) (১) তরল দ্রব্যাদি কোনো কিছুর ভিতর দিয়ে চুইয়ে পড়তে দেওয়া। (২) দ্রবণশীল কোনো বস্তুকে তরল পদার্থের সাহায্যে গলিয়ে নিষ্কাশিত করা। the leaching of the soil ভারী বৃষ্টিপাতের ফলে মাটির উৎপাদিকা শক্তিসম্পন্ন উপাদানসমূহ ধুয়ে যাওয়া।
- English Word lead 1 Bengali definition [লেড্] (noun) (১) [uncountable noun] সিসা। lead-ore (noun) [uncountable noun] সিসা আছে এমন খনিজদ্রব্য; আকরিক সিসা। lead poisoning শরীরের মধ্যে সিসা প্রবেশ করলে যে বিষক্রিয়া হয়; (কথ্য) গুলির আঘাতে মৃত্যু। leadshot, দ্রষ্টব্য shot 1 (৪). leadworks (noun) যেখানে আকরিক সিসা গালানো হয়। (২) [uncountable noun] (অপিচ) (black lead) গ্র্যাফাইট; কৃষ্ণসিসা; যে গ্র্যাফাইট দণ্ড বা কৃষ্ণসিসা দ্বারা পেনসিলের সিস তৈরি হয়। (৩) [uncountable noun] প্রান্তভাগে সিসার পিণ্ড; লাগানো দড়ি, যা সমুদ্রতলদেশের গভীরতা মাপার জন্য জাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়। swing the lead (অপশব্দ) অসুখের ভান করে বা অন্য কোনো ফন্দিতে কোনো কর্তব্য বা কাজের নিজের করণীয় অংশ এড়ানো। (৪) (plural) সিসার যে পাত দিয়ে ঘরের ছাদ ঢাকা হয়; যে সিসার কাঠামোর মধ্যে জাফরিকাটা কাচের জানালা বসানো হয়। (৫) (মুদ্রণ) দুই লাইনের মধ্যে ফাঁক রাখার জন্য সিসার যে পাতলা পাত ব্যবহার করা হয়; লেড। □ (verb transitive) সিসা দিয়ে ঢাকা; ছাপার কাজে লেড বসিয়ে লাইন পৃথক করা। leaded [লেডিড্] (adjective) সিসার পাত দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ: leaded windows. leaded light, দ্রষ্টব্য light 3 (৯). leaden [লেড্ন্] (adjective) (১) সিসানির্মিত। (২) সিসার ন্যায় (চেহারা ও বর্ণে): leaden clouds. (৩) ভারী; বিষণ্ণ; বিষাদপূর্ণ: a leaden heart. leading (noun) [uncountable noun] ছাপার কাজে লোড বসিয়ে লাইন পৃথককরণ।
- English Word lead 2 Bengali definition [লীড্] (noun) (১) [uncountable noun, countable noun] (কেবল singular) পরিচালনা; নির্দেশনা; পথ প্রদর্শন; নজির বা উদাহরণ। lead follow somebody’s কারো প্রদর্শিত পথে চলা। give somebody a lead নিজে আগে করে অথবা কোনো সমস্যায় কীভাবে সমাধান করা যায় সে সম্পর্কে সহায়তামূলক ইঙ্গিত দিয়ে কাউকে কোনো কাজ করতে উৎসাহিত করা। take the lead কাজ শুরু করা; কাজের নেতৃত্ব গ্রহণ করা; আদর্শ স্থাপন করা। (২) the lead প্রথম স্থান; অগ্রগামী অবস্থান। (attributive(ly)) the lead story (সাংবাদিকতা) প্রধান খবর। a lead distance অন্য প্রতিযোগী থেকে যতটা পরিমাণ অগ্রসর হওয়া গিয়েছে। lead time কোনো কাজ শুরু করার সময় থেকে প্রার্থিত ফললাভের সময়ের ব্যবধান। take over/lose the lead প্রতিযোগিতা বা ব্যবসায়ে প্রথম স্থান নেওয়া বা তা হারানো। (৩) [countable noun] কুকুরকে নিয়ন্ত্রণে রাখার জন্য তার গলায় বেল্টের সঙ্গে বাঁধা দড়ি, রশি, রজ্জু বা চামড়ার ফিতা। দ্রষ্টব্য leash. (৪) [countable noun] চলচ্চিত্র বা নাটকের প্রধান চরিত্র; এই চরিত্রে রূপদানকারী অভিনেতা বা অভিনেত্রী। (৫) [countable noun] জাঁতাকলের (শস্য চূর্ণ করার কল) চাকা ঘোরানোর জন্য পানি বয়ে নিয়ে যাওয়ার কৃত্রিম নহর বা নালা; বরফক্ষেত্রের মধ্যে উন্মুক্ত পানির নালা বা প্রণালি। (৬) [countable noun] (বিদ্যুৎ) উৎস থেকে যন্ত্রে বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত তার। (৭) [countable noun] (তাস) প্রথম চাল বা দান দেওয়ার কাজ বা অধিকার: Whose lead is it?
