L পৃষ্ঠা ৯
- English Word Leo Bengali definition [লীওউ] (noun) সিংহ রাশি।
- English Word leonine Bengali definition [লীআনাইন্] (adjective) সিংহ সম্বন্ধীয়; সিংহসদৃশ।
- English Word leopard Bengali definition [লেপাড্] (noun) চিতা বাঘ। leopardess (noun) স্ত্রী চিতাবাঘ।
- English Word leper Bengali definition [লেপা(র্)] (noun) কুষ্ঠরোগী।
- English Word leprosy Bengali definition [লেপ্রাসি] (noun) [uncountable noun] কুষ্ঠরোগ। leprous (adjective) কুষ্ঠরোগাক্রান্ত; কুষ্ঠ সম্বন্ধীয়; কুষ্ঠসদৃশ।
- English Word lesbian Bengali definition [লেজ্বিআন্] (noun) সমকামী স্ত্রীলোক। lesbianism (noun)
- English Word lesemajesty Bengali definition [লেইজ্ ম্যাজেস্টি] (noun) [uncountable noun] রাজদ্রোহ (কৌতুকাত্মক) নিম্ন পদমর্যাদাসম্পন্ন লোকের সাহসী আচরণ।
- English Word lesion Bengali definition [লীজান] (noun) [countable noun] ক্ষত; আঘাতপ্রাপ্ত স্থানে সংক্রমণের ফলে সৃষ্ট ঘা।
- English Word less Bengali definition [লেস্] (adjective) (বিপরীত more, তুলনীয় 'little, least) (১) অল্পতর; (plural [countable noun] noun-এর সঙ্গে fewer): less tea. তুলনীয় = fewer cups. (২) (পরে than বসে) অপেক্ষাকৃত স্বল্প পরিমাণ: I have less food than you. □ (adverb) (১) (verb-এর পরে বসে তার অর্থের পরিবর্তন ঘটায়) তত নয়; কম পরিমাণে: Eat less, work more. (২) (adverb, adjective ও participles- এর সঙ্গে) তেমন নয়: He is less intelligent than his brother. He works less foolishly now. (৩) the less যতটা কম: The less you worry, the better. even/still less নিশ্চিতভাবে নয়: I do not suspect him of robbery, still less of robbery with violence. in less than no time খুব কম সময়ের মধ্যে। no less (than) নিদেনপক্ষে; কমপক্ষে। no less a person/thing than খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি বা বস্তু। none the less তৎসত্ত্বেও। □ (noun) [uncountable noun] ক্ষুদ্রতর অংশ বা পরিমাণ: I’ll be back in less than an hour. I cann’t sell it for less than Tk. 500. □ preps বাদ (দিয়ে); ব্যতীত: less already drawn.
- English Word lessee Bengali definition [লেসী] (noun) ইজারাদার; যে ব্যক্তি লিখিত চুক্তি মোতাবেক কোনো বাড়ি বা ভূসম্পত্তি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি নির্দিষ্ট হারে টাকা দিয়ে অধিকার বা ভোগ করে।
- English Word lessen Bengali definition [লেস্ন্] (verb transitive), (verb intransitive) (১) কম করা বা হওয়া; হ্রাস করা বা হওয়া; কমানো: to lessen the impact of a force. (২) ক্ষুদ্রতর বা অল্পতর হওয়া; কোনো বস্তুর আকার, আয়তন বা গুরুত্ব কমানো: to lessen the importance of something.
