• Bengali Word look 1 English definition [লুক্] (verb intransitive), (verb transitive) (past participle, past tense looked)
    to look at him/it, etc বাহ্যিক দৃষ্টিতে বিচার করা। Look before you leap (প্রবাদ) সম্ভাব্য ঘটনাবলি বিবেচনা না-করে তড়িঘড়ি কিছু করো না (তুলনীয় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না)। looking-glass (noun) আয়না। (২) মনে হওয়া, অনুরূপ হওয়া: look unhappy. not look oneself স্বাভাবিক মনে না-হওয়া। look one’s age বয়সী মনে হওয়া। look one’s best দেখতে সবচেয়ে সুন্দর মনে হওয়া। look black (at) রাগের সঙ্গে তাকানো। look blue বিষণ্ণ অথবা অসন্তুষ্ট মনে হওয়া। look good (ক) আকর্ষণীয় মনে হওয়া;(খ) সন্তোষজনক অগ্রগতি হচ্ছে বলে মনে করা। good-looking (adjective) দেখতে সুন্দর। look small হীন অথবা গুরুত্বহীনরূপে প্রতিভাত হওয়া/পরিণত করা। Look alive! তৈরি হও! তাড়াতাড়ি করো। Look here! মনোযোগ-আকর্ষক বাক্য; (কারো মনোযোগ আকর্ষণে)। Look sharp! জলদি চল। = Hurry up! look well (ক) (ব্যক্তি) সুস্বাস্থ্যের অধিকারী মনে হওয়া; (খ) (জিনিস) আকর্ষণীয়; চমৎকার; (গ) ( কোনো কিছু পরিহিত ব্যক্তি) আকর্ষণীয়। (৩) মনে হয়; যেন। (৪) মনোযোগ দাও; দেখে দেখে শেখ। (৫) (=look at). look somebody/something in the eye(s)/face সাহসিকতার সঙ্গে ঠাণ্ডা মাথায় মোকাবিলা করো। (৬) চেহারাতে মনোভাব প্রকাশিত হওয়া। (৭) (adverbial particle ও preps-সহ) look about (for something) অনুসন্ধান করা; চারপাশের ঘটনাবলি পর্যবেক্ষণ করা। look about one চারপাশের ঘটনাবলি পর্যবেক্ষণ করা; নিজেকে সময় দিতে পারা। look after somebody/something (ক) যত্ন নেওয়া; খেয়াল রাখা; দেখাশোনা করা; (খ) দৃষ্টি দিয়ে অনুসরণ করা: He looked after the car as it left his house.look at something (বিশেষ ব্যবহার) (ক) not look at something (will, would- এর সঙ্গে) বিবেচনায় না-আনা। (খ) পরীক্ষা করা: The physician look at his chest. (গ) বিনম্র অনুরোধের ক্ষেত্রে। good/bad, etc to look at দেখতে ভালো/মন্দ লাগা। look away (from something) দৃষ্টি ফিরিয়ে নাও। look back (on/to something) (লাক্ষণিক) অতীতের দিকে দৃষ্টি ফেরানো। never look back বাধাহীন গতিতে এগিয়ে যাও। look down on somebody/something নিজেকে বড় মনে করা অর্থাৎ অন্যদের ছোট ভাবা। look down one’s nose at somebody/something (কথ্য) অগত্যায় অবজ্ঞাভরে সম্মান প্রদর্শন করা। look for somebody/something (ক) অনুসন্ধান করা; পেতে চেষ্টা করা। (খ) প্রত্যাশা করা। look forward to something প্রতীক্ষা করা; আশা করা। look in (on somebody) অল্পক্ষণের জন্য আসা। give somebody/get a look in (কথ্য) (খেলাধুলায়) বিজয়ের সুযোগ। look into something (ক) তদন্ত করা; পরীক্ষা করা; (খ) মগ্ন হওয়া; ডুব দেওয়া (বই ইত্যাদিতে); (গ) গভীরে প্রবেশ করা। look on (ক) দর্শক হওয়া। looker-on (noun) দর্শক। look on/upon somebody/something as বিবেচনা করা। look on/upon somebody/something with বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখা। look on to (স্থান, কক্ষ ইত্যাদি) দৃষ্টিগোচর করানো। look out (of something) (at something) বাইরে তাকানো। look out on (to) over দৃশ্য সরবরাহ করা। look (for somebody/something) কারো মোকাবিলার জন্য প্রস্তুত হওয়া; চোখে চোখে রাখা। look-out (noun) (ক) keep a good look-out (for); be on the look-out (for) সতর্ক প্রহরায় থাকা; (খ) [countable noun] প্রহরাস্থান; প্রহরী; (গ) (কেবল singular) ভবিষ্যতের আশা; সম্ভাবনা। look something out (for somebody) দেখেশুনে পছন্দ করা। look over something পরিদর্শন করা; পরীক্ষা করা। look something over এক এক করে পরীক্ষা করা। look round (ক) (লাক্ষণিক) ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করা। (খ) পিছনে তাকানো। look round (something) দর্শনীয় স্থানে যাওয়া। look through something বারবার পড়ে দেখা; পরীক্ষা-নিরীক্ষা করা। look something through সতর্কতার সঙ্গে দেখা। look to something কোনো ব্যাপারে সাবধান হওয়া। look to somebody for something/to do something নির্ভর করা। look to/towards মুখোমুখি অবস্থান করা: looking to the east.look up (ক) চোখ তুলে দেখা; (খ) উন্নত হওয়া; সমৃদ্ধশালী হওয়া। look up to somebody/(as) শ্রদ্ধা করা। look somebody up and down খুঁটেখুঁটে দেখা অথবা ঘৃণা ভরে দেখা।