- English Word lead 3 Bengali definition [লীড্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle led [লেড্]) (১) প্রথমে অগ্রসর হয়ে পথ দেখানো; পূর্বগামী বা পূর্ববর্তী হওয়া। lead-in (noun) (ক) প্রারম্ভিক মন্তব্য, সূচনা, ভূমিকা। (খ) এরিয়্যাল (দ্রষ্টব্য aerial) এর সঙ্গে রেডিও বা টেলিভিশন সেটের সংযোগকারী তার। (২) কাউকে হাত ধরে, স্পর্শ করে ইত্যাদি উপায়ে পথ দেখিয়ে নিয়ে যাওয়া: lead a blind man; lead a horse by rope. lead somebody astray (লাক্ষণিক) কাউকে-বিপথে নিয়ে যাওয়া বা অসৎকর্মে প্ররোচিত করা। lead somebody by the nose নাকে দড়ি দিয়ে ঘোরানো; (লাক্ষণিক) কাউকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রিত করা; বাধ্য করা বা অনুগত করা। lead somebody (on) (লাক্ষণিক) কাউকে কোনো কর্মে প্রলুব্ধ করা। lead a woman to altar (কৌতুকাত্মক) কোনো মহিলাকে বিয়ে করা। (৩) (দল প্রভৃতির) নেতৃত্ব দেওয়া; গতিবিধি পরিচালনা করা: lead an expedition. (৪) প্রথম স্থানে থাকা; শুরু করা (বিশেষত তালে, নৃত্যে)। lead off আরম্ভ করা। lead on অগ্রগমন অব্যাহত রাখতে বাধ্য করানো; টেনে নিয়ে যাওয়া। lead out ফাঁসি দেওয়া বা নাচানোর জন্য কাউকে নিয়ে যাওয়া; (তাস খেলায়) প্রথম চাল দেওয়া। (৫) প্রণোদিত বা প্ররোচিত করা: I was led to believe.... (৬) কোথাও পৌঁছানোর উপায় হওয়া: This path leads to the forest; (লাক্ষণিক) ফললাভের উপায় হওয়া: This action will lead to war. lead up to ক্রমে ক্রমে পৌঁছানো: His arguments led up to the conclusion. All roads lead to Rome. (লাক্ষণিক) একই ফললাভের নানা প্রকার পন্থা আছে। (৭) সময় কাটানো; জীবনযাপন করা: lead a dog’s life নিকৃষ্ট বা হীন জীবনযাপন করা। (৮) (তাস খেলায়) প্রথম খেলোয়াড় হিসেবে কোনো তাস ফেলা। (৯) lead with (সাংবাদিকতা) কোনো সংবাদকে মুখ্য বা প্রধান করা।
- English Word leader Bengali definition [লীডা(র্)] (noun) (১) নায়ক; নেতা; দলপতি; সর্দার: a political leader. (২) বিচারাধীন মামলার কোনো পক্ষের প্রধান কৌঁসুলি: The leader for defence. (৩) (British/Britain) সংবাদপত্রের মুখ্য প্রবন্ধ, দ্রষ্টব্য leading. (৪) গাছের কাণ্ড বা প্রধান শাখা। (৫) পেশি বা তন্তুময় শিরাগুচ্ছ। leaderless (adjective) leadership (noun) [uncountable noun] নেতৃত্ব; অধিনায়কত্ব; নেতৃত্ব প্রদানের গুণাবলি।
- English Word leading Bengali definition [লীডিঙ্] (adjective) মুখ্য; প্রধান: The leader scientists in the field. leader actor/actress নাটকের মুখ্য পাত্র/পাত্রী, অভিনেতা/অভিনেত্রী (অপিচ leader man/lady). leader Seaman/Aircrafts man নৌ/বিমানবাহিনীর নন-কমিশন্ড অফিসার। leader article সংবাদপত্রের প্রধান সম্পাদকীয় প্রবন্ধ। leader case নজির স্থাপন করে এমন মামলা। leader light (কথ্য) খ্যাতনামা বা নামজাদা লোক। leader question এমন প্রশ্ন যে, প্রশ্নকর্তা যে উত্তর চান তার ইঙ্গিত সেই প্রশ্নে থাকে। (noun) পরিচালনা; মুখ্য ভূমিকা গ্রহণ বা নেতৃত্ব প্রদানের কাজ। leaderrein প্রধান লাগাম (ঘোড়া নিয়ন্ত্রণে)। leaderstrings (noun) (plural) যে ফিতা বা দড়ি বেঁধে শিশুকে হাঁটতে শেখানো হয়। in leader-strings (লাক্ষণিক) শিশুর মতো নিয়ন্ত্রণ বা পরিচালনা।