- English Word lesser Bengali definition [লেসা(র্)] (adjective) (শুধু attributive(ly)) ক্ষুদ্রতর; নিকৃষ্টতর। in/to a lesser degree অপেক্ষাকৃত কম মাত্রায়।
- English Word lesson Bengali definition [লেস্ন্] (noun) (১) পাঠ; পঠনাংশ: Have you learnt your lesson? পাঠে বা পাঠদানে ব্যয়িত সময়: Each lesson lasts 40 minutes. (২) (plural) সাধারণভাবে শিশুদের শিক্ষা: Maths lessons are always boring to me. (৩) শিক্ষা; উপদেশ; দৃষ্টান্ত: What lesson do you learn from this? (৪) গির্জায় প্রার্থনাকালে বাইবেল থেকে পঠিত অংশ।
- English Word lessor Bengali definition [লেসো(র্)] (noun) পাট্টাদাতা; ইজারাদাতা।
- English Word lest Bengali definition [লেস্ট্] (conjunction) (১) যাতে না-ঘটে (এজন্য): I grabbed the iron rail lest I should fall down. (২) এই আশঙ্কায়: We hurried lest we should miss the train.
- English Word let 1 Bengali definition [লেট্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle let) (letted or let, letting, lets) (১) (noun/pronoun অথবা 'to ছাড়া 'infinitive- এর আগে বসে, সাধারণত 'passive হয় না) অনুমতি দেওয়া; He did not let me go. (২) (imperative) (me বা America(n)- এর পূর্বে বসে) (ক) করতে দেওয়া: Please let me/us go (এখানে let’s হয়না); (খ) (প্রস্তাব করা) ‘এস করি’ অর্থে: Let’s go to the cinema (যাকে উদ্দেশ্য করে বলা সে যখন কর্মে শামিল থাকে তখন let’s হয়। (৩) (imperative) (ক) (যুক্তি প্রদান করতে) ধরা যাক, মনে করি এরূপ অর্থে: Let A be equal to B. (খ) (কাউকে কিছু করতে অনুমতি দেওয়া কিংবা সে ব্যাপারে অসন্তোষ প্রকাশ করা): Let him do whatever he likes. (গ) (কার কী করা উচিত বা কে কী করবেন এই ধারণা প্রকাশ করতে): Let each man decide for himself. (৪) (let+noun+infinitive= Let her go; let+infinitive+noun= Let go my hand; let+infinitive= let fly এরূপ phrase-সমূহ): let drive at somebody/something আঘাত তাক করা; কোনো কিছু ছুড়ে মারা: She let drive at me with a pot. let drop/fall (লাক্ষণিক) অসতর্কভাবে বা ইচ্ছাকৃতভাবে মন্তব্য করা। let fly (at somebody/something) কাউকে আঘাত করার জন্য কোনো কিছু তার দিকে সজোরে নিক্ষেপ করা; (লাক্ষণিক) কারো উদ্দেশে বাক্যবাণ ছোড়া বা কাউকে কথায় আঘাত করা। let go ছেড়ে দেওয়া: let go my hand, you’re hurting me. let someone go কাউকে মুক্তি দেওয়া; পালিয়ে বা চলে যেতে দেওয়া। let oneself go নিজের অনুভূতি, ইচ্ছা, বাসনা ইত্যাদি অনুযায়ী চলা। let it go at that (কোনো প্রসঙ্গে) অধিক কিছু না-বলা: Well, you’ve missed your favourite programme so we’ll let it go at that. let something pass ভ্রুক্ষেপ না-করা; যেতে দেওয়া। let something slip (ক) (কোনো সুযোগ) হারানো। (খ)= let something drop/fall (উপরে দ্রষ্টব্য)। (৫) (বিভিন্ন adjective-এর সঙ্গে) let somebody/something alone স্বেচ্ছায় চলতে দেওয়া; না-ঘাঁটানো: হস্তক্ষেপ না-করা; যেভাবে আছে সেভাবে চলতে দেওয়া: Let it alone! let well alone (প্রবাদ) যে অবস্থায় আছে তাই ভালো; হস্তক্ষেপ করলে খারাপ হতে পারে। let somebody/something loose মুক্ত করে দেওয়া; ছেড়ে দেওয়া; (লাক্ষণিক) ক্ষোভ, দুঃখ ইত্যাদি প্রকাশ করা। (৬) let something ভাড়া দেওয়া: We are planning to let this house. to let ভাড়ায় দেওয়া হবে এমন কিছু: The house is to let. let out ভাড়া দেওয়া হয় এমন কিছু: He lets out houses. (৭) (শল্যবিদ্যা) let blood রক্ত প্রবাহিত বা মোক্ষণ করা। blood-letting রক্তমোক্ষণ। (৮) (adverbial particle ও preposition(al)- এর সঙ্গে) let something down নামানো; পড়তে দেওয়া: She let down her hair. let somebody down (লাক্ষণিক) কারো কাছে প্রদত্ত প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়া; বিশ্বাসের মর্যাদা ক্ষুণ্ণ করা; আনুগত্য সম্পর্কে কাউকে হতাশ করা; প্রয়োজনের সময়ে সাহায্য করতে ব্যর্থ হওয়া: She felt badly let down by her friends. let-down (noun) এ ধরনের কাজ; হতাশা। let in প্রবেশ করতে দেওয়া: Open the door and let me in. let something in কোনো পোশাকের ঘের কমানো বা তা চিপা করা: This shirt needs letting in at the chest. let in for অপছন্দনীয়, বিরক্তিকর বা শ্রমসাধ্য কাজে জড়িয়ে পড়া: What have we let ourselves in for. let somebody into something গোপন তথ্য জানতে দেওয়া। let somebody off শাস্তি থেকে কাউকে অব্যাহতি দেওয়া: The police won’t let you off so easily. let something off বিস্ফোরিত হতে দেওয়া: Children were letting off fire works. let somebody off the hook কাউকে ঝামেলা থেকে মুক্ত করা। let on গোপন ব্যাপার ফাঁস করে দেওয়া: let on a secret. let somebody/something out প্রবাহিত হতে দেওয়া; বের হতে দেওয়া; চলে যেতে দেওয়া: He let the water out of the tub. let out পোশাক ইত্যাদি চওড়া বা প্রশস্ত করা। let out at somebody কারো প্রতি সজোরে ঘুসি বা লাথি তাক করা; (লাক্ষণিক) কারো প্রতি রূঢ় ভাষা ব্যবহার করা। let somebody/something through (something) পরীক্ষা ইত্যাদি পাস করতে দেওয়া। let up তীব্রতা হ্রাস পাওয়া: The rain has let up. let-up (noun) (কথ্য) বিরাম: let-up in work due to strike. let up on (somebody) (কথ্য) কারো প্রতি সদর ব্যবহার করা বা কঠোর ব্যবহার না-করা।
- English Word let 2 Bengali definition [লেট্] (noun) ভাড়া। letting (noun) [countable noun] যে সম্পত্তি ভাড়া দেওয়া হয়েছে।
- English Word let 3 Bengali definition [লেট্] (verb transitive) (প্রাচীন) বাধা দেওয়া (noun) (১) বাধা। (২) (টেনিস) যে বল সার্ভ করার পর নেটে লেগে অন্যদিকে গিয়ে পড়ে।
- English Word lethal Bengali definition [লীথ্ল্] (adjective) প্রাণঘাতী; মারাত্মক: a lethal weapon. lethal poison, lethal chamber, যন্ত্রণাহীনভাবে পশুহত্যার কক্ষ।
- English Word lethargy Bengali definition [লেথাজি] (noun) [uncountable noun] আলস্য; তন্দ্রা; অস্বাভাবিক দীর্ঘ নিদ্রা; নিশ্চেষ্টতা; জড়িমা। lethargic [লিথা:জিক্] (adjective) অস্বাভাবিকভাবে নিদ্রালু; জড়িমাগ্রস্ত; অলস; নিশ্চেষ্ট। lethargically (adverb)