- English Word leaf Bengali definition [লীফ্] (noun) (plural leaves [লীভ্জ্]) (১) (গাছের) পাতা; পত্র; পল্লব; পাপড়ি (কথ্য): rose-leaves. in leaf পাতা ধরেছে এমন; পত্রশোভিত; পল্লবিত। come into leaf পাতা ধরা; পাতা গজানো। leaf-bud (noun) পত্রমুকুল; পত্রমঞ্জরি। leaf-mould (noun) [uncountable noun] গাছের পাতা পচে যে মাটির সৃষ্টি হয়। leafage (noun) [uncountable noun] পত্ররাজি। (২) বইয়ের এক পাতা বা দুই পৃষ্ঠা। take a leaf out of somebody’s book কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করা। turn over a new leaf নতুনভাবে, উন্নততর জীবন শুরু করা। (৩) দরজা বা টেবিলের পাল্লা, যা টেনে বা ঠেলে বড় বা ছোট করা যায়। (৪) [uncountable noun] (সোনা, রুপা ইত্যাদির) পাতলা পাত: gold leaf. □ (verb intransitive) leaf through a book, etc তেমন কিছু না-পড়ে দ্রুত পাতা উলটিয়ে যাওয়া। leaf out পাতা বের হওয়া। leafed, leaved (adjective(s) সপত্র; পত্রযুক্ত। leafless (adjective) নিষ্পত্র; পত্রহীন। leafy (adjective) (leafier, leafiest) (১) পাতার তৈরি; পত্রময়; a leaf vegetable. (২) পত্রসদৃশ।
- English Word leaflet Bengali definition [লীফ্লিট্] (noun) (১) কচি বা ছোট পাতা। (২) প্রচারপত্র; বিনামূল্যে বিতরণের জন্য প্রায়ই ভাঁজ করা (বাঁধাইহীন) ছাপানো কাগজ।
- English Word league 1 Bengali definition [লীগ্] (noun) (প্রাচীন প্রয়োগ) দূরত্বের মাপবিশেষ (প্রায় তিন মাইল বা ৪. (৮) কি.মি.)।
- English Word league 2 Bengali definition [লীগ্] (noun) [countable noun] (১) পারস্পরিক কল্যাণসাধনে বিভিন্ন ব্যক্তি, গোত্র বা জাতির সমন্বয়ে গড়ে ওঠা সংঘ বা সংগঠন; এ ধরনের সন্ধি বা মৈত্রী। the League of Nations সম্মিলিত জাতিপুঞ্জ (প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ খ্রিস্টাব্দে এই সংগঠনের জন্ম হয় এবং ১৯৪৬ সালে তা অবলুপ্ত হয়)। in league with মৈত্রীবদ্ধ হয়ে; যোগসাজশে। (২) বিভিন্ন ক্লাবের সমন্বয়ে গঠিত সংঘ কর্তৃক অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক খেলা: league football matches. □ (verb transitive), (verb intransitive) সংঘবদ্ধ করা বা হওয়া। leaguer (noun) দলীয় ব্যক্তি; সংঘের সদস্য।
- English Word leak Bengali definition [লীক্] (noun) (১) জলীয় পদার্থ, গ্যাস ইত্যাদি প্রবেশ বা বেরিয়ে যাওয়ার উপযোগী ছিদ্র: a leak in the roof/gaspipe; a leak of information. spring a leak, দ্রষ্টব্য spring 3 (৬). (২) ছিদ্র দিয়ে প্রবিষ্ট বা নির্গত তরল পদার্থ বা গ্যাস। □ (verb intransitive), (verb transitive) (১) তরল পদার্থ বা গ্যাস ফুটা দিয়ে প্রবিষ্ট/নির্গত করা বা হওয়া: The boat was leaking. (২) leak (out) (to) গোপন বিষয় ফাঁস করে দেওয়া বা প্রকাশ হয়ে পড়া: Someone has leaked out the news. (৩) leakage [লিকিজ্] (noun) (ক) [uncountable noun] তরল পদার্থ ইত্যাদি প্রবিষ্ট বা নির্গত হওয়া অথবা গোপন বিষয় ফাঁস হওয়ার প্রক্রিয়া: leak of question papers. (খ) [countable noun] এরূপ ঘটনার দৃষ্টান্ত; ছিদ্রপথে প্রবিষ্ট বা নির্গত তরল পদার্থ; যে পরিমাণ দ্রব্য এভাবে প্রবিষ্ট বা নির্গত হয়। leaky (adjective) সচ্ছিদ্র, ছিদ্রময়: a leaky pot. leakiness (noun) [uncountable noun]
- English Word lean 1 Bengali definition [লীন্] (adjective) (leaner, leaniest) (১) (প্রাণী) কৃশ; রোগা; চর্বিহীন। (২) প্রচুর পরিমাণে উৎপাদনশীল নয়: a lean year for business. (noun) [uncountable noun] (মাংস) চর্বিহীন অংশ। leanness (noun) lean face (adjective) কৃশ মুখাবয়ববিশিষ্ট।
- English Word lean 2 Bengali definition [লীন্] (verb intransitive), (verb transitive) (past tense, past participle leant [লেন্ট্] বা [লীন্ড্]) (১) হেলে যাওয়া বা হেলা। lean over backward(s) (to do something) কোনো-কিছু করতে বা কাউকে সন্তুষ্ট করতে বিশেষভাবে সচেষ্ট হওয়া। (২) lean (on/upon) হেলান দেওয়া বা ঠেস দেওয়া। (৩) হেলান/ঠেস দেওয়ানো। (৪) lean towards ঝোঁকা। (৫) lean on/upon নির্ভর করা। leaning (noun) [countable noun] ঝোঁক। lean-to (noun) যে চালাঘরের ছাদ অন্য বাড়ির ছাদের গায়ে হেলানো থাকে। lean witted (adjective) অল্পবুদ্ধিবিশিষ্ট।
- English Word leap Bengali definition [লীপ্] (verb intransitive), (verb transitive) (past tense, past participle 'leapt' [লেপ্ট্] অথবা 'leaped' [লীপ্ট্]) (১) (সাহিত্য ও আলংকারিক অর্থ) লাফ দেওয়া: He leapt at the opportunity (সে সুযোগটি লুফে নিল)। Look before you leap. দ্রষ্টব্য look 1 (১). (২) লাফিয়ে পার হওয়া বা ডিঙানো: leap a wall, লাফ দেওয়ানো: leap a horse over a fence. □ (noun) [countable noun] লাফ; ঝাঁপ; (লাক্ষণিক) বিরাট অগ্রগতি: a great leap forward. a leap in the dark আঁধারে ঝাঁপ দেওয়া; অনিশ্চিত কোনো কাজে রত হওয়া। by leaps and bounds খুব দ্রুত। leap-frog (noun) [countable noun] ব্যাঙলাফ খেলা (একজন খেলোয়াড় পিঠ বাঁকিয়ে উপুড় হয়ে থাকে, অন্যজন পা ফাঁক করে পিছন থেকে তার উপর দিয়ে লাফিয়ে পার হয়ে যায়)। □ (verb transitive) (-gg-) এভাবে লাফিয়ে পার হওয়া। leap-year (noun) অধিবর্ষ; যে বছরে ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়।