- English Word Lethe Bengali definition [লীথি] (noun) (গ্রিকপুরাণ) পাতালে অবস্থিত নদী, যার পানি পান করলে অতীত স্মৃতি অবলুপ্ত হয়; বিস্মৃতি।
- English Word letter Bengali definition [লেটা(র্)] (noun) (১) অক্ষর; বর্ণ: capital letters (A, B, C ইত্যাদি), small letters (a, b, c ইত্যাদি)। (২) চিঠি, পত্র, লিপি; ছাপানোর কাজে ব্যবহৃত হরফ। letter of credit, দ্রষ্টব্য credit 1 (১)। letter-box (noun) (America(n) = mail box) (ক) ডাক বাক্স; চিঠি ফেলার জন্য পোস্ট অফিস বা রাস্তার পাশে রক্ষিত বাক্স। (খ) চিঠি পাওয়ার জন্য কোনো দালানে রক্ষিত বাক্স। letter-card (noun) চিঠি লেখার জন্য এক প্রকার কার্ড যা ভাঁজ করে আঠা দিয়ে আটকানো যায়। letter case (noun) চিঠি রাখার ছোট বাক্স। letterhead m লেখকের নাম-ঠিকানা ছাপানো চিঠির কাগজ। letterpress (noun) [uncountable noun] (ক) সচিত্র পুস্তকাদির মুদ্রিত পঠনাংশ। (খ) ছাঁচের অক্ষর থেকে মুদ্রণপ্রণালি। letter writer (noun) (প্রধানত পেশাদার) পত্রলেখক; পত্ররচনা শেখার বই। letter writing (noun) পত্ররচনার কৌশল; পত্ররচনা। (৩) (phrases) keep (to) the letter of the law/an agreement আক্ষরিকভাবে আইনের বা কোনো চুক্তির শর্তসমূহ পালন করা। letter of credence রাষ্ট্রদূত বা রাজপ্রতিনিধির পরিচিতিপত্র। to the letter অক্ষরে অক্ষরে; প্রতিটি খুঁটিনাটি ব্যাপারে মনোযোগ দিয়ে। (৪) (plural) সাহিত্য ও বিদ্যা: a man of letters, বিদ্বান ব্যক্তি। lettered [লেটাড্] (adjective) শিক্ষিত; পণ্ডিত (বিপরীত, unlettered). lettering [লেটারিঙ্] (noun) [uncountable noun] (ক) লেখা বা ছাপার কাজ(খ) মুদ্রাক্ষরের আকার বা শৈলী।
- English Word lettuce Bengali definition [লেটিস্] (noun) [countable noun] লেটুস, সালাদে ব্যবহৃত কাঁচা খাওয়ার উপযুক্ত সবুজ পাতাজাতীয় উদ্ভিদ।
- English Word let’s Bengali definition [লেট্স্]= let us, দ্রষ্টব্য let 1 (২)
- English Word leucocyte Bengali definition (America(n)= leukocyte)। [লূকাসাইট্] (noun) [countable noun] রক্তের শ্বেতকণিকা।
- English Word leukaemia Bengali definition (America(n)= leukemia) [লূকীমিআ] (noun) [uncountable noun] শ্বেতকণিকার আধিক্যজনিত রক্তাল্পতা রোগ।
- English Word Levant 1 Bengali definition [লিভ্যান্ট্] (noun) the Levant পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল। Levanter (noun) লিভান্টের প্রবল পূর্ব-বায়ু। Levantine (noun), (adjective) পূর্ব-ভূমধ্যসাগর অঞ্চলের লোক; লিভান্টসংক্রান্ত।
- English Word levant 2 Bengali definition [লিভ্যান্ট্] (verb intransitive) দেনা শোধ না-করে পালিয়ে যাওয়া।
- English Word levee 1 Bengali definition [লেভি] (noun) (ইতিহাস) (British/Britain) রাজা বা রাজপ্রতিনিধি আহূত পুরুষদের সম্মেলন; প্রাতঃকালীন অভ্যর্থনা-মজলিস।
- English Word levee 2 Bengali definition [লেভি] (noun) বন্যা প্রতিরোধে নদীতীরের মাটির বাঁধ।