- English Word learn Bengali definition [লান্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle learnt [লান্ট্]) (১) শেখা; জ্ঞানার্জন করা: learn a language, learn how to swim. learn something by heart কোনো কিছু মুখস্থ করা। (২) জ্ঞাত হওয়া বা জানা: I learned about the matter from a friend. (৩) (অশিষ্ট/উপভাষা) শাস্তি প্রদান করে শিক্ষা দেওয়া: I’ll learn you to steal. mangoes from my garden. learned [লানিড্] (adjective) পণ্ডিত; বিদ্বান; a learned man. learnedly (adverb) learner (noun) শিক্ষার্থী। learning (noun) [uncountable noun] জ্ঞান; বিদ্যা; পাণ্ডিত্য।
- English Word lease Bengali definition [লীস্] (noun) [countable noun] ইজারা; পাট্টা; লিজ। by/on lease ইজারা বা পাট্টা দ্বারা: We took the factory/land on lease. give somebody/get a new lease of life নবজীবন বা অধিকতর সুখী জীবনযাপনের সুযোগদান/লাভ করা। □ (verb transitive) ইজারা দেওয়া বা নেওয়া। lease-lend ১৯৪১ খ্রিষ্টাব্দে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অন্যান্য দেশে সমরোপকরণ পাঠানোর প্রদত্ত ক্ষমতা। leasehold (noun), (adjective) পাট্টাপ্রাপ্ত, ইজারাবলে অধিকৃত জমি বা সম্পত্তি; তুলনীয় = free hold, দৃষ্টান্তস্বরূপ = free 1 (৩). leaseholder (noun) ইজারাদার।
- English Word leash Bengali definition [লীশ্] (noun) [countable noun] কোনো জীবজন্তু বিশেষত বাজপাখি বা শিকারি কুকুর বেঁধে রাখার চর্মনির্মিত রজ্জু। (verb transitive) উক্ত রজ্জু দিয়ে বেঁধে বা ধরে রাখা; (লাক্ষণিক) নিয়ন্ত্রণ বা সংযত করা। strain at the leash (লাক্ষণিক) বন্ধন থেকে মুক্ত হওয়ার অসীম আগ্রহ; কোনো কাজ করার সুযোগ লাভ করার জন্য আগ্রহ।
- English Word least Bengali definition [লীস্ট্] (adjective), (noun) (most-এর বিপরীত, দ্রষ্টব্য' less, little) (১) (the) least অতি অল্প পরিমাণ; ক্ষুদ্রতম পরিমাণ: Tareq has little, Faysal less and Abdullah the least. There isn’t the least wind today, আজ কোনো বাতাস নেই বললেই চলে। The least said the better চুপ থাকাই সর্বোত্তম। Least said soonest mended (প্রবাদ) কোনো কিছু বলে আরো ক্ষতি ডেকে আনা। (২) (phrases) at (the) least কমপক্ষে: It will cost you Tk. 500 at the least. in the least আদৌ, মোটেই; Nobody should fear in the least. to say the least (of it) বাড়িয়ে না বললেও: He was not hospitable to say the least. □ (adverb) (the) least সবচেয়ে কম: This is the least expensive watch. least of all অণুমাত্র নয়; মোটেও না; Least of all, would I do anything to hurt you? leastwise/ leastways (adverb(s)) (বিরল) অন্তত; নিদেনপক্ষে; যা হোক।
- English Word leather Bengali definition [লেদা(র্)] (noun) [uncountable noun] চামড়া, জুতা ইত্যাদি বানাতে প্রক্রিয়াজাত জীবজন্তুর গাত্রাবরণ। leather-jacket (noun) একপ্রকার দীর্ঘপদ পতঙ্গের শূক; এক প্রকার মাছ। leatherneck (noun) (America(n) অপশব্দ) নৌসেনা। leathery (adjective) চর্মসদৃশ; দৃঢ়; শক্ত: leathery meat. □ (verb transitive) চামড়া দিয়ে মোড়া; চর্মাবৃত করা। leathering (noun) চাবকানি leather-ette (noun) চর্মসদৃশ কাগজ বা কাপড়।
- English Word leave 1 Bengali definition [লীভ্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle left [লেফ্ট্]) (১) কোনো স্থান ত্যাগ করে যাওয়া: When did you leave home? leave for কোনো স্থানের উদ্দেশে যাত্রা করা: We shall leave for Barisal tomorrow. (২) স্থায়ীভাবে কোনো স্থান ত্যাগ করা; কোনো স্থানে বসবাসে বিরত হওয়া; কোনো স্কুল বা প্রতিষ্ঠান পরিত্যাগ করা; কোনো কাজ ত্যাগ করা বা সে কাজ থেকে বিরত হওয়া: He left England to live in Australia. He left school and went to a college for higher education. be/get nicely left (কথ্য) প্রতারিত বা পরিত্যক্ত হওয়া। (৩) কোনো কিছু ভুলে ফেলে যাওয়া বা ছেড়ে আসা; কোনো কাজ অসমাপ্ত রেখে চলে যাওয়া। leave something/somebody behind সঙ্গে না নিয়ে ফেলে যাওয়া। (৪) কাউকে কোনোখানে বা কোনো অবস্থায় থাকতে দেওয়া। leave somebody/something alone না-ঘাঁটানো; বিরক্ত না-করা; শান্তিতে থাকতে দেওয়া। leave off থামা: Let us start again from where we left off. leave something off (ক) শেষ করা: leave off shouting. (খ) পরিধান না-করা: Woolen sweaters can be left off when it gets warm. leave something out কোনো কিছু খোলা জায়গায় ফেলে রাখা। leave somebody out কাউকে বাদ দেওয়া; গণনায় অন্তর্ভুক্ত না-করা: Haven’t you left out a zero in the phone number? leave over পরে করা হবে বলে ফেলে রাখা; The matter cannot be left over until next meeting. leave it at that কোনো বিষয় যেভাবে আছে সেভাবে থাকতে দেওয়া। leave somebody to himself/to his own devices স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। leave something unsaid অব্যক্ত রাখা; না-বলা। leave much/a lot/something/nothing to be desired সন্তোষজনক হওয়া বা না-হওয়া। leave go/hold (of something) (সাধারণত let go) ধরে না-রাখা; ছেড়ে দেওয়া; মুক্ত করে দেওয়া। (৫) থাকতে দেওয়া। to be left until called for (কোনো চিঠি, মোড়কে আবদ্ধ বস্তু ইত্যাদি সম্বন্ধে) কেউ না নিতে আসা পর্যন্ত ফেলে রাখতে হবে এই নির্দেশ। to leave to chance দৈবের উপর ছেড়ে দেওয়া। (৬) অন্যের জন্য রেখে যাওয়া: Did he leave anything for me? leave word (with somebody) (for somebody) একজনকে জানানোর জন্য অন্যকে সংবাদ দেওয়া; He has left word that he would come soon. (৭) সমর্পণ করা; ছেড়ে দেওয়া; তুলে দেওয়া: I’ll leave the matter in your hands. (৮) leave something (to somebody); leave somebody something উইল করে দিয়ে যাওয়া; মৃত্যুকালে রেখে যাওয়া; দানপত্র লিখে দেওয়া। (৯) কোনো স্থান অতিক্রম করে যাওয়া: We left the school on our way. leavings (noun) পরিত্যক্ত দ্রব্যাদি; আবর্জনা; স্মৃতিচিহ্ন।